WBSSC Sanskrit Syllabus pdf download

WBSSC Sanskrit Syllabus pdf download (HONS/P.G.) – 2022 (CODE – 29) সম্পূর্ণ FREE তেই DOWNLOAD করে নিতে পারবেন।

Table of Contents

WBSSC Sanskrit Syllabus pdf

ClassSubjectCode
WBSSC / WBSLST(HONS / P.G.)Sanskrit29
Sanskrit Syllabus

যে সমস্ত শিক্ষার্থীরা এস.এস.সি.পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সংস্কৃত শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিম বঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সংস্কৃত বিষয়ের অনার্স পি.জি.-র সিলেবাস প্রথমে বাংলা ভাষায় দেওয়া হয়েছে। মূলত যে সমস্ত শিক্ষার্থীরা একেবারেই নবাগত তাদের জন্যই সিলেবাসটি প্রথমে বাংলায় দেওয়া হয়েছে। নিচে সম্পূর্ণ Syllabus টি পি.ডি.এফ আকারে দেওয়া হয়েছে। যেটি সম্পূর্ণ FREE তেই DOWNLOAD করে নিতে পারবেন ।

আপনি কী WBSLST সংস্কৃত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? Online Mock Test দিতে চান? তাহলে বিস্তারিত জানতে নিচের Link টিতে Click করুণ- SLST Sanskrit Online Mock Test (Admission Details)

SSC Sanskrit Syllabus

পশ্চিমবঙ্গের West Bengal School Service Commission – এর সংস্কৃত এস.এল.এস.টি-র সিলেবাস থেকে সংস্কৃত বিষয়ের জন্য কোন্ Topic থেকে কতটা পড়তে হবে তা নিম্নে বিস্তারিত তুলে ধরা হল । যা আপনাদের Sanskrit (WBSSC / WBSLST) পরীক্ষায় সাফল্য পেতে সহায়তা করবে

SLST Sanskrit Syllabus

সংস্কৃত সাহিত্য

প্রথমেই সংস্কৃত বিষয়ের সাহিত্য (Literature ) হতে কোন্ বিষয়গুলি থেকে কতটা পড়তে হবে তা দেওয়া হল –

বৈদিকসাহিত্য

বেদ সম্পর্কিত উক্তি, বেদের কাল, বেদের বিষয়বস্তু, সংহতা, মণ্ডল, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ্, বেদাঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে হবে ।

রামায়ণ

রচয়িতা, রচনাকাল, কাণ্ডগুলির বিষয়বস্তু, প্রক্ষিপ্ত অংশ, পৌর্বাপর্য, টীকাকার ও টীকাগ্রন্থ, সকল চরিত্র, আদি শ্লোক, ভবিষ্যৎ বাণীর শ্লোকটি, রামায়ণের বিভিন্ন নাম ও ভাষা, রামায়ণ অবলম্বনে রচিত কাব্য ও নাটক প্রভৃতি । WBSSC Sanskrit Syllabus

মহাভারত

রচয়িতা, রচনাকাল, পর্বগুলির বিষয়বস্তু, প্রক্ষিপ্ত অংশ, গীতা, টীকাকার ও টীকাগ্রন্থ, সকল চরিত্র, মহাভারতের বিভিন্ন নাম, মহাভারত অবলম্বনে রচিত কাব্য ও নাটক প্রভৃতি ।

পুরাণ

পুরাণ সম্পর্কে উক্তি, রচনাকাল, লক্ষণ, বিভাগ, পুরাণ অবলম্বনে রচিত গ্রন্থগুলি ।

কাব্যসাহিত্য

অশ্বঘোষ, কালিদাস, ভারবি, কুমারদাস, ভট্টি, মাঘ,রত্নাকর, শ্রীহর্ষ প্রমুখদের কাব্যগুলি সম্পর্কে জানতে হবে ।

