Class Xi Sanskrit Question Paper 2014

উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের সংস্কৃত প্রশ্নপত্র 2014 (Class Xi Sanskrit Question Paper 2014) উত্তরসহ নিম্নে দেওয়া হল।

Class 11 Sanskrit Question Paper 2014, Class Elevan Sanskrit Question Paper 2014, Ekadash Srenir Sanskrit Question Paper 2014.

Table of Contents

Sanskrit Question Paper 2014 Class Xi

ClassXi
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2014

1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15

(গদ্যাংশ)

(a) মগধ দেশের রাজধানীর নাম কী?

  • (i) পাটলিপুত্র
  • (ii) কনৌজ
  • (iii) পুষ্পপুরী
  • (iv) মিথিলা

উত্তর:- (iii) পুষ্পপুরী।

(b) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?

  • (i) শ্রীহর্ষ
  • (ii) নারায়ণ শর্মা
  • (iii) হরিশর্মা
  • (iv) বিষ্ণুশর্মা

উত্তর:- (iv) বিষ্ণুশর্মা।

(c) ব্রাহ্মণের নাম কী ছিল?

  • (i) দ্রোণ
  • (ii) সত্যসাধন
  • (iii) ক্রূরকর্মা
  • (iv) প্রতিগ্রহধন

উত্তর:- (i) দ্রোণ।

(d) ‘দশকুমারচরিতম্’ কী ধরণের কাব্য?

  • (i) গীতিকাব্য
  • (ii) গদ্যকাব্য
  • (iii) খণ্ডকাব্য
  • (iv) ঐতিহাসিক কাব্য

উত্তর:- (ii) গদ্যকাব্য।

পদ্যাংশ

(e) দশম অবতার কে?

  • (i) কল্কি
  • (ii) বরাহ
  • (iii) বুদ্ধ
  • (iv) বামন

উত্তর:- (i) কল্কি।

(f) শূন্যস্থান পূরণ করোঃ “শৃণু সুখদং শুভদং _______ ।”

  • (i) করবালম্
  • (ii) উদারম্
  • (iii) শ্রুতিজাতম্
  • (iv) ভবসারম্

উত্তর:- (iv) ভবসারম্।

(g) যক্ষপত্নী কোথায় থাকেন?

  • (i) রামগিরিতে
  • (ii) অলকাপুরীতে
  • (iii) মাল্যবান্ পর্বতে
  • (iv) যক্ষ পুরীতে

উত্তর:- (ii) অলকাপুরীতে।

(h) যক্ষের বার্তাবাহক কে?

  • (i) মেঘ
  • (ii) পায়রা
  • (iii) বলাকা
  • (iv)পর্বত

উত্তর:- (i) মেঘ।

(নাট্যাংশ)

(i) ‘ভারতবিবেকম্’ নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো।

  • (i) সুরেন্দ্রনাথ করের গৃহ
  • (ii) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ
  • (iii) সুরেন্দ্রনাথ বসুর গৃহ
  • (iv) সুরেন্দ্রনাথ বন্দ্যপাধ্যায়ের গৃহ

উত্তর:- (ii) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ।

(j) ‘ব্যূঢ়োরস্কঃ’ কী সমাস?

  • (i) বহুব্রীহি
  • (ii) কর্মধারয়
  • (iii) দ্বন্দ্ব
  • (iv) অব্যয়ীভাব

উত্তর:- (i) বহুব্রীহি।

(k) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয়?

  • (i) অমৃত
  • (ii) জ্যোতির্ধারা
  • (iii) সুগন্ধ
  • (iv) সূর্যরশ্মি

উত্তর:- (ii) জ্যোতির্ধারা।

(l) ‘ভারতবিবেকম্’ নাটকের রচয়িতা কে?

  • (i) যতীন্দ্রবিমল বসু
  • (ii) যতীন্দ্রবিমল রায়
  • (iii) যতীন্দ্রবিমল চৌধুরী
  • (iv) অনিলা দেবী

উত্তর:- (iii) যতীন্দ্রবিমল চৌধুরী।

(সাহিত্যের ইতিহাস)

(m) ঋগ্বেদে কতগুলি মণ্ডল?

