অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মহাভারতের রচয়িতা কে? তাঁর পূর্ণ নাম কী?
উত্তর :- ব্যাসদেব। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
২. ব্যাসদেবের পিতা-মাতা কে?
উত্তর :- পরাশর ও সত্যবতী [মৎসগন্ধা] ।
৩. মহাভারতের অপর নামগুলি লিখুন।
উত্তর :- ভারতসংহিতা, শতসাহসীসংহিতা, কাষ্ণবেদ, পঞ্চমবেদ ।
৪. মহাভারতের পর্ব কয়টি ?
উত্তর :- ১৮টি।
৫. গীতার উৎস কী ?
উত্তর :- মহাভারতের ভীষ্মপর্ব (২৫-৪২তম অধ্যায়)।
৬. গীতা কী ?
উত্তর :- ভীষ্মপর্বের ২৫ থেকে ৪২তম অধ্যায়ে বর্ণিত জ্ঞান-কর্ম-ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীই শ্রীমদ্ভগবদ্গীতা ।
৭. গীতার অধ্যায় ও শ্লোকসংখ্যা লিখুন ।
উত্তর :- ১৮টি অধ্যায় ও ৭০০ শ্লোক ।
৮. ক্রমান্বয়ে গীতার প্রথম চারটি অধ্যায়ের নাম লিখুন ।
উত্তর :- ১.অর্জুনবিষাদযোগ, ২.সাংখ্যযোগ, ৩.কর্মযোগ, ৪.জ্ঞানযোগ।
৯. গীতার বিষয়বস্তু কী ?
উত্তর :- জ্ঞান, কর্ম ও ভক্তি সম্বলিত দার্শনিক চিন্তাধারা ।
১০. গীতার অধ্যায় কী নামে পরিচিত ?
উত্তর :- যোগ ।
১১. মহাভারত অবলম্বনে রচিত কাব্যগুলির নাম লিখুন ।
১২. মূল মহাভারতের নাম কী ?
উত্তর :- জয় ।
১৩. মহাভারতের যুদ্ধের নাম কী ?
উত্তর :- কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ ।
১৪. কাদের মধ্যে ঐ যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- কৌরব ও পাণ্ডবদের মধ্যে ।
১৫. কয়দিন ধরে ঐ যুদ্ধ সংঘটিত হয়েছিল ?
উত্তর :- ১৮ দিন ।
১৬. কোন্ কোন্ পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা মেলে ?
উত্তর :- ভীষ্মপর্ব – সৌপ্তিকপর্ব ।
১৭. হরিবংশ কী ? এর কটি অধ্যায় ও কী কী ?
উত্তর :- মহাভারতের পরিশিষ্ট অংশ । ৩১৮টি
অধ্যায় ও ১৬৩৭৪ শ্লোক ।
১৮. গীতা কোন্ শ্রেণির রচনা ?
উত্তর :- উপনিষদ্ ।
১৯. মহাভারতকে সংবাদ বলে কেন ?
উত্তর :- তিনজন কর্তৃক তিনবার বিবৃত ।
২০. মহাভারতের ব্রাহ্মণ্য রচনার নাম কী ?
উত্তর :- ভারতসংহিতা ।
২১. মহাভারতকে মহাভারত কেন বলে ?
উত্তর :- বিষয়বৈচিত্রে সমৃদ্ধ থাকায় একে ‘মহাভারত’ বলা হয়েছে – ‘মহত্ত্বাদ্ ভারবত্বাচ্চ মহাভারতমুচ্যতে ।’
২২. শ্রমণগণের রচনা কোনটি ?
উত্তর :- মহাভারত ।
২৩. ‘জয়’ রচনার সময়কাল কত ? ৫০০ খ্রী.পূ. ।
উত্তর :- ৭০০
২৪. ব্যাসদেব কে ছিলেন ?
উত্তর :- মহাভারতের রচয়িতা ।
২৫. ব্যাসদেব কতদিনে মহাভারত রচনা শেষ করেন ?
উত্তর :- তিনবছর ।
২৬. মহাভারতের সর্বপ্রাচীন টীকার নাম লিখুন ।
উত্তর :- জ্ঞানদীপিকা / উত্তানদীপিকা ।
২৭. ‘গীতা’র বক্তা কে ?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
২৮. কাকে কেন শতসাহস্ৰীসংহিতা বলা হয় ?
উত্তর :- শতসহস্র শ্লোক থাকায় মহাভারতকে ।
২৯. মহাভারতের রচনাকাল নির্ণয় করুন ।
উত্তর :- খ্রী.পূ. ৪র্থ – ৪র্থ খ্ৰীষ্টাব্দ ।
৩০. মহাভারতের কোন পর্বকে প্রক্ষিপ্ত বলে ধরা হয় ?
উত্তর :- শান্তি ও অনুশাসন ।
৩১. হরিবংশে কোন্ বংশের ইতিহাস বর্ণিত ?
উত্তর :- বৃষ্ণি বংশ ।
৩২. সৌতি শৌনকাদি ঋষিগণকে কোথায় মহাভারত শোনান ?
উত্তর :- নৈমিষারণ্যে ।
৩৩. কুরুক্ষেত্রে সবচেয়ে কম সময় কে কৌরব সেনাপতি ছিলেন ?
উত্তর :- শল্য ।
৩৪. পাণ্ডবদের সেনাপতি কে ছিলেন ?
উত্তর :- ধৃষ্টদ্যুম্ন ।
৩৫. কর্ণের পুত্রের নাম লিখুন ।
উত্তর :- বৃষকেতু ও বৃষসেন ।
৩৬. মহাভারতের দুজন বাঙালী টীকাকারের নাম লিখুন ।
উত্তর :- অর্জুনমিশ্র ও হরিদাস সিদ্ধান্তবাগীশ ।
৩৭. অর্জুনের দশনামের একটি লিখুন ।
উত্তর :- ধনঞ্জয় ।
৩৮. ‘বীভৎসু’ কার নাম ?
উত্তর :- অর্জুনের ।
৩৯. ‘পার্থ’ কে ?
উত্তর :- কুন্তীপুত্র । বিশেষত অর্জুন ।
৪০. মহাভারতের চরিত্রগুলির বৈশিষ্ট্য কী কী ?
উত্তর :- মহাভারতের চরিত্রগুলির মধ্যে স্বকীয় গৌবর নিহিত আছে । যুধিষ্ঠিরের মহত্ত্বতা, অর্জুনের পৌরুষ, ভীমের বাহুবল, শকুনির কপটতা, দুর্যোধনের মানশীলতা, দ্রৌপদীর তেজস্বিতা, গান্ধারীর মনস্বিতা, কর্ণের দানশীলতার খ্যাতি অতুলনীয় । সর্বোপরি শ্রীকৃষ্ণের কর্মের আদর্শে মহাভারত রচিত হয়েছে ।
৪১. হরিবংশের পর্বগুলির অধ্যায় সংখ্যা লিখুন
উত্তর :- ১. হরিবংশপর্ব (৫৫টি অধ্যায়), ২. বিষ্ণুপর্ব (১২৮টি অধ্যায়), ৩. ভবিষ্যপর্ব
(১৩৫টি অধ্যায়) ।
৪২. ভারতযুদ্ধে কত সৈন্য অংশগ্রহণ করেছিল?
উত্তর :- ১৮ অক্ষৌহিণী ।
৪৩. যুদ্ধশেষে কতজন জীবিত ছিলেন ?
উত্তর :- ১০জন ৷
৪৪. প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে মহাভারতের প্রভাব লিখুন ।
উত্তর :- বৌদ্ধসাহিত্যে ঘটকজাতক, কুনালজাতকে শ্রীকৃষ্ণের কাহিনি, দ্রৌপদীর পঞ্চস্বামীর কথা বর্ণিত । জৈনসাহিত্যে জিনসেন রচিত হরিবংশপুরাণ, দেবপ্রভসূরির পাণ্ডবচরিত মহাভারতের প্রভাবে রচিত ।
৪৫. মহাভারতে কয়টি বৃহৎ যজ্ঞের বিবরণ মেলে ?
