দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)

একাদশ শ্রেণীর পাঠ্য দশাবতারস্তোত্রম্ পদ্যাংশের দশটি স্তোত্র হতে অতি গুরুত্ত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তরগুলি (SAQ) দেওয়া হল।

একাদশ শ্রেণীর পাঠ্য দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর পাঠ্য পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর, দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর

দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)

তোমাদের পাঠ্য দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তরগুলি স্তোত্র অনুযায়ী পৃথকভাবে তুলে ধরা হল।

দশাবতারস্তোত্রম্ পদ্যাংশের প্রথম স্তোত্র হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)

১. ‘দশাবতারস্তোত্রম্’ -এর রচয়িতা কে?

উত্তর:- দশাবতারস্তোত্রম্-এর রচয়িতা হলেন কবি জয়দেব।

২. ‘দশাবতারস্তোত্রম্’ -এর উৎস গ্রন্থটির নাম কী?

উত্তর:- ‘দশাবতারস্তোত্রম্’ -এর উৎস গ্রন্থটির নাম হল কবি জয়দেব বিরচিত ‘গীতগোবিন্দম্’।

৩. ‘গীতগোবিন্দম্’ কাব্যে কটি সর্গ আছে?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ কাব্যে বারোটি সর্গ আছে।

৪. ‘গীতগোবিন্দম্’ কাব্যের প্রথম সর্গের নাম কী?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ কাব্যের প্রথম সর্গের নাম ‘সামোদদামোদরঃ’

৫. ‘গীতগোবিন্দম্’ কোন্ শ্রেণির গীতিকাব্য?

উত্তর:- ‘গীতগোবিন্দম্’ ভক্তিমূলক গীতিকাব্য।

৬. জয়দেব ছাড়া আর কোন্ কবি লক্ষ্মণসেনের সভা অলংকৃত করেছিলেন?

উত্তর:- জয়দেব ছাড়া কবি ধোয়ী লক্ষ্মণসেনের সভা অলংকৃত করেছিলেন।

৭. শ্রীকৃষ্ণের দশ অবতারের প্রথম অবতার কী?

উত্তর:- শ্রীকৃষ্ণের দশ অবতারের প্রথম অবতার হলেন মৎস্য।

৮. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্রলয় সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন?

উত্তর:- মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্রলয় সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন।

৯. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ প্রলয় সমুদ্রের থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন?

উত্তর:- বরাহ অবতারে শ্রীকৃষ্ণ প্রলয় সমুদ্রের থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন।

১০. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ নিজের পিঠে পৃথিবী ধারণ করেছিলেন?

উত্তর:- কূর্ম অবতারে শ্রীকৃষ্ণ নিজের পিঠে পৃথিবী ধারণ করেছিলেন।

১১. ‘কিণচক্র’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘কিণচক্র’ শব্দের অর্থ গোলাকার ক্ষতচিহ্ন।

১২. মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তরঃ- মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্লাবনের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন।

১৩. ‘বিহিতবহিত্রচরিত্রম্’ কথাটিতে ‘বহিত্র’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘বিহিতবহিত্রচরিত্রম্’ কথাটিতে ‘বহিত্র’ শব্দের অর্থ হল নৌকা।

১৪. কোন্ অবতারে বিশাল পৃষ্ঠদেশের কথা আছে?

উত্তর:- কূর্ম অবতারে বিশাল পৃষ্ঠদেশের কথা আছে।

১৫. কোন্ অবতারে দাঁতে করে পৃথিবী উদ্ধারের কথা আছে?

উত্তর:- বরাহ অবতারে দাঁতে করে পৃথিবী উদ্ধারের কথা আছে।

১৬. কোন্ অবতারে নৌকার কথা আছে?

উত্তর:- মৎস্য অবতারে নৌকার কথা আছে।

১৭. কার দশনশিখরে ধরণী লগ্না? [একাদশ বার্ষিক ২০১৬]

উত্তর:- শূকরের দশনশিখরে ধরণী লগ্না।

১৮. শ্রীজয়দেব রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর:- শ্রীজয়দেব রচিত গ্রন্থটির নাম ‘গীতগোবিন্দম্’।

১১. ‘গোবিন্দ’ বলতে কাকে বোঝানো হয়?

