উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2017 ) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Sanskrit Question Paper 2017 Class Xi
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
গদ্যাংশ
(a) রাজহংস কোথাকার রাজা ছিলেন ?
(i) কলিঙ্গ
(ii) বঙ্গ
(iii) মগধ
(iv) বিদেহ ।
(b) পদ্মোদ্ভের পুত্রের –
(i) রত্নোদ্ভব
(ii) সিতবর্মা
(iii) ধর্মপাল
(iv) রাজহংস ।
(c) এদের মধ্যে রাজহংসের মন্ত্রী ছিলেন ?
(i) সত্যবর্মা
(ii) ধর্মপাল
(iii) সুমন্ত্র
(iv) সুশ্রুত ।
(d) “গোযুগং তে অপহর্তুমিচ্ছতি” – কার উক্তি ?
(i) ব্রাহ্মণ
(ii) চৌর
(iii) পিশাচ
(iv) এদের কেউ নয় ।
পদ্যাংশ
(e) যক্ষপত্নী কোথায় থাকেন ?
(i) রামগিরি
(ii) অলকাপুরী
(iii) অমরাবতী
(iv) মাল্যবান ।
(f) গুহ্যক শব্দের অর্থ কী ?
(i) যক্ষ
(ii) গন্ধর্ব
(iii) শিব
(iv) কুবের ।
(g) বালিকে কে দমন করেছিলেন ?
(i) বামন
(ii) পরশুরাম
(iii) বরাহ
(iv) বলরাম ।
(h) “ধরণিধারণকিণচক্রগরিষ্ঠে” – কার বিষয়ে বলা হয়েছে ?
(i) মৎস্য
(ii) কূর্ম
(iii) বরাহ
(iv) নৃসিংহ ।
নাট্যাংশ
(i) “মাতঃ তুভ্যং নমঃ” – কে বলেছেন ?
(i) বিবেকানন্দ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) যতীন্দ্রবিমল ।
(j) “অহো ! মধুরেয়ং সন্ধ্যা” – কার উক্তি ?
(i) শ্রীরামকৃষ্ণ
(ii) সুরেন্দ্রনাথ
(iii) বিবেকানন্দ
(iv) এদের কেউ নয় ।
(k) শূন্যস্থান পূরণ করোঃ নৈষ ______গুরুদেবপরিজ্ঞাতঃ ।
(i) সুরেন্দ্রো
(ii) বিবেকানন্দো
(iii) যতীন্দ্রো
(iv) নরেন্দ্রো ।
(l) “কদাপি ত্বং মৃষা ন নির্দিশসি” – ‘ত্বম্’ কে ?
(i) সুরেন্দ্র
(ii) নরেন্দ্র
(iii) শ্রীরামকৃষ্ণ
(iv) ভবতারিণী ।
সাহিত্যের ইতিহাস
(m) নিরুক্তকার কে ?
(i) পিঙ্গল
(ii) পাণিনি
(iii) যাস্ক
(iv) সায়ণ ।
(n) কে বেদভাষ্যকার নয় ?
(i) সায়ণ
(ii) উবট
(iii) মহীধর
(iv) পিঙ্গল ।
(o) কোনটি বেদের অংশ নয় ?
(i) সংহিতা
(ii) ব্রাহ্মণ
(iii) উপনিষদ্
(iv) শিক্ষা ।
2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল ?
(b) চোরের কী ইচ্ছা ছিল?
(c) সুমন্ত্রের পিতার নাম কী ?
(d) সত্যবর্মা কী করেছিল ?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(e) ‘দশাবতারস্তোত্রম্’ কোন্ গ্রন্থ থেকে সংগৃহীত ?
(f) “পদনখনীরজনিতজনপাবন” – কোন্ অবতার সম্পর্কে বলা হয় ?
(g) মেঘ কোন্ বংশের ?
(h) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল ?
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(i) ‘অকারণকৃপাকারিণি’ – কোন্ বিভক্তি ?
(j) “গুরুদেবস্য অনির্বচনীয়ো মহিমা” – কার উক্তি ?
(k) “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” – কে বলেছেন ?
(l) “তস্মৈ তেতো মমোৎকণ্ঠতে” – কার জন্য উৎকণ্ঠা ?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(m) মহাপুরাণ কয়টি ?
(n) মন্ত্রের অপর নাম কী ?
(o) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত ?
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পুষ্পপুরীর বর্ণনা দাও ।
(b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ -এর সারাংশ লেখ ?
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) যে কোনো তিনটি অবতারের বর্ণনা দাও ।
(b) মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো ।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পাঠ্যাংশের অন্তর্গত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো ।
(b) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন নিজের ভাষায় লেখো ।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) পঞ্চতন্ত্র সম্পর্কে লেখ ।
(b) মহাভারত সম্পর্কে লেখো ।
7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা ।
(b) দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ ।
ব্যাকরণ ও অনুবাদ
8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অমী + অশ্বাঃ ।
(b) নৈ + অকঃ ।
(c) যজ্ঞবিধেঃ + অহহ ।
(d) তস্মিন্ + অদ্রৌ ।
9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) রামগির্যাশ্রমেষু ।
(b) গঙ্গোদকম্ ।
(c) কবেরিদম্ ।
(d) কলেব ।
10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) ফল, সপ্তমী একবচনম্ ।
(b) হরি, ষষ্ঠী একবচনম্ ।
(c) অস্মদ্, চতুর্থী বহুবচনম্ ।
(d) রমা, দ্বিতীয়া বহুবচনম্ ।
11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √ভূ + লোট্ প্রথমপুরুষ দ্বিবচনম্ ।
(b) √গম্ + লৃট্ উত্তমপুরুষ একবচনম্ ।
(c) √স্থা + লৃট্ প্রথমপুরুষ বহুবচনম্ ।
(d) √হস্ + বিধিলিঙ্ প্রথম পুরুষ একবচনম্ ।
12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ব্রূ + ক্তবতু (মূল প্রাতিপদিকম্) ।
(b) প্র-দা + ল্যপ্ ।
(c) ধা + ক্ত্বাচ্ ।
(d) ভূ + তব্য (মূল প্রাতিপদিকম্) ।
(e) গম্ + শতৃ (মূল প্রাতিপদিকম্) ।
13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অন্তিকে ।
(b) সমীপে ।
(c) সহ ।
14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) কাকেভ্যঃ দধি রক্ষ ।
উত্তরঃ- এখানে ‘কাকেভ্যঃ’ পদটিতে ত্রাণার্থক ‘রক্ষ্’ ধাতুর প্রয়োগে অপাদান কারক -এ পঞ্চমী বিভক্তি হয়েছে ।
(b) ভয়াৎ বালিকা কম্পতে ।
(c) পিত্রা সহ পুত্রঃ গচ্ছতি ।
(d) পর্বতেষু হিমালয়ঃ উন্নতঃ ।
(e) শিখয়া বটুঃ জ্ঞাতঃ ।
15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(a)
(b)
(c)
16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a)
(b)
আরোও দেখুনঃ-
Xi Class Sanskrit Question Paper 2014
Class Xi Sanskrit Question Paper 2015
Xi Class Sanskrit Question Paper 2016
Class Xi Sanskrit Question Paper 2018
Xi Class Sanskrit Question Paper 2019
Class Xi Sanskrit Question Paper 2022