সংস্কৃত ধাতুরূপ দৃশ্-পরস্মৈপদী

পরস্মৈপদী সংস্কৃত ধাতুরূপ দৃশ্ ধাতুর সম্পূর্ণরূপ, সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ধাতুরূপ দৃশ্

সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দৃশ্ ধাতুরূপটির সম্পূর্ণ বাংলা ও দেবনাগরী লিপিতে রূপ, সঠিক নির্ণয় পদ্ধতি ও সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ ধাতুর বাংলা অর্থ

গম্ ধাতুর বাংলা অর্থ হল- দেখা

সংস্কৃত দৃশ্ ধাতুর রূপ তৈরি করার পদ্ধতি

প্রথমতঃ

তিঙ্ বিভক্তির আকৃতি ভালোভাবে তৈরী করতে হবে।

দ্বিতীয়তঃ

দৃশ্>পশ্য আদেশ হয়। এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লট্, লোট্, লঙ্ (মনে রাখবে লঙ্ ল-কারের রূপের আগে অ রোগ করতে হয়), বিধিলিঙ্ ল-কারের রূপ করতে হবে।

তৃতীয়তঃ

দৃশ্>দ্রক্ আদেশ হয় এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লৃট্ ল-কারের রূপ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে স্ ষ্ হবে ষত্ব-বিধানের নিয়ম অনুযায়ী।

চতুর্থতঃ

লিট্ ল-কারের রূপ তিঙ্ বিভক্তির আকৃতি অনুসারে ভালোভাবে তৈরী করতে হবে।

সংস্কৃত ধাতুরূপ দৃশ্-এর সম্পূর্ণরূপ (বাংলা অক্ষরে)

দৃশ্ (দেখা) পরস্মৈপদী
লট্ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একপশ্যতি পশ্যসি পশ্যামি
দ্বি পশ্যতঃ পশ্যথঃ পশ্যাবঃ
বহু পশ্যন্তি পশ্যথ পশ্যামঃ
লোট্ (আদেশ, অনুরোধ)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একপশ্যতু পশ্য পশ্যানি
দ্বি পশ্যতাম্ পশ্যতম্ পশ্যাব
বহু পশ্যন্তু পশ্যত পশ্যাম
লঙ্ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একঅপশ্যৎ অপশ্যঃ অপশ্যম্
দ্বি অপশ্যতাম্ অপশ্যতম্ অপশ্যাব
বহু অপশ্যন্ অপশ্যত অপশ্যাম
বিধিলিঙ্ (উচিৎ অর্থে)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একপশ্যেৎপশ্যেঃ পশ্যেয়ম্
দ্বিপশ্যেতাম্ পশ্যেতম্ পশ্যেব
বহুপশ্যেয়ুঃ পশ্যেত পশ্যেম
লৃট্ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একদ্রক্ষ্যতি দ্রক্ষ্যসি দ্রক্ষ্যামি
দ্বি দ্রক্ষ্যতঃ দ্রক্ষ্যথঃ দ্রক্ষ্যাবঃ
বহু দ্রক্ষ্যন্তি দ্রক্ষ্যথ দ্রক্ষ্যামঃ
লিট্ (পরোক্ষ অতীত)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একদদর্শ দদর্শিথ, দদ্রষ্ঠ দদর্শ
দ্বি দদৃশতুঃ দদৃশথুঃদদৃশিব
বহু দদৃশুঃ দদৃশ দদৃশিম

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ থেকে অনুবাদ

লট্-লকারের প্রয়োগ

1.ছেলেটি পাখি দেখছে

উত্তরঃ- বালকঃ বিহগং পশ্যতি

2.আমি গাছ দেখছি

উত্তরঃ- অহং বৃক্ষং পশ্যামি

লোট্-লকারের প্রয়োগ

1.তুমি মেয়েটিকে দেখ

উত্তরঃ- ত্বং বালিকাং পশ্য

লঙ্-লকারের প্রয়োগ

1.তোমরা একটি সাপ দেখেছিলে

উত্তরঃ- যূয়ম্ একং সর্পম্ অপশ্যত

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ থেকে সঠিক ধাতুরূপ নির্ণয়

1.দৃশ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন

উত্তরঃ- পশ্য

2.দৃশ্ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ বহুবচন

উত্তরঃ- অপশ্যত

3.দৃশ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন

উত্তরঃ- দদর্শ

4.দৃশ্ ধাতুর লৃট্ উত্তম পুরুষ একবচন

উত্তরঃ- দ্রক্ষ্যামি

5.দৃশ্ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচন

উত্তরঃ- পশ্যতি

অন্যান্য ধাতুরূপ

ভূ, গম্, ক্রন্দ্

প্রত্যয় দিয়ে অনুবাদ সম্পর্কে জানতে Click here => সংস্কৃত ব্যাকরণ

Leave a Comment