সংস্কৃত শব্দরূপ মধু – স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ মধু । এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ মধু

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল মধু । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

মধু
উ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – মধু (ফুলের নির্যাস)
একনজরে মধু শব্দ

সংস্কৃত মধু শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামধুমধুনীমধূনি
দ্বিতীয়ামধুমধুনীমধূনি
তৃতীয়ামধুনামধুভ্যাম্মধুভিঃ
চতুর্থীমধুনেমধুভ্যাম্মধুভ্যঃ
পঞ্চমীমধুনঃমধুভ্যাম্মধুভ্যঃ
ষষ্ঠীমধুনঃমধুনোঃমধূনাম্
সপ্তমীমধুনিমধুনোঃমধুষু
সম্বোধনমধোঃ, মধুমধুনীমধূনি
মধু সংস্কৃত শব্দরূপ

মধু শব্দের অনুরূপ শব্দ ও তার বাংলা অর্থ

শব্দবাংলা অর্থ
অশ্রুচোখের জল
দারুকাঠ
বস্তুজিনিস
বসুধন
শ্মশ্রুদাড়ি
অম্বুজল
অলাবুলাউ
জানুহাঁটু
তালুজিহ্বার নিম্নস্থ স্থান
কশেরুমেরুদণ্ড
অনুরূপ শব্দের তালিকা

মধু শব্দের অনুরূপ শব্দ ‘বসু’ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবসুবসুনীবসূনি
দ্বিতীয়াবসুবসুনীবসূনি
তৃতীয়াবসুনাবসুভ্যাম্বসুভিঃ
চতুর্থীবসুনেবসুভ্যাম্বসুভ্যঃ
পঞ্চমীবসুনঃবসুভ্যাম্বসুভ্যঃ
ষষ্ঠীবসুনঃবসুনোঃবসূনাম্
সপ্তমীবসুনিবসুনোঃবসুষু
সম্বোধনবসোঃ, বসুবসুনীবসূনি
সংস্কৃত বসু শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ মধু (দেবনাগরীতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमामधुमधुनीमधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
तृतीयामधुनामधुभ्याम्मधुभिः
चतुर्थीमधुनेमधुभ्याम्मधुभ्यः
पञ्चमीमधुनःमधुभ्याम्मधुभ्यः
षष्ठीमधुनःमधुनोःमधूनाम्
सप्तमीमधुनिमधुनोःमधुषु
सम्वोधनमधोः, मधुमधुनीमधूनि
শব্দরূপ মধু (দেবনাগরী অক্ষরে)

মনে রাখবে

১. ক্লীবলিঙ্গ মধু শব্দের প্রথমা, দ্বিতীয়া, সম্বোধনের দ্বিবচনে হ্রস্বস্বর (উ) ও দীর্ঘস্বর (ঈ) এবং দীর্ঘস্বর (ঊ) ও হ্রস্বস্বর (ই) হয় ।

২. মধু শব্দ কোনো ব্যক্তির নাম অর্থে ব্যবহৃত হলে পুংলিঙ্গ সাধু শব্দের মতো রূপ হয় ।

অনুশীলনী

মধু শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ মধু থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. মধু শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- মধূনি ।

২. মধু শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- মধূনাম্ ।

৩. মধু শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- মধুনী ।

৪. মধু শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- মধুনি ।

৫. মধু শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- মধুনে ।

৬. মধু শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- মধুষু ।

৭. মধু শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- মধুনোঃ ।

৮. মধু শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- মধুনা।

৯. মধু শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- মধুনঃ ।

১০. মধু শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- মধুভিঃ ।

সংস্কৃত শব্দরূপ মধু শব্দ থেকে অনুবাদ

১. ছেলেটি মধু পান করছে ।

উত্তরঃ- বালকঃ মধু পিবতি ।

২. মধু বিদ্যালয়ে যাচ্ছে ।

উত্তরঃ- মধুঃ বিদ্যালয়ং গচ্ছতি ।

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত ক্লীবলিঙ্গ মধু শব্দরূপের মতো বাকী পুংলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ নর শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
ফলফলঅ-কারান্ত
বারিজলই-কারান্ত
অক্ষিচোখই-কারান্ত
ধাতৃধারণ করাঋ-কারান্ত
স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment