উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2014) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2014 Class Xi
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) মগধ দেশের রাজধানীর নাম কী ? (i) পাটলিপুত্র । (ii) কনৌজ । (iii) পুষ্পপুরী । (iv) মিথিলা ।
(b) পঞ্চতন্ত্রের রচয়িতা কে ? (i) শ্রীহর্ষ । (ii) নারায়ণ শর্মা (iii) হরিশর্মা । (iv) বিষ্ণুশর্মা ।
(c) ব্রাহ্মণের নাম কী ছিল ? (i) দ্রোণ । (ii) সত্যসাধন । (iii) ক্রূরকর্মা । (iv) প্রতিগ্রহধন ।
(d) ‘দশকুমারচরিতম্’ কী ধরণের কাব্য ? (i) গীতিকাব্য । (ii) গদ্যকাব্য । (iii) খণ্ডকাব্য । (iv) ঐতিহাসিক কাব্য ।
পদ্যাংশ
(e) দশম অবতার কে ? (i) কল্কি । (ii) বরাহ । (iii) বুদ্ধ । (iv) বামন ।
(f) শূন্যস্থান পূরণ করোঃ “শৃণু সুখদং শুভদং _______ ।” (i) করবালম্ (ii) (iii) (iv)
(g) যক্ষপত্নী কোথায় থাকেন ? (i) রামগিরিতে (ii) অলকাপুরীতে (iii) মাল্যবান্ পর্বতে (iv) যক্ষ পুরীতে ।
(h) যক্ষের বার্তাবাহক কে ? (i) মেঘ ।(ii) পায়রা (iii) বলাকা (iv)পর্বত ।
নাট্যাংশ
(i) ‘ভারতবিবেকম্’ নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো । (i) সুরেন্দ্রনাথ করের গৃহ (ii) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ (iii) সুরেন্দ্রনাথ বসুর গৃহ (iv) সুরেন্দ্রনাথ বন্দ্যপাধ্যায়ের গৃহ ।
(j) ‘ব্যূঢ়োরস্কঃ’ কী সমাস ? (i) বহুব্রীহি (ii) কর্মধারয় (iii) দ্বন্দ্ব (iv) অব্যয়ীভাব ।
(k) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয় ? (i) অমৃত । (ii) জ্যোতির্ধারা । (iii) সুগন্ধ । (iv) সূর্যরশ্মি ।
(l) ‘ভারতবিবেকম্’ নাটকের রচয়িতা কে ? (i) যতীন্দ্রবিমল বসু । (ii) যতীন্দ্রবিমল রায় । (iii) যতীন্দ্রবিমল চৌধুরী । (iv) অনিলা দেবী ।
সাহিত্যের ইতিহাস
(m) ঋগ্বেদে কতগুলি মণ্ডল ? (i) দশ (ii) আট (iii) নয় (iv) বারো ।
(n) নিরুক্তকাররূপে কে প্রসিদ্ধ ? (i) পাণিনি (ii) সায়ণ (iii) পিঙ্গল (iv) যাস্ক ।
(o) শুল্বসূত্রের বিষয় কী ? (i) যজ্ঞবেদীর পরিমাপ । (ii) শুল্ক আদায় (iii) ছন্দ (iv) এদের কোনোটিই নয়।
2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রের অন্তর্গত ?
(b) চোর আগে চুরি করতে চায় কেন ?
(c) ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় কী ছিল ?
(d) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
(e) রাজহংসের তিনজন অমাত্যের নাম কী ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিলেন ?
(g) দশ অবতারের কোন্ রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয় ?
(h) কোন্ বংশে মেঘের জন্ম ?
(i) ‘অদ্রৌ’ পদের অর্থ কী ?
(j) “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” – কোন্ অবতারের সম্বন্ধে বলা হয়েছে ?
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো ।
(l) ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
(m) নরেন্দ্র কোথায় যেতেন ?
(n) “অপূর্ব তব কণ্ঠস্বরঃ” – কার উদ্দেশ্যে বলা হয়েছে ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) শুক্লযজুর্বেদের অপর নাম কী ?
(p) বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা কে ?
(q) মন্ত্রভাগের অপর নাম কী ?
3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) “শত্রবোহপি হিতায়ৈব” শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো (পাঠ্যাংশ অবলম্বনে) ।
(b) মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো ।
4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পরশুরাম, বুদ্ধ ও কল্কি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো (পাঠ্যাংশ অবলম্বনে) ।
(b) মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো ।
5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পাঠ্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো।
(b) সুরেন্দ্রনাথ কে ? তাঁর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ -এর চরিত্র বর্ণনা করো।
6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো।
(b) হিতোপদেশের পরিচয় দাও।
7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) কদাচিদয়ং ব্রাহ্মণো গোশব্দেন বুধ্যেত। তদাহনর্থকোহয়ং মমারম্ভঃ স্যাৎ।
(b) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।
ব্যাকরণ ও অনুবাদ
8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) মনস্ + ঈষা । উত্তরঃ- মনীষা ।
(b) যদি + অপি ।
(c) অমী + অশ্বাঃ ।
(d) উপ + এহি ।
9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) গবেন্দ্রঃ ।
(b) সদৈব ।
(c) শয়নম্ ।
(d) তন্মাত্রম্ ।
10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) ফল শব্দের চতুর্থী একবচন।
(b) শ্রীমৎ শব্দের প্রথমা একবচন।
(c) অস্মদ্ শব্দের চতুর্থী একবচন।
(d) ত্রি শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমা বহুবচন ।
11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √অস্ লট্ প্রথমপুরুষ বহুবচন ।
(b) √ভূ লিট্ প্রথমপুরুষ একবচন ।
(c) √সেব্ লোট্ মধ্যমপুরুষ একবচন ।
(d) √ভক্ষ্ লৃট্ উত্তমপুরুষ একবচন।
12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ব্রূ + ক্ত ।
(b) ক্রী + তুমুন্ ।
(c) কৃ + ণ্যৎ ।
(d) শাস্ + ক্যপ্ ।
(e) সহ্ + তুমুন্ ।
13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) নিকষা ।
(b) সর্বত্র ।
(c) বহিঃ ।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ব্যাঘ্রঃ বনে বসতি ।
(b) বৃক্ষাৎ ফলং পততি ।
(c) হরিঃ বৈকুণ্ঠম্ অধিবসতি ।
(d) শিশবে মোদকঃ রোচতে ।
(e) শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2015
Class Xi Sanskrit Question Paper 2016
Xi Class Sanskrit Question Paper 2017
Class Xi Sanskrit Question Paper 2018