ব্যাকরণে সংস্কৃত শব্দরূপ -এর সংজ্ঞা সম্পর্কে বলা হয় ‘সুবন্ত’ অর্থাৎ ‘সুপ্’ বিভক্তিযুক্ত পদের রূপকেই শব্দরূপ বলে।
“সুপ্ তিঙন্তং পদম্” অর্থাৎ ‘সুবন্ত’ ও ‘তিঙন্ত’ বিভক্তিযুক্ত শব্দই পদ। “নাপদং শাস্ত্রে প্রযুঞ্জীত” অর্থাৎ যা পদ নয় তা বাক্যে ব্যবহৃত হয় না।
সংস্কৃত শব্দরূপ- সকল স্বরান্ত পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ-ক্লীবলিঙ্গ শব্দরূপ, ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ-ক্লীবলিঙ্গ শব্দরূপ, সর্বনাম পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ-ক্লীবলিঙ্গ শব্দরূপ ও সংখ্যাবাচক পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ-ক্লীবলিঙ্গ শব্দরূপ দেওয়া হল।
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপ – স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ – স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপ, ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দরূপ – ব্যাঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ – ব্যাঞ্জনান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপ, সর্বনাম পুংলিঙ্গ শব্দরূপ – সর্বনাম স্ত্রীলিঙ্গ শব্দরূপ – সর্বনাম ক্লীবলিঙ্গ শব্দরূপ ও সংখ্যাবাচক পুংলিঙ্গ শব্দরূপ – সংখ্যাবাচক স্ত্রীলিঙ্গ শব্দরূপ – সংখ্যাবাচক ক্লীবলিঙ্গ শব্দরূপ দেওয়া হল।
Table of Contents
সংস্কৃত শব্দরূপ- স্বরান্ত, ব্যাঞ্জনান্ত, সর্বনাম ও সংখ্যাবাচক শব্দরূপ
সংস্কৃত ব্যাকরণের সকল শব্দরূপের Link দেওয়া হল । প্রতিটা শব্দ রূপ পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে । সাথে দেওয়া হয়েছে প্রত্যেক শব্দরূপের সঠিক শব্দরূপ নির্ণয়, সংস্কৃত ভাষায় অনুবাদ এবং Online MCQ Test. যা আপনাদের সংস্কৃত বিষয়ের যে কোনো শিক্ষার্থীর যে কোনো পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ সহযোগাতা করবে ।
স্বরান্ত পুংলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
স্বরান্ত স্ত্রীলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
স্বরান্ত ক্লীবলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
ব্যাঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
ব্যাঞ্জনান্ত ক্লীবলিঙ্গ সংস্কৃত শব্দরূপ
সর্বনাম সংস্কৃত শব্দরূপ
সংখ্যাবাচক সংস্কৃত শব্দরূপ
স্বরান্ত শব্দরূপ
শব্দ | বাংলা অর্থ | লিঙ্গ | প্রকার |
---|---|---|---|