  • (i) দশ
  • (ii) আট
  • (iii) নয়
  • (iv) বারো

উত্তর:- (i) দশ।

(n) নিরুক্তকাররূপে কে প্রসিদ্ধ?

  • (i) পাণিনি
  • (ii) সায়ণ
  • (iii) পিঙ্গল
  • (iv) যাস্ক

উত্তর:- (iv) যাস্ক।

(o) শুল্বসূত্রের বিষয় কী?

  • (i) যজ্ঞবেদীর পরিমাপ
  • (ii) শুল্ক আদায়
  • (iii) ছন্দ
  • (iv) এদের কোনোটিই নয়

উত্তর:- (i) যজ্ঞবেদীর পরিমাপ।


2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(a) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রের অন্তর্গত?

উত্তর:- ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের ‘কাকোলূকীয়ম্’ নামক তৃতীয় তন্ত্রের অন্তর্গত।

(b) চোর আগে চুরি করতে চায় কেন?

উত্তর:- ব্রহ্মরাক্ষস আগে ব্রাহ্মণকে খেতে গেলে যদি কোনো বাধা ঘটে তাহলে আর চোরের চুরি করা সম্ভব হবে না। তাই চোর আগে চুরি করতে চায়।

(c) ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় কী ছিল?

উত্তর:- ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় ছিল- দরিদ্র ব্রাহ্মণকে ভক্ষণ করা।

(d) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?

উত্তর:- মগধরাজ ও মালবরাজের যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন।

(e) রাজহংসের তিনজন অমাত্যের নাম কী?

উত্তর:- রাজহংসের তিনজন অমাত্যের নাম হল- (i) ধর্মপাল, (ii) পদ্মোদ্ভব এবং (iii) সিতবর্মা।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(f) ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিলেন?

উত্তর:- ভগবান বামন রূপে দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন।

(g) দশ অবতারের কোন্ রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয়?

উত্তর:- দশ অবতারের রূপই হৃদয়গ্রাহী। তবে শ্রীভগবানের নরহরি (নৃসিংহ) রূপটি আমার বিশেষ হৃদয়গ্রাহী।

(h) কোন্ বংশে মেঘের জন্ম?

উত্তর:- পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম।

(i) ‘অদ্রৌ’ পদের অর্থ কী?

উত্তর:- ‘অদ্রৌ’ পদের অর্থ হল- পর্বতে।

(j) “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” – কোন্ অবতারের সম্বন্ধে বলা হয়েছে?

উত্তর:- “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” – এই বাক্যটি মীন অর্থাৎ মৎস্য অবতারের সম্বন্ধে বলা হয়েছে।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(k) ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো।

উত্তর:- ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় হল ১৮৮১ খ্রিস্টাব্দের কোনো একদিনের রাত্রি সপ্তম ঘটিকা।

(l) ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ কার উদ্দেশ্যে বলা হয়েছে?

উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে উদ্দেশ্যে করে ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ বিশেষণটি বলেছেন।

(m) নরেন্দ্র কোথায় যেতেন?

উত্তর:- নরেন্দ্র ব্রাহ্মমন্দিরে যেতেন।

(n) “অপূর্ব তব কণ্ঠস্বরঃ” – কার উদ্দেশ্যে বলা হয়েছে?

উত্তর:- “অপূর্ব তব কণ্ঠস্বরঃ” – এই বাক্যটি নরেন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন।


সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(o) শুক্লযজুর্বেদের অপর নাম কী?

উত্তর:- শুক্লযজুর্বেদের অপর নাম হল- ‘বাজসনেয়ী সংহিতা’।

(p) বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা কে?

উত্তর:- বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা হলেন- পিঙ্গল।

(q) মন্ত্রভাগের অপর নাম কী?

