Class Xi Sanskrit Question Paper 2019

উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2019) উত্তরসহ নিম্নে দেওয়া হল।

Table of Contents

Sanskrit Question Paper Class Xi 2019

ClassXi
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2019


1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15

গদ্যাংশ

(a) ‘দশকুমারচরিতম্’ কোন্ শ্রেণীর গদ্যকাব্য ?

  • (i) কথা
  • (ii) আখ্যায়িকা
  • (iii) রূপক
  • (iv) ঐতিহাসিক

উত্তর:- (ii) আখ্যায়িকা

(b) পদ্মোদ্ভবের পুত্রের হলেন –

  • (i) রত্নোদ্ভব
  • (ii) সিতবর্মা
  • (iii) রাজহংস
  • (iv) ধর্মপাল

উত্তর:- (i) রত্নোদ্ভব

(c) ‘পঞ্চতন্ত্রম্’ এর রচয়িতা কে?

  • (i) নারায়ণ শর্মা
  • (ii) হরিশর্মা
  • (iii) বিষ্ণুশর্মা
  • (iv) রাকেশ শর্মা

উত্তর:- (iii) বিষ্ণুশর্মা।

(d) “গোযুগং তে অপহর্তুমিচ্ছতি।” কার উক্তি?

  • (i) ব্রাহ্মণ
  • (ii) চোর
  • (iii) পিশাচ
  • (iv) এদের কেউ নয়

উত্তর:- (iii) পিশাচ

পদ্যাংশ

(e) ‘জীমূত’ শব্দের অর্থ হল –

  • (i) জীবন
  • (ii) জল
  • (iii) বাতাস
  • (iv) মেঘ

উত্তর:- (iv) মেঘ

(f) ‘মেঘদূতম্’ কাব্যটি কোন্ ছন্দে রচিত?

  • (i) মন্দাক্রান্তা
  • (ii) অমিত্রাক্ষর
  • (iii) আর্যা
  • (iv) স্রগ্ধরা

উত্তর:- (i) মন্দাক্রান্তা

(g) বিষ্ণুর নবম অবতার কে?

  • (i) ভৃগুপতি
  • (ii) রাম
  • (iii) বামন
  • (iv) বুদ্ধ

উত্তর:- (iv) বুদ্ধ

(h) ‘গীতগোবিন্দম্’ -এর প্রথম সর্গের নাম কী?

  • (i) মুগ্ধমধুসূদন
  • (ii) মুগ্ধমুকুন্দ
  • (iii) সামোদদামোদর
  • (iv) সানন্দগোবিন্দ

উত্তর:- (iii) সামোদদামোদর

নাট্যাংশ

(i) শ্রীরামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়?

  • (i) অগ্নি
  • (ii) বিদ্যুৎ
  • (iii) কোটিসূর্য
  • (iv) চন্দ্র

উত্তর:- (iii) কোটিসূর্য

(j) ‘ভারতবিবেকম্’ -এ উল্লিখিত বছরটি হল –

  • (i) 1880
  • (ii) 1881
  • (iii) 1882
  • (iv) 1883

উত্তর:- (ii) 1881

(k)শূন্যস্থান পূরণ করোঃ “নৈষ_______গুরুদেবপরিজ্ঞাতঃ।”

  • (i) সুরেন্দ্রো
  • (ii) বিবেকানন্দো
  • (iii) যতীন্দ্রো
  • (iv) নরেন্দ্রো

উত্তর:- (iv) নরেন্দ্রো

(l) “ত্বং মৃষা ন নির্দিশসি।” – ‘ত্বম্’ কে?

  • (i) সুরেন্দ্র
  • (ii) নরেন্দ্র
  • (iii) শ্রীরামকৃষ্ণ
  • (iv) ভবতারিণী

উত্তর:- (iv) ভবতারিণী

সাহিত্যের ইতিহাস

(m) ঋগ্বেদে কতগুলি মণ্ডল?

  • (i) আট
  • (ii) নয়
  • (iii) দশ
  • (iv) এগারো

উত্তর:- (iii) দশ

(n) বৈদিক ছন্দঃ সূত্রের রচয়িতা কে?

  • (i) লগধ
  • (ii) সায়ণ
  • (iii) পিঙ্গল
  • (iv) মহীধর

উত্তর:- (iii) পিঙ্গল

(o) ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি?