নাট্যসাহিত্য

নাট্যসাহিত্যের উৎপত্তি, বিভাগ , অশ্বঘোষ, ভাস, কালিদাস, শূদ্রক, শ্রীহর্ষ, ভবভূতি, ভট্টনারায়ণ, বিশাখদত্ত, রাজশেখর প্রমুখ নাট্যকার ও তাঁদের নাটক সম্পর্কে জেনে নিতে হবে ।

গীতিকাব্য

গীতিকাব্যের সংজ্ঞা, অশ্বঘোষ, কালিদাস, ঘটকর্পর, অমরু, ভর্তৃহরি, শিহ্লণ, বিহ্লণ, বাণভট্ট, জয়দেব প্রমুখ কবিদের গীতিকাব্যগুলি ।

কথাকাব্য

পঞ্চতন্ত্র, বৃহৎকথা, বৃহৎত্রয়ী, হিতোপদেশ, শুকসপ্ততিকথা, বেতালপঞ্চবিংশতি, সিংহাসনদ্বাত্রিংশিকা প্রভৃতি গল্পগ্রন্থগুলি ।

গদ্যকাব্য

সুবন্ধু, দণ্ডী, বাণভট্ট প্রমুখদের গদ্যকাব্যগুলি সম্পর্কে ।

চম্পূকাব্য

চম্পূকাব্যের সংজ্ঞা, চম্পূকাব্য সম্পর্কে উক্তি, ত্রিবিক্রমভট্ট, ভোজরাজ, সোমপ্রভসূরি, হরিচন্দ্র, অভিনব কালিদাস প্রমুখদের চম্পূকাব্যগুলি ।

ঐতিহাসিককাব্য

হর্ষচরিত, গৌঢ়বহ, নবসাহসাঙ্কচরিত, বিক্রমাঙ্কদেবচরিত, রাজতরঙ্গিণী, রামচরিত, কুমারপালচরিত প্রভৃতি ঐতিহাসিক কাব্যগুলি পড়তে হবে ।

অভিজ্ঞানশকুন্তলম্

সম্পূর্ণ নাটকটি ভালোভাবে পড়তে হবে এবং প্রধান প্রধান শ্লোক ও উক্তি গুলি মুখস্ত করতে হবে ।

মনুসংহিতা

সপ্তম অধ্যায় (রাজধর্ম) সম্পূর্ণ ।

অর্থশাস্ত্র

প্রথম অধিকরণ (বিনয়াধিকরণ) ।

WBSSC Sanskrit Syllabus Book pdf download

সংস্কৃত ব্যাকরণ

এবার সংস্কৃত ব্যাকরণ (Sanskrit Grammar) হতে কোন্ Topic গুলি থেকে কতটা পড়তে হবে তা দেওয়া হল –

সন্ধি

স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পূর্ণ পড়তে হবে সূত্রসহ

শব্দরূপ

স্বরান্ত পুংলিঙ্গ শব্দ, স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ, ব্যাঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ, ব্যাঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ব্যাঞ্জনান্ত ক্লীবলিঙ্গ শব্দ, সর্বনাম শব্দ ও সংখ্যাবাচক শব্দ – এই ধরণের শব্দরূপ গুলি যেগুলি আমাদের কারক, প্রত্যয়, সমাস, অনুবাদ প্রভৃতিতে প্রায়ই প্রয়োজন হয় সেগুলি সব এবং তাদের অনুরূপ শব্দগুলিও ভালোভাবে তৈরী করতে হবে

ধাতুরূপ

পরস্মৈপদী, আত্মনেপদী ও উভয়পদী ধাতুরূপগুলি থেকে যেগুলি আমাদের কারক, সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, বংলা থেকে সংস্কৃত অনুবাদ প্রভৃতিতে সর্বদাই প্রয়োজন হয় সেগুলি সব ভালোভাবে তৈরী করতে হবে WBSSC Sanskrit Syllabus

আত্মনেপদবিধান

পরস্মৈপদী ধাতুগুলি যে যে নিয়মে আত্মনেপদী ধাতুতে পরিণত হয় সেই নিয়মগুলো তৈরি করতে হবে ।

