সংস্কৃত করণ কারক ও তৃতীয়া বিভক্তি -র সকল নিয়ম সহজ-সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।
Table of Contents
করণ কারক – তৃতীয়া বিভক্তি
কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে । করণ কারকে সাধরণত তৃতীয়া বিভক্তি হয় ।
সংস্কৃত করণ কারক ও তৃতীয়া বিভক্তি -র নিয়মগুলি সহজভাবে বাংলায় তুলে ধরা হল । এগুলি তোমরা ভালোভাবে তৈরী করলে যে কোনো করণ কারক অনায়াসেই করতে পারবে।
1. সাধকতম করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় ।
ক্রিয়া সম্পাদনের সর্বাপেক্ষা উপায়কে সাধকতম বলে । অর্থাৎ, কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করেন তাতে করণ কারক হয় । এই সাধকতম করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় ।
সূত্র – “সাধকতমং করণম্ ।”
উদাহরণ – অহং লেখন্যা লিখামি ।
ব্যাখ্যা – বাক্যটির বাংলা অর্থ হল আমি কর্ম দিয়ে লিখছি । অর্থাৎ কর্তা ‘অহম্’ কলমের দ্বারা (লেখন্যা) লেখা কাজটি সম্পাদন করছে । তাই ‘লেখন্যা’ পদটিতে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে ।
2. দিব্ ধাতুর প্রয়োগে করণ কারকে তৃতীয়া বিভক্তি
দিব্ ধাতুর অর্থ খেলা করা । দিব্ ধাতুর প্রয়োগে যা দিয়ে খেলা কাজ নিষ্পন্ন হয় তাতে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – রাজা অক্ষৈঃ দীব্যতি ।
তৃতীয়া বিভক্তি
1. অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি
কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে ।
উদাহরণ – বালকেন চন্দ্রঃ দৃশ্যতে । শিশুনা দৃশ্যতে ।
2. অপবর্গে তৃতীয়া বিভক্তি
ব্যাপ্তি স্থলে ক্রিয়া সমাপ্তি ও ফল প্রাপ্তি বোঝালে সময়ের ও পথের পরিমাণ বাচক শব্দে অপবর্গে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – ছাত্রঃ মাসেন ব্যাকরণম্ অপঠৎ ।
3. অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি
যে অঙ্গ বিকৃত হওয়ায় অঙ্গীর বিকার লক্ষ্য করা যায় সেই অঙ্গবাচক শব্দে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – নরঃ পাদেন খঞ্জঃ ।
4. উপলক্ষণে তৃতীয়া বিভক্তি
যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো ব্যক্তিকে চেনা যায় বা কোনো বস্তু সূচিত হয়, সেই চিহ্ন বাচক শব্দে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – অহং জটাভিঃ তাপসম্ অপশ্যম্ ।
5. হেতু অর্থে তৃতীয়া বিভক্তি
হেতু শব্দের অর্থ কারণ । হেতু বোঝালে হেতুবোধক শব্দে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – বালিকা হর্ষেণ নৃত্যতি ।
6. সহ, সাকম্, সার্ধম্, সমম্ প্রভৃতি শব্দের যোগে তৃতীয়া বিভক্তি
সহ (সঙ্গে), সাকম্ (সঙ্গে), সার্ধম্ (সঙ্গে), সমম্ (সঙ্গে) প্রভৃতি শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – পিতা পুত্রেণ সহ গচ্ছতি ।
7. সহার্থে তৃতীয়া বিভক্তি
সহ, সাকম্, সার্ধম্, সমম্ প্রভৃতি শব্দের উল্লেখ না থেকেও যদি সঙ্গে যাওয়া বোঝায় তাহলে সহার্থে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – পিতা পুত্রেণ গচ্ছতি ।
