ভারতীয় সমাজজীবন ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাব

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ভারতীয় সমাজজীবন ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাব আলোচনা করা হল।

ভারতীয় সমাজজীবন ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাব আলোচনা

প্রশ্ন:- ভারতীয় সমাজজীবন ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাব আলোচনা কর।

অথবা, ভারতীয় জীবন ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাবের মূল্যায়ন করো।

অথবা, ভারতের সাহিত্যক্ষেত্রে রামায়ণের গুরুত্ব পর্যালোচনা করো।

উত্তর:- রামায়ণ শুধু ভারতবর্ষের জাতীয় মহাকাব্য নয়, আদিকবির আদিকাব্য রূপেও তা প্রসিদ্ধ। বিষয়বস্তুর বৈচিত্র্যে ও গৌরবে এবং সৃষ্টির বিশালতায় এই মহাকাব্য আজও অনন্য।

(১) সমাজজীবনে প্রভাব

রামের অসাধারণ পিতৃভক্তি, ভারত ও লক্ষ্মণের অতুলনীয় ভ্রাতৃভক্তি ও সীতার অনুপম পাতিব্রতা জনমানসকে মুগ্ধ করে এবং অনুপ্রাণিত করে। ত্যাগের মহিমায় এঁরা সকলেই স্বমহিমায় ভাস্বর। ক্ষমা, ত্যাগ, সতা, সহিষ্কৃতা, প্রজাবাৎসল্য ও দৃপ্ত পুরুষকারের জ্বলন্ত বিগ্রহ রামচন্দ্র। সতীকূল শিরোমণি সীতা রমণীকূলের রত্নস্বরূপা। দশরথ ও কৌশল্যার মধ্যে আমরা স্নেহকাতর পিতামাতাকে পাই। রাম-সীতার দাম্পত্য প্রেমের উজ্জ্বলতা গার্হস্থ্য জীবনের চিরন্তনতার প্রতীক হয়ে উঠেছে।

(২) সাহিত্যে প্রভাব

রামায়ণ মৃত্যুপুরী মহাকাব্য। অখিল ভারতীয় কাব্য ও সাহিত্যের উৎস এই মহাকাব্যটি। যেমন –

(ক) সংস্কৃত সাহিত্য

প্রথিতযশা নাট্যকার তাদের ‘প্রতিমা’ ও ‘অভিষেক’ নাটক, মহাকবি কালিদাসের ‘রঘুবংশ’, ভবভূতির ‘মহাবীর রি এবং “উত্তররামচরিত”, ভট্টির রাবণবধ’ বা ‘ভটিকাবা’, কুমারনাসের ‘জানকীহরণ মুরারির ‘অনর্থরাঘর’ নাটক, স্পেনের ‘রামায়ণমপুরী’, রাজশেখরের ‘বালরামায়ণ’, জয়দেবের ‘প্রসন্নরাঘর’, ভোজের ‘চম্পুরামায়ণ’ – এই সুবিশাল সাহিত্যকৃতির উপাদান রামায়ণ থেকেই সংগৃহীত হয়েছে।

(খ) প্রাদেশিক সাহিত্য

প্রাদেশিক সাহিত্যেও রামায়ণের প্রভাব লক্ষ করা যায়। কৃত্তিবাসের ‘রামায়ণ’, হিন্দিতে তুলসীদাসের রামচরিতমানস’, নেপালিতে ভানুভক্তের” নেপালি রামায়ণ, কানাডা ভাষায় ‘তোকে রামায়ণ’, অসমীয়া ভাষায় ‘মাধব-কন্ডলীর রামায়ণ’, ‘তামিল ভাষায় “বহু রামায়ণ প্রভৃতি উল্লেখযোগ্য।

মূল্যায়ণ

ভারতের সমাজ, সাহিত্য, দর্শন, রাষ্ট্র, ধর্ম- সর্বত্রই রামায়ণের অসীম প্রভাব লক্ষ করে রয়ার আশীর্বাদটি এই অনাশে উল্লেখ করা যেতে পারে-

“যাবৎ স্থাসাস্তি গিরয়ঃ সরিত মহীতলে।

তাবদ্ রামায়ণকথা লোকেষু প্রচরিষ্যতি।।”

আরোও পড়ুন

Leave a Comment