সংস্কৃত শব্দরূপ মতি – স্ত্রীলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ মতি। এটি ই-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এর অর্থ হল- বুদ্ধি । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপে এবং অনুশীলনী দেখুন।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ মতি

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় মতি শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

মতি
স্বরান্ত ই-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – বুদ্ধি

সংস্কৃত মতি শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামতিঃমতীমতয়ঃ
দ্বিতীয়ামতিম্মতীমতীঃ
তৃতীয়ামত্যামতিভ্যাম্মতিভিঃ
চতুর্থীমত্যৈ, মতয়েমতিভ্যাম্মতিভ্যঃ
পঞ্চমীমত্যাঃ, মতেঃমতিভ্যাম্মতিভ্যঃ
ষষ্ঠীমত্যাঃ, মতেঃমত্যোঃমতীনাম্
সপ্তমীমত্যাম্, মতৌমত্যোঃমতিষু
সম্বোধনমতেমতীমতয়ঃ

মতি শব্দের অনুরূপ শব্দ

অঙ্গুলি, উন্নতি, ওষধি, কীর্তি, কৃতি, গতি, ধূলি, নিয়তি, প্ঙ্ক্তি, প্রকৃতি, মূর্তি, শ্রুতি, সমিতি, সরণি, ভূমি, জাতি, তিথি, রাত্রি, বিপণি, যুবতি, প্রভৃতি, বৃষ্টি ইত্যাদি ।

সংস্কৃত শব্দরূপ মতি (দেবনাগরী অক্ষরে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमामति:मतीमतय:
द्वितीयामतिम्मतीमती:
तृतीयामत्यामतिभ्याम्मतिभि:
चतुर्थीमत्यै, मतयेमतिभ्याम्मतिभ्य:
पञ्चमीमत्या:, मते:मतिभ्याम्मतिभ्य:
षष्ठीमत्या:, मते:मत्यो:मतीनाम्
सप्तमीमत्याम्, मतौमत्यो:मतिषु
सम्वोधनमतेमतीमतय:

মতি শব্দের অনুরূপ শব্দ তিথি শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাতিথিঃতিথীতিথয়ঃ
দ্বিতীয়াতিথিম্তিথীতিথীঃ
তৃতীয়াতিথ্যাতিথিভ্যাম্তিথিভিঃ
চতুর্থীতিথ্যৈ, তিথয়েতিথিভ্যাম্তিথিভ্যঃ
পঞ্চমীতিথ্যাঃ, তিথেঃতিথিভ্যাম্তিথিভ্যঃ
ষষ্ঠীতিথ্যাঃ, তিথেঃতিথ্যোঃতিথীনাম্
সপ্তমীতিথ্যাম্, তিথৌতিথ্যোঃতিথীষু
সম্বোধনতিথেতিথীতিথয়ঃ

অনুশীলনী

মতি শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয়, বৈকল্পিক রূপ ও সংস্কৃত অনুবাদ – এই তিন ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ মতি থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. মতি শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- মতীঃ ।

২. মতি শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- মতীনাম্ ।

৩. মতি শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- মতী ।

৪. মতি শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- মত্যাম্, মতৌ ।

৫. মতি শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- মত্যৈ, মতয়ে ।

৬. মতি শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- মতিষু ।

৭. মতি শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- মত্যোঃ ।

৮. মতি শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- মত্যা ।

৯. মতি শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- মত্যাঃ, মতেঃ ।

১০. মতি শব্দের সম্বোধন একবচন ।

উত্তরঃ- মতে ।

সংস্কৃত মতি শব্দরূপ থেকে বৈকল্পিক রূপ নির্ণয়

১. মত্যৈ শব্দের বৈকল্পিক রূপ ।

উত্তরঃ- মতয়ে ।

২. মত্যাঃ শব্দের বৈকল্পিক রূপ ।

উত্তরঃ- মতেঃ ।

৩. মত্যাম্ শব্দের বৈকল্পিক রূপ ।

উত্তরঃ- মতৌ ।

মতি শব্দরূপ থেকে অনুবাদ

১. স্ত্রীর বুদ্ধি ।

উত্তরঃ- স্ত্রিয়াঃ মতিঃ ।

২. মতি দ্বারা ।

উত্তরঃ- মত্যা ।

৩. আঙ্গুলগুলি ।

উত্তরঃ- অঙ্গুলয়ঃ ।

৪. পাঁচটি আঙ্গুলকে ।

উত্তরঃ- পঞ্চ অঙ্গুলীঃ ।

৫. রাত্রে আমরা বাড়িতে থাকি ।

উত্তরঃ- রাত্রৌ বয়ং গৃহে তিষ্ঠামঃ ।

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ মতি শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
লতালতাআ-কারান্ত
নদীনদীঈ-কারান্ত
শ্রীসুন্দরঈ-কারান্ত
স্ত্রীস্ত্রীঈ-কারান্ত
ধেনুগাভীউ-কারান্ত
বধূবধূঊ-কারান্ত
ভূপৃথিবীঊ-কারান্ত
মাতৃমাঋ-কারান্ত
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment