উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ সাজেশন ২০২৪ এবছরের উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের নিরীখে দেওয়া হল -H.S. Sanskrit Grammar Suggestion – 2024

Table of Contents

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ সাজেশন ২০২৪ উচ্চ মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার ব্যাকরণের সাজেশন হিসাবে নিম্নে বর্ণিত প্রশ্নগুলি গ্রহণ করা হয়েছে। যা 2024 সালে উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য হিসাবে তুলে ধরা হল উত্তর সহ।

যে Topic গুলি থেকে এবছর প্রশ্ন থাকবে তার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ সাজেশন – 2024 (H.S. Sanskrit Grammar Suggestion – 2024) প্রস্তুত করা হল ।

SYLLABUS AND PATTERN

বিষয়নাম্বার বিভাজন
কারক-বিভক্তি নির্ণয়1×3=3
ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়2×2=4
শব্দযুগলের অর্থপার্থক্য1×2=2
এককথায় প্রকাশ1×3=3
পরিনিষ্ঠিত রূপ1×3=3
অনুচ্ছেদ রচনা5×1=5
বাংলা থেকে সংস্কৃত অনুবাদ5×1=5
Sanskrit Grammar Syllabus

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ কারক বিভক্তি সাজেশন ২০২৪

প্রথমা বিভক্তির উদাহরণ

১. বালকঃ অঙ্গনে ক্রীড়তি ।

উত্তরঃ- এখানে ‘বালকঃ’ পদটিতে স্বতন্ত্র কর্তায় বা কর্তৃ কারক – এ প্রথমা বিভক্তি হয়েছে।

দ্বিতীয়া বিভক্তির উদাহরণ

শিশুঃ শয্যাম্ অধিশেতে।

উত্তরঃ- এখানে ‘শয্যাম্’ পদটিতে ‘অধি’ পূর্বক ‘শী’ ধাতুর আধারে কর্ম কারক -এ দ্বিতীয়া বিভক্তি হয়েছে ।

বালকঃ মাসং ব্যাকরণমধীতে ।

উত্তরঃ- এখানে ‘মাসম্’ পদটিতে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়েছে ।

মন্দং বহতি পবনঃ ।

উত্তরঃ- এখানে ‘মন্দম্’ পদটিতে ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

বালকঃ চন্দ্রং পশ্যতি ।

উত্তরঃ- এখানে ‘চন্দ্রম্’ পদটিতে ঈপ্সিততমকর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

শ্রমং বিনা বিদ্যা ন ভবতি ।

উত্তরঃ- এখানে ‘শ্রমম্’ পদটিতে ‘বিনা’ শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

মুনিঃ তপোবনম্ উপবসতি ।

উত্তরঃ- এখানে ‘তপোবনম্’ পদটিতে ‘উপ’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

ভিক্ষুকঃ চক্ষুষা কাণঃ ।

বনম্ অধিবসতি মুনিঃ ।

উত্তরঃ- এখানে ‘বনম্’ পদটিতে ‘অধি’ পূর্বক ‘বস্’ ধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

তৃতীয়া বিভক্তির উদাহরণ

বৃদ্ধা শোকেন ক্রন্দতি ।

উত্তরঃ- এখানে ‘শোকেন’ পদটিতে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।

ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ ।

উত্তরঃ- এখানে ‘পাদেন’ পদটিতে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে।

রামেণ সহ গচ্ছতি সীতা ।

উত্তরঃ- এখানে ‘রামেণ’ পদটিতে ‘সহ’ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে।

উত্তরঃ- এখানে ‘চক্ষুষা’ পদটিতে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে।

জটাভিঃ তাপসম্ অপশ্যম্ ।

উত্তরঃ- এখানে ‘জটাভিঃ’ পদটিতে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে।

চতুর্থী বিভক্তির উদাহরণ

যূপায় দারু ।

উত্তরঃ- এখানে ‘যূপায়’ পদটিতে তাদর্থ্যে চতুর্থী বিভক্তি হয়েছে।

সাধবে রোচতে ধর্মম্ ।

উত্তরঃ- এখানে ‘সাধবে’ পদটিতে ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক -এ চতুর্থী বিভক্তি হয়েছে।

শিশবে রোচতে মিষ্টম্ ।

উত্তরঃ- এখানে ‘শিশবে’ পদটিতে ‘রুচ্’ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে।

পঞ্চমী বিভক্তির উদাহরণ

বৃক্ষাৎ পত্রাণি পতন্তি ।

উত্তরঃ- এখানে “ধ্রুবমপায়েহপাদানম্” সূত্রানুসারে অপাদান কারক -এ পঞ্চমী বিভক্তি হয়েছে।

প্রাসাদাৎ পশ্যতি রাজা ।

উত্তরঃ- এখানে ‘প্রাসাদাৎ’ পদটিতে ল্যপ্ লোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে।

বীজাৎ অঙ্কুরঃ জায়তে ।

উত্তরঃ- এখানে ‘বীজাৎ’ পদটিতে “জনিকর্তুঃ প্রকৃতিঃ” সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে।

ষষ্ঠী বিভক্তির উদাহরণ

ধার্মিকঃ দরিদ্রস্য দয়তে ।

উত্তরঃ- এখানে ‘দরিদ্রস্য’ পদটিতে ‘দয়্’ ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে।

সপ্তমী বিভক্তির উদাহরণ

সমাগতে বসন্তে কোকিলাঃ কূজন্তি ।

উত্তরঃ- এখানে ‘বসন্তে’ পদটিতে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে।

করে ধৃত্বা স মাং প্রাহ ।

উত্তরঃ- এখানে ‘করে’ পদটিতে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে।

পর্বতেষু হিমালয়ঃ ।

উত্তরঃ- এখানে ‘পর্বতেষু’ পদটিতে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে।

রুদতি পুত্রে পিতা গৃহং ত্যজতি ।

উত্তরঃ- এখানে ‘পুত্রে’ পদটিতে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ ব্যাসবাকসহ সমাস সাজেশন ২০২৪

অব্যয়ীভাব সমাসের উদাহরণ 

  • 1. যথাশক্তি = শক্তিম্ অনতিক্রম্য (অব্যয়ীভাব সমাস)।
  • 2. উপকৃষ্ণম্ = কৃষ্ণস্য সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 3. উপবনম্ = বনস্য সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 4. যথাবিধি = বিধিম্ অনতিক্রম্য (অব্যয়ীভাব সমাস)।
  • 5. অনুগঙ্গম্ = গঙ্গায়াঃ পশ্চাৎ (অব্যয়ীভাব সমাস)।
  • 6. নির্মক্ষিকম্ = মক্ষিকাণাম্ অভাবঃ (অব্যয়ীভাব সমাস)।
  • 7. দুর্ভিক্ষম্ = ভিক্ষায়াঃ অভাবঃ (অব্যয়ীভাব সমাস)।
  • 8. প্রত্যহম্ = অহনি অহনি (অব্যয়ীভাব সমাস)।
  • 9. প্রতিদিনম্ = দিনং দিনম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 10. উপশরদম্ = শরদঃ সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 11. উপগঙ্গম্ = গঙ্গায়াঃ সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 12. অনুগিরম্ / অনুগিরি = গিরেঃ পশ্চাৎ (অব্যয়ীভাব সমাস)।
  • 13. প্রতিদিশম্ = দিশি দিশি (অব্যয়ীভাব সমাস)।
  • 14. অন্বক্ষম্ = অক্ষ্ণোঃ পশ্চাৎ (অব্যয়ীভাব সমাস)।
  • 15. ত্রিমুনি = ত্রয়ঃ মুনয়ঃ বংশ্যাঃ (অব্যয়ীভাব সমাস)।
  • 16. উপরাজম্ = রাজ্ঞঃ সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
  • 17. অনুশিবম্ = শিবস্য পশ্চাৎ (অব্যয়ীভাব সমাস)।
  • 18. নির্জনম্ = জনানাম্ অভাবঃ (অব্যয়ীভাব সমাস)।

তৎপুরুষ সমাসের উদাহরণ

  • 1. শরণাগতঃ = শরণম্ আগতঃ (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
  • 2. শরণাপন্নঃ = শরণম্ আপন্নঃ (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
  • 3. সুখাপন্নঃ = সুখম্ আপন্নঃ (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
  • 4. বৃক্ষারূঢ়ঃ = বৃক্ষম্ আরূঢ়ঃ (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
  • 5. পিতৃসমঃ = পিত্রা সমঃ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
  • 6. বিদ্যাহীনঃ = বিদ্যয়া হীনঃ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
  • 7. অগ্নিদগ্ধঃ = অগ্নিনা দগ্ধঃ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
  • 8. শরবিদ্ধঃ = শরেণ বিদ্ধঃ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
  • 9. যূপদারু = যূপায় দারু (চতুর্থী তৎপুরুষ সমাস)।
  • 10. ব্যাঘ্রভয়ম্ = ব্যাঘ্রাৎ ভয়ম্ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
  • 11. চৌরভয়ম্ = চৌরাৎ ভয়ম্ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
  • 12. সিংহভয়ম্ = সিংহাৎ ভয়ম্ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
  • 13. মেঘমুক্তঃ = মেঘাৎ মুক্তঃ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
  • 14. সুখাপেতঃ = সুখাৎ অপেতঃ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
  • 15. রামানুজঃ = রামস্য অনুজঃ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 16. ভীষ্মজননী = ভীষ্মস্য জননী (ষষ্ঠী তৎপুরুষ সমাস)‍‍।
  • 17. রাজপথঃ = পথাং রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)‍‍।
  • 18. রাজহংসঃ = হংসানাং রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)‍‍।
  • 19. রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)‍‍।
  • 20. কৃষ্ণসখঃ = কৃষ্ণস্য সখা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 21. বৃক্ষচ্ছায়ম্ = বৃক্ষাণাং ছায়া (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 22. বৃক্ষচ্ছায়া = বৃক্ষস্য ছায়া (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 23. উদ্বেলঃ = উৎক্রান্তঃ বেলাম্ (প্রাদি তৎপুরুষ)।
  • 24. তরুচ্ছায়ম্ = তরূণাং ছায়া (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 25. দৈত্যারিঃ = দৈত্যস্য / দৈত্যানাম্ অরিঃ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 26. বৃক্ষশাখা = বৃক্ষাণাং শাখাঃ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 27. স্ত্রীসভম্ = স্ত্রীণাং সভা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 28. স্ত্রীসভা = স্ত্রীণং সভা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।
  • 29. কর্মকুশলঃ = কর্মণি কুশলঃ (সপ্তমী তৎপুরুষ সমাস)।
  • 30. তর্কপণ্ডিতঃ = তর্কে পণ্ডিতঃ (সপ্তমী তৎপুরুষ সমাস)।
  • 31. দানবীরঃ = দানে বীরঃ (সপ্তমী তৎপুরুষ সমাস)।
  • 32. যুধিষ্ঠিরঃ = যুধি স্থিরঃ (অলুক্ সপ্তমী তৎপুরুষ সমাস)।
  • 33. কুম্ভকারঃ = কুম্ভং করোতি যঃ সঃ (উপপদ তৎপুরুষ সমাস)।                                
  • 34. পঙ্কজম্ = পঙ্কে জায়তে যৎ তৎ (উপপদ তৎপুরুষ সমাস)।
  • 35. জলদঃ = জলং দদাতি যঃ সঃ (উপপদ তৎপুরুষ সমাস)।
  • 36. প্রিয়ংবদা = প্রিয়ং বদতি যা সা (উপপদ তৎপুরুষ সমাস)।
  • 37. জলদঃ = জলং দদাতি যঃ সঃ (উপপদ তৎপুরুষ সমাস)।
  • 38. গৃহস্থঃ = গৃহে তিষ্ঠতি যঃ সঃ‌ (উপপদ তৎপুরুষ সমাস)।
