পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের HS Sanskrit Question Paper 2024 pdf download. উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর ২০২৪ পি ডি এফ উত্তরসহ ডাউনলোড করুণ।
Ofline & Online এ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত টিউশন্ পড়ার জন্য নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করো।
প্রতি মাসে Tuition Fees মাত্র 200 টাকা
Table of Contents
WBCHSE HS Sanskrit Question Paper 2024 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ২০২৪)
Class | XII |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2024 |
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×15=15
গদ্যাংশ
(i) ‘গণ্ডকোত্থানম্’ কোথায় দেখা যায়?
- (a) বৈয়াকরণদের মধ্যে
- (b) জ্যোতিষশাস্ত্রে
- (c) সাংখ্য দর্শনে
- (d) পার্বত্য ও বনময়ভূমিতে
উত্তর:- (d) পার্বত্য ও বনময়ভূমিতে।
(ii) ‘কুবলয়:’ শব্দের দ্বারা প্রতীতি হয়-
- (a) স্বর্ণচম্পা
- (b) গোলাপ
- (c) নীলপদ্ম
- (d) লালপদ্ম
উত্তর:- (c) নীলপদ্ম।
(iii) ‘চীনাংশুক’ কী?
- (a) চীনদেশের অংশ
- (b) চীনের প্রাচীর
- (c) রেশমের বস্ত্র
- (d) একজন রাজা
উত্তর:- (c) রেশমের বস্ত্র।
(iv) ‘মহার্ঘ’ শব্দটির অর্থ-
- (a) অঞ্জলি
- (b) বহুমূল্য
- (c) মহাপুরুষ
- (d) বস্তু
উত্তর:- (b) বহুমূল্য।
পদ্যাংশ
(v) ‘কর্মযোগ’ শ্রীমদ্ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে?
- (a) অষ্টাদশ
- (b) দ্বিতীয়
- (c) চতুর্থ
- (d) তৃতীয়
উত্তর:- (d) তৃতীয়।
(vi) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন?
- (a) সঞ্জয়কে
- (b) বিদুরকে
- (c) কর্ণকে
- (d) অর্জুনকে
উত্তর:- (d) অর্জুনকে।
(vii) “মুনিবরকন্যে” – এখানে ‘মুনিবর’ কে?
- (a) জহ্নু
- (b) কশ্যপ
- (c) বিশ্বামিত্র
- (d) নারদ
উত্তর:- (a) জহ্নু।
(viii) ‘গঙ্গাস্তোত্রম্’ -এর রচয়িতা
- (a) জয়দেব
- (b) সায়ণাচার্য
- (c) কালিদাস
- (d) শঙ্করাচার্য
উত্তর:- (d) শঙ্করাচার্য।
নাট্যাংশ
(ix) ‘কুহূ:’ শব্দের অর্থ কি?
- (a) রাত্রি
- (b) জ্যোৎস্না
- (c) অমাবস্যা
- (d) পূর্ণিমা।
উত্তর:- (c) অমাবস্যা।
(x) “কথয় বাসু”- ‘বাসু’ কে?
- (a) কৌমুদী
- (b) বসন্ত
- (c) মকরন্দ
- (d) প্রমোদ
উত্তর:- (a) কৌমুদী।
(xi) ‘শশাঙ্কঃ’ শব্দের প্রতিশব্দ কি?
- (a) সূর্যঃ
- (b) নক্ষত্রম্
- (c) গ্রহম্
- (d) চন্দ্রঃ
উত্তর:- (d) চন্দ্রঃ।
(xii) ‘সাধয়াম:’ শব্দের প্রতিশব্দ হল-
- (a) গচ্ছামঃ
- (b) তিষ্ঠামঃ
- (c) বদামঃ
- (d) ক্রীড়ামঃ
উত্তর:- (a) গচ্ছামঃ।
সাহিত্যেতিহাস
(xiii) আর্যভট্ট কে ছিলেন?
- (a) চিকিৎসক
- (b) জ্যোতির্বিদ
- (c) গায়ক
- (d) ঐতিহাসিক
উত্তর:- (b) জ্যোতির্বিদ।
(xiv) বরাহমিহির রচিত গ্রন্থটির নাম-
- (a) আর্যসিদ্ধান্ত
- (b) বৃহৎসংহিতা
- (c) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
- (d) দশগীতিকাসূত্র
উত্তর:- (b) বৃহৎসংহিতা।
(xv) ‘মৃচ্ছকটিকম্’ কে লিখেছিলেন?
