সংস্কৃত শব্দরূপ শ্বন্ – ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ

শ্বন্ সংস্কৃত শব্দরূপ । এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

সংস্কৃত শব্দরূপ শ্বন্

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল শ্বন্ । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

শ্বন্
অন্ ভাগান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – আত্মা, নিজ
সংস্কৃত শব্দরূপ শ্বন্

সংস্কৃত শ্বন্ শব্দের রূপ বাংলা অক্ষরে

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাশ্বাশ্বানৌশ্বানঃ
দ্বিতীয়াশ্বানম্শ্বানৌশুনঃ
তৃতীয়াশুনাশ্বভ্যাম্শ্বভিঃ
চতুর্থীশুনেশ্বভ্যাম্শ্বভ্যঃ
পঞ্চমীশুনঃশ্বভ্যাম্শ্বভ্যঃ
ষষ্ঠীশুনঃশুনোঃশুনাম্
সপ্তমীশুনিশুনোঃশ্বসু
সম্বোধনশ্বন্শ্বানৌশ্বানঃ
শ্বন্ সংস্কৃত শব্দরূপ

শব্দরূপ শ্বন্ দেবনাগরীতে

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमाश्वाश्वानौश्वानः
द्वितीयाश्वानम्श्वानौशुनः
तृतीयाशुनाश्वभ्याम्श्वभिः
चतुर्थीशुनेश्वभ्याम्श्वभ्यः
पञ्चमीशुनःश्वभ्याम्श्वभ्यः
षष्ठीशुनःशुनोःशुनाम्
सप्तमीशुनिशुनोःश्वसु
सम्वोधनश्वन्श्वानौश्वानः
শব্দরূপ শ্বন্ (দেবনাগরী অক্ষরে)

শব্দরূপ শ্বন্ থেকে অনুশীলনী

শ্বন্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

শব্দরূপ শ্বন্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. শ্বন্ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ-  শুনঃ।

২. শ্বন্ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- শুনাম্ ।

৩. শ্বন্ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- শ্বানৌ ।

৪. শ্বন্ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- শুনি ।

৫. শ্বন্ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- শুনে।

৬. শ্বন্ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- শ্বসু।

৭. শ্বন্ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- শুনোঃ ।

৮. শ্বন্ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- শুনা।

৯. শ্বন্ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- শুনঃ ।

১০. শ্বন্ শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- শ্বভিঃ ।

Leave a Comment