দশাবতারস্তোত্রম্ বহুবৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

একাদশ শ্রেণীর পাঠ্য দশাবতারস্তোত্রম্ পদ্যাংশের দশটি স্তোত্র হতে অতি গুরুত্ত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তরগুলি (MCQ) দেওয়া হল।

একাদশ শ্রেণীর পাঠ্য দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণীর পাঠ্য পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর, দশাবতারস্তোত্রম্ পদ্যাংশ হতে ছোটো প্রশ্ন উত্তর

দশাবতারস্তোত্রম্ বহুবৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

১. সংস্কৃত কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?

  • (a) দু-ভাগে
  • (b) তিনভাগে
  • (c) চারভাগে
  • (d) পাঁচভাগে

উত্তর:- (a) দু-ভাগে।

২. সংস্কৃত কাব্যকে দু-ভাগে ভাগ করা যায়, সেগুলি কী কী?

  • (a) মহাকাব্য, খণ্ডকাব্য
  • (b) দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য
  • (c) গদ্যকাব্য, ঐতিহাসিক কাব্য
  • (d) গদ্যকাব্য, পদ্যকাব্য

উত্তর:- (b) দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য।

৩. যে কাব্য চোখে দেখা যায় তাকে কী কাব্য বলে?

  • (a) গদ্যকাব্য
  • (b) দৃশ্যকাব্য
  • (c) মহাকাব্য
  • (d) খণ্ডকাব্য

উত্তর:- (b) দৃশ্যকাব্য।

৪. যে কাব্য শুধু শোনা যায় তাকে সংস্কৃত পরিভাষায় কোন্ কাব্য বলে?

  • (a) ঐতিহাসিক কাব্য
  • (b) গদ্যকাব্য
  • (c) শ্রব্যকাব্য
  • (d) মহাকাব্য

উত্তর:- (c) শ্রব্যকাব্য।

৫. ভারতীয় সাহিত্যধারায় কোন্ কাব্য আগে হয়েছে?

  • (a) গদ্যকাব্য
  • (b) মহাকাব্য
  • (c) ঐতিহাসিক কাব্য
  • (d) শ্রব্যকাব্য

উত্তর:- (d) শ্রব্যকাব্য।

৬. সাধারণ দৃষ্টিতে গীতগোবিন্দ কোন শ্রেণির কাব্য?

  • (a) দৃশ্যকাব্য
  • (b) খণ্ডকাব্য
  • (c) মহাকাব্য
  • (d) গদ্যকাব্য

উত্তর:- (c) মহাকাব্য।

৭. গীতগোবিন্দ ছাড়া, সংস্কৃত সাহিত্যধারায় অন্য একটি মহাকাব্যের নাম করো।

  • (a) রামায়ণ
  • (b) অভিষেক
  • (c) মেঘদূত
  • (d) অভিজ্ঞানশকুন্তলম্

উত্তর:- (a) রামায়ণ।

৮. গীতগোবিন্দের অপর নাম কী? (কবির মতানুসারে)

  • (a) পদাবলি, প্রবন্ধ
  • (b) হরিবংশপর্ব, বিষ্ণুপর্ব
  • (c) প্রকীর্ণ কাণ্ড, অধিকার কাণ্ড
  • (d) কথা, আখ্যায়িকা

উত্তর:- (a) পদাবলি, প্রবন্ধ।

৯. গীতগোবিন্দ কোন্ শ্রেণির কাব্য?

  • (a) গীতিকাব্য
  • (b) মহাকাব্য
  • (c) ঐতিহাসিক কাব্য
  • (d) গদ্যকাব্য

উত্তর:- (a) গীতিকাব্য।

১০. গীতগোবিন্দের রচয়িতা কে?

অথবা, দশাবতারস্তোত্রের রচয়িতা কে?

  • (a) বাল্মীকি
  • (b) কৃষ্ণদ্বৈপায়ন
  • (c) কালিদাস
  • (d) জয়দেব

উত্তর:- (d) জয়দেব।

১১. জয়দেব কোন্ রাজ্যের অধিবাসী?

  • (a) বিহার
  • (b) পশ্চিমবঙ্গ
  • (c) ওড়িশা
  • (d) দিল্লি

উত্তর:- (b) পশ্চিমবঙ্গ।

১২. জয়দের কোন জেলার অধিবাসী?

  • (a) বাঁকুড়া
  • (b) পূর্ব মেদিনীপুর
  • (c) বীরভূম
  • (d) পুরুলিয়া

উত্তর:- (c) বীরভূম।

১৩. বীরভূম জেলা কোন্ নদীর তীরবর্তী?

  • (a) কাবেরী
  • (b) নর্মদা
  • (c) গঙ্গা
  • (d) অজয়

উত্তর:- (d) অজয়।

১৪. জয়দের কোন্ গ্রামে জন্মগ্রহণ করেন?

  • (a) কেন্দুবিল্ব
  • (b) ছাতনা
  • (c) বিষ্ণুপুর
  • (d) রাইপুর

উত্তর:- (a) কেন্দুবিল্ব।

১৫. জয়দেবের বাবার নাম কী?

  • (a) ভোজদেব
  • (b) নারায়ণ স্বামী
  • (c) দর্দুক
  • (d) উদয়ন

উত্তর:- (a) ভোজদেব।

১৬. জয়দেবের মায়ের নাম কী?

  • (a) লীলাবতী
  • (b) বামাদেবী
  • (c) মামল্লদেবী
  • (d) নন্দিনী

উত্তর:- (b) বামাদেবী।

১৭. জয়দেবের পত্নীর নাম কী?

  • (a)পদ্মাবতী
  • (b) দময়ন্তী
  • (c) শকুন্তলা
  • (d) সুবর্ণাক্ষী

উত্তর:- (a)পদ্মাবতী।

১৮. গীতগোবিন্দের মূল রস কী?

  • (a) শৃঙ্গার
  • (b) বীর
  • (c) হাস্য
  • (d) রৌদ্র

উত্তর:- (a) শৃঙ্গার।

১৯. গীতগোবিন্দ কী মূলক গীতিকাব্য?

  • (a) প্রেমমূলক
  • (b) ভক্তিমূলক
  • (c) বিরহমূলক
  • (d) নীতিমূলক

উত্তর:- (b) ভক্তিমূলক।

২০. গীতগোবিন্দ রচনায় কবি কার দান স্বীকার করেন?

  • (a) পিতার
  • (b) মাতার
  • (c) পত্নীর
  • (d) ভাইয়ের

উত্তর:- (c) পত্নীর।

২১. গীতগোবিন্দতে কতগুলি সর্গ আছে?

  • (a) দশটি
  • (b) এগারোটি
  • (c) বারোটি
  • (d) তেরোটি

উত্তর:- (c) বারোটি।

২২. কবি জয়দেব কার সভাকবি ছিলেন?

  • (a) লক্ষ্মণ সেনের
  • (b) বল্লাল সেনের
  • (c) জায়াপীড়ের
  • (d) বিক্রমাদিত্যের

উত্তর:- (a) লক্ষ্মণ সেনের।

২৩. পাশ্চাত্যের কবি Macdonell গীতগোবিন্দকে কী বলেছেন?

  • (a) Lyrical Drama
  • (b) Drama
  • (c) Prose
  • (d) Poetry

উত্তর:- (a) Lyrical Drama

২৪. গীতগোবিন্দের মূল উপজীব্য বিষয় কী?

  • (a) রাধাকৃষ্ণের প্রেম
  • (b) রামসীতার প্রেম
  • (c) রাবণ-মন্দোদরীর প্রেম
  • (d) হর-পার্বতীর প্রেম

উত্তর:- (a) রাধাকৃষ্ণের প্রেম।

২৫. জয়দেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?