উত্তর :- তিনটি । রাজসূয়, বৈষ্ণব [দুর্যোধনকৃত এবং অশ্বমেধ ।
৪৬. মহাভারতের অন্তর্গত দার্শনিক গ্রন্থ কী ?
উত্তর :- গীতা ।
৪৭. মহাভারত অবলম্বনে ভাস -এর নাটকগুলির নাম লিখুন ।
৪৮. মহাভারত কয়টি স্তরে রচিত ?
উত্তর :- তিনটি ।
৪৯. ব্যাসকূট কাকে বলে ?
উত্তর :- ব্যাসরচিত দ্ব্যর্থক ও দুর্বোধ্য শ্লোক ।
৫০. মহাভারতের মুখ্য রস কী ?
উত্তর :- শান্ত ।
৫১. ভাসব্যতীত অন্য নাট্যকারের মহাভারতাশ্রিত দুটি নাটকের নামোল্লেখ করুন ।
উত্তর :- বেণীসংহার ও বালভারত ।
৫২. গীতার মর্মবাণী কী ?
উত্তর :- ১.আত্মার অবিনশ্বরত্ব (জ্ঞান), ২.নিষ্কাম কর্ম (কর্ম) এবং ৩.পরিপূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ (ভক্তি) ।
৫৩. কুন্তী ও মাদ্রীর পুত্রগণের নাম লিখুন ।
উত্তর :- কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল ও সহদেব ।
৫৪. ঘটোৎকচ কে ?
উত্তর :- ভীম ও হিড়িম্বার পুত্র ।
৫৫. দুর্যোধনের উরুভঙ্গ ও মৃত্যু কোন পর্বে বর্ণিত হয়েছে ?
উত্তর :- উরুভঙ্গ শল্যপর্বে ও মৃত্যু সৌপ্তিকপর্বে
৫৬. শ্রীকৃষ্ণের মৃত্যু কোন পর্বে বর্ণিত হয়েছে ?
উত্তর :- মৌষলপর্বে
৫৭. ভীষ্ম কতদিন যুদ্ধ করেছিলেন ? কোন্ পর্বে তাঁর মৃত্যু বর্ণিত হয়েছে ?
উত্তর :- ১০ দিন । অনুশাসনপর্বে ।
৫৮. মহাভারতের নায়ক, নায়িকা ও প্রতিনায়ক কে ?
উত্তর :- নায়ক – শ্রীকৃষ্ণ, নায়িকা দ্রৌপদী ও প্রতিনায়ক দুর্যোধন ।
৫৯. পাণ্ডবদের মৃত্যু কোন পর্বে বর্ণিত ?
উত্তর :- মহাপ্রস্থানিকপর্বে।
৬০. যদুবংশ ধ্বংসের কারণ কী ?
উত্তর :- গান্ধারীর শাপ ও মুষলের আঘাতে ।
৬১. কীচক কে ?
উত্তর :- বিরাটরাজের শ্যালক ।
৬২. কার হাতে কীচক নিহত হন ?
উত্তর :- ভীমের ।
৬৩. ‘কীচকবধ’ কোন পর্বের ঘটনা ?
উত্তর :- বিরাটপর্ব ।
৬৪. কোন্ প্রতিজ্ঞার জন্য দেবব্রতর নাম ভীষ্ম হয়েছিল ?
উত্তর :- চিরকুমার থাকা এবং সিংহাসনে অধিকার না দেখানো – এই দুটি ভীষণ প্রতিজ্ঞার জন্য ।
৬৫. শ্রীকৃষ্ণের ধনুকের নাম লিখুন ।
উত্তর :- শাঙ্গ ।
৬৬. বাংলাভাষায় সর্বাধিক জনপ্রিয় মহাভারত কার লেখা ?
উত্তর :- কাশীরাম দাস ।
৬৭. মূল মহাভারত অনুসরণে বাংলায় মহাভারত কে রচনা করেছেন ?
উত্তর :- কালীপ্রসন্নসিংহ ।
৬৮. বিরাট পর্বের যুদ্ধে অর্জুন কাদের উত্তরীয় হরণ করেন নি ?
উত্তর :- ভীষ্ম ও দ্রোণ ।
৬৯. পাণ্ডবগণ কতবছর রাজত্ব করেছিলেন ?