উত্তর:- মন্ত্রভাগের অপর নাম হল- সংহিতা।

3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

  • (a) “শত্রবোহপি হিতায়ৈব” শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো (পাঠ্যাংশ অবলম্বনে)।
  • (b) মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো।

4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

  • (a) পরশুরাম, বুদ্ধ ও কল্কি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো (পাঠ্যাংশ অবলম্বনে)।
  • (b) মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো।

5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

  • (a) পাঠ্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো।
  • (b) সুরেন্দ্রনাথ কে? তাঁর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ -এর চরিত্র বর্ণনা করো।

6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

  • (a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো।
  • (b) হিতোপদেশের পরিচয় দাও।

7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4

  • (a) কদাচিদয়ং ব্রাহ্মণো গোশব্দেন বুধ্যেত। তদাহনর্থকোহয়ং মমারম্ভঃ স্যাৎ।
  • (b) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।

ব্যাকরণ ও অনুবাদ

8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) মনস্ + ঈষা

উত্তর:- মনীষা।

(b) যদি + অপি

উত্তর:- যদ্যপি।

(c) অমী + অশ্বাঃ

উত্তর:- অমী অশ্বাঃ (সন্ধি নিষেধ)।

(d) উপ + এহি

উত্তর:- উপেহি।

9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) গবেন্দ্রঃ

উত্তর:- গো + ইন্দ্রঃ।

(b) সদৈব

উত্তর:- সদা + এব।

(c) শয়নম্

উত্তর:- শে + অনম্।

(d) তন্মাত্রম্

উত্তর:- তৎ + মাত্রম্।

10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) ফল শব্দের চতুর্থী একবচন।

উত্তর:- ফলায়।

(b) শ্রীমৎ শব্দের প্রথমা একবচন।

উত্তর:- শ্রীমান্।

(c) অস্মদ্ শব্দের চতুর্থী একবচন।

উত্তর:- মহ্যম্, মে।

(d) ত্রি শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমা বহুবচন।

উত্তর:- তিস্র:।

11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √অস্ লট্ প্রথমপুরুষ বহুবচন।

উত্তর:- সন্তি।

(b) √ভূ লিট্ প্রথমপুরুষ একবচন।

উত্তর:- বভূব।

(c) √সেব্ লোট্ মধ্যমপুরুষ একবচন।

উত্তর:- সেবস্ব।

(d) √ভক্ষ্ লৃট্ উত্তমপুরুষ একবচন।

উত্তর:- ভক্ষয়িষ্যামি।

12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) ব্রূ + ক্ত

উত্তর:- উক্ত।

(b) ক্রী + তুমুন্

উত্তর:- ক্রেতুম্।

(c) কৃ + ণ্যৎ

উত্তর:- কার্য।

(d) শাস্ + ক্যপ্

উত্তর:- শিষ্য।

(e) সহ্ + তুমুন্

উত্তর:- সহিতুম্, সোঢ়ুম্।

13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) নিকষা

উত্তর:- নিকষা (নিকটে ) গ্রামং নিকষা নদী।

(b) সর্বত্র

উত্তর:- সর্বত্র (সকল স্থানে) ঈশ্বরঃ সর্বত্র অস্তি।

(c) বহিঃ

উত্তর:- বহিঃ (বাইরে) গৃহাৎ বহিঃ গচ্ছ।

14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) ব্যাঘ্রঃ বনে বসতি।

উত্তর:- “আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

(b) বৃক্ষাৎ ফলং পততি।

উত্তর:- “ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।

(c) হরিঃ বৈকুণ্ঠম্ অধিবসতি।

উত্তর:- ‘অধি’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি।

(d) শিশবে মোদকঃ রোচতে।

উত্তর:- ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।

(e) শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উত্তর:- উক্ত কর্মে প্রথমা বিভক্তি।

15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যং নাম নগরম্। তত্র অমরশক্তির্নাম রাজা বভূব। তস্য ত্রয়ঃ পুত্রাঃ পরমদুর্মেধসো বসুশক্তিরুগ্রশক্তির্নেকশক্তিশ্চেতি নামানো বভূব। তথা রাজা তান্ শাস্ত্রবিমুখান্ আলোক্য সচিবান্ আহূয় প্রোবাচ – ভোঃ! জ্ঞাতমেতদ্ ভবদ্ভিঃ যন্মমৈতে পুত্রাঃ শাস্ত্রবিমুখাঃ বিবেকরহিতাশ্চ। তদেতান্ পশ্যতো মে মহদপি রাজ্যং ন সৌখ্যম্ আবহতি।

(a) কুত্র আসীৎ মহিলারোপ্যম্?

