HS Sanskrit Question Paper 2023

HS Sanskrit Question Paper 2023 pdf download. উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2023 পি ডি এফ উত্তরসহ ডাউনলোড করুণ।

hs sanskrit question paper 2023 pdf download || 2023 hs sanskrit question paper || class 12 sanskrit question paper 2023 pdf || sanskrit hs question 2023 || class 12 sanskrit question paper 2023 || hs sanskrit question paper 2023 || hs 2023 sanskrit question paper || sanskrit question paper 2023 class 12 || hs question paper 2023 pdf download || দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2023 pdf || class 12 sanskrit question paper 2023 west bengal || sanskrit question paper 2023 class 12 wbchse || sanskrit question paper 2023 class 12 west bengal board || hs sanskrit question 2023 || wb hs sanskrit question paper 2023 || sanskrit question 2023 class 12 || 2023 hs sanskrit question || 2023 sanskrit question paper || sanskrit question paper 2023 || উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2023 || 2023 sanskrit question paper class 12 || higher secondary sanskrit question paper with answer

Table of Contents

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্নপত্র ২০২৩ || HS Sanskrit Question Paper 2023

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×15=15

গদ্যাংশ

(i) ‘আর্যাবর্তবর্ণনম্‘-এর উৎস কী?

  • (a) নলচম্পূ
  • (b) যশস্তিলকচম্পূ
  • (c) চম্পুরামায়ণ
  • (d) চম্পূভারতম্

উত্তর:- (a) নলচম্পূ।

(ii) ভগীরথ কোন্ বংশের রাজা?

  • (a) গুপ্তবংশ
  • (b) মৌর্যবংশ
  • (c) চন্দ্রবংশ
  • (d) ইক্ষ্বাকুবংশ

উত্তর:-

(iii) ‘তুষ্ণীম্’ শব্দের অর্থ কি?

  • (a) সহসা
  • (b) অশ্ব
  • (c) চোর
  • (d) নিঃশব্দ

উত্তর:- (d) নিঃশব্দ।

(iv) ‘বিংশতিদ্বয়ম্’ পদের অর্থ হল-

  • (a) আঠারো
  • (b) কুড়ি
  • (c) তিরিশ
  • (d) চল্লিশ

উত্তর:- (d) চল্লিশ।

পদ্যাংশ

(v) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই?

  • (a) মানুষ
  • (b) কৃষ্ণ
  • (c) অর্জুন
  • (d) এঁদের কেউই নন

উত্তর:- (b) কৃষ্ণ।

(vi) নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন?

  • (a) কৃষ্ণ
  • (b) অর্জুন
  • (c) বেদব্যাস
  • (d) জনক

উত্তর:- (d) জনক।

(vii) ‘তব কৃপয়া চেৎ স্রোত: স্নাত:’ কার কৃপায়?

  • (a) শিব
  • (b) বিষ্ণু
  • (c) কৃষ্ণ
  • (d) গঙ্গা

উত্তর:- (d) গঙ্গা।

(viii) “পাহি কৃপাময়ি মামজ্ঞানম্’ এখানে ‘পাহি’ শব্দের অর্থ কি?

  • (a) রক্ষা করা
  • (b) ত্যাগ করা
  • (c) ভুলে যাওয়া
  • (d) পান করা

উত্তর:- (a) রক্ষা করা।

নাট্যাংশ

(ix) ‘বাসন্তিকস্বপ্নম্‘ -এর মূল নাটক কী?

  • (a) এ মিডসামার নাইটস্ ড্রিম
  • (b) ম্যাকবেথ
  • (c) হ্যামলেট
  • (d) এদের কোনোটিই নয়

উত্তর:- (a) এ মিডসামার নাইটস্ ড্রিম।

(x) ‘কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্’ কথাটি কে বলেছেন?

  • (a) পিতা
  • (b) রাজা
  • (c) বসন্ত
  • (d) মকরন্দ

উত্তর:- (b) রাজা।

(xi) ‘বল্লভ’ শব্দের অর্থ কী?

