তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ for HS-WBSSC-WBSLST

একাদশ, দ্বাদশ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও যে কোনো সরকারী চাকরী পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যয়। নিচে তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।

তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ

নিচে তুমুন্ প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ এর বিস্তারিত নিয়মাবলী আলোচনা করা হল –

তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -1

1.সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া – উভয় ক্রিয়ার কর্তা একজন হলে নিমিত্ত অর্থবোধক অসমাপিকা ক্রিয়ার ধাতুর উত্তর তুমুন্ প্রত্যয় হয় ।

আবার অন্যভাবে অসমাপিকা ক্রিয়াতে ধাতুর উত্তর ‘তে’ থাকলে তুমুন্ প্রত্যয় হয় ।

উদাহরণ-

(i) লোকটি খেতে যাচ্ছে ।

উত্তর:- নর: খাদিতুম্ গচ্ছতি ।

সমাপিকা ক্রিয়া:-

যে ক্রিয়া বাক্যের অর্থকে সমাপ্ত করে তাকে সমাপিকা ক্রিয়া বলে ।

অসমাপিকা ক্রিয়া:-

যে ক্রিয়া বাক্যের অর্থকে সমাপ্ত করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে ।

মনে রাখবে – সমাপিকাক্রিয়া ও অসমাপিকাক্রিয়া – এই উভয় ক্রিয়ার কর্তা একই না হলে তুমুন্ প্রত্যয় হয় না ।

উদাহরণ –

(i) আমি ছেলেটিকে যেতে দেখেছি ।

উত্তর:- অহং বালকং গন্তুম্ অপশ্যম্ । ×

অহং বালকং গচ্ছন্তম্ অপশ্যম্ ।

তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -2

2. কাল, সময় ও বেলা শব্দ থাকলে সহজেই অনুবাদ করা যায় । তবে এক্ষেত্রে সমাপিকাক্রিয়া ও অসমাপিকাক্রিয়ার কোনো প্রয়োজনীয়তা নেই ।

উদাহরণ –

(i)এখন দেখার সময় ।

উত্তর:- অধুনা দ্রষ্টুং কাল:/সময়: ।

তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -3

3.তুমুন্ প্রত্যয়ের তুম্ থাকে ।

উদাহরণ – গম্ + তুমুন্ = গন্তুম্ ।

তুমুন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য -4

4.তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ অব্যয় ।

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – অ

অদ্ + তুমুন্ = অত্তুম্

অর্চ্ + তুমুন্ = অর্চিতুম্ / অর্চয়িতুম্

অর্জ্ + তুমুন্ = অর্জিতুম্ / অর্জয়িতুম্

অশ্ + তুমুন্ = অশিতুম্

অস্ + তুমুন্ = ভবিতুম্

অধি-ই + তুমুন্ = অধ্যেতুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ই

ইষ্ + তুমুন্ = এষিতুম্/এষ্টুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ঈ

ঈক্ষ্ + তুমুন্ = ঈক্ষিতুম্

ঈর্ষ্ + তুমুন্ = ঈর্ষিতুম্

প্র- ঈক্ষ্ () + তুমুন্ = প্রেক্ষিতুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ঋ

ঋ + তুমুন্ = অর্তুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – এ

এধ্ +তুমুন্ = অধিতুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – ক

কথ্ + তুমুন্ = কথয়িতুম্

কৃ +তুমুন্ = কর্তুম্

কম্প্ + তুমুন্ = কম্পয়িতুম্

কৃত্ + তুমুন্ = কর্তিতুম্

কৃষ্ + তুমুন্ = ক্রষ্টুম্ / কর্ষ্টুম্

ক্রন্দ্ + তুমুন্ = ক্রন্দিতুম্

তুমুন্ প্রত্যয়ান্ত শব্দ – খ

খাদ্ + তুমুন্ = খাদিতুম্

MCQ Test দেওয়ার জন্য Click করুণ

পুরাণ MCQ Test for WBSSC

Join Our Telegram Group

সংস্কৃত শিক্ষা কেন্দ্র

Leave a Comment