সম্বোধনে চ সূত্রটির দীক্ষিত, বাংলা অনুবাদ, উদাহরণ সহযোগে ব্যাখ্যা, অতিরিক্ত উদাহরণ এবং সূত্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হল।
Table of Contents
সম্বোধনে চ
সূত্র | সম্বোধনে চ |
রচয়িতা | পাণিনি |
সংখ্যা | ২|৩|৪৭ |
“সম্বোধনে চ” সূত্রটির দীক্ষিত
ইহ প্রথমা স্যাৎ।
“সম্বোধনে চ” সূত্রটির অনুবাদ
সম্বোধন বোঝালে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়।
“সম্বোধনে চ” সূত্রটির উদাহরণ
মাতঃ ভিক্ষাং দেহি।
“সম্বোধনে চ” সূত্রটির আলোচনা
‘অভিমুখীকৃত্য আপনং সম্বোধনম্’। অর্থাৎ, কোন ব্যক্তিকে সামনে রেখে কোন কিছু জ্ঞাপন করার নাম ‘সম্বোধন’। যাকে সম্বোধন করা হয়, তাতে ‘প্রথমা’ বিভক্তি হয়। ‘সম্বোধন’ প্রাতিপদিকের অর্থ নয়, প্রথমা বিভক্তির অর্থ। উদাহরণে ‘মাতঃ’ শব্দে শুধু ব্যক্তিবিশেষকে বোঝায় না, সম্বোধিত ব্যক্তিবিশেষকে বোঝায়।
অতএব প্রাতিপদিকার্থ ছাড়াও ‘সম্বোধনের’ অতিরিক্ত সম্বোধিত ব্যক্তিকে বোঝানোর জন্য পূর্বসূত্র অনুসারে প্রথমা বিভক্তি না হওয়ার জন্য আলোচ্য পৃথক সুত্রের প্রয়োজন হয়েছে।