HS SANSKRIT QUESTION PAPER 2016

উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2016) উত্তরসহ নিম্নে দেওয়া হল

Table of Contents

QUESTION PAPER HS SANSKRIT 2016

ClassXII
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2016

PART-A (Marks : 54)

1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রমভট্ট করেছেন তা বর্ণনা করো ।

(b) বনগতা গদ্যাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো ।

পদ্যাংশ (যে-কোনো একটি)

(c) ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও।

(d) গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) কৌমুনীর চরিত্র চিত্রণ করো।

(f) তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয় ?

সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।

(h) মেঘদূতম সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

2.ভাবসম্প্রসারণ করো। (যে কোনো একটি) 4×1=4

(a) অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ ।

(b) ততোহয়ং দ্রুততরং ক্রামন্নগরং নিবৃত্তঃ ।

3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3

(a) কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

(b) তস্য লেখনং সুন্দরম্ অস্তি ।

(c) কাকেভ্যঃ মোদকং রক্ষ ।

(d) বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম্ ।

4.ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2×2=4

(a) গ্রামান্তরম্ ।

(b) চক্রপাণিঃ

(c) রামানুজঃ

15. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) কবরী

কবরা

(b) ভুঙ্ক্তে

ভুনক্তি

(c) সীমন্তঃ

সীমান্তঃ

6. এককথায় প্রকাশ করোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) দশরথস্য অপত্যং পুমান্ = দাশরথিঃ ।

(b) গন্তুম্ ইচ্ছতি = জিগমিষতি ।

(c) ভৃশং নৃত্যতি = নরীনৃত্যতে ।

(d) আত্মনঃ পুত্রম্ ইচ্ছতি = পুত্রকাম্যতি ।

7. পরিনিষ্ঠিত রূপটি লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √গম্ + শতৃ (মূল প্রাতিপদিক)

(b) √সেব্ + তুমুন্

(c) √রাজন্ + ঙীপ্

(d) √কারক + টাপ্

৪. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো।

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো।

9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5×1=5

আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন। সংস্কৃত ভাষা এই দেশের সংস্কৃতির জীবনীশক্তি। ঋগ্বেদ বিশ্বসাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। আমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি।

অথবা, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত। তিনি দশরথের পুত্র ছিলেন। তাঁর পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন। দুষ্ট রাবণ সীতাকে হরণ করে। রাবণ লঙ্কার রাজা ছিল।

10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করোঃ 5×1=5

(a) মম আদর্শঃ পুরুষ

(b) রামায়ণম্

(c) অন্তর্জালম্

PART-B (Marks: 26)

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15

গদ্যাংশ (Prose)

(i) আর্যাবর্তবর্ণনম্ এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য –

(a) গদ্য

(b) পদ্য

(c) চম্পূ

(d) নাটক।

(ii) অলিপর্বা কেন বনে যেত ?

(a) গোরু চরাতে

(b) শিকার করতে

(c) কাঠ কাটতে

(d) এদের কোনোটিই নয়।

(iii) চীনাংশুক শব্দের অর্থ কী ?

(a) চীন দেশের মুদ্রা,

(b) চীন দেশের মানুষ,

(c) চীন দেশের অংশ,

(d) চীন দেশের বন্ধ।

(iv) আর্যাবর্তবর্ণনম্ এ গঙ্গা ছাড়া কোন্ নদীর নাম পাওয়া যায় ?

(a) চন্দ্রভাগা,

(b) কাবেরী,

(c) গোদাবরী,

(d) যমুনা।

পদ্যাংশ (Poetry)

(v) “তব কৃপয়া” – কার কৃপায় ?

(a) শিবের,

(b) বিষ্ণুর,

(c) ইন্দ্রের

(d) এদের কারুরই নয়।

(vi) ভগবদ্গীতা কোন্ গ্রন্থের অংশ ?

(a) রামায়ণ,

(b) মহাভারত,

(c) গীতা,

(d) বেদ।

(vii)গঙ্গাস্তোত্রম্ এর রচয়িতা কে ?

(a) শঙ্করাচার্য,

(b) বেদব্যাস,

(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

(d) ত্রিবিক্রম ভট্ট

(viii) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ?

(a) জীবের,

(b) অর্জুনের,

(c) কৃষ্ণের

(d) জনকের।

নাট্যাংশ (Drama)

(ix)স এব মন্মানসম্ – মন্মানস কে ?

(a) বসন্ত,

(b) মকরন্দ

(c) রাজা,

(d) প্রমোদ।

(x) বাসন্তিকস্বপ্নম্ -এর মূলগ্রন্থ কোন ভাষায় রচিত ?

(a) সংস্কৃত

(b) বাংলা

(c) ইংরেজি,

(d) তামিল ।

(xi) “মহোৎসবপ্রমোদপ্রসাধনপূর্বং ত্বাং পরিণেষ্যে” – এটি কার উক্তি –

(a) কনকলেখা,

(b) ইন্দ্রবর্মা,

(c) কৌমুদী,

(d) মকরন্দ ।

(xii) ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কী ?

(a) কৌমুদী,

(b) কনকলেখা,

(c) ইন্দুমতী,

(d) সৌদামিনী।

সাহিত্যের ইতিহাস (History of Literature)

() প্রতিমানাটকম্ কার রচনা ?

(a) কালিদাস,

(b) ভাস

(c) ব্যাস

(d) কৃষ্ণমাচার্য।

() জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ?

(a)অষ্টাঙ্গহৃদয়ম্

(b) শুল্বসূত্রম্

(c) লীলাবতী

(d) এদের কোনোটিই নয়।

() অভিজ্ঞানশকুন্তলম্ -এর বিদষকের নাম কী ?

(a) বীরভদ্র

(b) বসন্তক

(c) মাধব্য,

(d) ক্ষপণক ।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (Prose) (যে কোনো তিনটি)

(i)”স্বস্বাশ্বানারুহ্য” – এর অর্থ কী ?

(ii) আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে ?

(iii)”বিপিনং ব্রজতি” – ‘বিপিন’ শব্দের অর্থ কী ?

(iv) ত্রিবিক্রমভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো।

পদ্যাংশ (Poetry) (যে কোনো তিনটি)

(v) শূন্যস্থান পূরণ করোঃ “কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা ___।”

(vi) নৈষ্কর্ম্য কী ?

(vii) ‘জঠর’ শব্দে্য অর্থ কী ?

(viii) গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো।

নাট্যাংশ (Drama) (যে কোনো তিনটি)

(ix)কন্যার প্রতি ইন্দুশমার কী নির্দেশ ছিল। I

(x)বাসস্তিকস্বল্পম্-এ মোট কটি অঙ্ক আছে?

(xi) ‘দর্শ’ শব্দের অর্থ কী ?

(xii) “রমণীয়োহয়ং তরুণস্তে বলো মকরন্দঃ” – কার প্রতি, কার উক্তি ?

সাহিত্যের ইতিহাস (History of Literature) (যে কোনো দুটি)

(xiii) ভাসের নাটকের সংখ্যা কত?

(xiv) মেঘদূতে যক্ষ কোন্ পর্বতে বাস করত ?

(xv) চরক কোন্ বিষয়ের পণ্ডিত ছিলেন ?

আরোও দেখুন

Leave a Comment