সংস্কৃত শব্দরূপ বধূ – স্ত্রীলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ বধূ। ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এর অর্থ হল- বৌ, স্ত্রী । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ এবং অনুশীলনী দেখুন।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ বধূ

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় বধূ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

বধূ
স্বরান্ত ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – বৌ, স্ত্রী
একনজরে বধূ শব্দ

সংস্কৃত বধূ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবধূঃবধ্বৌবধ্বঃ
দ্বিতীয়াবধূম্বধ্বৌবধূঃ
তৃতীয়াবধ্বাবধূভ্যাম্বধূভিঃ
চতুর্থীবধ্বৈবধূভ্যাম্বধূভ্যঃ
পঞ্চমীবধ্বাঃবধূভ্যাম্বধূভ্যঃ
ষষ্ঠীবধ্বাঃবধ্বোঃবধূনাম্
সপ্তমীবধ্বাম্বধ্বোঃবধূষু
সম্বোধনবধূবধ্বৌবধ্বঃ
সংস্কৃত দাতৃ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বধূ শব্দের অনুরূপ শব্দ

পুত্রবধূ, শ্বশ্রূ, তনূ, চঞ্চূ, ইত্যাদি ।

মনে রাখবে ভূ, ভ্রূ, সুভ্রূ শব্দগুলি ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলেও বধূ শব্দের মত রূপ হয় না ।

সংস্কৃত শব্দরূপ বধূ (দেবনাগরী অক্ষরে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमावधू:वध्वौवध्व:
द्वितीयावधूम्वध्वौवधू:
तृतीयावध्वावधूभ्याम्वधूभि:
चतुर्थीवध्वैवधूभ्याम्वधूभ्य:
पञ्चमीवध्वा:वधूभ्याम्वधूभ्य:
षष्ठीवध्वा:वध्वो:वधूनाम्
सप्तमीवध्वाम्वध्वो:वधूषु
सम्वोधनवधूवध्वौवध्व:
সংস্কৃত শব্দরূপ বধূ (দেবনাগরী অক্ষরে)

বধূ শব্দের অনুরূপ শব্দ পুত্রবধূ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাপুত্রবধূঃপুত্রবধ্বৌপুত্রবধ্বঃ
দ্বিতীয়াপুত্রবধূম্পুত্রবধ্বৌপুত্রবধূঃ
তৃতীয়াপুত্রবধ্বাপুত্রবধূভ্যাম্পুত্রবধূভিঃ
চতুর্থীপুত্রবধ্বৈপুত্রবধূভ্যাম্পুত্রবধূভ্যঃ
পঞ্চমীপুত্রবধ্বাঃপুত্রবধূভ্যাম্পুত্রবধূভ্যঃ
ষষ্ঠীপুত্রবধ্বাঃপুত্রবধ্বোঃপুত্রবধূনাম্
সপ্তমীপুত্রবধ্বাম্পুত্রবধ্বোঃপুত্রবধূষু
সম্বোধনপুত্রবধূঃপুত্রবধ্বৌপুত্রবধ্বঃ
পুত্রবধূ শব্দের রূপ

অনুশীলনী

বধূ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ বধূ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. বধূ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- বধূঃ ।

২. বধূ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- বধূনাম্ ।

৩. বধূ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- বধ্বৌ ।

৪. বধূ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- বধ্বাম্ ।

৫. বধূ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- বধ্বৈ ।

৬. বধূ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- বধূষু ।

৭. বধূ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- বধ্বোঃ ।

৮. বধূ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- বধ্বা ।

৯. বধূ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- বধ্বাঃ ।

১০. বধূ শব্দের সম্বোধন একবচন ।

উত্তরঃ- বধূ ।

বধূ শব্দরূপ থেকে অনুবাদ

১. বধূরা নদীতে যাচ্ছে ।

উত্তরঃ- বধ্বঃ নদীং গচ্ছন্তি ।

২. নববধূর লজ্জা ।

উত্তরঃ- নবধ্বাঃ লজ্জা ।

৩. লোকটির পুত্রবধূ শহরে থাকে ।

উত্তরঃ- নরস্য পুত্রবধূঃ নগরে তিষ্ঠতি ।

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ বধূ শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ বধূ শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
লতালতাআ-কারান্ত
মতিবুদ্ধিই-কারান্ত
নদীনদীঈ-কারান্ত
শ্রীসুন্দরঈ-কারান্ত
স্ত্রীস্ত্রীঈ-কারান্ত
ধেনুগাভীউ-কারান্ত
ভূপৃথিবীঊ-কারান্ত
মাতৃমাঋ-কারান্ত
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment