পরস্মৈপদী সংস্কৃত ধাতুরূপ বদ্ ধাতুর সম্পূর্ণরূপ, সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |
Table of Contents
সংস্কৃত ধাতুরূপ বদ্
সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বদ্ ধাতুরূপটির সম্পূর্ণ বাংলা ও দেবনাগরী লিপিতে রূপ, সঠিক নির্ণয় পদ্ধতি ও সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |
সংস্কৃত ধাতুরূপ বদ্ ধাতুর বাংলা অর্থ
বদ্ ধাতুর বাংলা অর্থ হল- বলা
সংস্কৃত বদ্ ধাতুর রূপ তৈরি করার পদ্ধতি
প্রথমতঃ
তিঙ্ বিভক্তির আকৃতি ভালোভাবে তৈরী করতে হবে।
দ্বিতীয়তঃ
বদ্>বদ্ আদেশ হয়। এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লট্, লোট্, লঙ্ (মনে রাখবে লঙ্ ল-কারের রূপের আগে অ রোগ করতে হয়), বিধিলিঙ্ ল-কারের রূপ করতে হবে।
তৃতীয়তঃ
বদ্>বদি আদেশ হয় এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লৃট্ ল-কারের রূপ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে স্ ষ্ হবে ষত্ব-বিধানের নিয়ম অনুযায়ী।
চতুর্থতঃ
লিট্ ল-কারের রূপ তিঙ্ বিভক্তির আকৃতি অনুসারে ভালোভাবে তৈরী করতে হবে।
সংস্কৃত ধাতুরূপ বদ্-এর সম্পূর্ণরূপ (বাংলা অক্ষরে)
বদ্ (বলা) পরস্মৈপদী |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | বদতি | বদসি | বদামি |
দ্বি | বদতঃ | বদথঃ | বদাবঃ |
বহু | বদন্তি | বদথ | বদামঃ |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | বদতু | বদ | বদানি |
দ্বি | বদতাম্ | বদতম্ | বদাব |
বহু | বদন্তু | বদত | বদাম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | অবদৎ | অবদঃ | অবদম্ |
দ্বি | অবদতাম্ | অবদতম্ | অবদাব |
বহু | অবদন্ | অবদত | অবদাম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | বদেৎ | বদেঃ | বদেয়ম্ |
দ্বি | বদেতাম্ | বদেতম্ | বদেব |
বহু | বদেয়ুঃ | বদেত | বদেম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | বদিষ্যতি | বদিষ্যসি | বদিষ্যামি |
দ্বি | বদিষ্যতঃ | বদিষ্যথঃ | বদিষ্যাবঃ |
বহু | বদিষ্যন্তি | বদিষ্যথ | বদিষ্যামঃ |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | উবাদ | ঊবদিথ | উবাদ, উবদ |
দ্বি | ঊদতুঃ | ঊদথুঃ | ঊদিব |
বহু | ঊদুঃ | ঊদ | ঊদিম |
সংস্কৃত ধাতুরূপ দৃশ্ থেকে সঠিক ধাতুরূপ নির্ণয়
1.বদ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ বহুবচন
উত্তরঃ- বদাম
2.বদ্ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ একবচন
উত্তরঃ- অবদঃ
3.বদ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন
উত্তরঃ- উবাদ
4.বদ্ ধাতুর লৃট্ উত্তম পুরুষ দ্বিবচন
উত্তরঃ- বদিষ্যাবঃ
5.বদ্ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচন
উত্তরঃ- বদতি