রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা করো।
রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা
প্রশ্ন:- রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা করো।
উত্তর:- রামায়ণ শুধু ভারতবর্ষের জাতীয় মহাকাব্য নয়, আদিকবির আদিকাবা রূপেও তা প্রসিদ্ধ। বিষয়বস্তুর বৈচিত্রো ও গৌরবে এবং সৃষ্টির বিশালতায় এই মহাকাব্য আজও অনন্য। যাই হোক, এ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত থাকলেও কতকগুলি মত আলোচনা কর যেতে পারে
- (ক) ইয়াকোরি ও ম্যাকাওয়েল এর মতে, রামায়ণ প্রাকবৃদ্ধযুগের রচিত কাব্য। এর রচনাকাল ৮০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
- (খ) কিছু-এর মতে, রামায়ণ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রচিত।
- (গ) ভিন্টারনিৎস ও বুলকে বলেছেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকই রামায়ণের রচনাকাল।
ইয়াকোকির মতকে স্বীকার করে নিয়ে প্রয়েবার যে যে যুক্তিগুলি দেখিয়েছেন সেগুলি হল-
- (১) ওয়েবার-এর মতে রামায়ণ একটি রূপক মাত্র। তাঁর মতে, ভারতবর্ষে গ্রিক আক্রমণের পূর্বে রামায়ণ রচিত হয়েছিল।
- (২) তাঁর মতে, পাটলিপুত্র প্রতিষ্ঠার পূর্বে রামায়ণ রচিত হয়েছিল মনে করা হয়।
- (৩) বাল্মীকির ভাষা বহু ক্ষেত্রে পাণিনি ব্যাকরণের নিয়ম মেনে চলেনি। তাই মনে করা হয় রামায়ণ পাণিনির আগে রচিত।
- (৪) রামায়ণে বৈশালীর উল্লেখ না থাকায় মনে করা যেতে পারে রামায়ণ বৌদ্ধযুগের পূর্বে রচিত।
- (৫) রামায়ণের কোনো চরিত্রই ঐতিহাসিক নয়। সীতা মূলত কৃষির রূপক। রামের দ্বারা রাবণ বধ এবং সীতা উদ্ধারের কাহিনি বস্তুত অনার্যের আক্রমণের হাত থেকে কৃষিভিত্তিক আর্যসভ্যতা রক্ষা করা। সুতরাং বৌদ্ধযুগের বহু পূর্বেই রামায়ণের মূল আশের রচনা সম্পূর্ণ হয়েছিল।
সুতরাং, ওয়েবার এর এবং ইয়াকোরির কথা সমর্থন করে বলা যায়, রামায়ণ খ্রিস্টপূর্ব পরম শতকের পূর্বে রচিত হয়েছিল।