উত্তর:- ‘গোবিন্দ’ শব্দে শ্রীকৃষ্ণকে বোঝানো হয় শ্রীকৃষ্ণের এক নাম গোবিন্দ।

২০. দশাবতারস্তোত্রে শ্রীকৃষ্ণের কোন্ নামগুলি উল্লিখিত হয়েছে?

উত্তর:- দশাবতারস্তোত্রে শ্রীকৃষ্ণের ‘কেশব’, ‘জগদীশ’ এবং ‘হরি’ এই তিনটি নাম উল্লিখিত হয়েছে।

২১. কোন্ কোন্ অবতারে শ্রীকৃষ্ণ মানবেতর প্রাণীর রূপ ধারণ করেছিলেন?

উত্তর:- মৎস্য, কূর্ম ও বরাহ অবতারে শ্রীকৃষ্ণ মানবেতর প্রাণীর রূপ ধারণ করেছিলেন।

২২. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ দুটি জীবের মিলিত রূপ ধারণ করেছিলেন?

উত্তর : নরহরি বা নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ মানুষ ও সিংহের মিলিত রূপ ধারণ করেছিলেন।

২৩. ‘দশাবতারস্তোত্রম্’ -এর বিষয়বস্তু কী? [সংসদ নমুনা প্রশ্ন ]

উত্তর:- ‘দশাবতারস্তোত্রম্’ -এ শ্রীকৃষ্ণের দশটি রূপ বা অবতার বর্ণনা করা হয়েছে।

২৪. কবি জয়দেব কোন্ রাজার সভাকবি ছিলেন?

উত্তর:- কবি জয়দেব রাজা লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন।

২৫. জয়দেবের পিতা ও মাতার নাম কী?

উত্তর:- জয়দেবের পিতার নাম ভোজদেব ও মাতার নাম বামাদেবী।

২৬. বেদ কীভাবে রক্ষিত হয়েছিল? [সংসদ নমুনা প্রশ্ন ]

উত্তর:- প্রলয়কালে ভগবান বিষ্ণু মৎস্যের শরীর ধারণ করে (মীন অবতার) নৌকারূপী হয়ে সমুদ্রের জলে নিমজ্জিত হওয়া থেকে বেদকে রক্ষা করেছিলেন।

২৭. “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” কোন্ অবতার সম্বন্ধে বলা হয়েছে? (Class Xi Sanskrit Question Paper 2014)

উত্তর:- “প্রলয়পয়োধিজলে ধৃতবান্ অসি বেদম্” অংশে মীন বা মৎস্য অবতারের কথা বলা হয়েছে।

২৮. ‘ধৃতবাণসি বেদম্’ বেদগুলির নাম কী কী?

উত্তরঃ- বেদগুলির নাম— ঋক্, সাম, যজুঃ ও অথর্ব।

২৯. দশাবতারস্তোত্রম্ কোন্ গ্রন্থ থেকে সংগৃহীত?

উত্তরঃ- দশাবতারস্তোত্রম্ কবি জয়দেবের ‘গীতগোবিন্দম্’ নামক কাব্য থেকে সংগৃহীত।

৩০. শ্রীকৃষ্মের চতুর্থ অবতার কী?

উত্তর:- শ্রীকৃষ্ণের চতুর্থ অবতার হলেন নৃসিংহ |

৩১. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বলিকে ছলনা করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ বলিকে ছলনা করেছিলেন।

৩২. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন?

উত্তর:- নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন।

৩৩. শ্রীকৃষ্ণের সংহারমূর্তিধারী একটি অবতারের নাম করো।

উত্তর:- শ্রীকৃষ্ণের সংহারমূর্তিধারী একটি অবতারের নাম হল পরশুরাম।

৩৪. ভূপতি কে?

উত্তর:- ভূপতি হলেন ভৃগুর বংশধর পরশুরাম।

৩৫. অদ্ভুতবামন শব্দে বামনকে অদ্ভুত বলার কারণ কি?

উত্তর:- বামন প্রথমে খর্বাকৃতি হলেও পরে অদ্ভুতভাবে বিশাল আকৃতি ধারণ করেছিলেন, তাই তাঁকে অদ্ভুত বলা হয়েছে।

৩৬. নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- নৃসিংহ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপু নামে এক দৈত্যকে বধ করেছিলেন।

৩৭. বামন অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ বলি নামে এক দৈত্যকে ছলনা করেছিলেন।

৩৮. পরশুরাম অবতারে শ্রীকৃষ্ণ কী করেছিলেন?