  • (a) ১১১৮ খ্রিস্টাব্দে
  • (b) ১১১৯ খ্রিস্টাব্দে
  • (c) ১১২০ খ্রিস্টাব্দে
  • (d) ১১২১ খ্রিস্টাব্দে

উত্তর:- (c) ১১২০ খ্রিস্টাব্দে।

২৬. কবি জয়দেব কোন স্থানে দেহ রাখেন?

  • (a) কেন্দুবিল্ব গ্রামে
  • (b) পাশের গ্রামে
  • (c) তিন্দুবিল্ব গ্রামে
  • (d) গুজরাটে

উত্তর:- (a) কেন্দুবিল্ব গ্রামে।

২৭. মর্ত্যলোকে দেবতার আবির্ভূত হওয়াকে কী বলে?

  • (a) অবতার
  • (b) আবতার
  • (c) কাতার
  • (d) পাবতার

উত্তর:- (a) অবতার।

২৮. ভগবান বিষ্ণু কত বার মর্ত্যলোকে আবির্ভূত হন।

  • (a) সাতবার
  • (b) আটবার
  • (c) নয়বার
  • (d) দশবার

উত্তর:- (d) দশবার।

২৯. বিষ্ণুর দশটি রূপকে একসাথে কী বলা হয়।

  • (a) অষ্টাবতার
  • (b) নবমাবতার
  • (c) দশাবতার
  • (d) এগারো অবতার

উত্তর:- (c) দশাবতার।

৩০. তোমার পাঠ্যাংশে বিষ্ণুর দশটি কীসের স্তুতি করা হয়েছে?

  • (a) রূপের
  • (b) গুণের
  • (c) কর্মের
  • (d) বাহ্যিক বিষয়ের

উত্তর:- (a) রূপের।

৩১. বিষ্ণুর প্রথম অবতারের নাম কী?

  • (a) মৎস্য
  • (b) কূর্ম
  • (c) বরাহ
  • (d) নরসিংহ

উত্তর:- (a) মৎস্য।

৩২. বিষ্ণুর প্রথম অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়ে কী রক্ষা করেছিলেন?

  • (a) বেদ
  • (b) রামায়ণ
  • (c) মহাভারত
  • (d) পুরাণ

উত্তর:- (a) বেদ।

৩৩. বিষ্ণুর দ্বিতীয় অবতারের নাম কী?

  • (a) মৎস্য
  • (b) কূর্ম
  • (c) বরাহ
  • (d) নৃসিংহ

উত্তর:- (b) কূর্ম।

৩৪. বিষ্ণুর দ্বিতীয় অবতার কী রক্ষা করেছিলেন?

  • (a) পৃথিবী
  • (b) আকাশ
  • (c) পাতাল
  • (d) বায়ু

উত্তর:- (a) পৃথিবী।

৩৫. বিষ্ণুর তৃতীয় অবতারের নাম কী?

  • (a) মৎস্য
  • (b) কূর্ম
  • (c) বরাহ
  • (d) নৃসিংহ

উত্তর:- (c) বরাহ।

৩৬. বিষ্ণুর তৃতীয় অবতার পৃথিবীকে কোথায় ধারণ করেছিলেন?

  • (a) মাথায়
  • (b) পায়ে
  • (c) পেটে
  • (d) দাঁতে

উত্তর:- (d) দাঁতে।

৩৭. বিষ্ণুর চতুর্থ অবতারের নাম কী?

  • (a) বরাহ
  • (b) কূর্ম
  • (c) নৃসিংহ বা নরসিংহ
  • (d) বামন

উত্তর:- (c) নৃসিংহ বা নরসিংহ।

৩৮. বিষ্ণুর চতুর্থ অবতার কাকে হত্যা করেছিল?

  • (a) হিরণ্যকশিপুকে
  • (b) পুতনাকে
  • (c) রাবণকে
  • (d) বিভীষণকে

উত্তর:- (a) হিরণ্যকশিপুকে।

৩৯. হিরণ্যকশিপু কাদের রাজা ছিলেন?

