চারুদত্ত নাটক

চারুদত্ত নাটক টির শ্রেণি, চারুদত্ত নাটকের উৎস, চারুদত্ত নাটকের নামকরণ, চারুদত্ত নাটকের বিষয়বস্তু, চারুদত্ত নাটকের বিশেষ বৈশিষ্ট্য, চারুদত্ত নাটকের কয়েকটি বিশেষ চরিত্র সম্পর্কে আলোচনা।

ভাসের চারুদত্ত নাটক

নাট্যগ্রন্থচারুদত্ত নাটক
রচয়িতাভাস
উৎসপ্রচলিত লোককথা বা কল্পিত কাহিনি
অঙ্ক৪ টি
শ্রেণি‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য
নায়কচারুদত্ত
নায়িকাবসন্তসেনা
ভাসের ঊরুভঙ্গ নাটক

ভাসের চারুদত্ত নাটকের অঙ্ক সংখ্যা

৪ অঙ্কের অসম্পূর্ণ নাটক।

ভাসের চারুদত্ত নাটকের শ্রেণি

নাটকটি ‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য।

ভাসের চারুদত্ত নাটকের উৎস

প্রচলিত লোককথা বা কল্পিত কাহিনি অবলম্বনে নাটকটি রচিত।

ভাসের চারুদত্ত নাটকের নায়ক-নায়িকা

নায়ক চারুদত্ত ও নায়িকা বসন্তসেনা।

ভাসের চারুদত্ত নাটকের নামকরণ

নাটকের নায়ক ‘চারুদত্ত’এর নামানুসারে নাটকটির এরূপ নামকরণ।

ভাসের চারুদত্ত নাটকের বিদূষক

বিদূষক চরিত্রের নাম হল ‘বসন্তক’।

ভাসের চারুদত্ত নাটকের বিষয়বস্তু

দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত ও নটী বসন্ত-সেনার প্রণয়কাহিনি অবলম্বনে নাটকটি রচিত। মদনমন্দিরের উৎসব- প্রাঙ্গণে উভয়ের সাক্ষাৎকার এবং প্রণয়ের সূচনা। কিন্তু দরিদ্র চারুদত্তের সঙ্গে বসন্তসেনার প্রণয়ের প্রধান অন্তরায় ছিল বসন্তসেনার অর্থলোলুপ জননী। দুর্বৃত্ত রাজশ্যালক শকারের প্রলোভন ও মায়ের পীড়াপীড়ি উপেক্ষা করে বসন্তসেনা চারুদত্তের কাছে যেতে উদ্যত হন। এখানে নাটকটি হঠাৎ সমাপ্ত হয়েছে। নায়ক-নায়িকার মিলন না থাকায় নাটকটিকে অসমাপ্ত বলে অনুমান করা হয়।

ভাসের চারুদত্ত নাটকটির বিশেষ বৈশিষ্ট্য

  • ১. শূদ্রকের মৃচ্ছকটিক নাটকটি ভাসের ‘চারুদত্ত’ নাটকের অনুকরণে রচিত।
  • ২. চারুদত্ত নাটকটি একটি ‘সামাজিক নাটক’ হিসাবে পরিচিত।
  • ৩. চারুদত্ত নাটকটিতে নায়ক-নায়িকার মিলন না হয়েই হঠাৎ করে সমাপ্ত হয়েছে। তাই নাটকটিকে ‘অসমাপ্ত নাটক’ বলে।
  • ৪. চারুদত্ত নাটকের প্রারম্ভে ‘মাঙ্গলিকশ্লোক’ এবং সমাপ্তিতে ‘ভরতবাক্য’ লক্ষিত হয় না।

ভাসের চারুদত্ত নাটকের কয়েকটি বিশেষ চরিত্র

  • ১. চারুদত্ত উজ্জয়িনীর সম্ভ্রান্ত ও সমৃদ্ধ ব্রাহ্মণ বণিক্।
  • ২. বসন্তসেনা- গণিকা।
  • ৩. মদনিকা- বসন্তসেনার পরিচারিকা।
  • ৪. শকার- দুর্বৃত্ত রাজশ্যালক।

আরোও পড়ুন

ভাসের লেখা অন্যান্য নাটকগুলি হল- প্রতিমা, অভিষেক, দূতবাক্য, দূতঘটোৎকচ, কর্ণভার, মধ্যমব্যায়োগ, ঊরুভঙ্গ, পঞ্চরাত্র, বালচরিত, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন স্বপ্নবাসবদত্তা, অবিমারক ও চারুদত্ত।

(FAQ) মহাকবি ভাসের লেখা চারুদত্ত নাটক সম্পর্কে জিজ্ঞাস্য?

১. চারুদত্ত নাটকটির রচয়িতা কে?

চারুদত্ত নাটকটি রচয়িতা হলেন- মহাকবি ভাস।

২. চারুদত্ত নাটকটির নায়ক কে?

চারুদত্ত নাটকটির নায়ক হলেন- চারুদত্ত।

৩. চারুদত্ত নাটকটির নায়িকা কে?

চারুদত্ত নাটকটির নায়িকা হলেন- বসন্তসেনা।

৪. চারুদত্ত নাটকটি কোন শ্রেণির?

চারুদত্ত নাটকটি ‘প্রকরণ’ শ্রেণির দৃশ্যকাব্য।

Leave a Comment