সংস্কৃত শব্দরূপ সুহৃদ্ – ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ

সুহৃদ্ সংস্কৃত শব্দরূপ । এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

সংস্কৃত শব্দরূপ সুহৃদ্

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল সুহৃদ্ । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

সুহৃদ্
দ্ – কারান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – বন্ধু
সংস্কৃত শব্দরূপ সুহৃদ্

সংস্কৃত সুহৃদ্ শব্দের রূপ বাংলা অক্ষরে

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসুহৃৎ, সুহৃদ্সুহৃদৌসুহৃদঃ
দ্বিতীয়াসুহৃদম্সুহৃদৌসুহৃদঃ
তৃতীয়াসুহৃদাসুহৃদ্ভ্যাম্সুহৃদ্ভিঃ
চতুর্থীসুহৃদেসুহৃদ্ভ্যাম্সুহৃদ্ভ্যঃ
পঞ্চমীসুহৃদঃসুহৃদ্ভ্যাম্সুহৃদ্ভ্যঃ
ষষ্ঠীসুহৃদঃসুহৃদোঃসুহৃদাম্
সপ্তমীসুহৃদিসুহৃদোঃসুহৃৎসু
সম্বোধনসুহৃৎ, সুহৃদ্সুহৃদঃসুহৃদঃ
সুহৃদ্ সংস্কৃত শব্দরূপ

শব্দরূপ সুহৃদ্ দেবনাগরীতে

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमासुहृत्, सुहृद्सुहृदौसुहृदः
द्वितीयासुहृदम्सुहृदौसुहृदः
तृतीयासुहृदासुहृद्भ्याम्सुहृद्भ्यि
चतुर्थीसुहृदेसुहृद्भ्याम्सुहृद्भ्यः
पञ्चमीसुहृदःसुहृद्भ्याम्सुहृद्भ्यः
षष्ठीसुहृदःसुहदोःसुहृदाम्
सप्तमीसुहृदिसुहदोःसुहृत्सु
सम्वोधनसुहृत्, सुहृद्सुहृदौसुहृदः
শব্দরূপ সুহৃদ্ (দেবনাগরী অক্ষরে)

শব্দরূপ সুহৃদ্ থেকে অনুশীলনী

সুহৃদ্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

শব্দরূপ সুহৃদ্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. সুহৃদ্ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- সুহৃদঃ ।

২. সুহৃদ্ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- সুহৃদাম্ ।

৩. সুহৃদ্ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- সুহৃদৌ ।

৪. সুহৃদ্ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- সুহৃদি ।

৫. সুহৃদ্ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- সুহৃদে।

৬. সুহৃদ্ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- সুহৃৎসু।

৭. সুহৃদ্ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- সুহৃদোঃ ।

৮. সুহৃদ্ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- সুহৃদা।

৯. সুহৃদ্ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- সুহৃদঃ ।

১০. সুহৃদ্ শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- সুহৃদ্ভিঃ ।

শব্দরূপ সুহৃদ্ শব্দ থেকে অনুবাদ

১. আজ বন্ধুর বাড়ী যাবো ।

উত্তরঃ- অদ্য সুহৃদঃ গৃহং গমিষ্যামি ।

Leave a Comment