  • (a) দেবতাদের
  • (b) অসুরদের
  • (c) দৈত্যদের
  • (d) মানুষদের

উত্তর:- (c) দৈত্যদের।

৪০. বিষ্ণুর পঞ্চম অবতারের নাম কী?

  • (a) কূর্ম
  • (b) বরাহ
  • (c) মৎস্য
  • (d) বামন

উত্তর:- (d) বামন।

৪১. হিরণ্যকশিপু পৃথিবীর ওপর কী করতেন?

  • (a) অত্যাচার
  • (b) অনাচার
  • (c) আচার
  • (d) বিচার

উত্তর:- (a) অত্যাচার।

৪২. বিষ্ণুর পথম অবতারের কে শিকার হন?

  • (a) হিরণ্যকশিপু
  • (b) বলি
  • (c) রাবণ
  • (d) বিভীষণ

উত্তর:- (b) বলি।

৪৩. দৈত্যরাজ বলিকে বিষ্ণুর পথম অবতার কোথায় পাঠিয়েছিলেন?

  • (a) স্বর্গে
  • (b) মর্ত্যে
  • (c) অন্তরিক্ষে
  • (d) পাতালে

উত্তর:- (d) পাতালে।

৪৪. বলি কাদের রাজা?

  • (a) দেবতাদের
  • (b) অসুরদের
  • (c) দৈত্যদের
  • (d) মানুষদের

উত্তর:- (c) দৈত্যদের।

৪৫. বলি-কে পাতালে পাঠাতে বিষ কীসের সাহায্য নিয়েছিলেন?

  • (a) বলনা
  • (b) ছলনা
  • (c) ললনা
  • (d) পলনা

উত্তর:- (b) ছলনা।

৪৬. বিষ্ণুর ষষ্ঠ অবতারের নাম কী?

  • (a) মৎস্য
  • (b) কূর্ম
  • (c) পরশুরাম
  • (d) বামন

উত্তর:- (c) পরশুরাম।

৪৭. ষষ্ঠ অবতারে বিষ্ণু পৃথিবীকে কী করেছিলেন?

  • (a) পাপযুক্ত
  • (b) পাপমুক্ত
  • (c) পুণ্যযুক্ত
  • (d) পুণামুক্ত

উত্তর:- (b) পাপমুক্ত।

৪৮. বিষ্ণুর সপ্তম অবতারের নাম কী?

  • (a) পরশুরাম
  • (b) রাম
  • (c) বলরাম
  • (d) বামন

উত্তর:- (b) রাম।

৪৯. রামচন্দ্রের পিতার নাম কী?

  • (a) দশরথ
  • (b) যুধিষ্ঠির
  • (c) রাবণ
  • (d) বিভীষণ

উত্তর:- (a) দশরথ।

৫০. রামচন্দ্র কাকে হত্যা করে পৃথিবীকে ত্রাসমুক্ত করেছিলেন?

  • (a) রাবণ
  • (b) বিভীষণ
  • (c) হনুমান
  • (d) বালি

উত্তর:- (a) রাবণ।

৫১. রাবণ কাদের রাজা ছিলেন?

  • (a) দেবতাদের
  • (b) মানুষদের
  • (c) রাক্ষসদের
  • (d) দৈত্যদের

উত্তর:- (c) রাক্ষসদের।

৫২. রামচন্দ্র কোথাকার অধিপতি হন?

  • (a) অযোধ্যার
  • (b) মিথিলার
  • (c) কনৌজের
  • (d) বিদিশার

উত্তর:- (a) অযোধ্যার।

৫৩. অযোধ্যা ভারতবর্ষের কোথায় অবস্থিত?

  • (a) উত্তর ভারতে
  • (b) দক্ষিণ ভারতে
  • (c) পূর্ব ভারতে
  • (d) পশ্চিম ভারতে

উত্তর:- (a) উত্তর ভারতে।

৫৪. বিষ্ণুর অষ্টম অবতারের নাম কী?

