সংস্কৃত নর শব্দরূপ – স্বরান্ত পুংলিঙ্গ শব্দ

সংস্কৃত নর শব্দরূপ । নর শব্দের বাংলা অর্থ, নর শব্দের অনুরূপ শব্দ, নর শব্দের বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পর্ণরূপ, নর শব্দ হতে সঠিক শব্দরূপ নির্ণয়, নর শব্দ হতে সংস্কৃত অনুবাদ নর শব্দ থেকে MCQ TEST.

Table of Contents

সংস্কৃত নর শব্দরূপ

সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নর শব্দরূপটির সম্পূর্ণ রূপ বাংলা অর্থসহ, দেবনাগরী লিপিতে অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

শব্দরূপ নর

শব্দনর
প্রকারঅ-কারান্ত
লিঙ্গপুংলিঙ্গ
বাংলা অর্থমানুষ
সংস্কৃত নর শব্দরূপ

সংস্কৃত নর শব্দরূপ বাংলায়

বিভক্তি একবচন দ্বিবচন বহুবচন
প্রথমানরঃনরৌ নরাঃ
দ্বিতীয়ানরম্নরৌনরান্
তৃতীয়ানরেণনরাভ্যাম্নরৈঃ
চতুর্থীনরায় নরাভ্যাম্ নরেভ্যঃ
পঞ্চমীনরাৎ নরাভ্যাম্ নরেভ্যঃ
ষষ্ঠীনরস্যনরয়োঃনরাণাম্
সপ্তমীনরেনরয়োঃনরেষু
সম্বোধননর নরৌ নরাঃ
‘নর’ শব্দরূপ

সংস্কৃত নর শব্দরূপের বাংলা অর্থ

বিভক্তি একবচন দ্বিবচন বহুবচন
প্রথমানরঃ
একটি মানুষ
নরৌ
দুটি মানুষ
নরাঃ
মানুষগুলি
দ্বিতীয়ানরম্
একটি মানুষকে
নরৌ
দুটি মানুষকে
নরান্
মানুষগুলিকে
তৃতীয়ানরেণ
একটি মানুষের
দ্বারা
নরাভ্যাম্
দুটি মানুষের
দ্বারা
নরৈঃ
মানুষগুলির
দ্বারা
চতুর্থীনরায়
একটি মানুষের
জন্য
নরাভ্যাম্
দুটি মানুষের
জন্য
নরেভ্যঃ
মানুষগুলির
জন্য
পঞ্চমীনরাৎ
একটি মানুষের
থেকে
নরাভ্যাম্
দুটি মানুষ
থেকে
নরেভ্যঃ
মানুষগুলি
থেকে
ষষ্ঠীনরস্য
একটি মানুষের
নরয়োঃ
দুজন মানুষের
নরাণাম্
মানুষগুলির
সপ্তমীনরে
একটি মানুষেতে
নরয়োঃ
দুটি মানুষে
নরেষু
মানুষগুলিতে
সম্বোধননর
হে একজন
মানুষ
নরৌ
হে দুজন
মানুষ
নরাঃ
হে মানুষগুলি
‘নর’ শব্দের বাংলা অর্থ

সংস্কৃত নর শব্দরূপের অনুরূপ শব্দাবলি বাংলা অর্থ সহ

শব্দ বাংলা অর্থ
অশ্ব ঘোড়া
শর তির
সর্প সাপ
দেবদেবতা
বালকছেলে
গজহাতী
দেশদেশ
চন্দ্রচাঁদ
ব্যাঘ্রবাঘ
বাণতির
বৃক্ষগাছ
সচিবমন্ত্রী
মৃগহরিণ
ব্যাধশিকারি
কিরণরশ্মি
প্রদীপদীপ
অসুর দৈত্য
অরুণসূর্য
মিত্রসূর্য
জনকপিতা
মৎস্যমাছ
আলয়বাড়ি
সহোদরএকই মায়ের সন্তান
রজকধোপা
গ্রন্থবই
অনুজছোটো ভাই
সরোবরপুকুর
পবনবাতাস
মাতুলমামা
পিতৃব্যকাকা
গবাক্ষজানালা
কুম্ভকলসি
দিবসদিন
পক্ষপাখনা
তরঙ্গঢেউ
কূর্মকচ্ছপ
লগুড়লাঠি
অনলআগুন
চিপিটক চিড়া
অপুপপিঠা
সৈনিক সেনা
বিড়াল বিড়াল
মার্জারবিড়াল
বিহগপাখি
ছাগছাগল
চন্দ্রচাঁদ
শকটগাড়ি
মূষিক ইঁদুর
শৃগাল শিয়াল
সারমেয় কুকুর
কুক্কুরকুকুর
ভৃত্যচাকর
মার্গপথ
নর শব্দের অনুরূপ শব্দগুলির তালিকা

সংস্কৃত নর শব্দরূপের অনুরূপ শব্দ ‘ অশ্ব ‘ শব্দের রূপ

বিভক্তি একবচন দ্বিবচন বহুবচন
প্রথমাঅশ্বঃঅশ্বৌঅশ্বাঃ
দ্বিতীয়াঅশ্বম্ অশ্বৌ অশ্বান্
তৃতীয়াঅশ্বেনঅশ্বাভ্যাম্অশ্বৈঃ
চতুর্থীঅশ্বায় অশ্বাভ্যাম্ অশ্বেভ্যঃ
পঞ্চমীঅশ্বাৎ অশ্বাভ্যাম্ অশ্বেভ্যঃ
ষষ্ঠীঅশ্বস্যঅশ্বয়োঃঅশ্বানাম্
সপ্তমীঅশ্বে অশ্বয়োঃ অশ্বেষু
সম্বোধনঅশ্ব অশ্বৌ অশ্বাঃ
‘অশ্ব’ শব্দের রূপ

