উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2019) উত্তরসহ নিম্নে দেওয়া হল
HS SANSKRIT QUESTION PAPER 2019
আরোও দেখুন –
hs sanskrit suggestion 2022 |
PART-A (Marks:54)
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) ‘अस पद नकटवर्त म আদী – মহীরূহ শব্দের অর্থ কী? কে, কেন মহীরুহে আরোহণ করল। মহীরুহে আরোহণ। করে সে কী দেখল।
(b) আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন?
পদ্যাংশ (যে-কোনো একটি)
(c) ভাগীরথীনী, মুনিবরকন্যা – গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো।
(d) মিথ্যাচার কাকে বলে হয়েছে লেখো।
(e) ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো।
(1) ইবনী ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো।
(8) প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো।
(h) মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টাকা লেখো।
- ভাবসম্প্রসারণ করো (যে-কোনো একটি)
(a) ध ध य प ।
((b) त : : : पुनरपि जठरे सोऽपि न जातः
নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণর করো: (যে-কোনো তিনটি)
(a) : (b)
(c)
(d) ग : च।
- ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো: (যে কোনো দুটি)
2×2 = 4
(a)
(b)
(c)
- নিম্নলিখিত শব্দবুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো। (যে কোনো
দুটি
(a) – आह्वयते।
(b)
(c)
p) এককথায় প্রকাশ করো। (a) : व अ
(যেকোনো তিনটি)
(b) পরিনিষ্ঠিত রূপটি লেখো: (যে-কোনো তিনটি)
(c) अतिशयेन बलवान्
(d) :
1×3 =3
(a) + (b)
(c) ग)
(d)
৪. বে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
(১) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখো।
5×1=5
(b) কেতুম ও সপ্তম সম্পর্কে টীকা লেখো।
সংস্কৃত
9. সংস্কৃতে অনুবাদ করো। 5×1=5
গোবিন্দমাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। তার ভাই নক্ষত্র রায়। তারা একদিন সকালে গোমতী নদীতে স্নান করছিলেন। হঠাৎ তারা নদীর পাড়ে একটি বালিকাকে দেখতে পেলেন। বালিকা তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল।
অথবা, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। তার নাম ক্ষুদিরাম। তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল। সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হয়।
10. যে-কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো 5×1=5
(a)
(b)
(c)
PART-B (Marks: 26)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15
গদ্যাংশ
(i) ‘গণ্ডকোত্থান’ কোথায় দেখা যায় ?
(a) বৈয়াকরণদের মধ্যে
(b) জ্যোতিষ শাস্ত্রে
(c) সাংখ্যে
(d) পার্বত্য ও বনময় ভূমিতে।
(ii) আর্যাবর্ভবর্ণনম্-এর উৎস কী ?
(a) নলচম্পূ
(b) যশস্তিলকচম্পূ
(c) চম্পূরামায়ণ
(d) চম্পূভারতম্ ।
(iii) কশ্যপের ভাই কে ?
(a) অলিপর্বা
(b) কাশ্যপ
(c) ইন্দ্রদমন
(d) ইন্দ্রবর্মা
(iv) ‘চীনাংশুক’ কী ?
(a) চীনদেশের অংশ
(b) চীনের প্রাচীর
(c) রেশমের বস্ত্র
(d) একজন রাজা।
পদ্যাংশ
(v) গঙ্গাস্তোত্রম্ কে লিখেছেন ?
(a) শঙ্করাচার্য
(b) বেদব্যাস
(c) ত্রিবিক্রম ভট্ট
(d) শেকস্পিয়ার।
(vi) নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন ?
(a) কৃষ্ণ
(b) অর্জুন
(c) বেদব্যাস
(d) জনক ।
(vii) কল্পলতা কাকে বলা হয়েছে ?
(a) কামধেনু
(b) গঙ্গা
(c) সুরভি
(d) গীতা ।
(viii) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ?
(a) সঞ্জয়
(b) কর্ণ
(c) বিদুর
(d) অর্জুন।
নাট্যাংশ
(ix)”বিজয়তামস্মাকমবনিপঃ” – কে বলেছেন ?
(a) ইন্দ্রবৰ্মা
(b) ইন্দুবর্মা
(c) ইন্দ্রশর্মা
(d) ইন্দুশর্মা।
(x) ইন্দ্রবর্মার প্রেমিকা কে ?
(a) কৌমুদী
(b) কনকলেখা
(c) বসন্তসেনা
(d) চন্দ্রলেখা।
(xi) “যথাজ্ঞাপয়তি দেবঃ” – কে বলেছেন ?
(a) ইন্দুশৰ্মা
(b) ইন্দ্ৰবৰ্মা
(c) প্রমোদ
(d) মকরন্দ।
(xii) কৌমুদীর পিতা কে ?
(a) ইন্দ্ৰবৰ্মা,
(b) ইন্দুবর্মা,
(c) ইন্দ্রশর্মা
(d) ইন্দুশর্মা ।
সাহিত্যের ইতিহাস
(xilm) এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি ?
(3) কুমারসম্ভব,
(b) মেঘদূত,
(c) চারুদত্ত
(d) মালবিকাগ্নিমিত্র।
(xiv) লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ ?
(a) গণিত
(b) জ্যামিতি
(c) আয়ুর্বেদ,
(d) নাটক।
(xv) মুদ্রারাক্ষস কে লিখেছেন
(a) কালিদাস,
(b) বিশাখা,
(c) শূদ্রক,
(d) জয়দেব।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও :
গদ্যাংশ (যে-কোনো তিনটি)
(i) কুলদ্বীদের সঙ্গো কার তুলনা করা হয়েছে।
(ii) – অর্থ
(iii) ff শব্দের অর্থ কী?
(iv) ভূতবিকারবাদ কাদের।
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(v) গঙ্গার জলের মহিমা কোথায় কীড়িত।
(vii) ভগবদ্গীতার ৮টি অধ্যায়।
(vii) কর্মেন্দ্রিয় কতগুলি
(vi) বিষু কথার অর্থ
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(xi) – অর্থ কী ?
(xil) কৌমুদীর বাবার মনোনীত পাত্র কো
(ix) রাজার বিয়ের আর কতদিন বাকি ?
(x) বাসস্তিকস্বপ্নম্ এর অনুবাদকর্তা কে ?
(xiii) গীতগোবিন্দ, কার রচনা।
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(iv) স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি ?
(xv) শুদ্রকের লেখা নাটকের নাম কী ?
আরোও দেখুন –
HS SANSKRIT QUESTION PAPER 2015 |
HS SANSKRIT QUESTION PAPER 2016 |
SANSKRIT HS QUESTION PAPER 2017 |
SANSKRIT HS QUESTION PAPER 2018 |