  • (a) প্রিয়
  • (b) সম্মানীয়
  • (c) শক্তিমান
  • (d) ভক্ত

উত্তর:- (a) প্রিয়।

(xii) ‘অবনিপ:’ শব্দের প্রতিশব্দ কি?

  • (a) অগ্নি
  • (b) হস্তী
  • (c) পৃথিবী
  • (d) রাজা

উত্তর:- (c) পৃথিবী।

সাহিত্যেতিহাস

(xiii) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ?

  • (a) সামবেদ
  • (b) ঋগ্বেদ
  • (c) অথর্ববেদ
  • (d) যজুর্বেদ

উত্তর:- (c) অথর্ববেদ।

(xiv) ‘লীলাবতী’ কোন্ বিষয়ের গ্রন্থ?

  • (a) গণিত
  • (b) জ্যামিতি
  • (c) আয়ুর্বেদ
  • (d) নাটক

উত্তর:- (a) গণিত।

(xv) নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাসের লেখা?

  • (a) স্বপ্নবাসবদত্তম্
  • (b) অভিজ্ঞানশকুন্তলম্
  • (c) প্রসন্নরাঘবম্
  • (d) মৃচ্ছকটিকম্

উত্তর:- (a) স্বপ্নবাসবদত্তম্

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. পূর্ণবাক্যে উত্তর দাও: 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) চম্পুকাব্য কাকে বলে?

(ii) স্ফোটবাদ কাদের অভিমত?

(iii) ‘উটজ’- শব্দের অর্থ কি?

(iv) ‘বনগতা গুহা’ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(v) শ্রীমদ্‌ভগবদ্‌গীতায় কয়টি অধ্যায় আছে?

উত্তর:- শ্রীমদ্‌ভগবদ্‌গীতায় ১৮ টি অধ্যায় আছে।

(vi) নৈষ্কর্ম কি?

(vii) ‘হিমবিধুমুক্তাধবলতরঙ্গে’ কথাটির অর্থ কি?

(viii) ‘নিগম’ শব্দের অর্থ লেখো।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(ix) ‘বাসন্তিকস্বপ্নম্’ নাটকটি কে অনুবাদ করেন?

উত্তর:- ‘বাসন্তিকস্বপ্নম্’ নাটকটি কৃষ্ণমাচার্য অনুবাদ করেন।

(x) ‘উদ্বাহ’ শব্দের অর্থ কি?

উত্তর:- ‘উদ্বাহ’ শব্দের অর্থ হল- বিবাহ।

(xi) ‘স এব মন্মানসম্’ কথাটি কে, কাকে বলেছেন?

উত্তর:- প্রশ্নোধৃত উক্তিটি কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন।

(xii) কোথায় মৃদঙ্গ বাজছিল?

উত্তর:- নেপথ্যে মৃদঙ্গ বাজছিল।

সাহিত্যেতিহাস (যে কোনো দুটি)

(xiii) সুশ্রুত কে?

উত্তর:- সুশ্রুত ছিলেন একজন শল্যচিকিৎসক।

(xiv) স্ত্রীচরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি?

উত্তর:- স্ত্রীচরিত্রবিহীন সংস্কৃত নাটক হল- মুদ্রারাক্ষস।

(xv) ‘মেঘদূত’ কোন্ ছন্দে রচিত?

উত্তর:- ‘মেঘদূত’ মন্দাক্রান্তা ছন্দে রচিত।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5 x 4 = 20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত ‘আর্যাবর্তবর্ণনম্’ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।

(b) “আসৌ সংসদি নিকটবর্তিনং মহীরুহম্ আরূরোহ” ‘মহীরুহ’ শব্দের অর্থ কি? কে, কেন মহীরুহে আরোহণ করল? মহীরুহে আরোহণ করে সে কি দেখল?

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) ‘স্বধর্মে নিধনং শ্রেয়: পরধর্মো ভয়াবহ:’ শ্লোকটি কোথা থেকে নেওয়া হচ্ছে? বক্তা কে? শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো।

(d) ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবরকন্যা – গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো।

(f) ‘শশাঙ্কস্ত্বতিনির্ঘৃণ:’ উদ্ধৃতিটি কোন নাট্যাংশ থেকে গৃহীত? ‘নির্ঘৃণ:’ শব্দের অর্থ কি? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি?

