সংস্কৃত ধাতুরূপ বদ্-পরস্মৈপদী

পরস্মৈপদী সংস্কৃত ধাতুরূপ বদ্ ধাতুর সম্পূর্ণরূপ, সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ধাতুরূপ বদ্

সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বদ্ ধাতুরূপটির সম্পূর্ণ বাংলা ও দেবনাগরী লিপিতে রূপ, সঠিক নির্ণয় পদ্ধতি ও সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ধাতুরূপ বদ্ ধাতুর বাংলা অর্থ

বদ্ ধাতুর বাংলা অর্থ হল- বলা

সংস্কৃত বদ্ ধাতুর রূপ তৈরি করার পদ্ধতি

প্রথমতঃ

তিঙ্ বিভক্তির আকৃতি ভালোভাবে তৈরী করতে হবে।

দ্বিতীয়তঃ

বদ্>বদ্ আদেশ হয়। এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লট্, লোট্, লঙ্ (মনে রাখবে লঙ্ ল-কারের রূপের আগে অ রোগ করতে হয়), বিধিলিঙ্ ল-কারের রূপ করতে হবে।

তৃতীয়তঃ

বদ্>বদি আদেশ হয় এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লৃট্ ল-কারের রূপ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে স্ ষ্ হবে ষত্ব-বিধানের নিয়ম অনুযায়ী।

চতুর্থতঃ

লিট্ ল-কারের রূপ তিঙ্ বিভক্তির আকৃতি অনুসারে ভালোভাবে তৈরী করতে হবে।

সংস্কৃত ধাতুরূপ বদ্-এর সম্পূর্ণরূপ (বাংলা অক্ষরে)

বদ্ (বলা) পরস্মৈপদী
লট্ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবদতি বদসি বদামি
দ্বি বদতঃবদথঃ বদাবঃ
বহু বদন্তি বদথ বদামঃ
লোট্ (আদেশ, অনুরোধ)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবদতুবদ বদানি
দ্বি বদতাম্ বদতম্ বদাব
বহু বদন্তু বদত বদাম
লঙ্ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একঅবদৎ অবদঃ অবদম্
দ্বি অবদতাম্ অবদতম্ অবদাব
বহু অবদন্ অবদত অবদাম
বিধিলিঙ্ (উচিৎ অর্থে)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবদেৎবদেঃ বদেয়ম্
দ্বিবদেতাম্ বদেতম্ বদেব
বহুবদেয়ুঃ বদেত বদেম
লৃট্ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবদিষ্যতি বদিষ্যসি বদিষ্যামি
দ্বিবদিষ্যতঃ বদিষ্যথঃ বদিষ্যাবঃ
বহুবদিষ্যন্তি বদিষ্যথ বদিষ্যামঃ
লিট্ (পরোক্ষ অতীত)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একউবাদঊবদিথউবাদ, উবদ
দ্বিঊদতুঃঊদথুঃঊদিব
বহুঊদুঃঊদঊদিম

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ থেকে সঠিক ধাতুরূপ নির্ণয়

1.বদ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ বহুবচন

উত্তরঃ- বদাম

2.বদ্ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ একবচন

উত্তরঃ- অবদঃ

3.বদ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন

উত্তরঃ- উবাদ

4.বদ্ ধাতুর লৃট্ উত্তম পুরুষ দ্বিবচন

উত্তরঃ- বদিষ্যাবঃ

5.বদ্ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচন

উত্তরঃ- বদতি

Leave a Comment