উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2015) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2015 Class Xi
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) রাজহংসের মহিষীর নাম কী ?
(i) সুমতী
(ii) লীলাবতী
(iii) বসুমতী
(iv) ভগবতী ।
(b) ‘দশকুমারচরিতম্’ কে রচনা করেন ?
(i) সুবন্ধু
(ii) বসুবন্ধু
(iii) কালিদাস
(iv) দণ্ডী ।
(c) ব্রহ্মরাক্ষসের নাম কী ছিল ?
(i) সত্যবচন
(ii) ক্রূরকর্মা
(iii) শুষ্ককপোল
(iv) গোপাল ।
(d) “উন্নতনাসাবংশঃ” কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(i) ব্রহ্মরাক্ষস
(ii) ব্রাহ্মণ
(iii) রাজহংস
(iv) নৃসিংহ ।
পদ্যাংশ
(e) ‘গুহ্যক’ শব্দের অর্থ কী ?
(i) যক্ষ
(ii) মেঘ
(iii) কুবের
(iv) বলাকা ।
(f) যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন ?
(i) দ্রোণকুসুম
(ii) কূটজকুসুম
(iii) কুন্দকুসুম
(iv) নবমল্লিকা ।
(g) “বসতি দশনশিখরে ধরণী” – কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(i) বামন
(ii) নৃসিংহ
(iii) বরাহ
(iv) কোনোটিই নয় ।
(h) “ধরণিধারণকিণচক্রগরিষ্ঠে” – কার বিশেষণ ?
(i) পৃষ্ঠ
(ii) কূর্ম
(iii) বিষ্ণু
(iv) কোনোটিই নয় ।
নাট্যাংশ
(i) শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে ?
(i) ভৈরবী
(ii) ভবতারিণী
(iii) ভুবনেশ্বরী
(iv) সরস্বতী ।
(j) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন্ গান শুনতে চেয়েছিলেন ?
(i) ব্রাহ্মসংগীত
(ii) রবীন্দ্রসংগীত
(iii) শ্যামাসংগীত
(iv) পদাবলি ।
(k)’ভারতবিবেকম্’ -এ উল্লিখিত বছরটি হল –
(i) 1881
(ii) 1882
(iii) 1880
(iv) 1883
(l) ‘মলয়পবনস্পর্শাৎ’ পদটির কারক-বিভক্তি কী ?
(i) করতে তৃতীয়া
(ii) অপাদানে পঞ্চমী
(iii) হেতু অর্থে পঞ্চমী
(iv) কোনোটিই নয় ।
সাহিত্যের ইতিহাস
(m) বেদাঙ্গ কটি ?
(i) ছটি
(ii) চারটি
(iii) তিনটি
(iv) পাঁচটি ।
(n) বৈদিক ছন্দঃ সূত্রের রচয়িতা কে ?
(i) লগধ
(ii) সায়ণ
(iii) পিঙ্গল
(iv) মহীধর ।
(o) মহাভাষ্যকার কে ?
(i) পাণিনি
(ii) পতঞ্জলি
(iii) কাত্যায়ন
(iv) যাস্ক ।
2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন ? সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল ?
(b) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল ?
(c) “ত্বাম্ এবায়ং রাক্ষসো ভক্ষয়িতুম্ ইচ্ছতি।” – কে, কাকে বলেছিল ?
(d) সত্যবর্মা কীরকম ছিলেন এবং তিনি কী করেছিলেন ?
(e) কে, কাকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) “স্নপয়সি পয়সি শমিতভবতাপম্” – কোন্ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে ?
(g) হলধরঃ – পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ।
(h) যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল ?
(i) মহাকবি কালিদাসের মেঘদূত ছাড়া অন্য একটি খণ্ডকাব্যের নাম লেখো ।
(j) মেঘের বংশের নাম কী ছিল ?
উত্তরঃ- মেঘের বংশের নাম ছিল – পুষ্কর ও আবর্তক।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) “সর্বনরশ্রেষ্ঠ এবাসাবিতি কথং মহ্যং প্রতিভাতি” – কে বলেছিলেন ?
(l) “কথময়ং গুরুদেবো মে তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে” – কে বলেছিলেন ?
(m) নরেন্দ্রনাথের বংশ পরিচয় কী ?
(n) মঞ্চে কে কে উপস্থিত আছেন ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) যজুঃ সংহিতার কয়টি ভাগ ও কী কী ?
(p) রামায়ণের কাণ্ডের সংখ্যা কত ?
(q) ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো।
3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও ।
(b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পের সার নিজের ভাষায় লেখো।
4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) যে কোনো পাঁচ অবতারের সম্বন্ধে লেখো ।
(b) তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো।
5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও।
(b) ‘ভারতবিবেকম্’ -এ উল্লিখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো।
6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো ।
(b) সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো ।
7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) ছলয়সি বিক্রমণে বলিম্ অদ্ভূতবামন ।
(b) প্রীতঃ প্রীতিপ্রমুখবচনং স্বাগতং ব্যাজহার।
ব্যাকরণ ও অনুবাদ
8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) নিঃ + রবঃ ।
(b) নদী + অম্বু ।
(c) তৎ + হিতম্ ।
(d) পিতৃ + আদেশঃ ।
9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) প্রৌঢ়ঃ ।
(b) গায়কঃ ।
(c) দশার্ণবঃ ।
(d) দিগন্তঃ ।
10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন ।
(b) বণিজ্ শব্দের প্রথমা একবচন ।
(c) নদী শব্দের ষষ্ঠী একবচন ।
(d) লতা শব্দের সপ্তমী বহুবচন ।
11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √গম্ বিধিলিঙ্ প্রথমপুরুষ একবচন ।
(b) √হস্ লঙ্ মধ্যমপুরুষ বহুবচন ।
(c) √তুদ্ লট্ প্রথমপুরুষ একবচন।
(d) √হু লট্ প্রথমপুরুষ একবচন।
12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) আ-√গম্ + ল্যপ্ ।
(b) √ভূ + ক্ত্বাচ্ ।
(c) √কৃ + তব্য ।
(d) √আস্ + শানচ্ ।
(e) √গম্ + তুমুন্ ।
13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) বিনা ।
(b) আরাৎ ।
(c) সহ ।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) মহ্যং সংস্কৃতং রোচতে ।
(b) ছাত্রেণ পাঠঃ পঠ্যতে ।
(c) গ্রামায় গচ্ছতি কৃষকঃ।
(d) কালিদাসস্য কৃতিঃ মেঘদূতম্ ।
(e) সর্পাৎ বিভেতি বালকঃ।
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2014
Class Xi Sanskrit Question Paper 2016
Xi Class Sanskrit Question Paper 2017
Class Xi Sanskrit Question Paper 2018