উত্তর :- ৩৬ বছর ।
৭০. মহাভারতে কোন বংশের কথা বর্ণিত হয়েছে ?
উত্তর :- চন্দ্রবংশ ।
৭১. দ্রৌপদীর অপর নামগুলি কী ?
উত্তর :- পাঞ্চালী, যাজ্ঞসেনী, কৃষ্ণা ।
৭২. দ্রোণের প্রিয় শিষ্য কে ছিলেন ?
উত্তর :- অর্জুন ।
৭৩. একলব্য কে ?
উত্তর :- নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র । অসামান্য বীর ।
৭৪. জয়দ্রথ কে ? তিনি কার হস্তে লাঞ্ছিত ও নিহত হন ?
উত্তর :- দুঃশলার পতি । ভীমের হাতে লাঞ্ছিত ও অর্জুনের হাতে নিহত ।
৭৫. পান্ডবদের ভগিনীর নাম লিখুন ।
উত্তর :- দুঃশলা ।
৭৬. মহাভারতের আশ্চর্য পর্ব কোনটি ?
উত্তর :- হরিবংশ ।
৭৭. মহাভারতের নিন্দিত পর্ব কোনটি ?
উত্তর :- সৌপ্তিক ।
৭৮. পাণ্ডুকে কোন্ ঋষি অভিশাপ দিয়েছিলেন ?
উত্তর :- কিন্দম ঋষি ।
৭৯. অভিমন্যু কে ? তার পুত্রের নাম কী ?
উত্তর :- অর্জুন ও সুভদ্রার পুত্র । পরিক্ষিৎ
৮০. কৌরবদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- পাণ্ডবদের ।
৮১. ধৃতরাষ্ট্রের পুত্রদের কী বলা হয় ?
উত্তর :- কৌরব ।
৮২. কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- দ্রোণাচার্য ।
৮৩. ভীষ্মের পিতামাতার নাম কী ?
উত্তর :- পিতা শান্তনু ও মাতা গঙ্গা ।
৮৪. কৌরবদের রাজধানীর নাম কী ?
উত্তর :- হস্তিনাপুর ।
৮৫. পাণ্ডবেরা পরে কোথায় রাজধানী স্থাপন করেছিল ?
উত্তর :- ইন্দ্রপ্রস্থে ।
৮৬. শ্রীকৃষ্ণের পিতা-মাতার নাম কী ?
উত্তর :- বসুদেব ও দেবকী ।
৮৭. পরীক্ষিতের পিতার নাম কী ?
উত্তর :- অভিমন্যু ।
৮৮. দুর্যোধনের প্রকৃত শস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- বলরাম।
৮৯. নকুল ও সহদেবের মায়ের নাম কী ?
উত্তর :- মাদ্রী ।
৯০. শ্রীকৃষ্ণের অগ্রজ ভ্রাতার নাম কী ?
উত্তর :- বলরাম ।
৯১. চক্রপাণি কে ?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
৯২. শৈশবে কুন্তীর নাম কী ছিল ?
উত্তর :- পৃথা ।
৯৩. গূড়াকেশ কার নাম?
উত্তর :- অর্জুন ।
৯৪. কৌরবদের পক্ষে পাণ্ডবদের হিতৈষী কে ছিলেন ?
উত্তর :- বিকর্ণ ।
৯৫. কর্ণের অস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- পরশুরাম ।
৯৬. বিরাটদুহিতাকে কে নাচ শেখাত ?
উত্তর :- অর্জুন [বৃহন্নলা] ।
৯৭. উত্তরার সাথে কার বিবাহ হয়েছিল ?
উত্তর :- অভিমন্যুর ।
৯৮. শ্রীকৃষ্ণের রথের সারথি কে ছিলেন ?
উত্তর :- সাত্যকি । দারুক ।
৯৯. অশ্বত্থামার মামার নাম কী ?
উত্তর :- কৃপাচার্য ।
১০০. কংসবধের পর মথুরার সিংহাসনে কে বসেন ?
উত্তর :- উগ্রসেন ।
১০১. ভীষ্মের প্রকৃত নাম কী ?