উত্তর:- পরশুরাম অবতারে শ্রীকৃর ক্ষত্রিয়দের অত্যাচার থেকে পৃথিবীকে বাঁচিয়েছিলেন।

৩৯. দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ কার উদ্দেশ্যে বলা হয়েছে? (Class Xi Sanskrit Question Paper 2016)

উত্তর:- দলিতহিরণ্যকশিপুতনুভূঙ্গম্ বিন্নুর নরসিংহ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে।

৪০. কোন্ অবতার রাম অবতারের সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন?

উত্তর:- পরশুরাম অবতার রাম অবতারের সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন।

৪১. ‘বিক্রমণে’ পদের অর্থ কী?

উত্তর:- ‘বিক্রমণে’ পদের অর্থ হল ‘পা ফেলাতে’।

৪২. ‘স্নপয়সি’ পদের অর্থ কী?

উত্তর:- ‘স্নপয়সি’ পদের অর্থ হল ‘স্নান করিয়েছ’।

৪৩. “শ্বত! ধৃতনরহরিরূপ জয় জগদীশ হরে!” -এই অংশে দুটি অর্থে ‘হরি’ শব্দের ব্যবহার আছে। অর্থ দুটি কি কি?

উত্তর:- ‘নরহরি’ অংশে ‘হরি’ অর্থ সিংহ। ‘হরে’ হরি শব্দের সম্বোধনের রূপ এখানে হরি বলতে শ্রীকৃষ্মকে বোঝানো হয়েছে।

৪৪. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন?

উত্তর:- বামন অবতারে শ্রীকৃষ্ণ দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন।

৪৫. কোন্ অবতারকে ‘অদ্ভুত’ বলা হয়েছে?

উত্তর:- বামন অবতারকে অদ্ভুত বলা হয়েছে |

৪৬. কোন্ অবতারের নখকে ‘অদ্ভুত’ তীক্ষ্ণ বলা হয়েছে?

উত্তর:- নৃসিংহ অবতারের নখকে অদ্ভুত তীক্ষ্ণ বলা হয়েছে।

৪৭. ভগবান বামনরূপে কাকে ছলনা করেছিলেন?

উত্তর:- ভগবান বামনরূপে দৈত্যরাজ বলিকে ছলনা করেছিলেন।

৪৮. হিরণ্যকশিপুকে কে হত্যা করেছিলেন?

উত্তর:- নৃসিংহরূপধারী ভগবান শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন।

৪৯. “পয়সি পয়সি শমিতভবতাপম্” কোন্ অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে? (Class Xi Sanskrit Question Paper 2015)

উত্তর:- “পয়সি পয়সি শমিতভবতাপম্” উক্তিটি পরশুরাম অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে ।

৫০. “পদনখনীরজনিতজনপাবন” কোন্ অবতার সম্পর্কে বলা হয়েছে? (Class Xi Sanskrit Question Paper 2017)

উত্তর:- “পদনখনীরজনিতজনপাবন” এই উক্তিটি বামন অবতার সম্পর্কে বলা হয়েছে।

৫১. রাম অবতারে শ্রীকৃষ্ণ রাবণকে হত্যা করে তার দশটি মুণ্ড কাদের উপহার দিয়েছিলেন?

উত্তরঃ- রাম অবতারে শ্রীকৃষ্ণ রাবণকে হত্যা করে দশটি মুণ্ড দশজন দিকপতিকে উপহার দিয়েছিলেন।

৫২. বিষ্ণুর ষষ্ঠ অবতার কে?

উত্তর:- বিষ্ণুর ষষ্ঠ অবতার হলে বলরাম।

৫৩. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বেদের পশুবধের বিধানগুলির নিন্দা করেছিলেন?

উত্তর:- বুদ্ধ অবতারে শ্রীকৃষ্ণ বেদের পশুবধের বিধানগুলির নিন্দা করেছিলেন।

৫৪. বুদ্ধ অবতারে বিষ্ণু কী করেছিলেন?

উত্তর:- বুদ্ধ অবতারে বিষ্ণু বেদের পশুহত্যার নিয়মগুলির নিন্দা করেছিলেন।

৫৫. ‘दशमुखमौলি’ শব্দের অর্থ কী?

উত্তর:- দশমুখ শব্দের অর্থ রাবণ, মৌলি শব্দের অর্থ মুণ্ড। দুটি অর্থ মিলিয়ে সম্পূর্ণ অর্থ হল রাবণের মুন্ড

৫৬. ‘দিক্‌পতিকমনীয়ম্’ এখানে কমনীয় শব্দের অর্থ কী?

উত্তর:- ‘দিক্‌পতিকমনীয়ম্’ কথাটিতে কমনীয় শব্দের অর্থ আকাঙ্ক্ষিত।

৫৭. ‘দশমুখমৌলিবলি’ শব্দটি কোন্ অবতারের প্রসঙ্গে বলা হয়েছে?

উত্তর:- ‘দশমুখমৌলিবলি’ শব্দটি রাম অবতারের প্রসঙ্গে বলা হয়েছে।

৫৮. কোন্ অবতারে বেদ নিন্দার কথা আছে?

উত্তর:- বুদ্ধ অবতারে বেদ নিন্দার কথা আছে।

৫৯. ‘বলি’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘বলি’ শব্দের অর্থ হল উপহার।

৬০. ‘জলদাভম্’ পদের অর্থ কী?

উত্তর:- ‘জলদাভম্’ পদের অর্থ হল মেঘবর্ণ অর্থাৎ নীলবর্ণ।

৬১. “দশমুখমৌলিবলিমরমণীয়ম্” – এখানে কোন্ শব্দের অর্থ ‘উপহার’?

উত্তর:- উদ্ধৃতাংশের ‘বলি’ শব্দের অর্থ উপহার।

৬২. ‘দিকপতি’ কাদের বলা হয়?

উত্তরঃ- দশদিকের অধিপতি ইন্দ্র, অগ্নি, বরুণ, বায়ু, কুবের, ব্রহ্মা প্রমুখকে দিকপতি বলা হয়।

৬৩. কাকে, কেন ‘দশমুখ’ বলা হয়?

উত্তর:- রাক্ষসরাজ রাবণের দশটি মুখ ছিল বলে তাঁকে ‘দশমুখ’ বলা হয়।

৬৪. রাম রাবণকে বধ করে তাঁর দশটি মাথা কী করেছিলেন?

উত্তর:- রাম রাবণকে বধ করে তাঁর দশটি মাথা মুক্ত ইন্দ্রাদি দশজন দিকপতিকে উপহার দিয়েছিলেন।

৬৫. দশ অবতারের কোন্ রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয়?

উত্তর:- সদয় ও হৃদয়বান বুদ্ধ অহিংসার বাণী প্রচার করে জগতের মহৎ উপকার করেছিলেন বলে ভগবানের বুদ্ধ অবতারকেই আমার হৃদয়গ্রাহী বলে মনে হয়।

৬৬. ‘হলধরঃ’ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।

উত্তর:- ‘হলধরঃ’ – হলং ধরতি যঃ সঃ (উপপদ তৎপুরুষ)।

৬৭. বিষু কোন্ অবতারে ক্ষত্রিয় বধ করেছিলেন?

উত্তর:- পরশুরাম অবতারে বিষ্ণু পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করেছিলেন।

৬৮. কোন্ অবতারে শ্রীকৃষ্ণ তরবারি হতে ম্লেচ্ছদের নিধন করবেন?

উত্তর:- কল্কি অবতারে শ্রীকৃষ্ণ তরবারি হাতে ম্লেচ্ছদের নিধন করবেন।

৬৯. ‘করবাল’ শব্দের অর্থ কী?

উত্তর:- ‘করবাল’ শব্দের অর্থ হল খড়গ্ বা তরবারি।

৭০. শ্রীকৃষ্ণের শেষ অবতার কে?

উত্তর:- শ্রীকৃষ্ণের শেষ অবতার হলেন কল্কি।

৭১. ‘উদিতমুদারম্’ এখানে ‘উদিতম্’ পদের অর্থ কী?

উত্তর:- ‘উদিতমুদারম্’ এখানে উদিতম্ পদের অর্থ হল বাণী।

৭২. ‘কলয়সি’ পদের অর্থ কী?

উত্তর:- ‘কলয়সি’ পদের অর্থ হল ‘ধারণ করো’।

৭৩. কোন্ অবতারে তরবারির কথা আছে?

উত্তর:- কল্কি অবতারে তরবারির কথা আছে।

৭৪. শ্রীকৃষ্ণ কোন্ কোন্ অবতারে কোন্ দুই রাজাকে বধ করেছিলেন?

উত্তর:- শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে এবং রাম অবতারে রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন।

আরোও পড়ুন

Leave a Comment