উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2015) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2015 Class Xi
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) রাজহংসের মহিষীর নাম কী ?
(i) সুমতী
(ii) লীলাবতী
(iii) বসুমতী
(iv) ভগবতী ।
(b) ‘দশকুমারচরিতম্’ কে রচনা করেন ?
(i) সুবন্ধু
(ii) বসুবন্ধু
(iii) কালিদাস
(iv) দণ্ডী ।
(c) ব্রহ্মরাক্ষসের নাম কী ছিল ?
(i) সত্যবচন
(ii) ক্রূরকর্মা
(iii) শুষ্ককপোল
(iv) গোপাল ।
(d) “উন্নতনাসাবংশঃ” কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(i) ব্রহ্মরাক্ষস
(ii) ব্রাহ্মণ
(iii) রাজহংস
(iv) নৃসিংহ ।
পদ্যাংশ
(e) ‘গুহ্যক’ শব্দের অর্থ কী ?
(i) যক্ষ
(ii) মেঘ
(iii) কুবের
(iv) বলাকা ।
(f) যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন ?
(i) দ্রোণকুসুম
(ii) কূটজকুসুম
(iii) কুন্দকুসুম
(iv) নবমল্লিকা ।
(g) “বসতি দশনশিখরে ধরণী” – কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(i) বামন
(ii) নৃসিংহ
(iii) বরাহ
(iv) কোনোটিই নয় ।
(h) “ধরণিধারণকিণচক্রগরিষ্ঠে” – কার বিশেষণ ?
(i) পৃষ্ঠ
(ii) কূর্ম
(iii) বিষ্ণু
(iv) কোনোটিই নয় ।
নাট্যাংশ
(i) শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে ?
(i) ভৈরবী
(ii) ভবতারিণী
(iii) ভুবনেশ্বরী
(iv) সরস্বতী ।
(j) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন্ গান শুনতে চেয়েছিলেন ?
(i) ব্রাহ্মসংগীত
(ii) রবীন্দ্রসংগীত
(iii) শ্যামাসংগীত
(iv) পদাবলি ।
(k)’ভারতবিবেকম্’ -এ উল্লিখিত বছরটি হল –
(i) 1881
(ii) 1882
(iii) 1880
(iv) 1883
(l) ‘মলয়পবনস্পর্শাৎ’ পদটির কারক-বিভক্তি কী ?
(i) করতে তৃতীয়া
(ii) অপাদানে পঞ্চমী
(iii) হেতু অর্থে পঞ্চমী
(iv) কোনোটিই নয় ।
সাহিত্যের ইতিহাস
(m) বেদাঙ্গ কটি ?
(i) ছটি
(ii) চারটি
(iii) তিনটি
(iv) পাঁচটি ।
(n) বৈদিক ছন্দঃ সূত্রের রচয়িতা কে ?
(i) লগধ
(ii) সায়ণ
(iii) পিঙ্গল
(iv) মহীধর ।
(o) মহাভাষ্যকার কে ?
(i) পাণিনি
(ii) পতঞ্জলি
(iii) কাত্যায়ন
(iv) যাস্ক ।
2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন ? সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল ?
(b) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল ?
(c) “ত্বাম্ এবায়ং রাক্ষসো ভক্ষয়িতুম্ ইচ্ছতি।” – কে, কাকে বলেছিল ?
(d) সত্যবর্মা কীরকম ছিলেন এবং তিনি কী করেছিলেন ?
(e) কে, কাকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) “স্নপয়সি পয়সি শমিতভবতাপম্” – কোন্ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে ?
(g) হলধরঃ – পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ।
(h) যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল ?
(i) মহাকবি কালিদাসের মেঘদূত ছাড়া অন্য একটি খণ্ডকাব্যের নাম লেখো ।
(j) মেঘের বংশের নাম কী ছিল ?
উত্তরঃ- মেঘের বংশের নাম ছিল – পুষ্কর ও আবর্তক।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) “সর্বনরশ্রেষ্ঠ এবাসাবিতি কথং মহ্যং প্রতিভাতি” – কে বলেছিলেন ?
(l) “কথময়ং গুরুদেবো মে তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে” – কে বলেছিলেন ?
(m) নরেন্দ্রনাথের বংশ পরিচয় কী ?
(n) মঞ্চে কে কে উপস্থিত আছেন ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) যজুঃ সংহিতার কয়টি ভাগ ও কী কী ?
(p) রামায়ণের কাণ্ডের সংখ্যা কত ?
(q) ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো।
3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও ।
(b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পের সার নিজের ভাষায় লেখো।
4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) যে কোনো পাঁচ অবতারের সম্বন্ধে লেখো ।
(b) তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো।
5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও।
(b) ‘ভারতবিবেকম্’ -এ উল্লিখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো।
6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো ।
(b) সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো ।
7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) ছলয়সি বিক্রমণে বলিম্ অদ্ভূতবামন ।
(b) প্রীতঃ প্রীতিপ্রমুখবচনং স্বাগতং ব্যাজহার।
ব্যাকরণ ও অনুবাদ
8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) নিঃ + রবঃ ।
(b) নদী + অম্বু ।
(c) তৎ + হিতম্ ।
(d) পিতৃ + আদেশঃ ।
9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) প্রৌঢ়ঃ ।
(b) গায়কঃ ।
(c) দশার্ণবঃ ।
(d) দিগন্তঃ ।
10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন ।
(b) বণিজ্ শব্দের প্রথমা একবচন ।
(c) নদী শব্দের ষষ্ঠী একবচন ।
(d) লতা শব্দের সপ্তমী বহুবচন ।
11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √গম্ বিধিলিঙ্ প্রথমপুরুষ একবচন ।
(b) √হস্ লঙ্ মধ্যমপুরুষ বহুবচন ।
(c) √তুদ্ লট্ প্রথমপুরুষ একবচন।
(d) √হু লট্ প্রথমপুরুষ একবচন।
12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) আ-√গম্ + ল্যপ্ ।
(b) √ভূ + ক্ত্বাচ্ ।
(c) √কৃ + তব্য ।
(d) √আস্ + শানচ্ ।
(e) √গম্ + তুমুন্ ।
13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) বিনা ।
(b) আরাৎ ।
(c) সহ ।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) মহ্যং সংস্কৃতং রোচতে ।
(b) ছাত্রেণ পাঠঃ পঠ্যতে ।
(c) গ্রামায় গচ্ছতি কৃষকঃ।
(d) কালিদাসস্য কৃতিঃ মেঘদূতম্ ।
(e) সর্পাৎ বিভেতি বালকঃ।
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2014
Class Xi Sanskrit Question Paper 2016
Xi Class Sanskrit Question Paper 2017
Class Xi Sanskrit Question Paper 2018
Xi Class Sanskrit Question Paper 2019
Class Xi Sanskrit Question Paper 2022