ঊরুভঙ্গ নাটক টির শ্রেণি, ঊরুভঙ্গ নাটকের উৎস, ঊরুভঙ্গ নাটকের নামকরণ, ঊরুভঙ্গ নাটকের বিষয়বস্তু, ঊরুভঙ্গ নাটকের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা।
Table of Contents
ভাসের ঊরুভঙ্গ নাটক
নাট্যগ্রন্থ | ঊরুভঙ্গ নাটক |
রচয়িতা | ভাস |
অপর নাম | ‘গদাযুদ্ধ’ |
উৎস | মহাভারতের শল্যপর্ব |
অঙ্ক | ১ টি |
শ্রেণি | ‘ব্যায়োগ’ শ্রেণির দৃশ্যকাব্য |
উপজীব্য | মহাভারত (শল্যপর্ব) |
নায়ক | ভীম |
ভাসের ঊরুভঙ্গ নাটকের শ্রেণি
‘ব্যায়োগ’ শ্রেণির দৃশ্যকাব্য। কারও কারও মতে এটি ‘অঙ্ক’ শ্রেণির দৃশ্যকাব্য।
ভাসের ঊরুভঙ্গ নাটকের উৎস
মহাভারতের শল্যপর্ব’ অবলম্বনে নাটকটি রচিত। নায়ক-নায়িকা ঃ- নাটকটির নায়ক ভীম।
ভাসের ঊরুভঙ্গ নাটকের নামকরণ
ভীম কর্তৃক অন্যায়ভাবে দুর্যোধনের ঊরুভঙ্গ এবং দুর্যোধনের পরাজয় নাটকের মূল বিষয় হওয়ায় এরূপ নামকরণ।
ভাসের ঊরুভঙ্গ নাটকের অপর নাম
ঊরুভঙ্গ নাটকের অপর নাম হল ‘গদাযুদ্ধ’।
ভাসের ঊরুভঙ্গ নাটকের বিষয়বস্তু
মহাভারতের যুদ্ধ পর্বের শেষ পর্যায়ের কাহিনি নাটকটির বিষয়বস্তু। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের শেষে ভীম ও দুর্যোধন পরস্পর গদাযুদ্ধে লিপ্ত হন। ভীম কর্তৃক অন্যায়ভাবে দুর্যোধনের উরুভঙ্গ ও মৃত্যুপথযাত্রী দুর্যোধনের সংলাপে বীরের মহত্ত্ব ও সগৌরবে মৃত্যুবরণ, অশ্বত্থামা কর্তৃক দুর্জয়ের রাজ্যাভিষেক এই নাটকের আলোচ্য বিষয়।
নাট্য প্রয়োজনে মহাভারতের প্রসিদ্ধ কাহিনীর পরিবর্তন নাট্যকারের উদ্ভাবনী শক্তি ও সূক্ষ্ম নাট্যবোধের পরিচয়। আধুনিক সমালোচকদের মতে উরুভঙ্গে দুর্যোধনের মহনীয় মৃত্যু ট্র্যাজেডিসুলভ নাট্যগুলে সার্থকতা লাভ করেছে। কাহিনীর উপস্থাপনা ও নাট্য- আঙ্গিকে উরুভঙ্গ সংস্কৃত নাট্যসাহিত্যে অভিনব সংযোজন।
ভাসের ঊরুভঙ্গ নাটকের বিশেষ বৈশিষ্ট্য
- ১) নাটকটির মঞ্চে যুদ্ধ ও মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে।
- ২) সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক (Tragic Drama) উরুভঙ্গ।
- ৩) উরুভঙ্গ নাটকে যুদ্ধ ও মৃত্যুদৃশ্য দেখানোর মাধ্যমে নাট্যকার নাট্যশাস্ত্রের নিয়ম লঙ্ঘন করেছেন।
আরোও পড়ুন
ভাসের লেখা অন্যান্য নাটকগুলি হল- প্রতিমা, অভিষেক, দূতবাক্য, দূতঘটোৎকচ, কর্ণভার, মধ্যমব্যায়োগ, পঞ্চরাত্র, বালচরিত, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন স্বপ্নবাসবদত্তা, অবিমারক ও চারুদত্ত।
(FAQ) মহাকবি ভাসের লেখা ঊরুভঙ্গ নাটক সম্পর্কে জিজ্ঞাস্য?
ঊরুভঙ্গ নাটকটি রচয়িতা হলেন- মহাকবি ভাস।
ঊরুভঙ্গ নাটকটির নায়ক হলেন- ভীম।
ঊরুভঙ্গ নাটকটির অপর নাম- গদাযুদ্ধ।
ঊরুভঙ্গ নাটকটি ‘ব্যায়োগ’ শ্রেণির দৃশ্যকাব্য।