সংস্কৃত শব্দরূপ প্রতিভূ – স্বরান্ত পুংলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ প্রতিভূ । এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ প্রতিভূ

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল প্রতিভূ । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

প্রতিভূ
ঊ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – জমিনদার, জমানত
একনজরে প্রতিভূ শব্দ

সংস্কৃত প্রতিভূ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাপ্রতিভূঃপ্রতিভুবৌপ্রতিভুবঃ
দ্বিতীয়াপ্রতিভুবম্প্রতিভুবৌপ্রতিভুবঃ
তৃতীয়াপ্রতিভুবাপ্রতিভূভ্যাম্প্রতিভূভিঃ
চতুর্থীপ্রতিভুবেপ্রতিভূভ্যাম্প্রতিভূভ্যঃ
পঞ্চমীপ্রতিভুবঃপ্রতিভূভ্যাম্প্রতিভূভ্যঃ
ষষ্ঠীপ্রতিভুবঃপ্রতিভুবোঃপ্রতিভুবাম্
সপ্তমীপ্রতিভুবিপ্রতিভুবোঃপ্রতিভূষু
সম্বোধনপ্রতিভূঃপ্রতিভুপ্রতিভুবঃ
মধু সংস্কৃত শব্দরূপ

প্রতিভূ শব্দের অনুরূপ শব্দ ও তার বাংলা অর্থ

শব্দবাংলা অর্থ
স্বয়ম্ভূব্রহ্মা, বিষ্ণু, শিব
আত্মভূব্রহ্মা, বিষ্ণু, শিব
অগ্নিভূকার্ত্তিকেয়, অগ্নিজাত
স্বভূব্রহ্মা, বিষ্ণু, শিব
মনোভূকন্দর্প
অনুরূপ শব্দের তালিকা

মনে রাখার বিষয়ঃ-

১. সুলূ, পুনর্ভূ, করভূ (নখ), বর্ষাভূ (ব্যাঙ্) প্রভৃতি শব্দগুলির রূপ প্রতিভূ শব্দের মতো হয় না ।

২. ‘প্রতিভূ’ শব্দের পর ‘ব’ থাকলে ‘প্রতিভূ’ শব্দের ‘ভূ’ – ‘ভু’ হয় ।

প্রতিভূ শব্দের অনুরূপ শব্দ ‘বর্ষাভূ’ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবর্ষাভূঃবর্ষাভুবৌবর্ষাভুবঃ
দ্বিতীয়াবর্ষাভুবম্বর্ষাভুবৌবর্ষাভুবঃ
তৃতীয়াবর্ষাভুবাবর্ষাভূভ্যাম্বর্ষাভূভিঃ
চতুর্থীবর্ষাভুবেবর্ষাভূভ্যাম্বর্ষাভূভ্যঃ
পঞ্চমীবর্ষাভুবঃবর্ষাভূভ্যাম্বর্ষাভূভ্যঃ
ষষ্ঠীবর্ষাভুবঃবর্ষাভুবোঃবর্ষাভুবাম্
সপ্তমীবর্ষাভুবিবর্ষাভুবোঃবর্ষাভূষু
সম্বোধনবর্ষাভূঃবর্ষাভুবৌবর্ষাভুবঃ
সংস্কৃত বর্ষাভূ শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ প্রতিভূ (দেবনাগরীতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमा
द्वितीया
तृतीया
चतुर्थी
पञ्चमी
षष्ठी
सप्तमी
सम्वोधन
শব্দরূপ প্রতিভূ (দেবনাগরী অক্ষরে)

অনুশীলনী

প্রতিভূ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ প্রতিভূ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. প্রতিভূ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ-

২. প্রতিভূ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ-

৩. প্রতিভূ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ-

৪. প্রতিভূ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ-

৫. প্রতিভূ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ-

৬. প্রতিভূ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ-

৭. প্রতিভূ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ-

৮. প্রতিভূ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ-

৯. প্রতিভূ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ-

১০. প্রতিভূ শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ-

সংস্কৃত শব্দরূপ প্রতিভূ শব্দ থেকে অনুবাদ

১. ছেলেটি মধু পান করছে ।

উত্তরঃ- বালকঃ মধু পিবতি ।

২. মধু বিদ্যালয়ে যাচ্ছে ।

উত্তরঃ- মধুঃ বিদ্যালয়ং গচ্ছতি ।

শব্দবাংলা অর্থপ্রকার
নরমানুষঅ-কারান্ত
নির্জরভগবান্, ঈশ্বরঅ-কারান্ত
পাদপাঅ-কারান্ত
হাহাএকজন গন্ধর্বের নামআ-কারান্ত
বিশ্বপাবিশ্বের পালন কর্তাআ-কারান্ত
মুনিমুনিই-কারান্ত
পতিস্বামীই-কারান্ত
সখিপুরুষ বন্ধুই-কারান্ত
সুধীজ্ঞানী ব্যক্তিঈ-কারান্ত
সেনানীসেনাঈ-কারান্ত
সাধুসজ্জন ব্যক্তিউ-কারান্ত
পিতৃবাবাঋ-কারান্ত
নৃমানুষঋ-কারান্ত
দাতৃদাতাঋ-কারান্ত
রৈসম্পদঐ-কারান্ত
গোগাভীও-কারান্ত
গ্লৌচন্দ্র, কর্পূরঔ-কারান্ত
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment