উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2017 ) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Sanskrit Question Paper 2017 Class Xi
Class | Xi |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2017 |
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) রাজহংস কোথাকার রাজা ছিলেন?
(i) কলিঙ্গ
(ii) বঙ্গ
(iii) মগধ
(iv) বিদেহ
উত্তরঃ- (iii) মগধ।
(b) পদ্মোদ্ভের পুত্রের –
(i) রত্নোদ্ভব
(ii) সিতবর্মা
(iii) ধর্মপাল
(iv) রাজহংস
উত্তরঃ- (i) রত্নোদ্ভব।
(c) এদের মধ্যে রাজহংসের মন্ত্রী ছিলেন?
(i) সত্যবর্মা
(ii) ধর্মপাল
(iii) সুমন্ত্র
(iv) সুশ্রুত
উত্তরঃ- (ii) ধর্মপাল।
(d) “গোযুগং তে অপহর্তুমিচ্ছতি” – কার উক্তি?
(i) ব্রাহ্মণ
(ii) চৌর
(iii) পিশাচ
(iv) এদের কেউ নয়
উত্তরঃ- (iii) পিশাচ।
পদ্যাংশ
(e) যক্ষপত্নী কোথায় থাকেন?
(i) রামগিরি
(ii) অলকাপুরী
(iii) অমরাবতী
(iv) মাল্যবান
উত্তরঃ- (ii) অলকাপুরী।
(f) গুহ্যক শব্দের অর্থ কী?
(i) যক্ষ
(ii) গন্ধর্ব
(iii) শিব
(iv) কুবের
উত্তরঃ- (i) যক্ষ।
(g) বালিকে কে দমন করেছিলেন?
(i) বামন
(ii) পরশুরাম
(iii) বরাহ
(iv) বলরাম
উত্তরঃ- (i) বামন।
(h) “ধরণিধারণকিণচক্রগরিষ্ঠে” – কার বিষয়ে বলা হয়েছে?
(i) মৎস্য
(ii) কূর্ম
(iii) বরাহ
(iv) নৃসিংহ
উত্তরঃ- (ii) কূর্ম।
নাট্যাংশ
(i) “মাতঃ তুভ্যং নমঃ” – কে বলেছেন?
(i) বিবেকানন্দ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) যতীন্দ্রবিমল
উত্তরঃ- (iii) শ্রীরামকৃষ্ণ।
(j) “অহো! মধুরেয়ং সন্ধ্যা” – কার উক্তি?
(i) শ্রীরামকৃষ্ণ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) বিবেকানন্দ
(iv) এদের কেউ নয়
উত্তরঃ- (ii) সুরেন্দ্রনাথ।
(k) শূন্যস্থান পূরণ করোঃ নৈষ ______গুরুদেবপরিজ্ঞাতঃ।
(i) সুরেন্দ্রো
(ii) বিবেকানন্দো
(iii) যতীন্দ্রো
(iv) নরেন্দ্রো
উত্তরঃ- (iv) নরেন্দ্রো।
(l) “কদাপি ত্বং মৃষা ন নির্দিশসি” – ‘ত্বম্’ কে?
(i) সুরেন্দ্র
(ii) নরেন্দ্র
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) ভবতারিণী
উত্তরঃ- (iv) ভবতারিণী।
সাহিত্যের ইতিহাস
(m) নিরুক্তকার কে?
(i) পিঙ্গল
(ii) পাণিনি
(iii) যাস্ক
(iv) সায়ণ
উত্তরঃ- (iii) যাস্ক।
(n) কে বেদভাষ্যকার নয়?
(i) সায়ণ
(ii) উবট
(iii) মহীধর
(iv) পিঙ্গল
উত্তরঃ- (iv) পিঙ্গল।
(o) কোনটি বেদের অংশ নয়?
(i) সংহিতা
(ii) ব্রাহ্মণ
(iii) উপনিষদ্
(iv) শিক্ষা
উত্তরঃ- (iv) শিক্ষা।
2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল?
উত্তরঃ- ব্রহ্মরাক্ষস দ্রোণ নামক ব্রাহ্মণকে খেতে চেয়েছিল।
(b) চোরের কী ইচ্ছা ছিল?
উত্তরঃ- চোরের ইচ্ছা ছিল ব্রাহ্মণের গোরু দুটি চুরি করা।
(c) সুমন্ত্রের পিতার নাম কী?
উত্তরঃ- সুমন্ত্রের পিতার নাম ধর্মপাল।
(d) সত্যবর্মা কী করেছিল?
উত্তরঃ- সত্যবর্মা সংসারের অসারতা উপলব্ধি করে সংসার ত্যাগ করে তঈর্থযআত্রআর উদ্দেশ্য দেশান্তরে চলে গিয়েছিল।
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(e) ‘দশাবতারস্তোত্রম্’ কোন্ গ্রন্থ থেকে সংগৃহীত?