পরস্মৈপদবিধান

আত্মনেপদী ধাতুগুলি যে যে নিয়মে পরস্মৈপদী ধাতুতে পরিণত হয় সেই নিয়মগুলো তৈরি করতে হবে ।

সনন্তধাতু

সম্পূর্ণ নিয়ম ।

যঙন্তধাতু

সম্পূর্ণ নিয়ম ।

নামধাতু

সম্পূর্ণ নিয়ম ।

কৃৎপ্রত্যয়

ক্ত, ক্তবতু, ক্ত্বাচ্, ল্যপ্, তুমুন্, তব্য, অনীয়, যৎ, ণ্যৎ, ক্যপ্, শতৃ, শানচ্, ঘঞ্ প্রভৃতি প্রত্যয়গুলি ।

তদ্ধিতপ্রত্যয়

অণ্, ইঞ্, ঠক্, ঢক্, অঞ্, ফক্, যঞ্, ছ, ইমনিচ্, ত্ব, তল্, মতুপ্, ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্, তমপ্ প্রভৃতি প্রত্যয়গুলি ।

স্ত্রী-প্রত্যয়

টাপ্, ঙীপ্, ঙীষ্, ঙীন্, ঊঙ্ প্রত্যয়গুলির নিয়ম ।

কারক

কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক -এই ছয়টি কারকের নিয়ম । এছাড়াও ষষ্ঠী বিভক্তি -র নিয়ম ।

সমাস

অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারয়, দ্বিগু এই সমাস গুলির নিয়ম এবং বিভাগগুলিও ভালোভাবে তৈরী করতে হবে ।

একপদীকরণ

প্রত্যয়, সমাস থেকে সাধারণত এককথায় প্রকাশ হয় । তাই ঐ বিষয়গুলি পড়তে হবে ভালোভাবে ।

অব্যয়

অব্যয়ের অর্থসহ তৈরি করতে হবে এবং এদের ব্যাক্যে প্রয়োগ শিখে নিতে হবে ।

অর্থপার্থক্য

শব্দরূপ, ধাতুরূপ, কারক, সমাস, প্রত্যয় প্রভৃতি বিষয় থেকে পড়ে । সুতরাং এ বিষয়গুলি ভালোভাবে তৈরী করতে হবে ।

বৈকল্পিকপদ

শব্দরূপ, ধাতুরূপ, কারক, সমাস, প্রত্যয় প্রভৃতি বিষয় থেকেই হয় । সুতরাং এ বিষয়গুলি পড়তে হবে ।

ব্যুৎপত্তি

শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয় প্রভৃতি বিষয় থেকেই পড়ে । সুতরাং এই বিষয়গুলি ভালোভাবে তৈরী করতে হবে ।

অশুদ্ধি-সংশোধন

শব্দরূপের ভুল, ধাতুরূপের ভুল, কারকের ভুল, সমাসের ভুল, প্রত্যয়ের ভুল, বাক্যগঠনে ভুল এই ধরণের পড়ে । সুতরাং এই বিষয়গুলি ভালোভাবে তৈরী করলেই হবে ।

অনুবাদ

শব্দরূপ, ধাতুরূপ, অব্যয়, কারক, প্রত্যয়, সমাস প্রভৃতি Topic গুলি ভালোভাবে তৈরী করার পর প্রতিদিন অভ্যাস করতে হবে বিশেষত প্রত্যয় দিয়ে সংস্কৃত অনুবাদ বেশি অভ্যাস করতে হবে

WBSSC Sanskrit Syllabus pdf download

WBSSC পরীক্ষার সংস্কৃত বিষয়ের SLST/HONS P.G. Syllabus টি PDF File আকারে দেওয়া হল। আপনি এই PDF File টি সম্পূর্ণ বিনামূল্যেই Dowenload করতে পারবেন। আপনি এই PDF File টি Dowenload করার পর যে কোনো Xerox Centre গিয়ে Prin Out করে নিতে পারবেন ।

(ধন্যবাদ)

Leave a Comment