সংস্কৃত নর শব্দরূপ সঠিক শব্দরূপ নির্ণয়

1.নর শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- নরঃ।

2.নর শব্দের ষষ্ঠী বহুবচন।

উত্তরঃ- নরাণাম্।

3.নর শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- নরেষু ।

4.নর শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- নরান্ ।

5.নর শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- নরেণ ।

সংস্কৃত নর শব্দরূপ হতে বাংলা অনুবাদ

1.ছেলেরা গিয়েছিল ।

উত্তরঃ- বালকাঃ অগচ্ছন্ ।

2.লোকেরা এখন গ্রামে থাকে ।

উত্তরঃ- নরাঃ গ্রামে তিষ্ঠন্তি ।

3.নিশাচরেরা দিনের বেলায় দেখতে পায় না ।

উত্তরঃ- নিশাচরঃ দিবা ন পশ্যন্তি ।

4.গাছগুলিতে পাখিগুলি আছে ।

উত্তরঃ- বৃক্ষেষু বিহগাঃ সন্তি ।

5.রাজার পুত্ররা গিয়েছিল

উত্তরঃ- নৃপস্য পুত্রাঃ অগচ্ছন্ ।

6.চঞ্চল ছেলেগুলি যাবে ।

উত্তরঃ- চঞ্চলাঃ বালকাঃ গমিষ্যন্তি ।

7.তুমি বাবাকে জিজ্ঞাসা করেছিলে ।

উত্তরঃ- ত্বং জনকং অপৃচ্ছ ।

8.সতীশঃ লোকটিকে প্রশ্নগুলি করেছিল ।

উত্তরঃ- সতীশঃ নরং প্রশ্নান্ অপৃচ্ছৎ ।

9.ছাত্ররা বিদ্যালয়ে সরস্বতী পূজা করবে ।

উত্তরঃ- ছাত্রাঃ বিদ্যালয়ে সরস্বতীং পূজয়িষ্যন্তি ।

10.গুরুজনের কথা শোনো ।

উত্তরঃ- গুরুজনস্য বাক্যং শৃণু ।

সংস্কৃত নর শব্দরূপ দেবনাগরীতে

ছাত্র-ছাত্রীদের সংস্কৃত অক্ষরের সঙ্গে আরোও অধিক পরিচিতির জন্য নর শব্দরূপ বাংলা হরফের সঙ্গে দেবনাগরীলিপিতেও দেওয়া হল।

विभक्ति एकवचन द्विवचन वहुवचन
प्रथमानरःनरौनराः
द्वितीयानरम् नरौ नरान्
तृतीयानरेणनराभ्याम्नरैः
चतुर्थीनरायनराभ्याम्नरेभ्यः
पञ्चमी नरात्नराभ्याम् नरेभ्यः
षष्ठीनरस्यनरयोःनराणाम्
सप्तमीनरेनरयोःनरेषु
सम्वोधननर नरौ नराः
দেবনাগরী লিপিতে নর শব্দরূপ
শব্দবাংলা অর্থপ্রকার
নির্জরভগবান্, ঈশ্বরঅ-কারান্ত
পাদপাঅ-কারান্ত
হাহাএকজন গন্ধর্বের নামআ-কারান্ত
বিশ্বপাবিশ্বের পালন কর্তাআ-কারান্ত
মুনিমুনিই-কারান্ত
পতিস্বামীই-কারান্ত
সখিপুরুষ বন্ধুই-কারান্ত
সুধীজ্ঞানী ব্যক্তিঈ-কারান্ত
সেনানীসেনাঈ-কারান্ত
সাধুসজ্জন ব্যক্তিউ-কারান্ত
প্রতিভূজামিনদার, জমানতঊ-কারান্ত
পিতৃবাবাঋ-কারান্ত
নৃমানুষঋ-কারান্ত
দাতৃদাতাঋ-কারান্ত
রৈসম্পদঐ-কারান্ত
গোগাভীও-কারান্ত
গ্লৌচন্দ্র, কর্পূরঔ-কারান্ত
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ নর থেকে ONLINE MCQ TEST

উপরের আলোচনা থেকে সকল শিক্ষার্থীই নর শব্দরূপ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে নিচে নর লেখার উপর Click করে পরীক্ষা দওয়া যাবে ।

[WpProQuiz 12]

[WpProQuiz_toplist 12]

শব্দরূপ থেকে আরোও পরীক্ষা দেওয়ার জন্য Click করুণ ==>> MCQ Test

সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে আরোও জানতে Click করুণ ==>> সংস্কৃত ব্যাকরণ

(FAQ) নর শব্দরূপ হতে জিজ্ঞাস্য?

১. নর শব্দের দুটি অর্থ কি কি?

মানুষ, লোক, জন।

২. নর শব্দের অর্থ কি?

আক্ষরিক অর্থ মানুষ ।

৩. নর শব্দের তৃতীয়ার একবচন?

নরেণ।

Leave a Comment