Class Xi Sanskrit Question Paper 2016

উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2016) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।

Table of Contents

Sanskrit Question Paper 2016 Class Xi

ClassXi
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2016

1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15

গদ্যাংশ

(a) মগধরাজের কতজন অমাত্য ছিলেন?

  • (i) তিনজন
  • (ii) পাঁচজন
  • (iii) সাতজন
  • (iv) কোনোটিই নয়

উত্তরঃ- (i) তিনজন

(b) মালবরাজের নাম কী?

  • (i) প্রহারবর্মা
  • (ii) সংগ্রামবর্মা
  • (iii) মানসার
  • (iv) রাজহংস

উত্তরঃ- (iii) মানসার

(c) ব্রাহ্মণের নাম কী ছিল?

  • (i) সত্যবচন
  • (ii) দ্রোণ
  • (iii) প্রতিগ্রহধন
  • (iv) ক্রূরকর্মা

উত্তরঃ- (ii) দ্রোণ

(d) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন?

  • (i) দুটি ছাগল
  • (ii) দুটি গাভী
  • (iii) দুটি বলদ
  • (iv) দুটি বাছুর

উত্তরঃ- (iv) দুটি বাছুর

পদ্যাংশ

(e) ধনপতি কে?

  • (i) কুবের
  • (ii) যক্ষ
  • (iii) শিব
  • (iv) এদের কেউ নয়

উত্তরঃ- (i) কুবের

(f) অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত?

  • (i) যক্ষপুরীতে
  • (ii)অলকাপুরীতে
  • (iii) মাল্যবানে
  • (iv) রামগিরিতে

উত্তরঃ- (iv) রামগিরিতে

(g) গীতগোবিন্দের প্রথম সর্গের নাম কী?

  • (i) মুগ্ধমধুসূদন
  • (ii) মুগ্ধমুকুন্দ
  • (iii) সানন্দগোবিন্দ
  • (iv) সামোদদামোদর

উত্তরঃ- (iv) সামোদদামোদর

(h) বিষ্ণুর প্রথম অবতার কে?

  • (i) কূর্ম
  • (ii) কৃষ্ণ
  • (iii) মৎস্য
  • (iv) বামন

উত্তরঃ- (iii) মৎস্য

নাট্যাংশ

(i) শূন্যস্থান পূরণ করোঃ গুরুদেবস্য ____ মহিমা ।

  • (i) অনির্বচনা
  • (ii) অনির্বচনীয়া
  • (iii) অনির্বচনীয়ম্
  • (iv) অনির্বচনীয়ো

উত্তরঃ- (iv) অনির্বচনীয়ো

(j) ‘ভারতবিবেকম্’- এ গুরুদেব কে?

(i) বিবেকানন্দ

(ii) সুরেন্দ্রনাথ

(iii) শ্রীরামকৃষ্ণ

(iv) বিজয়কৃষ্ণ

উত্তর:- (iii) শ্রীরামকৃষ্ণ।

(k) শ্রীরামকৃষ্ণের প্রভা কীসের সঙ্গে তুলনীয়?

(i) অগ্নির

(ii) বিদ্যুৎ-এর

(iii) কোটি সূর্য-এর

(iv) চন্দ্রের

উত্তর:- (iii) কোটি সূর্য-এর

(l) ‘ভারতবিবেকম্’ की ধরনের নাটক?

(i) গীতিনাট্য

(ii) জীবনীমূলক

(iii) মিলনাত্মক

(iv) ভক্তিমূলক

উত্তর:- (iv) ভক্তিমূলক

সাহিত্যেতিহাস

(m) ‘অষ্টাধ্যায়ী’-র রচয়িতা কে?

(i) পতঞ্জলি

(ii) শাকটায়ন

(iii) কাত্যায়ন

(iv) পাণিনি

উত্তর:- (iv) পাণিনি।

(n) ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি?

(i) শতপথ

(ii) গোপথ

(iii) ঐতরেয়

(iv) তৈত্তিরীয়

উত্তর:- (iii) ঐতরেয়।

(০) রামায়ণে মোট ক-টি কান্ড?

(i) সাত

(ii) চার

(iii) আঠারো

(iv) তেরো

উত্তর:- (i) সাত।

2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(a) রত্নোদ্ভব কেন সমুদ্রযাত্রা করেছিলেন?

উত্তর:- রত্নোদ্ভব সফলভাবে ব্যাবসাবাণিজ্য করার জন্য সমুদ্রযাত্রা করেছিলেন।

(b) ‘বিটনটবারনারীপরায়ণঃ’ কে ছিলেন?

উত্তর:- ‘বিটনটবারনারীপরায়ণঃ’ ছিলেন কামপাল।

(c) সিতবর্মার পুত্রদের নাম কী?

উত্তর:- সিতবর্মার পুত্রদের নাম সুমতি ও সত্যবর্মা।

(d) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?