উত্তর:- মহিলারোপ্যম্ দাক্ষিণাত্যে জনপদে আসীৎ।

(b) রাজ্ঞঃ অমরশক্তেঃ কে নাম পুত্রাঃ আসন্?

উত্তর:- রাজ্ঞঃ অমরশক্তেঃ বসুশক্তিঃ উগ্রশক্তিঃ অনেকশক্তিঃ চ ইতি নামানি পুত্রাঃ আসন্।

(c) অমরশক্তিঃ সচিবান্ কিম্ উবাচ?

উত্তর:- অমরশক্তিঃ সচিবান্ উবাচ “ভোঃ! জ্ঞাতমেতদ্ ভবদ্ভিঃ যন্মমৈতে পুত্রাঃ শাস্ত্রবিমুখাঃ বিবেকরহিতাশ্চ। ত্দ এতান্ পশ্যতো মে মহদপি রাজ্যং ন সৌখ্যম্ আবহতি”।

16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) কস্মিংশ্চিৎ নগরে একঃ বিদ্বান্ পরন্তু দীনঃ বিপ্রঃ বসতি স্ম। তস্য পত্নী অতীব ভীষণা রমণী আসীৎ। ভার্যায়াঃ ভয়েন তস্য গৃহস্য নিকটবর্তিনি বৃক্ষে স্থিতঃ কশ্চিৎ প্রেতঃ বনং পলায়িতঃ। ব্রাহ্মণ অপি ভার্যায়াঃ ভয়েন গৃহং পরিত্যজ্য দেশান্তরং প্রস্থিতঃ। দুঃখেন মার্গে গচ্ছতা তেন প্রেতস্য দর্শনং প্রাপ্তম্।

উত্তর:- কোনো এক নগরে বিদ্বান কিন্তু দরিদ্র এক ব্রাহ্মণ বাস করতেন। তাঁর স্ত্রী ছিলেন অত্যন্ত ভয়ংকরী নারী। স্ত্রীর ভয়ে তাঁর গৃহের নিকটবর্তী বৃক্ষে অবস্থানকারী কোনো এক ভূতও বনে পালিয়ে গিয়েছিল। ব্রাহ্মণও স্ত্রীর ভয়ে গৃহ ত্যাগ করে দেশান্তরে যাত্রা করেছিলেন। দুঃখে যেতে যেতে পথে তাঁর সঙ্গে ভূতটির সাক্ষাৎকার ঘটল।

(b) কৌরবপাণ্ডবয়োঃ যুদ্ধে যদা বীরঃ অর্জুনঃ কুরুক্ষেত্রং গত্বা দৃষ্টবান্ যৎ বিপক্ষীয়াঃ সর্বে তস্য এব আত্মীয়াঃ, এবং চ আত্মীয়ানাং, বিরুদ্ধে এব তেন যুদ্ধং কর্তব্যং, তদা সঃ অতীব পীড়িতঃ নিরুৎসাহঃ চ অভবৎ। রথে এব গাণ্ডীবং ক্ষিপ্তা সঃ “যুদ্ধং ন কর্তব্যম্” ইতি নিশ্চিত্য উপবিষ্টবান্, তদা অর্জুনস্য সারথিঃ ভগবান্ শ্রীকৃয়ঃ অর্জুনায় যান্ উপদেশান্ অযচ্ছৎ তে উপদেশাঃ এব “শ্রীমদ্ভগবদ্গীতা” ইতি নাম্না প্রসিদ্ধাঃ।

উত্তর:- কৌরবপাণ্ডবদের যুদ্ধে যখন বীর অর্জুন কুরুক্ষেত্রে গিয়ে দেখলেন, বিপক্ষের সকলেই তাঁর আত্মীয়, এই আত্মীয়দের বিরোধিতা করেই তাঁকে যুদ্ধ করতে হবে, তখন তিনি অত্যন্ত পীড়িত ও নিরুৎসাহ হয়ে পড়লেন। রথের উপরেই গাণ্ডীব ফেলে দিয়ে “যুদ্ধ করা অনুচিত”-এরকম মন স্থির করে বসে পড়লেন। তখন অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলিই “শ্রীমদ্ভগবদ্গীতা” এই নামে প্রসিদ্ধ।

আরোও দেখুন

Leave a Comment