উত্তরঃ- কবি জয়দেব রচিত ‘গীতগোবিন্দম্’ নামক গীতিকাব্য থেকে ‘দশাবতারস্তোত্রম্’ নামক অংশটি সংগৃহীত হয়েছে।
(f) “পদনখনীরজনিতজনপাবন” – কোন্ অবতার সম্পর্কে বলা হয়?
উত্তরঃ- “পদনখনীরজনিতজনপাবন” বামন অবতার সম্পর্কে বলা হয়েছে।
(g) মেঘ কোন্ বংশের?
উত্তরঃ- মেঘ পুষ্কর ও আবর্তক বংশের জাতক।
(h) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল?
উত্তরঃ- যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(i) ‘অকারণকৃপাকারিণি’ – কোন্ বিভক্তি?
উত্তরঃ- ‘অকারণকৃপাকারিণি’ পদটিতে সম্বোধনে প্রথমা বিভক্তি।
(j) “গুরুদেবস্য অনির্বচনীয়ো মহিমা” – কার উক্তি?
উত্তরঃ- “গুরুদেবস্য অনির্বচনীয়ো মহিমা” এটি সুরেন্দ্রনাথের উক্তি।
(k) “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” – কে বলেছেন?
উত্তরঃ- “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন।
(l) “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে” – কার জন্য উৎকণ্ঠা?
উত্তরঃ- “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে” এখানে তরুণ গায়ক নরেন্দ্রনাথের জন্য উৎকণ্ঠা পরিলক্ষিত হয়।
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(m) মহাপুরাণ কয়টি?
উত্তরঃ- মহাপুরাণ আঠারোটি।
(n) মন্ত্রের অপর নাম কী?
উত্তরঃ- মন্ত্রের অপর নাম সংহিতা।
(o) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত?
উত্তরঃ- কঠোপনিষদ্ কৃষ্ণযজুর্বেদের অন্তর্গত।
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পুষ্পপুরীর বর্ণনা দাও।
(b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ -এর সারাংশ লেখ?
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) যে কোনো তিনটি অবতারের বর্ণনা দাও।
(b) মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পাঠ্যাংশের অন্তর্গত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো।
(b) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন নিজের ভাষায় লেখো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পঞ্চতন্ত্র সম্পর্কে লেখ।
(b) মহাভারত সম্পর্কে লেখো।
7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।
(b) দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্।
ব্যাকরণ ও অনুবাদ
8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অমী + অশ্বাঃ
উত্তরঃ- অমীঅশ্বাঃ (সন্ধি নিষেধ)
(b) নৈ + অকঃ
উত্তরঃ- নায়কঃ
(c) যজ্ঞবিধেঃ + অহহ
উত্তরঃ- যজ্ঞবিধেরহহ
(d) তস্মিন্ + অদ্রৌ
উত্তরঃ- তস্মিন্নদ্রৌ
9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) রামগির্যাশ্রমেষু
উত্তরঃ- রামগিরি+ আশ্রমেষু।
(b) গঙ্গোদকম্
উত্তরঃ- গঙ্গা+ উদকম্।
(c) কবেরিদম্
উত্তরঃ- কবেঃ + ইদম্।
(d) কলেব
উত্তরঃ- কলা + ইব।
10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) ফল, সপ্তমী একবচনম্
উত্তরঃ- ফলে।
(b) হরি, ষষ্ঠী একবচনম্
উত্তরঃ- হরেঃ।
(c) অস্মদ্, চতুর্থী বহুবচনম্
উত্তরঃ- অস্মভ্যম্।
(d) রমা, দ্বিতীয়া বহুবচনম্
উত্তরঃ- রমাঃ।
11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √ভূ + লোট্ প্রথমপুরুষ দ্বিবচনম্
উত্তরঃ- ভবতাম্।