  • 39. অসুখম্ = ন সুখম্ (নঞ্ তৎপুরুষ সমাস)।
  • 40. অসুরঃ = ন সুরঃ (নঞ্ তৎপুরুষ সমাস)।
  • 41. কদন্নম্ = কুৎসিতম্ অন্নম্ (কু-তৎপুরুষ সমাস)।
  • 42. কিংপ্রভুঃ = কুৎসিতঃ প্রভুঃ (কু-তৎপুরুষ সমাস)। 
  • 43. কিংসখা = কুৎসিতঃ সখা (কু-তৎপুরুষ সমাস) ।

দ্বন্দ্ব সমাসের উদাহরণ

  • 1. অগ্নীষোমৌ = অগ্নিশ্চ সোমশ্চ (ইতরেতর দ্বন্দ্ব সমাস)।
  • 2. রাত্রিন্দিবম্ = রাত্রৌ চ দিবা চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।
  • 3. বাঙ্মানসে = বাক্ চ মনশ্চ (ইতরেতর দ্বন্দ্ব সমাস)।
  • 4. মিত্রাবরুণৌ = মিত্রশ্চ বরুণশ্চ (ইতরেতর দ্বন্দ্ব সমাস)।
  • 5. হরিহরৌ = হরিশ্চ হরশ্চ (ইতরেতর দ্বন্দ্ব সমাস)।
  • 6. জায়াপতী / দম্পতী / জম্পতী = জায়া চ পতিশ্চ (ইতরেতর দ্বন্দ্ব সমাস)।
  • 7. পাণিপাদম্ = পাণী চ পাদৌ চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।
  • 8. অহিনকুলম্ = অহয়শ্চ নকুলাশ্চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।
  • 9. নক্তন্দিবম্ = নক্তং চ দিবা চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।
  • 10. বাঙ্মনসম্ = বাক্ চ মনশ্চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।
  • 11. অহর্নিশম্ = অহয়শ্চ নিশা চ (সমাহার দ্বন্দ্ব সমাস)।

বহুব্রীহি সমাসের উদাহরণ

  • 1. চক্রপাণিঃ = চক্রং পাণৌ যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 2. নীলকণ্ঠঃ = নীলঃ কণ্ঠে যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 3. সীতাজানিঃ = সীতা জায়া যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 4. যুবজানিঃ = যুবতিঃ জায়া যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 5. প্রিয়জানিঃ = প্রিয়া জায়া যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 6. স্থিরবুদ্ধিঃ = স্থিরা বুদ্ধিঃ যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 7. পীতাম্বরঃ = পীতম্ অম্বরং যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 8. সপুত্রঃ = পুত্রেণ সহ বর্তমানঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 9. ক্ষণজন্মা = ক্ষণে জন্মঃ যস্য সঃ (ব্যধিকরণ বহুব্রীহি সমাস)।
  • 10. দশাননঃ = দশ আননানি যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 11. গজাননঃ = গজস্য আননম্ যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 12. পঞ্চষা = পঞ্চ বা ষট্ বা (বহুব্রীহি সমাস)‍‍।
  • 13. প্রিয়সখা = প্রিয়ঃ সখা যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 14. নীলাম্বরঃ = নীলম্ অম্বরং যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 15. বহুব্রীহি = বহবঃ ব্রীহয়ঃ যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 16. নদীমাতৃকঃ = নদী মাতা যস্য সঃ (বহুব্রীহি সমাস)‍‍।
  • 17. মহামতিঃ = মহতী মতিঃ যস্য সঃ (বহুব্রীহি সমাস)।
  • 18. গাণ্ডীবধন্বা / গাণ্ডীবধনুঃ = গাণ্ডীবং ধনু যস্য সঃ (বহুব্রীহি সমাস)।
  • 19. দ্বিত্রাঃ = দ্বৌ বা ত্রয়ো বা (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)।
  • 20. কেশাকেশি = কেশেষু কেশেষু আকৃষ্য যৎ যুদ্ধং প্রবৃত্তম্ (ব্যাতিহার বহুব্রীহি সমাস)।
  • 21. হস্তাহস্তি = হস্তাভ্যাং হস্তাভ্যাং প্রহৃত্য ইদং যুদ্ধং প্রবৃত্তম্ (ব্যাতিহার বহুব্রীহি সমাস)।
  • 22. দণ্ডাদণ্ডি = দণ্ডৈশ্চ দণ্ডৈশ্চ প্রহৃত্য ইদং যুদ্ধং প্রবৃত্তম্ (ব্যাতিহার বহুব্রীহি সমাস)।

কর্মধারয় সমাসের উদাহরণ

  • 1. হৃষ্টপুষ্টঃ = যঃ হৃষ্টঃ সঃ পুষ্টঃ (কর্মধারয় সমাস)।
  • 2. স্নাত্নানুলিপ্তঃ = পূর্বং স্নাতঃ পশ্চাৎ অনুলিপ্তঃ (কর্মধারয় সমাস)।
  • 3. কিম্প্রভুঃ = কুৎসিতঃ প্রভুঃ (কর্মধারয় সমাস)।
  • 4. নীলোৎপলম্ = নীলম্ উৎপলম্ (কর্মধারয় সমাস)।
  • 5. মহারাজঃ = মহান্ রাজা (কর্মধারয় সমাস)।
  • 6. নীললোহিতঃ = নীলশ্চাসৌ লোহিতশ্চেতি (কর্মধারয় সমাস)।
  • 7. রাজর্ষিঃ = যঃ রাজা সঃ ঋষিঃ (কর্মধারয় সমাস)।
  • 8. মহর্ষিঃ = মহান্ ঋষিঃ (কর্মধারয় সমাস)।
  • 9. তুষারশীতলঃ = তুষারঃ ইব শীতলঃ (উপমান কর্মধারয় সমাস)।
  • 10. রজতশুভ্রঃ = রজতঃ ইব শুভ্রঃ (উপমান কর্মধারয়)।
  • 11. তুষারধবলম্ = তুষারঃ ইব ধবলম্ (উপমান কর্মধারয় সমাস)।
  • 12. শঙ্ঘধবলঃ = শঙ্ঘঃ ইব ধবলঃ (উপমান কর্মধারয় সমাস)।
  • 13. শৈলোন্নতঃ = শৈলঃ ইব উন্নতঃ (উপমান কর্মধারয় সমাস)।
  • 14. সিংহাসনম্ = সিংহ: চিহ্নিতম্ আসনম্ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।                            
  • 15. ছায়াতরুঃ = ছায়া প্রদানঃ তরুঃ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।          
  • 16. পদকমলম্ = পদঃ কমলম্ ইব (উপমিত কর্মধারয় সমাস)।
  • 17. নরসিংহঃ = নরঃ সিংহঃ ইব (উপমিত কর্মধারয় সমাস)।
  • 18. রাজসিংহঃ = রাজা সিংহঃ ইব (উপমিত কর্মধারয় সমাস)।
  • 19. পুরুষসিংহঃ = পুরুষঃ সিংহঃ ইব (উপমিত কর্মধারয় সমাস)।
  • 20. বিদ্যারত্নম্ = বিদ্যা এব রত্নম্ (রূপক কর্মধারয় সমাস)।
  • 21. শোকানলঃ = শোকঃ এব অনলঃ (রূপক কর্মধারয় সমাস)।

দিগু সমাসের উদাহরণ

  • 1. পঞ্চমকন্যা / পঞ্চমীকন্যা = পঞ্চানাং কন্যানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 2. ত্রিভুবনম্ = ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 3. ত্রিপদী = ত্রয়াণাং পদানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 4. পঞ্চবটী = পঞ্চানাং বটানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 5. পঞ্চতন্ত্র = পঞ্চানাং তন্ত্রাণাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 6. অষ্টাপদম্ = অষ্টানাং পদানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 7. ত্রিলোকী = ত্রয়াণাং লোকানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
  • 8. দ্বিগু = দ্বাভ্যাং গোভ্যাং ক্রীতঃ (তদ্ধিতার্থ দ্বিগু সমাস)।
  • 9. ষাণ্মাতুরঃ = ষণ্ণাং মাতৃ্ণাং সমাহারঃ (দ্বিগু সমাস)।

নিত্য সমাসের উদাহরণ

  • 1. গ্রামান্তরম্ = অন্যঃ গ্রামঃ (নিত্য সমাস)।
  • 2. দেশান্তরম্ = অন্যঃ দেশঃ (নিত্য সমাস)।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ শব্দযুগলের অর্থপার্থক্য সাজেশন ২০২৪

১.ছাত্রা (পাঠিকা)  ছাত্রা পঠতি

  ছাত্রী  (ছাত্রের স্ত্রী)  ছাত্রী ছাত্রেণ সহ বসতি

২.নীলা  (কৃত্রিম নীলবর্ণ)  নীলা শাটী রমণীয়া

  নীলী  (নীলবর্ণ গাছ)  মম উদ্যানে একঃ নীলীবৃক্ষঃ বিদ্যতে

৩.নিয়োগ্যঃ  (প্রভু)  নিয়োগ্যঃ ভৃত্যম্ আহ্বয়তি

  নিয়োজ্যঃ  (ভৃত্য)  নিয়োজ্যঃ কর্ম করোতি

৪.দেহি (দাও) দেহি মে পুস্তকম্

  দেহী (দেহধারী) দেহী দেহস্য যত্নং করোতি

৫.সর্বায়  (শিবকে)  সর্বায় নমঃ

 সর্বস্মৈ  (সকলকে)  সর্বস্মৈ প্রযচ্ছ

৬.কবরা  (বিচিত্রা)  কবরা ইয়ং পৃথিবী

 কবরী  (চুলের খোঁপা)  তস্যাঃ কবরী মনোহরা

৭.কিঙ্করা  (পরিচারিকা) কিঙ্করা কর্ম করোতি

 কিঙ্করী  (ভৃত্যের স্ত্রী) কিঙ্করী কিঙ্করং সেবতে

৮.গ্রহীতা  (গ্রহণ কারী)  নৃপঃ করগ্রহীতা

 গৃহীতা  (গ্রহণ করা হয়েছে) মম পূজা গৃহীতা

৯.অর্থী  (প্রার্থী) অর্থী ধনং যাচতে

 অর্থবান্ (ধনী) অর্থবান্ ধনং দদাতি

১০.স্বেষাম্ (নিজেদের) স্বেষাং দোষেণ কৌরবাঃ হতাঃ

  স্বানাম্ (আত্মীয়দের) স্বানাম রক্ষণং সর্বদা কার্যম্

১১.পুত্রীয়তি  (পুত্রের মতো দেখে)  শিক্ষকঃ ছাত্রং পুত্রীয়তি

  পুত্রায়তে  (পুত্রের মতো আচরণ করে) ছাত্রঃ শিক্ষকে পুত্রায়তে

১২. নিষ্ণাতঃ  (নিপুণ)  সঃ সংস্কৃতে নিষ্ণাতঃ

  নিস্নাতঃ (স্নান করছে এমন) নিস্নাতঃ বিপ্রঃ মন্দিরং প্রবিশতি

১৩.বর্ণী (ব্রহ্মচারী)  বর্ণী বনে তিষ্ঠতি

  বর্ণবান্  (রঙিন) বর্ণবান্ অয়ং পটঃ

১৪.বাক্যম্  (কথা)  তব বাক্যং মধুরম্

  বাচ্যম্  (বলা উচিত)  সদা সত্যং বাচ্যম্

১৫.বসিত্বা  (পরিধান করে)  বস্ত্রং বসিত্বা গৃহং গচ্ছ

  উষিত্বা  (বাস করে)  মিতা গ্রামে উষিত্বা

১৬.সূর্যা  (সূর্যের দেবতা স্ত্রী)  সূর্যা যমজননী

   সূরী  (সূর্যের মানবী স্ত্রী)  সূরী কর্ণজননী

১৭.স্থলা   (কৃত্রিম ভূমি)  ক্রীড়াস্থলা রমণীয়া

  স্থলী   (অকৃত্রিম ভূমি)  বনস্থলী রমণীয়া

১৮.সীমন্তঃ  ( সিঁথি )  সধবা সীমান্তে সিন্দুরং দদাতি

   সীমান্তঃ  ( শেষ সীমা )  সীমান্তঃ সৈনিকৈঃ রক্ষিতঃ

১৯.স্ত্রীসভম্ (স্ত্রী সম্মেলন) অদ্য অত্র স্ত্রীসভম্ ভবতি

  স্ত্রীসভা (স্ত্রী শালা) রম্যা ইয়ং স্ত্রীসভা

২০.ভ্রাতৃবৎ  (ভাইয়ের মতো)  সঃ মে ভ্রাতৃবৎ

  ভ্রাতৃমৎ  (ভাই আছে যার)  ভ্রাতৃমৎ মে মিত্রম্

২১. আহ্বয়তি  (ডাকে)  মাতা আহ্বয়তি

আহ্বয়তে  (স্পর্ধা পূর্বক ডাকে)  শত্রুঃ আহ্বয়তে

২২.আহন্তি  (অন্যকে আঘাত করে)  সঃ শ্বানম্ আহন্তি

  আহতে  (নিজেকে  আঘাত করে) সঃ স্বমস্তকম্ আহতে

২৩.ভোগ্যম্  (ভোগের যোগ্য)  তেন সুখং ভোগ্যম্

  ভোজ্যম্  (ভোজের যোগ্য)  মহৎ ভোজ্যম্ উপস্থিতম্

২৪.উত্তিষ্ঠতি   (উঠে)  নরঃ আসনাৎ উত্তিষ্ঠতি

  উত্তিষ্ঠতে  (যত্ন করে)  সঃ কর্মণি উত্তিষ্ঠতে

২৫.উদকীয়তি  (অন্য কারণে জল চায়) সঃ স্নানার্থম্ উদকীয়তি

  উদন্যতি  (পানের জন্য জল চায়)  তৃষ্ণার্তঃ উদন্যতি

২৬.উচ্চরতি   (উঠে)  ধূমঃ উচ্চরতি

  উচ্চরতে   (লঙ্ঘন করে)  শিষ্যঃ গুরুবাক্যম্ উচ্চরতে

২৭.যবনী  (যবনের স্ত্রী)  যবনী গৃহে তিষ্ঠতি

  যবানী   (দুষ্ট যব)  যবানী ন ভক্ষনীয়া

  যবনানী   (যবনদের লিপি)  যবনানী ময়া পঠিতা

২৮.যজতি   (পরের জন্য যজ্ঞ করে)  বিপ্রঃ যজমানায় যজতি

  যজতে   (নিজের জন্য যজ্ঞ করে)  ব্রাহ্মণঃ যজতে

২৯.জাতু (কখনও) ন জাতু মিথ্যা বদেৎ

  যাতু (যাও) ভবান্ গৃহং যাতু

৩০.মিত্রঃ  (সূর্য)  মিত্রঃ উদেতি

  মিত্রম্  (বন্ধু)  সঃ মে মিত্রম্

৩১. আদদাতি (বিস্তার করে) সিংহঃ মুখং আদদাতি

   আদত্তে (গ্রহণ করে) ছাত্রঃ শিক্ষকাৎ জ্ঞানং আদত্তে

৩২.শূদ্রা   (শূদ্র জাতীয়া নারী)  ইয়ং বালিকা জাত্যা শূদ্রা

   শূদ্রী   (শূদ্রের পত্নী)  শূদ্রী শূদ্রেণ সহ বসতি

৩৩.সঙ্গচ্ছতি   (মিলিত হয়)  গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি

   সঙ্গচ্ছতে   (যুক্তি যুক্ত) বৃদ্ধস্য বাক্যং সঙ্গচ্ছতে

৩৪.পাণিগৃহীতা(যে নারীর হাত ধরা হয়েছে)পাণিগৃহীতা বালিকা হসতি

   পাণিগৃহীতী  (বিবাহিতা স্ত্রী) সীতা রামস্য পাণিগৃহীতী

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ এককথায় প্রকাশ সাজেশন ২০২৪

  • ১. পাতুমিচ্ছতি = পিপাসতি।
  • ২. দাতুম্ ইচ্ছতি = দিৎসতি
  • ৩. লব্ধুম্ ইচ্ছতি = লিপ্সতে
  • ৪. জেতুম্ ইচ্ছতি = জিগীষতি
  • ৫. মাতা চ পিতা চ = মাতাপিতরৌ।
  • ৬. কর্তুম্ ইচ্ছতি = চিকীর্ষতি
  • ৭. আত্মনঃ পুত্রম্ ইচ্ছতি = পুত্রকাম্যতি/পুত্রীয়তি
  • ৮. হন্তুম্ ইচ্ছতি = জিঘাংসতি
  • ৯. দ্রষ্টুম্ ইচ্ছতি = দিদৃক্ষতে।
  • ১০. গন্তুম্ ইচ্ছামি = জিগমিষামি
  • ১১. গন্তুম্ ইচ্ছতি = জিগমিষতি
  • ১২. পঠিতুম্ ইচ্ছতি = পিপঠিষতি
  • ১৩. স্মর্তুম্ ইচ্ছতি = সুস্মূর্ষতে
  • ১৪. শ্রোতুম্ ইচ্ছতি = শুশ্রূষতে
  • ১৫. ভিক্ষায়াঃ অভাবঃ = দুর্ভিক্ষম্।
  • ১৬. বিঘ্নস্য অভাবঃ = নর্বিঘ্নম্
  • ১৭. পুনঃ পুনঃ গচ্ছতি = জঙ্গম্যতে।
  • ১৮. ভৃশং দীপ্যতে = দেদীপ্যতে
  • ১৯. ভৃশং পঠতি = পাপঠ্যতে
  • ২০. ভৃশং নৃত্যতি = নরীনৃত্যতে
  • ২১. পুনঃ পুনঃ নৃত্যন্তি = নরীনৃত্যন্তে
  • ২২. পুনঃ পুনঃ পিবন্তি = পেপীয়ন্তে
  • ২৩. পুনঃ পুনঃ জ্বলতি = জাজ্বল্যতে
  • ২৪. ধূমম্ উদ্বমতি = ধূমায়তে
  • ২৫. সুখম্ অনুভবতি = সুখায়তে
  • ২৬. কুটিলং গচ্ছতি = জঙ্গম্যতে।
  • ২৭. ঋষিণা প্রোক্তম্ = আর্ষম্।
  • ২৮. দ্বারে নিযুক্তঃ = দৌবারিকঃ।
  • ২৯. কুলে জাতঃ = কুলীনঃ।
  • ৩০. দশরথস্য অপত্যং পুমান্ = দাশরথিঃ।
  • ৩১. যদোঃ অপত্যং পুমান্ = যাদবঃ
  • ৩২. কুন্ত্যাঃ অপত্যং পুমান্ = কৌন্তেয়ঃ
  • ৩৩. ব্যাসস্য অপত্যং পুমান্ = বৈয়াসকিঃ
  • ৩৪. কন্যায়াঃ অপত্যম্ = কানীনঃ।
  • ৩৫. মনোঃ অপত্যম্ = মানবঃ
  • ৩৬. ব্যাকরণম্ অধীতে = বৈয়াকরণঃ।
  • ৩৭. ব্যাকরণম্ বেত্তি = বৈয়াকরণঃ।
  • ৩৮. ন্যায়ং বেত্তি যঃ সঃ = নৈয়ায়িকঃ
  • ৩৯. বাসং কৃত্বা = ঊষিত্বা।
  • ৪০. ভোজনং কৃত্বা = ভুক্ত্বা
  • ৪১. কুলে ভবঃ = কুলীনঃ।
  • ৪২. মৃদোঃ ভাবঃ = মার্দবম্
  • ৪৩. দ্বীপে ভবঃ = দ্বৈপায়নঃ।
  • ৪৪. ইন্দ্রঃ দেবতা অস্য = ঐন্দ্রঃ ।
  • ৪৫. জায়া চ পতিঃ চ = দম্পতী।
  • ৪৬. শিবস্য উপাসকঃ = শৈবঃ
  • ৪৭. বিষ্ণোঃ উপাসকঃ = বৈষ্ণবঃ
  • ৪৮. পিতা ইব আচরতি = পিত্রীয়তে।
  • ৪৯. পুত্রঃ ইব আচরতি = পুত্রায়তে
  • ৫০. পুত্রম্ ইব আচরতি = পুত্রীয়তি
  • ৫১. শিবস্য অপত্যং পুমান্ = শৈবঃ।
  • ৫২. কস্মিন্ কালে = কদা।
  • ৫৩. সর্বজনেভ্যঃ হিতম্ = সর্বজনীনম্
  • ৫৪. পিতুঃ ভ্রাতা = পিতৃব্যঃ
  • ৫৫. মাতুঃ পিতা = মাতামহঃ
  • ৫৬. অতিশয়েন বলবান্ = বলীয়ান্ বলবত্তরঃ
  • ৫৭. অয়ম্ অনয়োঃ অতিশয়েন প্রিয়ঃ = প্রেয়ান্/প্রিয়তরঃ
  • ৫৮. পুত্রেণ সহ বর্তমান = সপুত্রঃ
  • ৫৯. কুৎসিতো রাজা = কিংরাজা
  • ৬০. তপঃ করোতি = তপস্যতি
  • ৬১. তপশ্চরতি = তপস্যতি
  • ৬২. শব্দং করোতি = শব্দায়তে
  • ৬৩. নমঃ করোতি = নমস্যতি
  • ৬৪. কলহং করোতি = কলহায়তে
  • ৬৫. শ্রীরস্য অস্তি = শ্রীমান্
  • ৬৬. বন্ধূনাং সমূহঃ = বন্ধুতা
  • ৬৭. গজানাং সমূহঃ = গজতা ।
  • ৬৮. পূর্বস্মিন্ অহনি = পূর্বেদ্যুঃ।
  • ৬৯. বচনাদ্ অনন্তরম্ = উক্ত্বা
  • ৭০. উদকম্ অস্য অস্তি = উদকবান্
  • ৭১. শ্বশুরস্য স্ত্রী = শ্বশ্রূঃ
  • ৭২. আচার্যস্য পত্নী = আচার্যানী
  • ৭৩. সূর্যস্য দেবতা স্ত্রী = সূর্যা
  • ৭৪. সূর্যস্য মানবী স্ত্রী = সূরী
  • ৭৫. ইন্দ্রস্য পত্নী = ইন্দ্রাণী
  • ৭৬. মহৎ অরণ্যম্ = অরণ্যানী
  • ৭৭. নদী মাতা যস্য সঃ = নদীমাতৃকঃ
  • ৭৮. অন্যঃ গ্রামঃ  = গ্রামান্তরম্
  • ৭৯. ইক্ষূণাং ছায়া = ইক্ষুচ্ছায়ম্
  • ৮০. কুম্ভং করোতি যঃ সঃ = কুম্ভকারঃ
  • ৮১. অগ্নিশ্চ সোমশ্চ = অগ্নিষোমৌ
  • ৮২. পঞ্চ বা ষট্ বা = পঞ্চষাঃ।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ পরিনিষ্ঠিতরূপ সাজেশন ২০২৪