উত্তর:- পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন পণ্ডিত বিষ্ণুশর্মা।

(e) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষস দ্রোণ নামক ব্রাহ্মণকে ভক্ষণ করতে চেয়েছিল।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(f) “দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্” কার উদ্দেশ্যে বলা হয়েছে?

উত্তর:- “দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্” নৃসিংহরূপধারী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলা হয়েছে।

(g) বিষ্ণুর ষষ্ঠ অবতার কে?

উত্তর:- বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।

(h) কার দশনশিখরে ধরণী লগ্না?

উত্তর:- বরাহরূপী বিষ্ণুর দশনশিখরে ধরণী লগ্না।

(i) মেঘদূত কে রচনা করেছিলেন?

উত্তর:- মেঘদূত কালিদাস রচনা করেছিলেন।

(j) বপ্রক্রীড়া শব্দের অর্থ কী?

উত্তর:- বপ্রক্রীড়া বলতে হাতি বা মোহিষ দাঁত বা সিং দিয়ে মাটি উৎখাত করাকে বোঝায়।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(k) ভারতবিবেকম্ কার রচনা?

উত্তর:- ভারতবিবেকম্ যতীন্দ্রবিমল চৌধুরীর রচনা।

(l) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন?

উত্তর:- নরেন্দ্রনাথ কলকাতার সিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ীতে প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন।

(m) নরেন্দ্রনাথের চোখ দুটি কেমন ছিল?

উত্তর:- নরেন্দ্রনাথের চোখ দুটি ছিল ‘আকর্ণবিস্ফারিত।’

(n) “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” – কে বলেছেন?

উত্তর:- “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন।

সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(o) বেদাঙ্গ কয়টি?

উত্তর:- বেদাঙ্গ ছয়টি।

(p) শতপথ ব্রাহ্মণ কোন্ বেদের সঙ্গে সংশ্লিষ্ট?

উত্তর:- শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদের সঙ্গে সংশ্লিষ্ট।

(q) কথাসরিৎসাগর কার লেখা?

উত্তর:- কথাসরিৎসাগর সোমদেবের লেখা।

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) মগধরাজের চরিত্র বর্ণনা করো।

(b) “একার্যাবেবাবাম্” – ব্যাখ্যা করো।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) দশ অবতারের কাহিনি নিজের ভাষায় লেখো।

(b) যক্ষ মেঘকে কী বলেছিল ?

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ভারতবিবেকম্ নাটকটির স্থান, কাল ও পাত্র চিত্রকর্ম করো ।

(b) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ভারতীয় সমাজ জীবনে রামায়ণের ভূমিকা আলোচনা করো।

(b) সংস্কৃতের গল্পসাহিত্য সম্বন্ধে একটি‌ নিবন্ধ লেখো ।

7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4

(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।

(b) শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।

ব্যাকরণ ও অনুবাদ

8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) বিধুঃ + রাজতে

উত্তর:- বিধূরাজতে।

(b) প্র + এজতে

উত্তর:- প্রেজতে।

(c) লতে + এতে

উত্তর:- লতে এতে (সন্ধি নিষেধ)।

(d) যদি + অপি

উত্তর:- যদ্যপি।

9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) প্রাগেব

উত্তর:- প্রাক্ + এব।

(b) পুনরপি

উত্তর:- পুনঃ + অপি।

(c) পরীক্ষা

উত্তর:- পরি + ঈক্ষা।

(d) দৈত্যারিঃ

উত্তর:- দৈত্য + অরিঃ।

10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) নদী শব্দের সপ্তমী দ্বিবচন

উত্তর:- নদ্যোঃ।

(b) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন

উত্তর:- মাতৃ্ঃ।

(c) বণিজ্ শব্দের তৃতীয়া বহুবচন

উত্তর:- বণিগ্ভিঃ।

(d) মতি শব্দের চতুর্থী একবচন

উত্তর:- মত্যৈ।

11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √গম্ লৃট্ মধ্যমপুরুষঃ একবচনম্