  • (i) শতপথ
  • (ii) গোসল
  • (iii) ঐতরেয়
  • (iv) তৈত্তিরীয়

উত্তর:- (iii) ঐতরেয়

2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(a) সত্যবর্মা কীরকম ছিলেন? তিনি কী করেছিলেন?

উত্তর:- সত্যবর্মা ছিলেন একজন ধর্মপরায়ণ মন্ত্রী। তিনি সংসারের অসারতা উপলব্দ্ধি করে তীর্থযাত্রা করেছিলেন।

(b) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন।

উত্তর:- মগধরাজ ও মালবরাজের যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন।

(c) সিতবর্মার পুত্রদের নাম কী?

উত্তর:- সিতবর্মার পুত্রদের নাম হল- সুমতি ও সত্যবর্মা।

(d) ক্রূরকর্মার কী ইচ্ছা ছিল?

উত্তর:- ক্রূরকর্মার (চোরের) ইচ্ছা ছিল ব্রাহ্মণের গোরু দুটি চুরি করা।

(e) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ – পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রের অন্তর্গত?

উত্তর:- ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের ‘কাকোলূকীয়ম্’ নামক তৃতীয় তন্ত্রের অন্তর্গত।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(f) “স্নপয়সি পয়সিশমিতভবতাপম্।” – কোন্ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে?

উত্তরঃ- “স্নপয়সি পয়সি শমিতভবতাপম্” – বাক্যটি ভৃগুপতি বা পরশুরাম অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে

(g) “পদনখনীরজনিতজনপাবন।” – কোন্ অবতার সম্পর্কে বলা হয়?

উত্তরঃ- “পদনখনীরজনিতজনপাবন” বামন অবতার সম্পর্কে বলা হয়েছে।

(h) বিষ্ণুর দশম অবতার কে?

উত্তর:- বিষ্ণুর দশম অবতার হলেন- কল্কি।

(i) কোন্ বংশে মেঘের জন্ম?

উত্তরঃ- পৃথিবী বিখ্যাত পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম ।

(j) “বপ্রক্রীড়া” শব্দের অর্থ কী?

উত্তর:- বপ্রক্রীড়া বলতে হাতি বা মোহিষ দাঁত বা সিং দিয়ে মাটি উৎখাত করাকে বোঝায়।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(k) “কথময়ং গুরুদেবো মে তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে।” – কে বলেছিলেন?

উত্তরঃ- “কথময়ং গুরুদেবো মে তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে” – কথাটি সুরেন্দ্রনাথ মিত্র বলেছিলেন।

(l) “তস্মৈ চেতো মমোৎণ্ঠ্যতে।” – কার জন্য উৎকণ্ঠা?

উত্তরঃ- “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে” এখানে তরুণ গায়ক নরেন্দ্রনাথের জন্য উৎকণ্ঠা পরিলক্ষিত হয়।

(m) “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি।” – কে বলেছিলেন?

উত্তর:- “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন।

(n) ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো?

উত্তর:- ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় হল ১৮৮১ খ্রিস্টাব্দের কোনো একদিনের রাত্রি সপ্তম ঘটিকা।

সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(o) যজুঃ সংহিতার কয়টি ভাগ ও কী কী?

উত্তরঃ- যজুঃ সংহিতার দুটি ভাগ- কৃষ্ণযজুর্বেদ ও শুক্লযজুর্বেদ।

(p) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত?

উত্তরঃ- কঠোপনিষদ্ কৃষ্ণযজুর্বেদের অন্তর্গত।

(q) ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো।

উত্তরঃ- ঋগ্বেদের একটি উপনিষদের নাম হল – ঐতরেয় উপনিষদ্।

3.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a)”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।” – শ্লোকাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। (পাঠ্যাংশ অবলম্বনে)

(b)পুষ্পপুরীর বর্ণনা দাও ।

4.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a)দশাবতারের কাহিনি নিজের ভাষায় লেখো ।

(b)মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো ।

5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a)’ভারতবিবেকম্’ -এ উল্লিখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো।

(b)সুরেন্দ্রনাথ কে? তাঁর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো ।

6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a)ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো ।