উত্তর :- দেবব্রত ।
১০২. শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল ?
উত্তর :- মথুরায় কংসের কারাগারে ।
১০৩. সুভদ্রা কে ছিলেন ?
উত্তর :- শ্রীকৃষ্ণের ভগিনী । অর্জুনের স্ত্রী ।
১০৪. সঙ্কর্ষণ কার নাম ?
উত্তর :- বলরাম ।
১০৫. জন্মেজয় কোন প্রসিদ্ধ যজ্ঞ করেছিলেন ?
উত্তর : সর্পযজ্ঞ ।
১০৬. বাল্যবয়সে কর্ণের পিতা কে ছিলেন ?
উত্তর :- অধিরথ সূত ।
১০৭. দেবতাদের বাস্তুশিল্পীর নাম কী ?
উত্তর :- বিশ্বকর্মা ।
১০৮. দুৰ্য্যোধনকে কে সবসময় কুমন্ত্রণা দিতেন?
উত্তর :- শকুনি ।
১০৯. বলরামের মাতার নাম কী ?
উত্তর :- রোহিণী ।
১১০. শিশুপালের কত অপরাধ শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিল ?
উত্তর :- একশত ।
১১১. উলূপী কে ছিলেন ?
উত্তর :- নাগকন্যা । অর্জুনের অবিবাহিতা স্ত্রী ।
১১২. কোন সর্পদংশনে পরীক্ষিতের মৃত্যু হয় ?
উত্তর :- তক্ষক ।
১১৩. শ্রীকৃষ্ণের গদার নাম কী ?
উত্তর :- কৌমোদকী ।
১১৪. মহর্ষি বশিষ্ঠের প্রসিদ্ধ গাভীর নাম কী ছিল ?
উত্তর :- নন্দিনী ।
১১৫. কর্ণ কোথাকার রাজা ছিলেন ?
উত্তর :- অঙ্গদেশ ।
১১৬. দুর্যোধন পাণ্ডবদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে কোথায় পাঠিয়েছিলেন ?
উত্তর :- বারণাবতে জতুগৃহে ।
১১৭. মূল মহাভারতে কত শ্লোক ছিল ?
উত্তর : ৮৮০০
১১৮. মগধের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- রাজগৃহ ।
১১৯. অভিমন্যুর মামার নাম কী ?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
১২০. মহাভারত কোন ছন্দে রচিত ?
উত্তর :- অনুষ্টুপ্ ।
১২১. অজ্ঞাতবাসের সময় পান্ডবরা কোথায় ছিলেন ?
উত্তর :- বিরাট রাজার গৃহে ।
১২২. শ্রীকৃষ্ণ মাতা দেবকীর কততম সন্তান ?
উত্তর :- অষ্টম ।
১২৩. বলরামের পত্নীর নাম কী ?
উত্তর :- রেবতী ।
১২৪. অভিমন্যুর পুত্রের নাম কী ?
উত্তর :- পরিক্ষিৎ ।
১২৫. ধৃতরাষ্ট্রের মন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- বিদুর ।
১২৬. অর্জুন ও ভীমের মায়ের নাম কী ?
উত্তর :- কুন্তী ।
১২৭. ঘটোৎকচের পিতার নাম কী ?
উত্তর :- ভীম ।
১২৮. বিদুরের পিতা কে ছিলেন ?
উত্তর :- ব্যাসদেব ।
১২৯. যুধিষ্ঠিরের শঙ্খের নাম কী ?
উত্তর :- অনন্তবিজয় ।
১৩০. ভীষ্মের অস্ত্রগুরু কে ?
উত্তর :- পরশুরাম ।
১৩১. ভীষ্মের শিক্ষাগুরু কে ?
উত্তর :- বৃহস্পতি ।
১৩২. দ্রোণ ও কর্ণের অস্ত্রগুরু কে ?
উত্তর :- পরশুরাম ।
১৩৩. কুরুবংশের অস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- কৃপাচার্য ।
১৩৪. শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে ?
উত্তর :- সন্দীপনি মুনি ।
১৩৫. বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম
উত্তর :- মহাভারত ।