(b) √গম্ + লৃট্ উত্তমপুরুষ একবচনম্
উত্তরঃ- গমিষ্যামি।
(c) √স্থা + লৃট্ প্রথমপুরুষ বহুবচনম্
উত্তরঃ- স্থাস্যন্তি।
(d) √হস্ + বিধিলিঙ্ প্রথম পুরুষ একবচনম্
উত্তরঃ- হসেৎ।
12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ব্রূ + ক্তবতু (মূল প্রাতিপদিকম্)
উত্তরঃ- উক্তবৎ।
(b) প্র-দা + ল্যপ্
উত্তরঃ- প্রদায়।
(c) ধা + ক্ত্বাচ্
উত্তরঃ- হিত্বা।
(d) ভূ + তব্য (মূল প্রাতিপদিকম্)
উত্তরঃ- ভবিতব্য।
(e) গম্ + শতৃ (মূল প্রাতিপদিকম্)
উত্তরঃ- গচ্ছৎ।
13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অন্তিকে
উত্তরঃ- অন্তিকে (দূরে বা নিকটে) গ্রামস্য অন্তিকে মন্দিরম্ অস্তি।
(b) সমীপে
উত্তরঃ- সমীপে (নিকটে) বিদ্যালয়স্য সমীপে উদ্যানং অস্তি।
(c) সহ
উত্তরঃ- সহ (সঙ্গে) মাত্রা সহ পুত্ৰঃ গচ্ছতি।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) কাকেভ্যঃ দধি রক্ষ ।
উত্তরঃ- ত্রাণার্থক ‘রক্ষ্’ ধাতুর প্রয়োগে অপাদান কারক -এ পঞ্চমী বিভক্তি হয়েছে ।
(b) ভয়াৎ বালিকা কম্পতে
উত্তরঃ- হেতু অর্থে পঞ্চমী বিভক্তি
(c) পিত্রা সহ পুত্রঃ গচ্ছতি ।
উত্তরঃ- সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি
(d) পর্বতেষু হিমালয়ঃ উন্নতঃ ।
উত্তরঃ- নির্ধারণে সপ্তমী বিভক্তি
(e) শিখয়া বটুঃ জ্ঞাতঃ ।
উত্তরঃ- উপলক্ষণে তৃতীয়া বিভক্তি
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
কশ্চন শৃগালঃ রণভূমিং গতঃ। স ক্ষুধয়া পীড়িতঃ আসীৎ, রণভূমৌ তেন কশ্চন বিকটধ্বনিঃ শ্রুতঃ। স ভয়েন পলায়িতুম্ আরভত। কিন্তু কিঞ্চিদ্ দূরং গত্বা স পুনঃ প্রত্যাগতঃ। তস্য বিকটবনেঃ মূলং জ্ঞাতুং স উৎসুকঃ অভবৎ। রণভূমৌ অন্বিষ্য স একাং ঢক্কাম্ অপশ্যৎ। তস্য উপরি বৃক্ষাৎ জলং পততি স্ম। তেন ধবনিঃ উৎপন্নঃ। তস্য ভয়ং দূরীভূতম্।
(a) শৃগালঃ কুত্র গতঃ? 1
উত্তর:- শৃগালঃ রণভূমিং গতঃ।
(b) শৃগালঃ কথং পীড়িতঃ আসীৎ? 1
উত্তর:- শৃগালঃ ক্ষুধয়া পীড়িতঃ আসীৎ।
(c) শৃগালঃ কেন কারণেন পলায়িতঃ? 1
উত্তর:- কশ্চন বিকটধবনিং শ্রুত্বা শৃগালঃ পলায়িতঃ।
(d) শৃগালস্য ভয়ং কথং দূরীভূতম্? 2
উত্তর:- শৃগালঃ বনমধ্যে একাং ঢক্কাম্ অপশ্যৎ। তস্য উপরি বৃক্ষাৎ জলং পততি স্ম। তেন বিকটধবনিঃ উৎপন্নঃ। এবংরূপং কারণং জ্ঞাত্বা শৃগালস্য ভয়ং দূরীভূতম্।
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a) একস্মিন্ বনে একঃ সিংহঃ বসতি। স প্রতিদিনং বহূন্ পশূন্ হন্তি। একদা পশূনাং সম্মেলনম্ অভবৎ। সর্বে পশবঃ সিংহাৎ রক্ষণস্য উপায়ম্ অচিস্তয়ন্। অন্তে শশকঃ উপায়ম্ উক্তবান্।
উত্তরঃ- এক বনে এক সিংহ বাস করত। সে প্রতিদিন বহু পশুকে হত্যা করে। একদিন পশুদের একটা সম্মেলন হল। সকল পশু সিংহের হাত থেকে রক্ষণের উপায় চিন্তা করেছিল। শেষে খরগোশ একটা উপায় বলল।
(b) একস্মিন্ রাজ্যে কশ্চন কৃষকঃ বসতি। স একদা হলেন ভূমিং কর্ষন একাং পেটিকাং প্রাপ্তবান্। স পেটিকাং গৃহং নীতবান্। মহতা প্রয়াসেন স পেটিকাম্ উদ্ঘাটিতবান্। পেটিকা শূন্যা আসীৎ।
উত্তরঃ- এক রাজ্যে কোনো এক কৃষক বাস করত। সে একদিন লাঙল দিয়ে মাটি কর্ষণ করার সময় একটা বাক্স পেল। সে সেই বাক্সকে ঘরে নিয়ে গেল। অনেক কষ্টে সে বাক্সটা খুলল। কিন্তু বাক্সে কিছু ছিল না।