(b)পঞ্চতন্ত্র ও কথাসরিৎসাগরের পরিচয় দাও ।

7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4

(a) প্রীতঃ প্রীতিপ্রমুখবচনং স্বাগতং ব্যাজহার ।

(b) দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ ।

ব্যাকরণ ও অনুবাদ

8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) প্রাতঃ + রম্যম্

উত্তর:- প্রাতারম্যম্।

(b) মাতৃ + উপদেশ

উত্তর:- মাত্রুপদেশ:

(c) যাচেতে + অর্থম্

উত্তর:- যাচেতে অর্থম্ (সন্ধি নিষেধ)

(d) তৎ + মাত্রম্

উত্তর:- তন্মাত্রম্।

9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) শয়নম্

উত্তর:- শে + অনম্।

(b) তদ্ধিতম্

উত্তর:- তৎ + হিতম্।

(c) দশার্ণঃ

উত্তর:- দশ + ঋণ:।

(d) গঙ্গোদকম্

উত্তর:- গঙ্গা + উদকম্।

10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) হরি, সম্বোধন একবচনম্।

উত্তর:- হরে।

(b) বণিজ্, প্রথমা একবচনম্।

উত্তর:- বণিক্।

(c) মাতৃ, দ্বিতীয়া বহুবচনম্।

উত্তর:- মাতৃ্ঃ।

(d) অস্মদ্, পঞ্চমী বহুবচনম্।

উত্তর:- অস্মৎ।

11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √হু + লট্, প্রথম পুরুষ একবচনম্।

উত্তর:- জুহোতি।

(b) √দৃশ্ + লঙ্, মধ্যম পুরুষ একবচনম্।

উত্তর:- অপশ্য:।

(c) √হস্ + বিধিলিঙ্, উত্তম পুরুষ একবচনম্।

উত্তর:- হসেয়ম্।

(d) √ভূ + লিট্, প্রথম পুরুষ একবচনম্।

উত্তর:- বভূব।

12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) ব্রূ + ক্তিন্ ।

উত্তর:- উক্তি।

(b) উপ-স্থা + ক্ত ।

উত্তর:- উপস্থিত।

(c) ভূ + তব্য ।

উত্তর:- ভবিতব্য।

(d) আস্ + শানচ্ ।

উত্তর:- আসীন।

(e) হন্ + শতৃ ।

উত্তর:- ঘ্নৎ।

(f) প্র-আপ্ + ল্যপ্ ।

উত্তর:- প্রাপ্য।

13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) অলম্ ।

উত্তর:- অলম্ (নিষেধ অর্থে) বিবাদেন অলম্।

(b) আরাৎ ।

উত্তর:- আরাৎ (দূরে/নিকটে) বনাৎ আরাৎ বৃক্ষম্ অস্তি।

(c) অন্তরেণ ।

উত্তর:- অন্তরেণ (ছাড়া) শ্রমম্ অন্তরেণ বিদ্যা ন ভবতি।

(d) অন্তিকে ।

উত্তর:- অন্তিকে (কাছে) নদ্যাঃ অন্তিকে বনম্ অস্তি।

14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) ছাত্রেণ পুস্তকং পঠ্যতে ।

উত্তর:- উক্তকর্মে প্রথমা বিভক্তি।

(b) গবাং কৃষ্ণা বহুক্ষীরা।

উত্তরঃ- এখানে ‘গবাম্’ পদটিতে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে ।

(c) ভয়াৎ কম্পতে বালিকা।

উত্তরঃ- হেতু অর্থে পঞ্চমী।

(d) হরিঃ বৈকুণ্ঠে বসতি ।

উত্তরঃ- এখানে ‘বৈকুণ্ঠে’ পদটিতে “আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে ।

(e) রাজা ব্রাহ্মণায় গাং দদাতি ।

উত্তরঃ- এখানে ‘ব্রাহ্মণায়’ পদটিতে দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে ।

15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যং নাম নগরম্। তত্র অমরশক্তিনাম রাজা বভূব। তস্য ত্রয়ঃ পুত্রাঃ পরমদুর্মেধসো বসুশক্তিরুগ্রশক্তিরনেকশক্তিশ্চেতি নামানো বভূবুঃ । অথ রাজা তান্ শাস্ত্রবিমুখানালোক্য সচিবানায় প্রোবাচ – “ভোঃ! জ্ঞাতমেতদ্ ভবদ্ভিঃ যন্মমৈতে পুত্রাঃ শাস্ত্রবিমুখাঃ বিবেকরহিতাশ্চ। তদেতান্ পশ্যতো মে মহদপি রাজ্যং ন সৌখ্যম্ আবহতি।”1