নর | মানুষ | পুংলিঙ্গ | অ-কারান্ত |
নির্জর | ভগবান্, ঈশ্বর | পুংলিঙ্গ | অ-কারান্ত |
পাদ | পা | পুংলিঙ্গ | অ-কারান্ত |
দন্ত | দাঁত | পুংলিঙ্গ | অ-কারান্ত |
মাস | মাস | পুংলিঙ্গ | অ-কারান্ত |
যূষ | ঝোল | পুংলিঙ্গ | অ-কারান্ত |
ফল | ফল | ক্লীবলিঙ্গ | অ-কারান্ত |
হৃদয় | হৃৎপিণ্ড | ক্লীবলিঙ্গ | অ-কারান্ত |
উদক | জল | ক্লীবলিঙ্গ | অ-কারান্ত |
আস্য | মুখ | ক্লীবলিঙ্গ | অ-কারান্ত |
লতা | লতা | স্ত্রীলিঙ্গ | আ-কারান্ত |
জরা | বার্ধক্য | স্ত্রীলিঙ্গ | আ-কারান্ত |
নাসিকা | নাক | স্ত্রীলিঙ্গ | আ-কারান্ত |
নিশা | রাত্রি | স্ত্রীলিঙ্গ | আ-কারান্ত |
পৃতনা | সেনা | স্ত্রীলিঙ্গ | আ-কারান্ত |
হাহা | একজন গন্ধর্বের নাম | পুংলিঙ্গ | আ-কারান্ত |
বিশ্বপা | বিশ্বের পালন কর্তা | পুংলিঙ্গ | আ-কারান্ত |
মুনি | মুনি | পুংলিঙ্গ | ই-কারান্ত |
পতি | স্বামী | পুংলিঙ্গ | ই-কারান্ত |
সখি | পুরুষ বন্ধু | পুংলিঙ্গ | ই-কারান্ত |
মতি | বুদ্ধি | স্ত্রীলিঙ্গ | ই-কারান্ত |
বারি | জল | ক্লীবলিঙ্গ | ই-কারান্ত |
অক্ষি | চোখ | ক্লীবলিঙ্গ | ই-কারান্ত |
দধি | দই | ক্লীবলিঙ্গ | ই-কারান্ত |
শুচি | বিশুদ্ধ | ক্লীবলিঙ্গ | ই-কারান্ত |
সুধী | জ্ঞানী ব্যক্তি | পুংলিঙ্গ | ঈ-কারান্ত |
সেনানী | সেনা | পুংলিঙ্গ | ঈ-কারান্ত |
নদী | নদী | স্ত্রীলিঙ্গ | ঈ-কারান্ত |
শ্রী | সুন্দর | স্ত্রীলিঙ্গ | ঈ-কারান্ত |
স্ত্রী | স্ত্রী | স্ত্রীলিঙ্গ | ঈ-কারান্ত |
সাধু | সজ্জন ব্যক্তি | পুংলিঙ্গ | উ-কারান্ত |
ক্রোষ্টু | শিয়াল | পুংলিঙ্গ | উ-কারান্ত |
ধেনু | গাভী | স্ত্রীলিঙ্গ | উ-কারান্ত |
মধু | ফুলের নির্যাস | ক্লীবলিঙ্গ | উ-কারান্ত |
সানু | পর্বতের উপরিস্থ সমতল ভূমি | ক্লীবলিঙ্গ | উ-কারান্ত |
স্বাদু | মিষ্টি | ক্লীবলিঙ্গ | উ-কারান্ত |
সুলূ | ভাল কর্তনকারী | পুংলিঙ্গ | ঊ-কারান্ত |
হূহূ | একটি গন্ধর্বের নাম | পুংলিঙ্গ | ঊ-কারান্ত |
বধূ | বধূ | স্ত্রীলিঙ্গ | ঊ-কারান্ত |
ভূ | পৃথিবী | স্ত্রীলিঙ্গ | ঊ-কারান্ত |
প্রতিভূ | জামিনদার, জমানত | পুংলিঙ্গ | ঊ-কারান্ত |
পিতৃ | বাবা | পুংলিঙ্গ | ঋ-কারান্ত |
ভ্রাতৃ | ভাই | পুংলিঙ্গ | ঋ-কারান্ত |
নৃ | মানুষ | পুংলিঙ্গ | ঋ-কারান্ত |
দাতৃ | দাতা | পুংলিঙ্গ | ঋ-কারান্ত |
মাতৃ | মা | স্ত্রীলিঙ্গ | ঋ-কারান্ত |
স্বসৃ | ভগিনী, বোন | স্ত্রীলিঙ্গ | ঋ-কারান্ত |
দুহিতৃ | বৌ, স্ত্রী | স্ত্রীলিঙ্গ | ঋ-কারান্ত |
ধাতৃ | ধারণ করা | ক্লীবলিঙ্গ | ঋ-কারান্ত |