উত্তর:- গমিষ্যসি।

(b) √সেব্ লোট্ উত্তমপুরুষঃ বহুবচনম্

উত্তর:- সেবামহৈ।

(c) √স্থা বিধিলিঙ্ প্রথমপুরুষঃ দ্বিবচনম্

উত্তর:- তিষ্ঠেতম্ ।

(d) √দৃশ্ লঙ্ মধ্যমপুরুষঃ একবচনম্

উত্তর:- অপশ্যঃ।

12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) √গৈ + ক্ত

উত্তর:- গীত।

(b) √দৃশ্ + তুমুন্

উত্তর:- দ্রষ্টুম্।

(c) √ভূ + তব্য

উত্তর:- ভবিতব্য।

(d) √গম্ + ক্ত্বাচ্

উত্তর:- গত্বা।

(e) √শাস্ + ক্যপ্

উত্তর:- শিষ্য।

13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) সকৃৎ

উত্তর:- সকৃৎ (একবার) সকৃৎ অহং শ্রীক্ষেত্রং অগচ্ছম্।

(b) অলম্

উত্তর:- অলম্ (বিবাদের প্রয়োজন নেই) বিবাদের অলম্।

(c) সর্বত্র

উত্তর:- সর্বত্র (সব জায়গায়) ঈশ্বরঃ সর্বত্র অস্তি।

14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) রাজা বিপ্রায় গাং দদাতি

উত্তর:- দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি

(b) ছাত্রেণ পুস্তকং পঠ্যতে

উত্তর:- অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি

(c) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি

(d) জগতঃ কর্তা ঈশ্বরঃ

উত্তর:- কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী বিভক্তি

(e) রামঃ শ্যামাদ্ উন্নতঃ

উত্তর:- অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি

15. নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

কস্মিংশ্চিদ্ অরণ্যে মদোৎকটঃ ইতি সিংহঃ বসতি স্ম। একঃ বৃকঃ, একঃ শৃগালঃ, একঃ কাকঃ চ তস্য সেবকাঃ আসন্ একদ্যুঃ তে একম উষ্ট্রম্ অপশ্যন্। মদোৎকটঃ তৎ বিচিত্রং পশুং দৃষ্ট্বা তস্য বিষয়ে জ্ঞাতুম ঐচ্ছত্। তে এয়ঃ উদ্ভং সিংহস্য সমীপে অনয়ন্। তদা তৈঃ জ্ঞাতং যৎ তস্য উচ্চস্য নাম ব্রুদনকঃ ইতি। স একস্য সার্থবাহস্য ভারবাহকঃ। মার্গং বিস্মৃতা সঃ অরণ্যং প্রবিষ্টঃ।

(a) সিংহস্য নাম কিম্ অসীৎ?

উত্তর:- সিংহস্য নাম মদোৎকট আসীৎ।

(b) সিংহস্য সেবকঃ কে আসন্?

উত্তর:- সিংহস্য সেবকাঃ বৃকঃ, শৃগালঃ, কাকঃ চ আসন্

(c) তে কম্ অপশ্যন্?

উত্তর:- ত্রয়ঃ সেবকাঃ উষ্টমেকং দৃষ্টবন্তঃ।

(d) ক্রদনকস্য কথাং স্বভাষয়া লিখত।

উত্তর:- ক্রদনকস্য কথা সঃ কস্যচিৎ সার্থবাহস্য ভারবাহকঃ আসীৎ। একদা কস্মিংশ্চিৎ অরণ্যে সঃ মার্গভ্রষ্টঃ অভবৎ। তদা তেন সহ মদোৎকট-নামক-সিংহস্য পরিচয়ঃ অভবৎ।

16. বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) গঙ্গাদত্তঃ ইতি ভেকানাং রাজা আসীৎ।স আত্মীয়ৈঃ বঞ্চিতঃ দুঃখেন রাজ্যং ত্যক্ত্বা একং কূপং প্রবিষ্টবান্। একদ্যুঃ স কূপস্য নিকটে একং সৰ্পং দৃষ্টবান্। সৰ্পস্য নাম আসীৎ প্রিয়দর্শনঃ ইতি। গঙ্গাদত্তঃ রাজ্যপ্রাপ্তয়ে সর্পস্য সাহায্যম্ ঐচ্ছৎ।

উত্তরঃ- গঙ্গাদত্ত নামে ব্যাঙেদের রাজা ছিল। সেআত্মীয়দের দ্বারা বঞ্চিত হয়ে দুঃখে রাজ্য ত্যাগ করে একটি কূপে প্রবেশ করেছিল। একদিন সে কূপের কাছে একটা সাপ দেখতে পেল। সাপের নাম ছিল প্রিয়দর্শন। গঙ্গাদত্ত রাজ্য প্রাপ্তির জন্য সাপের সাহায্য চেয়েছিল।

(b) অহং রাজপথঃ। দীর্ঘঃ সুপ্তঃ অজগরঃ ইব অহং পতিতঃ ভবামি। মম শুল্কে বক্ষসি এবং শ্যামলং তৃণম্ অপি ন জায়তে। মম উপরি জনাঃ পদক্ষেপং কৃত্বা গচ্ছন্তি। সর্বদা অহং পদশব্দান্ এব শৃণোমি।

উত্তরঃ- আমি রাজপথ। দীর্ঘ ঘুমন্ত অজগরের মতো আমি পতিত হয়ে পড়ে আছি। আমার শুষ্ক বক্ষে একটি সবুজ ঘাসও জন্মায় না। আমার উপরে লোকেরা পা মাড়িয়ে চলে যায়। সর্বদা আমি পায়ের শব্দ শুনতে পাই।

আরোও দেখুন

Leave a Comment