  • (a) পরশুরাম
  • (b) রাম
  • (c) বলরাম
  • (d) বুদ্ধ

উত্তর:- (c) বলরাম।

৫৫. বলরামের অস্ত্রের নাম কী?

  • (a) কোদাল
  • (b) লাঙল
  • (c) তরবারি
  • (d) বর্ণা

উত্তর:- (b) লাঙল।

৫৬. বিষ্ণুর নবম অবতারের নাম কী?

  • (a) বরাহ
  • (b) বামন
  • (c) বলরাম
  • (d) বুদ্ধ

উত্তর:- (d) বুদ্ধ।

৫৭. বিষ্ণুর নবম অবতার পৃথিবীতে এসে কী প্রচার করলেন?

  • (a) পরম ধর্ম
  • (b) অহিংসা ধর্ম
  • (c) খ্রিস্টধর্ম
  • (d) বৌদ্ধধর্ম

উত্তর:- (b) অহিংসা ধর্ম।

৫৮. বিষ্ণুর দশম অবতারের নাম কী?

  • (a) কূর্ম
  • (b) কল্কি
  • (c) বরাহ
  • (d) বামন

উত্তর:- (b) কল্কি।

৫৯. বিষ্ণুর দশটি অবতারের মধ্যে কয়টি অবতারের আবির্ভাব এখনও পর্যন্ত পৃথিবীতে হয়েছে?

  • (a) পাঁচটি
  • (b) ছটি
  • (c) নটি
  • (d) আটটি

উত্তর:- (c) নটি।

৬০. দশম অবতার কোন্ যুগের অবসানে অবতীর্ণ হবেন?

  • (a) সত্যযুগের
  • (b) ত্রেতাযুগের
  • (c) দ্বাপরযুগের
  • (d) কলিযুগের

উত্তর:- (d) কলিযুগের।

৬১. বিষ্ণুর দশম অবতার পুনরায় কোন যুগের প্রতিষ্ঠা করবেন?

  • (a) সত্যযুগের
  • (b) ত্রেতাযুগের
  • (c) দ্বাপরযুগের
  • (d) কলিযুগের

উত্তর:- (a) সত্যযুগের।

৬২. বিষ্ণুর দশম অবতারের প্রধান অস্ত্র কী?

  • (a) লাঙল
  • (b) তরবারি
  • (c) বন্দুক
  • (d) ক্ষেপণাস্ত্র

উত্তর:- (b) তরবারি।

৬৩. বিষ্ণুর দশম অবতার কাদের নিধন করবে?

  • (a) ব্রাহুণদের
  • (b) ক্ষত্রিয়দের
  • (c) ম্লেচ্ছদের
  • (d) দেবতাদের

উত্তর:- (c) ম্লেচ্ছদের।

৬৪. পাঠ্যাংশে হলধররূপধারী বলতে কোন অবতারকে বোঝানো হয়েছে?

  • (a) রাম
  • (b) বলরাম
  • (c) বামন
  • (d) মৎস্য

উত্তর:- (b) বলরাম।

৬৫. পাঠ্যাংশে ‘হল’ বলতে কোন্ অস্ত্রের কথা বলা হয়েছে?

  • (a) কোদাল
  • (b) ঝুড়ি
  • (c) লাঙল
  • (d) বর্শা

উত্তর:- (c) লাঙল।

৬৬. নরসিংহ বা নৃসিংহ অবতারটি দেখতে কেমন?

  • (a) অর্ধেক মানুষ ও অর্ধেক বাঘের মতো
  • (b) অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের মতো
  • (c) অর্ধেক মানুষ ও অর্ধেক ময়ূরের মতো
  • (d) অর্ধেক মানুষ ও অর্ধেক ইঁদুরের মতো

উত্তর:- (b) অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের মতো।

৬৭. পরশুরাম কী দিয়ে তার মা-কে হত্যা করেছিলেন।

  • (a) কোদাল
  • (b) কুঠার
  • (c) কাটারি
  • (d) কাউচি

উত্তর:- (b) কুঠার।

৬৮. কাদের অনুরোধে পরশুরাম ক্ষত্রিয়বধ হতে বিরত হন?