8. প্রকৃতি, আকৃতি, জাতি, নামন্, সুখ, দুঃখ প্রভৃতি শব্দে তৃতীয়া বিভক্তি
প্রকৃতি, আকৃতি, জাতি, নামন্, সুখ, দুঃখ, স্বভাব, গোত্র, প্রায়, যত্ন, ত্বরা প্রভৃতি শব্দে তৃতীয়াবিভক্তি হয় ।
উদাহরণ – ছাত্রঃ যত্নেন লিখতি ।
9. ঊনার্থক, বারণার্থক, প্রয়োজনার্থক শব্দের যোগে তৃতীয়া বিভক্তি
ঊনার্থক (ঊন, হীন, শূন্য, রহিত ); বারণার্থক (অলম্, কৃতম্, কিম্); প্রয়োজনার্থক (অর্থ, গুণ, প্রয়োজন) প্রভৃতি শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – বিবাদেন অলম্ ।
করণ কারক হতে অতিরিক্ত নিয়ম
দিব্ ধাতুর প্রয়োগে করণ কারকে বিকল্পে কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়
দিব্ ধাতুর অর্থ খেলা করা । দিব্ ধাতুর প্রয়োগে যা দিয়ে খেলা কাজ নিষ্পন্ন হয় তাতে করণ কারকে বিকল্পে কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – রাজা অক্ষান্ দীব্যতি ।
করণ কারক ও তৃতীয়া বিভক্তি হতে অতিরিক্ত উদাহরণ
- বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম্ ।
উঃ- ‘বিনা’ শব্দযোগে তৃতীয়া ।
2. ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ ।
উঃ- অঙ্গবিকারে তৃতীয়া ।
3. শোকেন দুঃখম্ ।
উঃ- হেতু অর্থে তৃতীয়া ।
4. স বর্ষেণ ইদং পুস্তকম্ অপঠৎ ।
উঃ- অপবর্গে তৃতীয়া ।
5. শিশুঃপাদেন খঞ্জঃ ।
উঃ- অঙ্গবিকারে তৃতীয়া ।
6. বালকঃ পাদেন খঞ্জঃ ।
উঃ- অঙ্গবিকারে তৃতীয়া ।
7. শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।
উঃ- অনুক্ত কর্তায় তৃতীয়া ।
8. বাণেন নিহতো মৃগঃ ।
উঃ- সাধকতম করণে তৃতীয়া ।
9. স স্বভাবেন সরলঃ ।
উঃ- প্রকৃত্যাদি শব্দে তৃতীয়া ।
10. স অক্ষৈঃ দীব্যতি ।
উঃ- ‘দিব্’ ধাতুর প্রয়োগে করণে তৃতীয়া ।
11. পিতা পুত্রেণ সহ গচ্ছতি ।
উঃ-‘সহ’ শব্দযোগে তৃতীয়া।
12.রামেণ সাকং সীতা জগাম।
উঃ-‘সাকং’ শব্দযোগে তৃতীয়া।
13.পিতা পুত্রেণ গচ্ছতি।
উঃ-সহার্থে তৃতীয়া।
44.বালকঃ পৃষ্ঠেন কুব্জঃ।
উঃ-অঙ্গবিকারে তৃতীয়া।
15.প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি।
উঃ-প্রযোজ্য কর্তায়তৃ তীয়া।
16.বিবাদেন অলম্।
উঃ-‘অলম্’ শব্দযোগে তৃতীয়া।
17.অর্থেন প্রয়োজনম্ অস্তি।
উঃ-‘প্রয়োজন’ শব্দযোগে তৃতীয়া।
18.বিদ্যয়া হীনঃ।
উঃ-‘হীন’ শব্দযোগে তৃতীয়া।
আপনি যদি করণ কারক ছাড়া অন্য করক বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিচের লিংক গুলিতে ক্লিক করুন
- কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি
- কর্ম কারক ও দ্বিতীয়া বিভক্তি
- সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি
- অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
- ষষ্ঠী বিভক্তি
আপনি যদি সমস্ত কারকের মডেল সেট দেখতে চান তাহলে নিম্নে ক্লিক করুন
করণ কারক হতে জিজ্ঞাস্য (FAQ)
ক্রিয়া পদের সাথে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাওয়া যায় সেটি করণ কারক ।
সংস্কৃতে সাধারনত তৃতীয়া বিভক্তি হয় ।