সংস্কৃত শব্দরূপ বণিজ্ – ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ

বণিজ্ সংস্কৃত শব্দরূপ । এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

সংস্কৃত শব্দরূপ বণিজ্

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল বণিজ্ । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

বণিজ্
জ্-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – ব্যাবসায়ী
একনজরে বণিজ্ শব্দ

সংস্কৃত বণিজ্ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবণিক্বণিজৌবণিজঃ
দ্বিতীয়াবণিজম্বণিজৌবণিজঃ
তৃতীয়াবণিজাবণিগ্ভ্যাম্বণিগ্ভিঃ
চতুর্থীবণিজেবণিগ্ভ্যাম্বণিগ্ভ্যঃ
পঞ্চমীবণিজঃবণিগ্ভ্যাম্বণিগ্ভ্যঃ
ষষ্ঠীবণিজঃবণিজোঃবণিজাম্
সপ্তমীবণিজিবণিজোঃবণিক্ষু
সম্বোধনবণিক্বণিজৌবণিজঃ
বণিজ্ সংস্কৃত শব্দরূপ

বণিজ্ শব্দের অনুরূপ শব্দ ও তার বাংলা অর্থ

শব্দবাংলা অর্থ
ঋত্বিজ্পুরোহিত
বলিভুজ্কাক
ভিষজ্বৈদ্য
মহীভুজ্রাজা
অনুরূপ শব্দের তালিকা

মনে রাখার বিষয়ঃ-

১. স্ত্রীলিঙ্গ রুজ্ (রাগ), স্রজ্ (মালা) প্রভৃতি শব্দের রূপও পুংলিঙ্গ বণিজ্ শব্দের মতোই হয় ।

২. সম্রাজ্ ও দেবরাজ্ শব্দ জ্-কারান্ত পুংলিঙ্গ হলেও এদের রূপ সম্রাজ্ শব্দের মতো হয়, বণিজ্ শব্দের মতো হয় না ।

বণিজ্ শব্দের অনুরূপ শব্দ ঋত্বিজ্ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঋত্বিক্ঋত্বিজৌঋত্বিজঃ
দ্বিতীয়াঋত্বিজম্ঋত্বিজৌঋত্বিজঃ
তৃতীয়াঋত্বিজাঋত্বিগ্ভ্যাম্ঋত্বিগ্ভিঃ
চতুর্থীঋত্বিজেঋত্বিগ্ভ্যাম্ঋত্বিগ্ভ্যঃ
পঞ্চমীঋত্বিজঃঋত্বিগ্ভ্যাম্ঋত্বিগ্ভ্যঃ
ষষ্ঠীঋত্বিজঃঋত্বিজোঃঋত্বিজাম্
সপ্তমীঋত্বিজিঋত্বিজোঃঋত্বিক্ষু
সম্বোধনঋত্বিক্ঋত্বিজৌঋত্বিজঃ
সংস্কৃত বর্ষাভূ শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ বণিজ্ দেবনাগরীতে

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमावणिक्वणिजौवणिजः
द्वितीयावणिजम्वणिजौवणिजः
तृतीयावणिजावणिग्भ्याम्वणिग्भिः
चतुर्थीवणिजेवणिग्भ्याम्वणिग्भ्यः
पञ्चमीवणिजःवणिग्भ्याम्वणिग्भ्यः
षष्ठीवणिजःवणिजोःवणिजाम्
सप्तमीवणिजिवणिजोःवणिक्षु
सम्वोधनवणिक्वणिजौवणिजः
শব্দরূপ প্রতিভূ (দেবনাগরী অক্ষরে)

অনুশীলনী

বণিজ্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ বণিজ্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. বণিজ্ শব্দের দ্বিতীয়া বহু বচন

উত্তরঃ- বণিজঃ ।

২. বণিজ্ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- বণিজাম্ ।

৩. বণিজ্ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- বণিজৌ ।

৪. বণিজ্ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- বণিজি ।

৫. বণিজ্ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- বণিজে ।

৬. বণিজ্ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- বণিক্ষু ।

৭. বণিজ্ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- বণিজোঃ ।

৮. বণিজ্ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- বণিজা ।

৯. বণিজ্ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- বণিজঃ ।

১০. বণিজ্ শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- বণিগ্ভিঃ ।

সংস্কৃত শব্দরূপ বণিজ্ শব্দ থেকে অনুবাদ

১. বণিকের বাণিজ্য ।

উত্তরঃ- বণিজঃ বাণিজ্যম্ ।

২. আমি বণিকদের সঙ্গে যাব ।

উত্তরঃ- অহং বণিগ্ভিঃ সহ গমিষ্যামি ।

Leave a Comment