রৈ | সম্পদ | পুংলিঙ্গ | ঐ-কারান্ত |
গো | গাভী | পুংলিঙ্গ | ও-কারান্ত |
গ্লৌ | চন্দ্র, কর্পূর | পুংলিঙ্গ | ঔ-কারান্ত |
ব্যাঞ্জনান্ত শব্দরূপ
শব্দ | বাংলা অর্থ | লিঙ্গ | প্রকার |
---|---|---|---|
জলমুচ্ | মেঘ | পুংলিঙ্গ | চ্-কারান্ত |
বণিজ্ | ব্যবসায়ী | পুংলিঙ্গ | জ্-কারান্ত |
সম্রাজ্ | সম্রাট | পুংলিঙ্গ | জ্-কারান্ত |
বিশ্বরাজ্ | পরমেশ্বর | পুংলিঙ্গ | জ্-কারান্ত |
ব্রহ্মন্ | ব্রহ্মা, ব্রাহ্মণ | পুংলিঙ্গ | ন্-কারান্ত |
ভূভৃৎ | রাজা, পর্বত | পুংলিঙ্গ | অৎ-ভাগান্ত |
ভবৎ | আপনি | পুংলিঙ্গ | অৎ-ভাগান্ত (শতৃ প্রত্যয়ান্ত) |
ধাবৎ | ধাবমান | পুংলিঙ্গ | অৎ-ভাগান্ত (শতৃ প্রত্যয়ান্ত) |
শ্রীমৎ | সুন্দর | পুংলিঙ্গ | মতুপ্ প্রত্যয়ান্ত |
মহৎ | মহান্, বৃহৎ | পুংলিঙ্গ | অৎ-ভাগান্ত |
সুহৃদ্ | বন্ধু | পুংলিঙ্গ | দ্-কারান্ত |
গুণিন্ | গুণী, গুণবান্ | পুংলিঙ্গ | ইন্-ভাগান্ত |
পথিন্ | পথ, রাস্তা | পুংলিঙ্গ | ইন্-ভাগান্ত |
লঘিমন্ | লঘুতা | পুংলিঙ্গ | ইমন্-ভাগান্ত |
রাজন্ | রাজা | পুংলিঙ্গ | অন্-ভাগান্ত |
আত্মন্ | আত্মা, নিজ | পুংলিঙ্গ | অন্-ভাগান্ত |
মঘবন্ | ইন্দ্র | পুংলিঙ্গ | অন্-ভাগান্ত |
যুবন্ | যুবক | পুংলিঙ্গ | অন্-ভাগান্ত |
শ্বন্ | কুকুর | পুংলিঙ্গ | অন্-ভাগান্ত |
বেধস্ | স্রষ্টা, বিষ্ণু | পুংলিঙ্গ | স্-কারান্ত |
বিদ্বস্ | বিদ্বান্ | পুংলিঙ্গ | স্-কারান্ত |
লঘীয়স্ | লঘুতর | পুংলিঙ্গ | স্-কারান্ত |
দিব্ | আকাশ | স্ত্রীলিঙ্গ | ব্-কারান্ত |
দিশ্ | দিক | স্ত্রীলিঙ্গ | শ্-কারান্ত |
আশিস্ / আশিষ্ | আর্শীর্বাদ | স্ত্রীলিঙ্গ | স্-কারান্ত |
পয়স্ | জল, দুধ | ক্লীবলিঙ্গ | স্-কারান্ত |
ধনুস্ | ধনুক | ক্লীবলিঙ্গ | স্-কারান্ত |
শ্রীমৎ | সুন্দর | স্ত্রীলিঙ্গ | মতুপ্ প্রত্যয়ান্ত |
ব্যাঞ্জনান্ত শব্দ
ব্যাঞ্জনান্ত ক্লীবলিঙ্গ শব্দ
শব্দ | বাংলা অর্থ | প্রকার |
---|---|---|
গচ্ছৎ | যেতে যেতে, যাচ্ছে এমন | অৎ-প্রত্যয়ান্ত |
ইচ্ছৎ | ইচ্ছা করছে এমন | অৎ-প্রত্যয়ান্ত |
মহৎ | মহান্, বৃহৎ | অৎ-ভাগান্ত |
ভবৎ | আপনি | অৎ-ভাগান্ত (শতৃ প্রত্যয়ান্ত) |
নামন্ | নাম | অন্- ভাগান্ত |
কর্মন্ | কাজ | অন্-ভাগান্ত |
অহন্ | দিন | ন্-কারান্ত |
সর্বনাম শব্দ
শব্দ | বাংলা অর্থ |
---|---|
অস্মদ্ | আমি |
যুষ্মদ্ | তুমি |
সর্ব | সকল |
তদ্ | সে, তিনি, তাহা |
ইদম্ | এই, ইহা, ইনি |
এতদ্ | ইহা, এই |
যদ্ | যে, যিনি, যাহা |
কিম্ | কে, কি |
অদস্ | উহা, ঐ |