(a) মহিলারোপ্যং কুত্রাসীৎ? 1

উত্তরঃ- দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যং নাম নগরম্ আসঈৎ।

(b) রাজ্ঞঃ অমরশক্তেঃ কে নাম পুত্রাঃ অভবন্? 1

উত্তরঃ- রাজ্ঞঃ অমরশক্তেঃ বসুশক্তিরুগ্রশক্তির্নেকশক্তিশ্চেতি পুত্রাঃ অভবন্।

(c) রাজা কথম্ সচিবান্ আহূতবান্? 1

উত্তরঃ- শাস্ত্রবিমুখান্ পুত্রান্ শিক্ষাদানার্থং রাজা সচিবান্ আহূতবান্।

(d) অমরশক্তিঃ সচিবান্ কিমূক্তবান্? 2

উত্তরঃ- অমরশক্তিঃ সচিবান্ উক্তবান্ – “ভোঃ জ্ঞাতমেতদ্ ভবদ্ভিঃ যন্মৈতে পুত্রাঃ শাস্ত্রবিমুখাঃ বিবেকরহিতাশ্চ। তদ্ এতান্ পশ্যতো মে মহদপি রাজ্যং ন সৌখ্যম্ আবহতি।”

16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) গঙ্গাদত্তঃ ইতি ভেকানাং রাজা আসীৎ।স আত্মীয়ৈঃ বঞ্চিতঃ দুঃখেন রাজ্যং ত্যক্ত্বা একং কূপং প্রবিষ্টবান্। একদ্যুঃ স কূপস্য নিকটে একং সৰ্পং দৃষ্টবান্। সৰ্পস্য নাম আসীৎ প্রিয়দর্শনঃ ইতি। গঙ্গাদত্তঃ রাজ্যপ্রাপ্তয়ে সর্পস্য সাহায্যম্ ঐচ্ছৎ।

উত্তরঃ- গঙ্গাদত্ত নামে ব্যাঙেদের রাজা ছিল। সেআত্মীয়দের দ্বারা বঞ্চিত হয়ে দুঃখে রাজ্য ত্যাগ করে একটি কূপে প্রবেশ করেছিল। একদিন সে কূপের কাছে একটা সাপ দেখতে পেল। সাপের নাম ছিল প্রিয়দর্শন। গঙ্গাদত্ত রাজ্য প্রাপ্তির জন্য সাপের সাহায্য চেয়েছিল।

(b) অস্তি ভাগীরথীতীরে গৃধ্রকূটনাম্নি পর্বতে মহান্ পর্কটীবৃক্ষঃ। তস্য কোটরে দৈবদুর্বিপাকাদ্ গলিত-নখ-নয়নো জরদ্গবনামা গৃধ্রঃ প্রতিবসতি। অথ কৃপয়া তজ্জীবনায় তদ্বৃক্ষ-বাসিনঃ পক্ষিণঃ স্বাহারাৎ কিঞিৎ কিঞিদুদ্ধৃত্য দদতি। তেনাসৌ জীবতি।শাবকানাং রক্ষণং করোতি। অথ কদাচিদ্দীর্ঘকর্ণনামা মার্জারঃ পক্ষিশাবকান্ ভক্ষয়িতুং তত্রাগতঃ । ততস্তমায়ান্তং দৃষ্ট্বা পক্ষিশাবকৈঃ ভয়াৰ্তৈঃ কোলাহলঃ কৃতঃ ।

উত্তরঃ- ভাগীরথী তীরে গৃধ্রকূট নামক পর্বতে বিশাল পাকুড়গাছ ছিল। তার কোটরে দৈবদুর্বিপাকবশত গলিত নখ ও নয়নবিশিষ্ট জরদ্গব নামে এক শুকনি বাস করত। তারপর অনুগ্রহহেতু তার জীবনের জন্য সেই বৃক্ষে বসবাসকারী পাখিরা নিজেদের আহার থেকে কিছু কিছু তুলে দিত। তারপর কোনো একদিন দীর্ঘকর্ণ নামে এক বিড়াল পাখির বাচ্চাদের খেতে সেখানে এলো। তারপর তাকে আসতে দেখে ভয়ার্ত পাখির বাচ্চাগুলি কোলাহল করতে লাগল।

আরোও দেখুন

Leave a Comment