সংস্কৃত শব্দরূপ লতা – স্ত্রীলিঙ্গ শব্দ

আ – কারান্ত স্ত্রীলিঙ্গ সংস্কৃত শব্দরূপ লতা। এর অর্থ – লতা। শব্দরূপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ লতা

সংস্কৃত সকল শিক্ষার্থীদের উদ্দ্যেশে (বিশেষত সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর জন্য) এই শব্দরূপটি দেওয়া হল।

সংস্কৃত শব্দরূপ লতা (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমালতালতেলতাঃ
দ্বিতীয়ালতাম্লতেলতাঃ
তৃতীয়ালতয়ালতাভ্যাম্লতাভিঃ
চতুর্থীলতায়ৈলতাভ্যাম্লতাভ্যঃ
পঞ্চমীলতায়াঃলতাভ্যাম্লতাভ্যঃ
ষষ্ঠীলতায়াঃলতয়োঃলতানাম্
সপ্তমীলতায়াম্লতয়োঃলতাসু
সম্বোধনলতেলতেলতাঃ
লতা শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ লতা থেকে সঠিক শব্দরূপ নির্ণয়

১.লতা শব্দের ষষ্ঠীর বহুবচন।

উঃ- লতানাম্।

২.লতা শব্দের সপ্তমী বহুবচন।

উঃ- লতাসু।

৩.লতা শব্দের তৃতীয়া একবচন।

উঃ- লতয়া।

৪.লতা শব্দের দ্বিতীয়া বহুবচন।

উঃ- লতাঃ।

৫.লতা শব্দের সপ্তমী একবচন।

উঃ- লতায়াম্।

সংস্কৃত শব্দরূপ লতা থেকে অনুবাদ

১.লতাগুলি।

উঃ- লতাঃ।

২.লতাগুলিতে।

উঃ- লতাসু।

৩.লতাগুলি থেকে।

উঃ- লতাভ্যঃ।

সংস্কৃত শব্দরূপ লতা (দেবনাগরী লিপিতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमालतालतेलता:
द्वितीयालताम्लतेलता:
तृतीयालतयालताभ्याम्लताभि:
चतुर्थीलतायैलताभ्याम्लताभ्य:
पञ्चमीलताया:लताभ्याम्लताभ्य:
षष्ठीलताया:लतयो:लतानाम्
सप्तमीलतायाम्लतयो:लतासु
सम्वोधनलतेलतेलता:
शव्दरूप-लता

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ লতা শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
মতিবুদ্ধিই-কারান্ত
নদীনদীঈ-কারান্ত
শ্রীসুন্দরঈ-কারান্ত
স্ত্রীস্ত্রীঈ-কারান্ত
ধেনুগাভীউ-কারান্ত
বধূবধূঊ-কারান্ত
ভূপৃথিবীঊ-কারান্ত
মাতৃমাঋ-কারান্ত
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

Leave a Comment