সংস্কৃত শব্দরূপ ত্রি – সংখ্যাবাচক শব্দ

সংস্কৃত শব্দরূপ ত্রি । এটি সংখ্যাবাচক শব্দ । এর অর্থ হল- তিন । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ এবং অনুশীলনী দেখুন।

সংস্কৃত শব্দরূপ ত্রি

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় ত্রি শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

ত্রি
এটি সংখ্যাবাচক শব্দ
পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ-এ ভিন্ন ভিন্ন রূপ হয়
শব্দটি বহুবচনান্ত
বাংলা অর্থ – তিন

সংস্কৃত ত্রি শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিপুংলিঙ্গস্ত্রীলিঙ্গক্লীবলিঙ্গ
প্রথমাত্রয়ঃতিস্রঃত্রীণি
দ্বিতীয়াত্রীন্তিস্রঃত্রীণি
তৃতীয়াত্রিভিঃতিসৃভিঃত্রিভিঃ
চতুর্থীত্রিভ্যঃতিসৃভ্যঃত্রিভ্যঃ
পঞ্চমীত্রিভ্যঃতিসৃভ্যঃত্রিভ্যঃ
ষষ্ঠীত্রয়াণাম্তিসৃণাম্ত্রয়াণাম্
সপ্তমীত্রিষুতিসৃষুত্রিষু
সংস্কৃত ত্রি শব্দের রূপ (বাংলা অক্ষরে)

সংস্কৃত শব্দরূপ ত্রি (দেবনাগরী অক্ষরে)

विभक्तिपुंलिङ्गस्त्रीलिङ्गक्लीवलिङ्ग
प्रथमा त्रय:तिस्र:त्रीणि
द्वितीयात्रीन्तिस्र:त्रीणि
तृतीयात्रिभि:तिसृभि:त्रिभि:
चतुर्थीत्रिभ्य:तिसृभ्य:त्रिभ्य:
पञ्चमीत्रिभ्य:तिसृभ्य:त्रिभ्य:
षष्ठीत्रयाणाम्तिसृणाम्त्रयाणाम्
सप्तमीत्रिषुतिस्रषुत्रिषु
সংস্কৃত শব্দরূপ ত্রি (দেবনাগরী অক্ষরে)
মনে রাখবে

১. ত্রি শব্দের ক্লীবলিঙ্গের রূপ পুংলিঙ্গের মত । (প্রথমা, দ্বিতীয়া বিভক্তি বাদে) ।

অনুশীলনী

ত্রি শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ ত্রি থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ দ্বিতীয়া ।

উত্তরঃ- তিস্রঃ ।

২. ত্রি শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী ।

উত্তরঃ- ত্রয়াণাম্।

৩. ত্রি শব্দের ক্লীবলিঙ্গ প্রথমা ।

উত্তরঃ- ত্রীণি ।

৪. ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ সপ্তমী ।

উত্তরঃ- তিসৃষু ।

৫. ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ চতুর্থী ।

উত্তরঃ- তিসৃভ্যঃ ।

৬. ত্রি শব্দের পুংলিঙ্গ সপ্তমী ।

উত্তরঃ- তিসৃষু ।

৭. ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠী ।

উত্তরঃ- তিসৃণাম্ ।

৮. ত্রি শব্দের ক্লীবলিঙ্গ তৃতীয়া ।

উত্তরঃ- ত্রিভিঃ ।

৯. ত্রি শব্দের স্ত্রীলিঙ্গ পঞ্চমী ।

উত্তরঃ- তিসৃভ্যঃ ।

১০. ত্রি শব্দের পুংলিঙ্গ একবচন ।

উত্তরঃ- ত্রয়ঃ ।

ত্রি শব্দরূপ থেকে অনুবাদ

১. আমরা তিনজন বালিকাকে দেখেছিলাম ।

উত্তরঃ- বয়ং তিস্রঃ বালিকাঃ অপশ্যামঃ ।

২. তিনজন লোক গ্রামে যাচ্ছে ।

উত্তরঃ- ত্রয়ঃ নরাঃ গ্রামং গচ্ছন্তি ।

৩. আমরা তিনজন লোককে সেখানে দেখেছিলাম ।

উত্তরঃ- বয়ং ত্রীন্ নরান্ তত্র অপশ্যাম ।

৪. তিনটি পাখি।

উত্তরঃ- ত্রয়ঃ বিহগাঃ ।

৫. তিনজন মেয়ে বলবে ।

উত্তরঃ- তিস্রঃ বালিকাঃ বদিষ্যন্তি ।

শব্দবাংলা অর্থপ্রকার
একএকএকবচনান্ত
দ্বিদুইদ্বিবচনান্ত
চতুর্চারবহুবচনান্ত
পঞ্চন্পাঁচবহুবচনান্ত
ষষ্ছয়বহুবচনান্ত
সপ্তন্সাত বহুবচনান্ত
অষ্টন্আটবহুবচনান্ত
নবন্নয়বহুবচনান্ত
দশন্দশবহুবচনান্ত
সংখ্যাবাচক শব্দের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment