সংস্কৃত ৬ ষ্ঠী বিভক্তির সকল নিয়ম সহজ-সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।
Table of Contents
সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি shashti vibhakti
সম্বন্ধ বলতে কারক ও প্রাতিপদিক অর্থ ভিন্ন অবশিষ্ট স্থলে অর্থাৎ স্ব-স্বামিভাব প্রভৃতি সম্বন্ধ । সংস্কৃত ৬ ষ্ঠী বিভক্তির সকল নিয়ম নিম্নে তুলে ধরা হল ।
সম্বন্ধ পদে বা শেষে ৬ ষ্ঠী বিভক্তি
সূত্র – ষষ্ঠী শেষে ।
শেষে অর্থাৎ সম্বন্ধ পদে ৬ ষ্ঠী বিভক্তি হয় । এই সম্বন্ধ নানাবিধ অর্থে বোঝাতে পারে ।
উদাহরণ – রামস্য পুস্তকানি ।
অন্যান্য কারকে ষষ্ঠী বিভক্তি-shashti vibhakti
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ ও কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
সূত্র – কর্তৃকর্মণোঃ কৃতি ।
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ কারকে ৬ ষ্ঠী বিভক্তি
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে (শতৃ, শানচ্, ক্ত্বাচ্, ল্যপ্, তুমুন্ বাদে) কর্তায় ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – শিশোঃ শয়নম্ ।
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্ম কারকে ৬ ষ্ঠী বিভক্তি
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে (শতৃ, শানচ্, ক্ত্বাচ্, ল্যপ্, তুমুন্ বাদে) কর্মে ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – দুগ্ধস্য পানম্ ।
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ ও কর্ম কারকে ষষ্ঠী বিভক্তির সম্ভাবনা হলে কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
সূত্র – উভয়প্রাপ্তৌ কর্মণি ।
কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ ও কর্ম কারকে একই বাক্যে ৬ ষ্ঠী বিভক্তির সম্ভাবনা হলে কেবল কর্ম কারকে ৬ ষ্ঠী বিভক্তি হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি হয় ।
উদাহরণ – বালকেন দুগ্ধস্য পানম্ ।
বর্তমান কালে ক্ত প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ কারকে ষষ্ঠী বিভক্তি
সূত্র – ক্তস্য চ বর্তমানে ।
বর্তমান কালে ইচ্ছার্থক, বোধার্থক, পূজার্থক ধাতুতে ক্ত প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ কারকে ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ ।
তৃপ্ত্যর্থক ধাতুর প্রয়োগে করণ কারকে ষষ্ঠী বিভক্তি
সূত্র – তৃপ্ত্যর্থানাং বিভাষা করণে ।
তৃপ্ত্যর্থক ‘তৃপ্’ ধাতুর প্রয়োগে বিকল্পে করণ কারকে ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – অগ্নিঃ কাষ্ঠাণাং ন তৃপ্যতি ।
তব্য, অনীয় প্রভৃতি কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কর্তৃ কারকে বিকল্পে ষষ্ঠী ও তৃতীয়া বিভক্তি হয় ।
সূত্র – কৃত্যানাং কর্তরি বা ।
তব্য, অনীয়, যৎ, ণ্যৎ, ক্যপ্ – এই পাঁচটি কৃত্যপ্রত্যয়ের প্রয়োগে কর্তৃ কারকে বিকল্পে ৬ ষ্ঠী ও ৩ য়া বিভক্তি হয় ।
উদাহরণ – মম ইদং কর্তব্যম্ । ময়া ইদং কর্তব্যম্ ।
স্মরণার্থক ধাতুর প্রয়োগে বিকল্পে কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
সূত্র – অধীগর্থদয়েশাং কর্মণি ।
স্মরণার্থক, দয়্, ঈশ্ ধাতুর প্রয়োগে বিকল্পে কর্ম কারকে ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – পুত্রঃ মাতুঃ স্মরতি ।
শব্দযোগে ষষ্ঠী বিভক্তি-shashti vibhakti
তুল্যার্থক শব্দের যোগে ষষ্ঠী বা তৃতীয়া বিভক্তি
সূত্র – তুল্যার্থৈরতুলোপমাভ্যাং তৃতীয়াহন্যতরস্যাম্ ।
তুল্যর্থ – তুল্য, সদৃশ, সম, সমান প্রভৃতি শব্দের যোগে ৬ ষ্ঠী ও ৩ য়া বিভক্তি হয় ।
উদাহরণ – সঃ মম তুল্যঃ । সঃ ময়া তুল্যঃ ।
মনে রাখবে,
কিন্তু তুলা, উপমা শব্দের যোগে কেবল ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – রামস্য তুলা নাস্তি ।
হেতু শব্দের প্রয়োগে ৬ ষ্ঠী বিভক্তি
সূত্র – ষষ্ঠী হেতুপ্রয়োগে ।
বাক্যে হেতু শব্দের প্রয়োগে হেতুবাচক শব্দে ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – অন্নস্য হেতোঃ বসতি ।
অতসুচ্, অস্তাতি, ইত্যাদি প্রত্যয়যুক্ত শব্দের ৬ ষ্ঠী বিভক্তি
সূত্র – ষষ্ঠ্যতসর্থপ্রত্যয়েন ।
অতসুচ্, অস্তাতি, অসি, আস্তৎ ইত্যাদি প্রত্যয়যুক্ত শব্দের ৬ ষ্ঠী বিভক্তি হয় ।
উদাহরণ – উত্তরাৎ সমুদ্রস্য ।
আপনি যদি ষষ্ঠী বিভক্তি ছাড়া অন্য কারক-বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিচের লিংক গুলিতে ক্লিক করুণ ।
- কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি
- কর্ম কারক ও দ্বিতীয়া বিভক্তি
- করণ কারক ও তৃতীয়া বিভক্তি
- সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি
- অপাদান কারক ও চতুর্থী বিভক্তি
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
Nice
Thank You