সংস্কৃত অপাদান কারক – পঞ্চমী বিভক্তির সকল নিয়ম সহজ – সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।
Table of Contents
অপাদান কারক পঞ্চমী বিভক্তি
সংস্কৃত অপাদান কারক – পঞ্চমী বিভক্তির নিয়মগুলি সহজভাবে বাংলায় তুলে ধরা হল । এগুলি তোমরা ভালোভাবে তৈরী করলে যে কোনো কারক – বিভক্তি অনায়াসেই করতে পারবে ।
“ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
অর্থাৎ কোনো সর্দির বস্তু থেকে কোনো কিছুর বিশ্লেষণ বা বিচ্ছেদ হলে যা থেকে বিচ্ছেদ হয় তাতে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – বৃক্ষাৎ ফলং পততি ।
ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
সূত্র – ভীত্রার্থানাং ভয়হেতুঃ ।
অর্থাৎ, ভয় পাওয়া অর্থ বিশিষ্ট ও রক্ষা করা অর্থ বিশিষ্ট ধাতুর প্রয়োগে যা থেকে ভয় ও ত্রাণ তাতে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – বালকঃ সর্পাৎ বিভেতি । নরকাৎ ত্রায়তে ।
পরা পূর্বক জি ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
সূত্র – পরাজেরসোঢ়ঃ ।
জি ধাতুর অর্থ জয় করা এবং পরা পূর্বক জি ধাতুর অর্থ পরাজিত হওয়া । অর্থাৎ পরা পূর্বক জি ধাতুর প্রয়োগে কর্তার অসহনীয় (অসহ্য) বিষয় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – ছাত্রঃ অধ্যয়নাৎ পরাজয়তে ।
বারণার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
সূত্র – বারণ
অর্থাৎ, বারণার্থক ধাতুর প্রয়োগে যা থেকে বারণ করা হয় তাতে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – বালকঃ অন্নাৎ কাকং নিবারয়তি ।
“অন্তর্ধৌ যেনাদর্শনমিচ্ছতি” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
কর্তা যার কাছ থেকে লুকিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেন সে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – চৌরঃ নৃপাৎ লুক্কায়তে ।
“আখ্যাতোপযোগে” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
অর্থাৎ, যার কাছ থেকে নিয়ম পূর্বক বিদ্যাগ্রহণ করা বোঝায় সে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – ছাত্রঃ শিক্ষকাৎ ব্যাকরণম্ অধীতে ।
পঞ্চমী বিভক্তি
ল্যপ্ লোপে কর্ম কারকে ও অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
সূত্র – ল্যব্ লোপে কর্মণ্যধিকরণে চ ।
ল্যপ্ প্রত্যয়ান্ত ক্রিয়া লোপে কর্ম কারকে ও অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি হয় ।
উদাহরণ – বধূঃ শ্বশুরাৎ লজ্জতে । বালিকা আসনাৎ পশ্যতি ।
আপনি যদি অপাদান কারক ছাড়া অন্য করক বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিম্নে লিংক গুলিতে ক্লিক করুণ ।
- কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি
- কর্ম কারক ও দ্বিতীয়া বিভক্তি
- করণ কারক ও তৃতীয়া বিভক্তি
- সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
- ষষ্ঠী বিভক্তি