উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2016) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2016 Class Xi
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) মগধরাজের কতজন অমাত্য ছিলেন ?
- (i) তিনজন
- (ii) পাঁচজন
- (iii) সাতজন
- (iv) কোনোটিই নয় ।
(b) মালবরাজের নাম কী ?
- (i) প্রহারবর্মা
- (ii) সংগ্রামবর্মা
- (iii) মানসার
- (iv) রাজহংস ।
(c) ব্রাহ্মণের নাম কী ছিল ?
- (i) সত্যবচন
- (ii) দ্রোণ
- (iii) প্রতিগ্রহধন
- (iv) ক্রূরকর্মা ।
(d) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন ?
- (i) দুটি ছাগল
- (ii) দুটি গাভী
- (iii) দুটি বলদ
- (iv) দুটি বাছুর ।
পদ্যাংশ
(e) ধনপতি কে ?
- (i) কুবের
- (ii) যক্ষ
- (iii) শিব
- (iv) এদের কেউ নয় ।
(f) অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত ?
- (i) যক্ষপুরী
- (ii)অলকাপুরী
- (iii) মাল্যবান
- (iv) রামগিরি ।
(g) গীতগোবিন্দের প্রথম সর্গের নাম কী ?
- (i) মুগ্ধমধুসূদন
- (ii) মুগ্ধমুকুন্দ
- (iii) সানন্দগোবিন্দ
- (iv) সামোদদামোদর ।
(h) বিষ্ণুর প্রথম অবতার কে ?
- (i) কূর্ম
- (ii) কৃষ্ণ
- (iii) মৎস্য
- (iv) বামন ।
নাট্যাংশ
(i) শূন্যস্থান পূরণ করোঃ গুরুদেবস্য ____ মহিমা ।
- (i) অনির্বচনা
- (ii) অনির্বচনীয়া
- (iii) অনির্বচনীয়ম্
- (iv) অনির্বচনীয়ো ।
2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) রত্নোদ্ভব কেন সমুদ্রযাত্রা করেছিলেন ?
(b) বিটনটবারনারীপরায়ণঃ কে ছিলেন ?
(c) সিতবর্মার পুত্রদের নাম কী ?
(d) পঞ্চতন্ত্রের রচয়িতা কে ?
(e) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) “দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্” কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(g) বিষ্ণুর ষষ্ঠ অবতার কে ?
(h) কার দশনশিখরে ধরণী লগ্না ?
(i) মেঘদূত কে রচনা করেছিলেন ?
(j) বপ্রক্রীড়া শব্দের অর্থ কী ?
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) ভারতবিবেকম্ কার রচনা ?
(l) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?
(m) নরেন্দ্রনাথের চোখ দুটি কেমন ছিল ?
(n) “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” – কে বলেছেন ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) বেদাঙ্গ কয়টি ?
(p) শতপথ ব্রাহ্মণ কোন্ বেদের সঙ্গে সংশ্লিষ্ট ?
(q) কথাসরিৎসাগর কার লেখা ?
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) মগধরাজের চরিত্র বর্ণনা করো।
(b) “একার্যাবেবাবাম্” – ব্যাখ্যা করো।
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) দশ অবতারের কাহিনি নিজের ভাষায় লেখো।
(b) যক্ষ মেঘকে কী বলেছিল ?
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতবিবেকম্ নাটকটির স্থান, কাল ও পাত্র চিত্রকর্ম করো ।
(b) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সমাজ জীবনে রামায়ণের ভূমিকা আলোচনা করো।
(b) সংস্কৃতের গল্পসাহিত্য সম্বন্ধে একটি নিবন্ধ লেখো ।
7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।
(b) শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।
ব্যাকরণ ও অনুবাদ
8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) বিধুঃ + রাজতে = বিধূরাজতে ।
(b) প্র + এজতে = প্রেজতে ।
(c) লতে + এতে = লতে এতে (সন্ধি নিষেধ) ।
(d) যদি + অপি = যদ্যপি ।
9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) প্রাগেব = প্রাক্ + এব ।
(b) পুনরপি = পুনঃ + অপি ।
(c) পরীক্ষা = পরি + ঈক্ষা ।
(d) দৈত্যারিঃ = দৈত্য + অরিঃ ।
10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) নদী শব্দের সপ্তমী দ্বিবচন = নদ্যোঃ ।
(b) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন = মাতৃ্ঃ ।
(c) বণিজ্ শব্দের তৃতীয়া বহুবচন = বণিগ্ভিঃ ।
(d) মতি শব্দের চতুর্থী একবচন = মত্যৈ ।
11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √গম্ লৃট্ মধ্যমপুরুষঃ একবচনম্ = গমিষ্যসি ।
(b) √সেব্ লোট্ উত্তমপুরুষঃ বহুবচনম্ =
(c) √স্থা বিধিলিঙ্ প্রথমপুরুষঃ দ্বিবচনম্ = তিষ্ঠেতম্ ।
(d) √দৃশ্ লঙ্ মধ্যমপুরুষঃ একবচনম্ = অপশ্যঃ ।
12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) √গৈ + ক্ত = গীত ।
(b) √দৃশ্ + তুমুন্ = দ্রষ্টুম্ ।
(c) √ভূ + তব্য = ভবিতব্য ।
(d) √গম্ + ক্ত্বাচ্ = গত্বা ।
(e) √শাস্ + ক্যপ্ = শিষ্য ।
13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) সকৃৎ ।
(b) অলম্ (বিবাদের প্রয়োজন নেই) বিবাদের অলম্ ।
(c) সর্বত্র (সব জায়গায়) ঈশ্বরঃ সর্বত্র অস্তি ।
14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) রাজা বিপ্রায় গাং দদাতি ।
(b) ছাত্রেণ পুস্তকং পঠ্যতে ।
(c) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ ।
(d) জগতঃ কর্তা ঈশ্বরঃ ।
(e) রামঃ শ্যামাদ্ উন্নতঃ ।
15. নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16. বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2014
Class Xi Sanskrit Question Paper 2015
Xi Class Sanskrit Question Paper 2017
Class Xi Sanskrit Question Paper 2018