- (a) কালিদাস
- (b) জয়দেব
- (c) শুদ্রক
- (d) বিশাখদত্ত
উত্তর:- (c) শুদ্রক।
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(i) কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
উত্তর:- কুলস্ত্রীদের সঙ্গে উদ্দীপ্ত সূর্যদ্যুতির তুলনা করা হয়েছে।
(ii) আর্যাবর্ত কেমন রাজ্য ছিল?
উত্তর:- সমগ্র পৃথিবীর মধ্যে উপভোগ্য, স্বর্গলোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত রাজ্য (দেশ) হল আর্যাবর্ত।
(ⅲ) ‘বনগতা গুহা’ পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম কি?
উত্তর:- ‘বনগতা গুহা’ পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম হল – ‘চোরচত্বারিংশীকথা’।
(iv) ‘বিপিনম্’ শব্দের অর্থ কি?
উত্তর:- ‘বিপিনম্’ শব্দের অর্থ হল – বন।
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(v) ‘শ্রীমদ্ভগবদ্গীতা’-র উৎস কি?
উত্তর:- মহাভারতের ভীষ্মপর্ব ‘শ্রীমদ্ভগবদ্গীতা’-র উৎস।
(vi) শূন্যস্থান পূরণ করো: কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা__________।
উত্তর:- কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা জনকাদয়ঃ।
(vii) গঙ্গাকে ‘নরকনিবারিণী’ বলা হয় কেন?
উত্তর:- পাপ কর্মে লিপ্ত কোনো মানবের মৃত্যুর পর তার নরক যাত্রা নিবারণ করেন বলেই গঙ্গাকে ‘নরকনিবারিণী’ বলা হয়।
(viii) “খণ্ডিতগিরিবর”- ‘গিরিবর’ কে?
উত্তর:- “খণ্ডিতগিরিবর”- ‘গিরিবর’ হল – হিমালয়।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(ix) রাজার বিবাহের আর কতদিন দেরী?
উত্তর:- রাজার বিবাহের আর চারদিন দেরী।
(x) ‘বৈবস্বতনগরম্’ শব্দের অর্থ কি?
উত্তর:- ‘বৈবস্বতনগরম্’ শব্দের অর্থ হল – যমনগরী।
(xi) কনকলেখা কে?
উত্তর:- কনকলেখা হলেন রাজা ইন্দ্রবর্মার ভাবী পত্নী।
(xii) “তদর্থং জীবিতমপি ত্যজেয়ম্”- উক্তিটির বক্তা কে?
উত্তর:- “তদর্থং জীবিতমপি ত্যজেয়ম্”- উক্তিটির বক্তা হল – কৌমুদী।
সাহিত্যেতিহাস (যে কোনো দুটি)
(xiii) কালিদাস রচিত যে-কোনো একটি কাব্যের নাম লেখো।
উত্তর:- কালিদাস রচিত যে-কোনো একটি কাব্যের নাম হল – মেঘদূতম্।
(xiv) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হল – সুশ্রুতসংহিতা।
(xv) বিশাখদত্ত রচিত একটি নাটকের নাম লেখো।
উত্তর:- বিশাখদত্ত রচিত একটি নাটকের নাম হল – মুদ্রারাক্ষসম্।
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5 x 4 = 20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) “সকল-সংসার-সুখভাজ: প্রজা:” উক্তিটি কোথা থেকে গৃহীত? কোন কোন্ অসামান্য বৈশিষ্টোর জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন? 1+4
(b) ‘বনগতাগুহা’ অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো।
পদ্যাংশ (যে কোনো একটি)
(c) ‘কর্মযোগ’ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জান লেখো।
(d) “ভাগীরথী সুখদায়িনি মাত: তব জলমহিমা নিগমে খ্যাত:।” এখানে কার কথা বলা হয়েছে? গঙ্গার অপর নাম ভাগীরিথী কেন, বিস্তারিত আলোচনা করো।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) ‘বাসন্তিকস্বপ্নম্’ -এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
(f) “এষা তে মতির্ন কল্যাণী, ন কদাপি সুখাবহা” উক্তিটির বক্তা কে? কার উদ্দেশ্যে এই উক্তি? কোন্ মতির কথা বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ করো।
সাহিত্যেতিহাস (যে কোনো একটি)
(g) প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে লেখো।
