সংস্কৃত শব্দরূপ নদী – স্ত্রীলিঙ্গ

সংস্কৃত শব্দরূপ নদী। শব্দটির বাংলা অর্থ সহ সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী অক্ষরে এবং অনুবাদ সম্পর্কে আলোচনা ও MCQ TEST.দেওয়া হল।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ নদী

সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা অর্থসহ, দেবনাগরী লিপিতে অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংস্কৃত শব্দরূপ নদী শব্দের বাংলা অর্থ

নদী শব্দের বাংলা অর্থ হল – নদী, এর ইংরেজী হল – River.

সংস্কৃত শব্দরূপ নদী (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমানদীনদ্যৌ নদ্যঃ
দ্বিতীয়ানদীম্নদ্যৌনদীঃ
তৃতীয়ানদ্যানদীভ্যাম্নদীভিঃ
চতুর্থীনদ্যৈ নদীভ্যাম্নদীভ্যঃ
পঞ্চমীনদ্যাঃ নদীভ্যাম্ নদীভ্যঃ
ষষ্ঠীনদ্যাঃনদ্যোঃনদীনাম্
সপ্তমীনদ্যাম্ নদ্যোঃনদীষু
সম্বোধননদি নদ্যৌনদ্যঃ
বাংলা হরফে ‘নর’ শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ নদী থেকে সঠিক রূপ নির্ণয়

1.নদী শব্দের তৃতীয়া বহুবচন ।

উঃ- নদীভিঃ।

2.নদী শব্দের ষষ্ঠী বহুবচন।

উঃ- নদীনাম্।

3.নদী শব্দের সপ্তমী বহুবচন ।

উঃ- নদীষু

4.নদী শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উঃ- নদীঃ ।

5.নদী শব্দের তৃতীয়া একবচন ।

উঃ- নদ্যা

সংস্কৃত শব্দরূপ নর দ্বারা অনুবাদ

1.মহিলারা নদীতে যাচ্ছেন ।

উঃ- মহিলাঃ নদ্যাম্ গচ্ছন্তি ।

2.কুমিরগুলি নদীর জলে থাকে ।

উঃ- মকরাঃ নদ্যাঃ জলে তিষ্ঠন্তি

3.এখন বর্ষাকালে নদীগুলিতে জল থাকে ।

উঃ- অধুনা বর্ষাকালে নদীষু বারি তিষ্ঠন্তি

4.নদীগুলিতে মাছগুলি আছে ।

উঃ- নদীষু মৎস্যাঃ সন্তি ।

5.নদী বইছে

উঃ- নদী বহতি ।

সংস্কৃত শব্দরূপ নদী (দেবনাগরী লিপিতে)

ছাত্র-ছাত্রীদের সংস্কৃত অক্ষরের সঙ্গে আরোও অধিক পরিচিতর জন্য শব্দরূপ সমূহ বাংলা হরফের সঙ্গে দেবনাগরীলিপিতেও দেওয়া হল।

विभक्ति एकवचन द्विवचनवहुवचन
प्रथमानदीनद्यौनद्यः
द्वितीयानदीम् नद्यौ नदीः
तृतीयानद्यानदीभ्याम्नदीभिः
चतुर्थीनद्यैनदीभ्याम्नदीभ्यः
पञ्चमी नद्याःनदीभ्याम् नदीभ्यः
षष्ठीनद्याःनद्योःनदीनाम्
सप्तमीनद्याम्नद्योःनदीषु
सम्वोधननदि नद्यौ नद्यः
দেবনাগরী লিপিতে ‘নর’ শব্দরূপ

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ নদী শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
লতালতাআ-কারান্ত
মতিবুদ্ধিই-কারান্ত
শ্রীসুন্দরঈ-কারান্ত
স্ত্রীস্ত্রীঈ-কারান্ত
ধেনুগাভীউ-কারান্ত
বধূবধূঊ-কারান্ত
ভূপৃথিবীঊ-কারান্ত
মাতৃমাঋ-কারান্ত
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে আরোও জানতে Click করুণ ==>> সংস্কৃত ব্যাকরণ

1.নদী শব্দের সম্বোধন একবচন

উঃ- নদি

2.নদী শব্দের ষষ্ঠী বহুবচন

উঃ- নদীনাম্

Leave a Comment