সংস্কৃত শব্দরূপ বধূ। ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এর অর্থ হল- বৌ, স্ত্রী । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ এবং অনুশীলনী দেখুন।
Table of Contents
সংস্কৃত শব্দরূপ বধূ
সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় বধূ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।
বধূ |
---|
স্বরান্ত ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ |
বাংলা অর্থ – বৌ, স্ত্রী |
সংস্কৃত বধূ শব্দের রূপ (বাংলা অক্ষরে)
বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
---|---|---|---|
প্রথমা | বধূঃ | বধ্বৌ | বধ্বঃ |
দ্বিতীয়া | বধূম্ | বধ্বৌ | বধূঃ |
তৃতীয়া | বধ্বা | বধূভ্যাম্ | বধূভিঃ |
চতুর্থী | বধ্বৈ | বধূভ্যাম্ | বধূভ্যঃ |
পঞ্চমী | বধ্বাঃ | বধূভ্যাম্ | বধূভ্যঃ |
ষষ্ঠী | বধ্বাঃ | বধ্বোঃ | বধূনাম্ |
সপ্তমী | বধ্বাম্ | বধ্বোঃ | বধূষু |
সম্বোধন | বধূ | বধ্বৌ | বধ্বঃ |
বধূ শব্দের অনুরূপ শব্দ
পুত্রবধূ, শ্বশ্রূ, তনূ, চঞ্চূ, ইত্যাদি ।
মনে রাখবে ভূ, ভ্রূ, সুভ্রূ শব্দগুলি ঊ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলেও বধূ শব্দের মত রূপ হয় না ।
সংস্কৃত শব্দরূপ বধূ (দেবনাগরী অক্ষরে)
विभक्ति | एकवचन | द्विवचन | वहुवचन |
---|---|---|---|
प्रथमा | वधू: | वध्वौ | वध्व: |
द्वितीया | वधूम् | वध्वौ | वधू: |
तृतीया | वध्वा | वधूभ्याम् | वधूभि: |
चतुर्थी | वध्वै | वधूभ्याम् | वधूभ्य: |
पञ्चमी | वध्वा: | वधूभ्याम् | वधूभ्य: |
षष्ठी | वध्वा: | वध्वो: | वधूनाम् |
सप्तमी | वध्वाम् | वध्वो: | वधूषु |
सम्वोधन | वधू | वध्वौ | वध्व: |
বধূ শব্দের অনুরূপ শব্দ পুত্রবধূ শব্দের রূপ
বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
---|---|---|---|
প্রথমা | পুত্রবধূঃ | পুত্রবধ্বৌ | পুত্রবধ্বঃ |
দ্বিতীয়া | পুত্রবধূম্ | পুত্রবধ্বৌ | পুত্রবধূঃ |
তৃতীয়া | পুত্রবধ্বা | পুত্রবধূভ্যাম্ | পুত্রবধূভিঃ |
চতুর্থী | পুত্রবধ্বৈ | পুত্রবধূভ্যাম্ | পুত্রবধূভ্যঃ |
পঞ্চমী | পুত্রবধ্বাঃ | পুত্রবধূভ্যাম্ | পুত্রবধূভ্যঃ |
ষষ্ঠী | পুত্রবধ্বাঃ | পুত্রবধ্বোঃ | পুত্রবধূনাম্ |
সপ্তমী | পুত্রবধ্বাম্ | পুত্রবধ্বোঃ | পুত্রবধূষু |
সম্বোধন | পুত্রবধূঃ | পুত্রবধ্বৌ | পুত্রবধ্বঃ |
অনুশীলনী
বধূ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।
সংস্কৃত শব্দরূপ বধূ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়
১. বধূ শব্দের দ্বিতীয়া বহুবচন ।
উত্তরঃ- বধূঃ ।
২. বধূ শব্দের ষষ্ঠী বহুবচন ।
উত্তরঃ- বধূনাম্ ।
৩. বধূ শব্দের প্রথমা দ্বিবচন ।
উত্তরঃ- বধ্বৌ ।
৪. বধূ শব্দের সপ্তমী একবচন ।
উত্তরঃ- বধ্বাম্ ।
৫. বধূ শব্দের চতুর্থী একবচন ।
উত্তরঃ- বধ্বৈ ।
৬. বধূ শব্দের সপ্তমী বহুবচন ।
উত্তরঃ- বধূষু ।
৭. বধূ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।
উত্তরঃ- বধ্বোঃ ।
৮. বধূ শব্দের তৃতীয়া একবচন ।
উত্তরঃ- বধ্বা ।
৯. বধূ শব্দের পঞ্চমী একবচন ।
উত্তরঃ- বধ্বাঃ ।
১০. বধূ শব্দের সম্বোধন একবচন ।
উত্তরঃ- বধূ ।
বধূ শব্দরূপ থেকে অনুবাদ
১. বধূরা নদীতে যাচ্ছে ।
উত্তরঃ- বধ্বঃ নদীং গচ্ছন্তি ।
২. নববধূর লজ্জা ।
উত্তরঃ- নবধ্বাঃ লজ্জা ।
৩. লোকটির পুত্রবধূ শহরে থাকে ।
উত্তরঃ- নরস্য পুত্রবধূঃ নগরে তিষ্ঠতি ।
আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ বধূ শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ বধূ শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ
শব্দ | বাংলা অর্থ | প্রকার |
---|---|---|
লতা | লতা | আ-কারান্ত |
মতি | বুদ্ধি | ই-কারান্ত |
নদী | নদী | ঈ-কারান্ত |
শ্রী | সুন্দর | ঈ-কারান্ত |
স্ত্রী | স্ত্রী | ঈ-কারান্ত |
ধেনু | গাভী | উ-কারান্ত |
ভূ | পৃথিবী | ঊ-কারান্ত |
মাতৃ | মা | ঋ-কারান্ত |