সাহিত্যেতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতে গণিতচর্চা এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো।

(h) ‘অভিজ্ঞানশকুন্তলম্’ অবলম্বনে নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় করো।

4. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) 4 x 1 = 4

(a) ‘যদ্ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ’।

(b) ‘দূরীকুরু মম দুষ্কৃতিভারং কুরু কৃপয়া ভবসাগরপারম্’।

5. নিম্নরেখাক্ষিত পদগুলির কারণ নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3

(a) মৎস্যঃ জলং বিনা ন জীবতি।

উত্তর:-

(b) কৃষ্ণায় স্বস্তি।

উত্তর:- স্বস্তি শব্দযোগে দ্বিতীয়া

(c) ব্যাঘ্রাৎ বিভেতি নরঃ।

উত্তর:- bh

(d) বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ।

উত্তর:- বর্তমানকালে ‘ক্ত’ প্রত্যয় যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি।

(e) সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে।

উত্তর:- ভাবে সপ্তমী বিভক্তি।

6. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2 x 2 = 4

(a) প্রতিদিনম্।

(b) গ্রামান্তরম্।

(c) কুম্ভকারঃ।

7. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্ণয় করো (যে নো দুটি) : 1 x 2 = 2

(a) বাক্যম্ – বাচ্যম্।

(b) পুত্রীয়তি-পুত্রায়তে।

(c) আহ্বয়তি-আহ্বয়তে।

8. এক কথায় প্রকাশ করো ( যে কোনো তিনটি) 1 x 3 = 3

(a) সর্বজনেভ্যঃ হিতম্।

উত্তর:- সর্বজনীনম্।

(b) বিদ্যা এব রত্নম্।

উত্তর:- বিদ্যারত্নম্।

(c) শব্দং করোতি।

উত্তর:- শব্দায়তে

(d) রঘোরপত্যং পুমান্।

উত্তর:- রাঘবঃ

(e) ব্যাকরণং বেত্তি।

উত্তর:- বৈয়াকরণঃ

9. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি) 1×3=3

(a) রাজন্ + ঙীপ্।

উত্তর:- রাজ্ঞী।

(b) গুরু + ঈয়সুন্

উত্তর:- গরীয়স্।

(c) বুদ্ধি + মতুপ্।

উত্তর:- বুদ্ধিমৎ।

(d) মনু + অণ্।

উত্তর:- মানব।

(e) ক্ষুদ্র+ তরপ্

উত্তর:- ক্ষুদ্রতর।

10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5

(a) কেন্দ্রম্ গুচ্ছ ও সতম্ গুচ্ছ কি? উদাহরণসহ এদের পরিচয় দাও।

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও।

11. সংস্কৃতে অনুবাদ করো ( যে কোনো একটি ): 5 x 1 = 5

(a) কোনো বনে কোনো এক শৃগাল নগরের নিকটে স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে একটি নীলপূর্ণ ভাণ্ডে পড়ে গেল। সেখান থেকে উঠে আসতে না পেরে সকালে সে নিজেকে মড়ার ন্যায় দেখিয়ে অবস্থান করল।

(b) কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত। সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল – প্রভু । এরূপ সব পশুবধের কি প্রয়োজন ?

12. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো: 5×1=5

(a) সংস্কৃতস্য উপযোগঃ।

(b) মম প্রিয়ঃ কবিঃ।

(c) মম দেশঃ।

আরোও পড়ুন

HS SANSKRIT QUESTION PAPER 2015
SANSKRIT HS QUESTION PAPER 2016
HS SANSKRIT QUESTION PAPER 2017
SANSKRIT QUESTION PAPER HS 2018
HS SANSKRIT QUESTION PAPER 2019
HS SANSKRIT QUESTION PAPER 2022
HS SANSKRIT QUESTION PAPER

Leave a Comment