(h) গীতিকাব্য কাকে বলে? সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসাবে ‘গীতগোবিন্দম্’-এর স্থান নিরূপণ করো। 1+4
4. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) 4 x 1 = 4
(a) নিয়তং কুরু ত্বং কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ।
(b) ত্বমসি গতির্মম খলু সংসারে।
5. নিম্নরেখাক্ষিত পদগুলির কারণ নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3
(a) বালকঃ অঙ্গনে ক্রীড়তি।
উত্তর:- স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি।
(b) পিতা পুত্রেণ সহ গচ্ছতি।
উত্তর:- সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি
(c) মহ্যং রসগোলকং রোচতে।
উত্তর:- রুচ্ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।
(d) রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে।
উত্তর:- ল্যপ্ লোপে কর্মে পঞ্চমী বিভক্তি।
(e) পর্বতেষু হিমালয়ঃ শ্রেষ্ঠঃ।
উত্তর:- নির্ধারণে সপ্তমী বিভক্তি।
6. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2 x 2 = 4
(a) মাতাপিতরৌ।
উত্তর:- মাতা চ পিতা চ (ইতরেতর দ্বন্দ্ব)।
(b) বীণাপাণিঃ
উত্তর:- বীণা পাণৌ যস্যাঃ সা (বহুব্রীহি)।
(c) ত্রিভুবনম্
উত্তর:- ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ (সমাহার দ্বিগু)।
7. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্ণয় করো (যে নো দুটি): 1 x 2 = 2
(a) যবনী – যবনানী
উত্তর:- যবনের পত্নী – যবনদের লিপি।
(b) মিত্রঃ – মিত্রম্
উত্তর:- সূর্য – বন্ধু।
(c) বনম্ উপবসতি – বনে উপবসতি
উত্তর:- বনে বাস করে – বনে উপবাস করে।
8. এক কথায় প্রকাশ করো ( যে কোনো তিনটি) 1 x 3 = 3
(a) পুনঃ পুনঃ নৃত্যতি
উত্তর:- নরীনৃত্যতে।
(b) জনানাং সমূহঃ
উত্তর:- জনতা।
(c) পাণিনিনা প্রোক্তম্।
উত্তর:- পাণিনীয়ম্।
(d) জ্ঞাতুম্ ইচ্ছতি
উত্তর:- জিজ্ঞাসতে
(e) গোঃ পশ্চাৎ
উত্তর:- অনুগবম্।
9. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি) 1×3=3
(a) নীল + ইমনিচ্
উত্তর:- নীলিমন্।
(b) কারক + টাপ্
উত্তর:- কারিকা।
(c) কুন্তী + ঢক্।
উত্তর:- কৌন্তেয়।
(d) গুরু + তমপ্।
উত্তর:- গুরুতম।
(e) শ্রু + সন্ লট্ তে।
উত্তর:- শুশ্রূষতে।
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5
(a) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর? কী কী? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান। লেখো। 1+1+3
(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও। 2+3
11. সংস্কৃতে অনুবাদ করো ( যে কোনো একটি ): 5 x 1 = 5
(a) বারাণসীতে কপূরপট নামে এক ধোপা ছিল। সে একদিন গভীর নিদ্রায় মগ্ন ছিল। তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর ঢুকল। তার উঠানে একটা গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসে ছিল।
উত্তরঃ- আসীৎ বারাণস্যাং কর্পূরপটঃ ইতি রজকঃ। সঃ চৈকদা নির্ভরং প্রসুপ্তঃ। তদা তস্য দ্রব্যাণি হর্তুং তদ্গৃহং চৌরঃ প্রবিষ্টঃ। তস্য প্রাঙ্গণে গর্দভঃ বদ্ধ: তিষ্ঠতি। কুক্কুরশ্চ উপবিষ্টঃ।
(b) এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেলো।
উত্তরঃ- একঃ ক্ষুধার্তঃ শৃগালঃ রণভূমৌ আগতঃ। তত্র সঃ অদ্ভূতং শব্দং শ্রুতবান্। সঃ অচিন্তয়ৎ, তস্মাৎ সঃ পলায়িষ্যতি। পরন্তু অনন্তরং স নিরূপিতবান্ যৎ, সঃ শব্দস্য উৎসঃ অন্বেষণং করিষ্যতি। সঃ একাং ঢক্কাং দৃষ্টবান্ ।
12. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো: 5×1=5
(a) পরিবেশদূষণম্ তৎপ্রতিকারশচ।
(b) মম আদর্শঃ পুরুষঃ।
(c) সংস্কৃতস্য উপযোগঃ।
Nice
ধন্যবাদ