সংস্কৃত শব্দরূপ ইদম্ – সর্বনাম

সংস্কৃত শব্দরূপ ইদম্ । এটি সর্বনাম শব্দ । এর অর্থ হল – এই, ইহা, ইনি । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ এবং অনুশীলনী দেখুন।

সংস্কৃত শব্দরূপ ইদম্

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় সংস্কৃত শব্দরূপ ইদম্ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

ইদম্
সর্বনাম শব্দ ( তিনলিঙ্গে ভিন্ন রূপ হয় )
বাংলা অর্থ – এই, ইনি, ইহা
একনজরে ইদম্ শব্দ

সংস্কৃত ইদম্ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

পুংলিঙ্গ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅয়ম্ইমৌইমে
দ্বিতীয়াইমম্, এনম্ইমৌ, এনৌইমান্, এনান্
তৃতীয়াঅনেন, এনেনআভ্যাম্এভিঃ
চতুর্থীঅস্মৈআভ্যাম্এভ্যঃ
পঞ্চমীঅস্মাৎআভ্যাম্এভ্যঃ
ষষ্ঠীঅস্যঅনয়োঃ, এনয়োঃএষাম্
সপ্তমীঅস্মিন্অনয়োঃ, এনয়োঃএষু
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (পুংলিঙ্গ)

স্ত্রীলিঙ্গ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাইয়ম্ইমেইমাঃ
দ্বিতীয়াইমাম্, এনাম্ইমে, এনেইমাঃ, এনাঃ
তৃতীয়াঅনয়া, এনয়াআভ্যাম্আভিঃ
চতুর্থীঅস্যৈআভ্যাম্আভ্যঃ
পঞ্চমীঅস্যাঃআভ্যাম্আভ্যঃ
ষষ্ঠীঅস্যাঃঅনয়োঃ, এনয়োঃআসাম্
সপ্তমীঅস্যাম্অনয়োঃ, এনয়োঃআসু
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (স্ত্রীলিঙ্গ)

ক্লীবলিঙ্গ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাইদম্ইমেইমানি
দ্বিতীয়াইদম্, এনৎইমে, এনেইমানি, এনানি
তৃতীয়াঅনেন, এনেনআভ্যাম্এভিঃ
চতুর্থীঅস্মৈআভ্যাম্এভ্যঃ
পঞ্চমীঅস্মাৎআভ্যাম্এভ্যঃ
ষষ্ঠীঅস্যঅনয়োঃ, এনয়োঃএষাম্
সপ্তমীঅস্মিন্অনয়োঃ, এনয়োঃএষু
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (ক্লীবলিঙ্গ)

সংস্কৃত শব্দরূপ ইদম্ (দেবনাগরী অক্ষরে)

পুংলিঙ্গ

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमाअयम्इमौइमे
द्वितीयाइमम्, एनम्इमौ, एनौइमान्, एनान्
तृतीयाअनेन, एनेनआभ्याम्एभि:
चतुर्थीअस्मैआभ्याम्एभ्य:
पञ्चमीअस्मात्आभ्याम्एभ्य:
षष्ठीअस्यअनयो:, एनयो:एषाम्
सप्तमीअस्मिन्अनयो:, एनयो:एषु
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (পুংলিঙ্গ) দেবনাগরী অক্ষরে

স্ত্রীলিঙ্গ

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमाइयम्इमेइमा:
द्वितीयाइमाम्, एनाम्इमे, एनेइमा:, एना:
तृतीयाअनया, एनयाआभ्याम्आभि:
चतुर्थीअस्यैआभ्याम्आभ्य:
पञ्चमीअस्या:आभ्याम्आभ्य:
षष्ठीअस्या:अनयो:, एनयो:आसाम्
सप्तमीअस्याम्अनयो:, एनयो:आसु
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (স্ত্রীলিঙ্গ) দেবনাগরী অক্ষরে

ক্লীবলিঙ্গ

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमाइदम्इमेइमानि
द्वितीयाइदम्, एनत्इमे, एनेइमानि, एनानि
तृतीयाअनेन, एनेनआभ्याम्एभि:
चतुर्थीअस्मैआभ्याम्एभ्य:
पञ्चमीअस्मात्आभ्याम्एभ्य:
षष्ठीअस्यअनयो:, एनयो:एषाम्
सप्तमीअस्मिन्अनयो:, एनयो:एषु
সংস্কৃত ইদম্ শব্দের রূপ (ক্লীবলিঙ্গ) দেবনাগরী অক্ষরে

মনে রাখবে

১. সর্বনাম শব্দের সম্বোধনের রূপ হয় না ।

২. ইদম্ শব্দের ক্লীবলিঙ্গের রূপ পুংলিঙ্গের রূপের মতোই । কেবলমাত্র প্রথমা ও দ্বিতীয়া বিভক্তিতে আলাদা হয় ।

অনুশীলনী

ইদম্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও বৈকল্পিকরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই তিন ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ ইদম্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. ইদম্ শব্দের পুংলিঙ্গ দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- ইমান্, এনান্ ।

২. ইদম্ শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- এষাম্ ।

৩. ইদম্ শব্দের পুংলিঙ্গ প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- ইমৌ ।

৪. ইদম্ শব্দের স্ত্রীলিঙ্গ সপ্তমী একবচন ।

উত্তরঃ- অস্যাম্ ।

৫. ইদম্ শব্দের স্ত্রীলিঙ্গ চতুর্থী একবচন ।

উত্তরঃ- অস্যৈ ।

৬. ইদম্ শব্দের পুংলিঙ্গ সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- এষু ।

৭. ইদম্ শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- অনয়োঃ, এনয়োঃ ।

৮. ইদম্ শব্দের ক্লীবলিঙ্গ তৃতীয়া একবচন ।

উত্তরঃ- অনেন, এনেন ।

৯. ইদম্ শব্দের ক্লীবলিঙ্গ পঞ্চমী একবচন ।

উত্তরঃ- অস্মাৎ ।

১০. ইদম্ শব্দের ক্লীবলিঙ্গ তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ- এভিঃ ।

ইদম্ শব্দ থেকে বৈকল্পিকরূপ

১. ‘ইদম্’ পদের বিকল্পরূপ ।

উত্তরঃ- এনৎ ।

২. ‘এনে’ পদের বিকল্পরূপ ।

উত্তরঃ- ইমে ।

৩. ‘ইমানি’ পদের বিকল্পরূপ ।

উত্তরঃ- এনানি ।

৪. ‘অনয়োঃ’ পদের বিকল্পরূপ ।

উত্তরঃ- এনয়োঃ ।

সংস্কৃত শব্দরূপ ইদম্ শব্দ থেকে অনুবাদ

১. এই নদীতে কুমির আছে ।

উত্তরঃ- অস্যাং নদ্যাং মকরঃ অস্তি ।

২. এই শহরে আমাদের বাস ।

উত্তরঃ- অস্মিন্ নগরে অস্মাকং বাসঃ ।

৩. এই পথে যাও ।

উত্তরঃ- অনেন মার্গেণ গচ্ছ ।

শব্দবাংলা অর্থ
অস্মদ্আমি
যুষ্মদ্তুমি
সর্বসকল
তদ্সে, তিনি, তাহা
এতদ্ইহা, এই
যদ্যে, যিনি, যাহা
কিম্কে, কি
অদস্উহা, ঐ
সর্বনাম শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment