একাদশ, দ্বাদশ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও যে কোনো সরকারী চাকরী পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যয়। নিচে তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
তুমুন প্রত্যয়, সংস্কৃত অনুবাদ শিক্ষা, প্রত্যয় উদাহরণ, tumun pratyay, tumun pratyaya, প্রত্যয় এর উদাহরণ, প্রত্যয় pdf, সংস্কৃত অনুবাদ, সংস্কৃত প্রত্যয়, tumun pratyaya in sanskrit examples, অসমাপিকা ক্রিয়া উদাহরণ, প্রত্যয় শব্দের অর্থ কি, tumun pratyaya in sanskrit, প্রত্যয়ের উদাহরণ
Table of Contents
তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ for HS-WBSSC-WBSLST
নিচে তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ এর বিস্তারিত নিয়মাবলী আলোচনা করা হল –
tumun pratyay in sanskrit, tumun pratyay examples, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়ার উদাহরণ, ক্রিয়ার কাল নির্ণয় করো, ক্রিয়ার কাল নির্ণয় কর, সমাপিকা ক্রিয়া, tumun pratyaya sentences in sanskrit, tumun pratyaya examples, tumun pratyay in sanskrit examples
তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -1
1.সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া – উভয় ক্রিয়ার কর্তা একজন হলে নিমিত্ত অর্থবোধক অসমাপিকা ক্রিয়ার ধাতুর উত্তর তুমুন্ প্রত্যয় হয় ।
আবার অন্যভাবে অসমাপিকা ক্রিয়াতে ধাতুর উত্তর ‘তে’ থাকলে তুমুন্ প্রত্যয় হয় ।
উদাহরণ-
(i) লোকটি খেতে যাচ্ছে ।
উত্তর:- নর: খাদিতুম্ গচ্ছতি ।
সমাপিকা ক্রিয়া:-
যে ক্রিয়া বাক্যের অর্থকে সমাপ্ত করে তাকে সমাপিকা ক্রিয়া বলে ।
অসমাপিকা ক্রিয়া:-
যে ক্রিয়া বাক্যের অর্থকে সমাপ্ত করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে ।
মনে রাখবে – সমাপিকাক্রিয়া ও অসমাপিকাক্রিয়া – এই উভয় ক্রিয়ার কর্তা একই না হলে তুমুন্ প্রত্যয় হয় না ।
উদাহরণ –
(i) আমি ছেলেটিকে যেতে দেখেছি ।
উত্তর:- অহং বালকং গন্তুম্ অপশ্যম্ । ×
অহং বালকং গচ্ছন্তম্ অপশ্যম্ ।
সংস্কৃত প্রত্যয় উদাহরণ, samapika ক্রিয়া, প্রত্যয় কাকে বলে pdf, ক্রিয়ার কাল নির্ণয় কর উদাহরণ, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, প্রত্যয়ান্ত শব্দ, অসমাপিকা ক্রিয়া উদাহরণ, অসমাপিকা ক্রিয়া in english, সমাপিকা ক্রিয়া উদাহরণ, অসমাপিকা ক্রিয়া উদাহরণ দাও, প্রত্যয় নামের অর্থ কি
তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -2
2. কাল, সময় ও বেলা শব্দ থাকলে সহজেই অনুবাদ করা যায় । তবে এক্ষেত্রে সমাপিকাক্রিয়া ও অসমাপিকাক্রিয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ।
উদাহরণ –
(i)এখন দেখার সময় ।
উত্তর:- অধুনা দ্রষ্টুং কাল:/সময়: ।
তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -3
3.তুমুন্ প্রত্যয়ের তুম্ থাকে ।
উদাহরণ – গম্ + তুমুন্ = গন্তুম্ ।
তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -4
4.তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ অব্যয় ।
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ
অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার পার্থক্য, ktva pratyay in sanskrit, সমাপিকা ক্রিয়া কি, কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় এর উদাহরণ, kri + tumun in sanskrit, tumun pratyay example, tumun pratyay sanskrit, tumun pratyaya meaning, প্রত্যয় দিয়ে শব্দ গঠন
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – অ
অদ্ + তুমুন্ = অত্তুম্
অর্চ্ + তুমুন্ = অর্চিতুম্ / অর্চয়িতুম্
অর্জ্ + তুমুন্ = অর্জিতুম্ / অর্জয়িতুম্
অশ্ + তুমুন্ = অশিতুম্
অস্ + তুমুন্ = ভবিতুম্
অধি-ই + তুমুন্ = অধ্যেতুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ই
ইষ্ + তুমুন্ = এষিতুম্/এষ্টুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ঈ
ঈক্ষ্ + তুমুন্ = ঈক্ষিতুম্
ঈর্ষ্ + তুমুন্ = ঈর্ষিতুম্
প্র- ঈক্ষ্ () + তুমুন্ = প্রেক্ষিতুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ঋ
ঋ + তুমুন্ = অর্তুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – এ
এধ্ +তুমুন্ = অধিতুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ক
কথ্ + তুমুন্ = কথয়িতুম্
কৃ +তুমুন্ = কর্তুম্
কম্প্ + তুমুন্ = কম্পয়িতুম্
কৃত্ + তুমুন্ = কর্তিতুম্
কৃষ্ + তুমুন্ = ক্রষ্টুম্ / কর্ষ্টুম্
ক্রন্দ্ + তুমুন্ = ক্রন্দিতুম্
তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – খ
খাদ্ + তুমুন্ = খাদিতুম্
Join Our Telegram Group | সংস্কৃত শিক্ষা কেন্দ্র |