সংস্কৃত শব্দরূপ দাতৃ – পুংলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ দাতৃ। এটি ই-কারান্ত পুংলিঙ্গ শব্দ। এর অর্থ হল- দাতা। শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপে এবং অনুশীলনী দেখুন।

সংস্কৃত শব্দরূপ দাতৃ

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় দাতৃ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

দাতৃ
স্বরান্ত ঋ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – দাতা
একনজরে দাতৃ শব্দ

সংস্কৃত দাতৃ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাদাতাদাতারৌদাতারঃ
দ্বিতীয়াদাতারম্দাতারৌদাতৃঋন্
তৃতীয়াদাত্রাদাতৃভ্যাম্দাতৃভিঃ
চতুর্থীদাত্রেদাতৃভ্যাম্দাতৃভ্যঃ
পঞ্চমীদাতুঃদাতৃভ্যাম্দাতৃভ্যঃ
ষষ্ঠীদাতুঃদাত্রোঃদাতৃঋণাম্
সপ্তমীদাতরিদাত্রোঃদাতৃষু
সম্বোধনদাতঃদাতারৌদাতারঃ
সংস্কৃত দাতৃ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

দাতৃ শব্দের অনুরূপ শব্দ

কর্তৃ, নেতৃ, ধাতৃ, বিধাতৃ, যোদ্ধৃ, শ্রোতৃ, বক্তৃ, হোতৃ ইত্যাদি ।

সংস্কৃত শব্দরূপ দাতৃ (দেবনাগরী অক্ষরে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमादातादातारौदातार:
द्वितीयादातारम्दातारौदातॄन्
तृतीयादात्रादातृभ्याम्दातृभि:
चतुर्थीदात्रेदातृभ्याम्दातृभ्य:
पञ्चमीदातु:दातृभ्याम्दातृभ्य:
षष्ठीदातु:दात्रो:दातॄणाम्
सप्तमीदातरिदात्रो:दातृषु
सम्वोधनदात:दातारौदातार:
সংস্কৃত শব্দরূপ দাতৃ (দেবনাগরী অক্ষরে)

দাতৃ শব্দের অনুরূপ শব্দ বিধাতৃ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবিধাতাবিধাতারৌবিধাতারঃ
দ্বিতীয়াবিধাতারম্বিধাতারৌবিধাতৃঋন্
তৃতীয়াবিধাত্রাবিধাতৃভ্যাম্বিধাতৃভিঃ
চতুর্থীবিধাত্রেবিধাতৃভ্যাম্বিধাতৃভ্যঃ
পঞ্চমীবিধাতুঃবিধাতৃভ্যাম্বিধাতৃভ্যঃ
ষষ্ঠীবিধাতুঃবিধাত্রোঃবিধাতৃঋমাম্
সপ্তমীবিধাতরিবিধাত্রোঃবিধাতৃষু
সম্বোধনবিধাতঃবিধাতারৌবিধাতারঃ
বিধাতৃ শব্দের রূপ

অনুশীলনী

দাতৃ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ দাতৃ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. দাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- দাতৃ্ন্ ।

২. দাতৃ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- দাতৃ্ণাম্ ।

৩. দাতৃ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- দাতারৌ ।

৪. দাতৃ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- দাতরি ।

৫. দাতৃ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- দাত্রে ।

৬. দাতৃ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- দাতৃষু।

৭. দাতৃ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- দাত্রোঃ ।

৮. দাতৃ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- ছাত্ররা ।

৯. দাতৃ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- দাতুঃ ।

১০. দাতৃ শব্দের সম্বোধন একবচন ।

উত্তরঃ- দাতঃ ।

দাতৃ শব্দরূপ থেকে অনুবাদ

১. যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে ।

উত্তরঃ- যোদ্ধারঃ যুদ্ধক্ষেত্রং গচ্ছন্তি ।

২. কর্ণ দাতা নামে বিখ্যাত ছিলেন ।

উত্তরঃ- কর্ণঃ দাতা ইতি বিখ্যাতঃ আসীৎ ।

৩. শ্রোতাকে ।

উত্তরঃ- শ্রোতারম্ ।

৪. দাতা হও ।

উত্তরঃ- দাতা ভব ।

অন্যান্য স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
নরমানুষঅ-কারান্ত
নির্জরভগবান্, ঈশ্বরঅ-কারান্ত
পাদপাঅ-কারান্ত
হাহাএকজন গন্ধর্বের নামআ-কারান্ত
বিশ্বপাবিশ্বের পালন কর্তাআ-কারান্ত
মুনিমুনিই-কারান্ত
পতিস্বামীই-কারান্ত
সখিপুরুষ বন্ধুই-কারান্ত
সুধীজ্ঞানী ব্যক্তিঈ-কারান্ত
সেনানীসেনাঈ-কারান্ত
সাধুসজ্জন ব্যক্তিউ-কারান্ত
প্রতিভূজামিনদার, জমানতঊ-কারান্ত
পিতৃবাবাঋ-কারান্ত
নৃমানুষঋ-কারান্ত
রৈসম্পদঐ-কারান্ত
গোগাভীও-কারান্ত
গ্লৌচন্দ্র, কর্পূরঔ-কারান্ত
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment