উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2017 ) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2017 Class Xi
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) রাজহংস কোথাকার রাজা ছিলেন ?
(i) কলিঙ্গ
(ii) বঙ্গ
(iii) মগধ
(iv) বিদেহ ।
(b) পদ্মোদ্ভের পুত্রের –
(i) রত্নোদ্ভব
(ii) সিতবর্মা
(iii) ধর্মপাল
(iv) রাজহংস ।
(c) এদের মধ্যে রাজহংসের মন্ত্রী ছিলেন ?
(i) সত্যবর্মা
(ii) ধর্মপাল
(iii) সুমন্ত্র
(iv) সুশ্রুত ।
(d) “গোযুগং তে অপহর্তুমিচ্ছতি” – কার উক্তি ?
(i) ব্রাহ্মণ
(ii) চৌর
(iii) পিশাচ
(iv) এদের কেউ নয় ।
পদ্যাংশ
(e) যক্ষপত্নী কোথায় থাকেন ?
(i) রামগিরি
(ii) অলকাপুরী
(iii) অমরাবতী
(iv) মাল্যবান ।
(f) গুহ্যক শব্দের অর্থ কী ?
(i) যক্ষ
(ii) গন্ধর্ব
(iii) শিব
(iv) কুবের ।
(g) বালিকে কে দমন করেছিলেন ?
(i) বামন
(ii) পরশুরাম
(iii) বরাহ
(iv) বলরাম ।
(h) “ধরণিধারণকিণচক্রগরিষ্ঠে” – কার বিষয়ে বলা হয়েছে ?
(i) মৎস্য
(ii) কূর্ম
(iii) বরাহ
(iv) নৃসিংহ ।
নাট্যাংশ
(i) “মাতঃ তুভ্যং নমঃ” – কে বলেছেন ?
(i) বিবেকানন্দ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) যতীন্দ্রবিমল ।
(j) “অহো ! মধুরেয়ং সন্ধ্যা” – কার উক্তি ?
(i) শ্রীরামকৃষ্ণ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) বিবেকানন্দ
(iv) এদের কেউ নয় ।
(k) শূন্যস্থান পূরণ করোঃ নৈষ ______গুরুদেবপরিজ্ঞাতঃ ।
(i) সুরেন্দ্রো
(ii) বিবেকানন্দো
(iii) যতীন্দ্রো
(iv) নরেন্দ্রো ।
(l) “কদাপি ত্বং মৃষা ন নির্দিশসি” – ‘ত্বম্’ কে ?
(i) সুরেন্দ্র
(ii) নরেন্দ্র
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) ভবতারিণী ।
সাহিত্যের ইতিহাস
(m) নিরুক্তকার কে ?
(i) পিঙ্গল
(ii) পাণিনি
(iii) যাস্ক
(iv) সায়ণ ।
(n) কে বেদভাষ্যকার নয় ?
(i) সায়ণ
(ii) উবট
(iii) মহীধর
(iv) পিঙ্গল ।
(o) কোনটি বেদের অংশ নয় ?
(i) সংহিতা
(ii) ব্রাহ্মণ
(iii) উপনিষদ্
(iv) শিক্ষা ।
2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল ?
(b) চোরের কী ইচ্ছা ছিল?
(c) সুমন্ত্রের পিতার নাম কী ?
(d) সত্যবর্মা কী করেছিল ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(e) ‘দশাবতারস্তোত্রম্’ কোন্ গ্রন্থ থেকে সংগৃহীত ?
(f) “পদনখনীরজনিতজনপাবন” – কোন্ অবতার সম্পর্কে বলা হয় ?
(g) মেঘ কোন্ বংশের ?
(h) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল ?
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(i) ‘অকারণকৃপাকারিণি’ – কোন্ বিভক্তি ?
(j) “গুরুদেবস্য অনির্বচনীয়ো মহিমা” – কার উক্তি ?
(k) “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” – কে বলেছেন ?
(l) “তস্মৈ তেতো মমোৎকণ্ঠতে” – কার জন্য উৎকণ্ঠা ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(m) মহাপুরাণ কয়টি ?
(n) মন্ত্রের অপর নাম কী ?
(o) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত ?
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পুষ্পপুরীর বর্ণনা দাও ।
(b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ -এর সারাংশ লেখ ?
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) যে কোনো তিনটি অবতারের বর্ণনা দাও ।
(b) মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো ।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পাঠ্যাংশের অন্তর্গত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো ।
(b) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন নিজের ভাষায় লেখো ।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পঞ্চতন্ত্র সম্পর্কে লেখ ।
(b) মহাভারত সম্পর্কে লেখো ।
7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা ।
(b) দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ ।
ব্যাকরণ ও অনুবাদ
8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অমী + অশ্বাঃ ।
(b) নৈ + অকঃ ।
(c) যজ্ঞবিধেঃ + অহহ ।
(d) তস্মিন্ + অদ্রৌ ।
9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) রামগির্যাশ্রমেষু ।
(b) গঙ্গোদকম্ ।
(c) কবেরিদম্ ।
(d) কলেব ।
10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) ফল, সপ্তমী একবচনম্ ।
(b) হরি, ষষ্ঠী একবচনম্ ।
(c) অস্মদ্, চতুর্থী বহুবচনম্ ।
(d) রমা, দ্বিতীয়া বহুবচনম্ ।
11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √ভূ + লোট্ প্রথমপুরুষ দ্বিবচনম্ ।
(b) √গম্ + লৃট্ উত্তমপুরুষ একবচনম্ ।
(c) √স্থা + লৃট্ প্রথমপুরুষ বহুবচনম্ ।
(d) √হস্ + বিধিলিঙ্ প্রথম পুরুষ একবচনম্ ।
12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ব্রূ + ক্তবতু (মূল প্রাতিপদিকম্) ।
(b) প্র-দা + ল্যপ্ ।
(c) ধা + ক্ত্বাচ্ ।
(d) ভূ + তব্য (মূল প্রাতিপদিকম্) ।
(e) গম্ + শতৃ (মূল প্রাতিপদিকম্) ।
13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অন্তিকে ।
(b) সমীপে ।
(c) সহ ।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) কাকেভ্যঃ দধি রক্ষ ।
উত্তরঃ- এখানে ‘কাকেভ্যঃ’ পদটিতে ত্রাণার্থক ‘রক্ষ্’ ধাতুর প্রয়োগে অপাদান কারক -এ পঞ্চমী বিভক্তি হয়েছে ।
(b) ভয়াৎ বালিকা কম্পতে ।
(c) পিত্রা সহ পুত্রঃ গচ্ছতি ।
(d) পর্বতেষু হিমালয়ঃ উন্নতঃ ।
(e) শিখয়া বটুঃ জ্ঞাতঃ ।
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2014
Class Xi Sanskrit Question Paper 2015
Xi Class Sanskrit Question Paper 2016
Class Xi Sanskrit Question Paper 2018