  • (a) বিশ্বামিত্র প্রভৃতি ঋষিগণের
  • (b) চ্যবন প্রভৃতি ঋষিগণের
  • (c) বামদেব প্রভৃতি ঋষিগণের
  • (d) অত্রি প্রভৃতি ঋষিগণের

উত্তর:- (b) চ্যবন প্রভৃতি ঋষিগণের।

৬৯. ‘বহিত্র’ শব্দের অর্থ কী?

  • (a) লাঙল
  • (b) জাহাজ
  • (c) নৌকা
  • (d) পান্‌সি

উত্তর:- (c) নৌকা।

৭০. ধৃতবান্ পদে কোন্ প্রত্যয় রয়েছে?

  • (a) মতুপ্
  • (b) শানচ্
  • (c) ক্ত
  • (d) ক্তবতু

উত্তর:- (d) ক্তবতু।

৭১. ‘ধরণী’ শব্দের সমার্থক সংস্কৃত প্রতিশব্দ কোনটি?

  • (a) আকাশ
  • (b) রসাতল
  • (c) পৃথিবী
  • (d) অন্তরিক্ষ

উত্তর:- (c) পৃথিবী।

৭২. ‘কলঙ্ককলা’ পদে কী সমাস হয়েছে?

  • (a) দ্বন্দ্ব
  • (b) বহুব্রীহি
  • (c) ষষ্ঠী তৎপুরুষ
  • (d) তৃতীয়া তৎপুরুষ

উত্তর:- (c) ষষ্ঠী তৎপুরুষ।

৭৩. বলিমদ্ভুতবামন – শূন্যস্থানে উপযুক্ত পদ বসাও।

  • (a) বিপ্রমনে
  • (b) বিক্রমণে
  • (c) সংক্রমণে
  • (d) বিস্মরণে

উত্তর:- (b) বিক্রমণে।

৭৪. ‘পয়সি’ পদের সংস্কৃত প্রতিশব্দ কী?

  • (a) জলে
  • (b) রসে
  • (c) পাদে
  • (d) পুষ্পে

উত্তর:- (a) জলে।

৭৫. ‘জগদীশ’ পদে কোন সমাস হয়েছে?

  • (a) অব্যয়ীভাব
  • (b) দ্বন্দ্ব
  • (c) ষষ্ঠী তৎপুরুষ
  • (d) কর্মধারয়

উত্তর:- (c) ষষ্ঠী তৎপুরুষ ।

৭৬. গীতগোবিন্দের প্রথম সর্গটির কী নাম?

  • (a) মুগ্ধমাধব
  • (b) সানন্দমুকুন্দ
  • (c) গোপালগোবিন্দ
  • (d) সামোদদামোদর

উত্তর:- (d) সামোদদামোদর।

৭৭. ‘দশাবতারস্তোত্রম্’ গীতগোবিন্দের কোন্ সর্গে আছে?

  • (a) প্রথম
  • (b) দ্বিতীয়
  • (c) চতুর্থ
  • (d) ষষ্ঠ

উত্তর:- (a) প্রথম।

৭৮. ম্লেচ্ছনিবহনিধনে কলয়সি_______শূন্যস্থানে ঠিক পদটি হবে-

  • (a) করতালম্
  • (b) করভালম্
  • (c) করবালম্
  • (d) করখোলম্

উত্তর:- (c) করবালম্।

৭৯. সুবিশাল পিঠে পৃথিবী অবস্থান করেছিল।

  • (a) মৎস্যের
  • (b) কুর্মের
  • (c) বরাহের
  • (d) নৃসিংহের

উত্তর:- (a) মৎস্যের।

আরোও পড়ুন

Leave a Comment