  • রাজন্ + ঙীপ্ = রাজ্ঞী
  • শর্ব + ঙীপ্ = শর্বাণী
  • গুরু + ইমনিচ্ = গরিমন্
  • বহু + ইমনিচ্ = ভূমন্
  • নীল + ইমনিচ্ = নীলিমন্
  • দীর্ঘ + ইমনিচ্ = দ্রাঘিমন্
  • মধুর + ইমনিচ্ = মধুরিমন্
  • সহ + শানচ্ = সহমান
  • কৃ + শানচ্ = কুর্বাণ
  • মৃ + শানচ্ = ম্রিয়মাণ
  • আস্ + শানচ্ = আসীন
  • শাস্ + ক্যপ্ = শিষ্য
  • গম্ + শতৃ = গচ্ছৎ
  • কৃ + শতৃ = কুর্বৎ
  • হা + শতৃ = জহৎ
  • জ্ঞা + শতৃ = জানৎ
  • বহ্ + তুমুন্ = বোঢ়ুম্
  • সেব্ + তুমুন্ = সেবিতুম্
  • সহ + তুমুন্ = সহিতুম্ / সোঢ়ুম্
  • দৃশ্ +তুমুন্ = দ্রষ্টুম্
  • শ্রু +তুমুন্ = শ্রোতুম্
  • নী +তুমুন্ = নেতুম্
  • উদক + মতুপ্ = উদকবৎ
  • বিদ্যুৎ + মতুপ্ = বিদ্যুত্বৎ
  • ধন + মতুপ্ = ধনবৎ
  • গুণ + মতুপ্ = গুণবৎ
  • জ্ঞান + মতুপ্ = জ্ঞানবৎ
  • রূপ + মতুপ্ = রূপবৎ
  • কারক + টাপ্ = কারিকা
  • শূদ্র + টাপ্ = শূদ্রা
  • বিনতা + ঢক্ = বৈনতেয়
  • পাণ্ডু + ঢক্ = পাণ্ডবেয়
  • সরমা + ঢক্ = সারমেয়
  • গঙ্গা + ঢক্ = গাঙ্গেয়
  • সূর্য + অণ্ = সৌর
  • ইলা + অণ্ = ঐল
  • তেজস্ + অণ্ = তৈজস
  • রঘু + অণ্ = রাঘব
  • ঋষি + অণ্ = আর্ষ
  • পৃথা + অণ্ = পার্থ
  • সুবর্ণ + অণ্ = সৌবর্ণ
  • ভৃগু + অণ্ = ভার্গব
  • দশরথ + অণ্ = দাশরথ
  • পা + সন্ + লট্ তি = পিপাসতি
  • দৃশ্ + সন্ + লট্ তে = দিদৃক্ষতে
  • গম্ + ণিচ্ + লট্ তি = গময়তি
  • পুত্র + কাম্যচ্ + লট্ তি = পুত্রকাম্যতি
  • নৃৎ + যঙ্ + লট্ তে = নরীনৃত্যতে
  • দৃশ্ + ক্ত্বাচ্ = দৃষ্ট্বা
  • গম্ + ক্ত্বাচ্ = গত্বা
  • ভূ + ক্ত্বাচ্ = ভূত্বা
  • বচ্ + ক্ত্বাচ্ = উক্ত্বা
  • বস্ + ক্ত্বাচ্ = ঊষিত্বা
  • লভ্ + ক্ত্বাচ্ = লব্ধ্বা
  • প্রশস্য + ঈয়সুন্ = শ্রেয়স্ / জ্যায়স্
  • দীর্ঘ + ঈয়সুন্ = দ্রাঘীয়স্
  • বহু + ঈয়সুন্ = ভূয়স্
  • বৃদ্ধ + ঈয়সুন্ = বর্ষীয়স্
  • লঘু + ঈয়সুন্ = লঘীয়স্
  • প্র-নম্ + ল্যপ্ = প্রণম্য / প্রণত্য
  • প্র- নি- পৎ + ল্যপ্ = প্রণিপত্য
  • অব-চি + ল্যপ্ = অবচিত্য
  • অধি-ই + ল্যপ্ = অধীত্য
  • আ-হ্বে + ল্যপ্ = আহূয়
  • প্র- বস্ + ল্যপ্ = প্রোষ্য
  • বি-জি+ল্যপ্ = বিজীত্য
  • হন্ + ক্ত = হত
  • অদ্ + ক্ত = জগ্ধ / অন্ন
  • পচ্ + ক্ত = পক্ব
  • ব্রূ / বদ্ / বচ্ + ক্ত = উক্ত
  • বহু + ইষ্ঠন্ = ভূয়িষ্ঠ
  • অল্প + ইষ্ঠন্ = অল্পিষ্ঠ / কনিষ্ঠ
  • যুবন্ + ইষ্ঠন্ = যবিন্ঠ
  • গুরু + ইষ্ঠন্ = গরিষ্ঠ
  • শী + তব্য = শয়িতব্য
  • জি + সন্ + উ = জিগীষু
  • ব্রূ + সন্ + উ = বিবক্ষু

বি: দ্র: অনুচ্ছেদ রচনার জন্য নিচে দেওয়া উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৪ দেখুন

বাংলা থেকে সংস্কৃত অনুবাদের জন্য দেখুন

আরোও দেখুন –

Leave a Comment