Class XI Sanskrit Question Paper 2023

উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class XI Sanskrit Question Paper 2023) উত্তরসহ নিম্নে দেওয়া হল।

Table of Contents

Class XI Sanskrit Question Paper 2023

ClassXi
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2023

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )

1. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1 × 15 = 15

(গদ্যাংশ)

(i) ব্রাহ্মণের নাম কী ছিল?

  • (a) সত্যবচন
  • (b) দ্রোণ
  • (c) গোপাল
  • (d) ক্রূরকর্মা

উত্তর:- (b) দ্রোণ।

(ii) ‘গোযুগং তে অপহর্তুমিচ্ছতি’ কার উক্তি?

  • (a) ব্রাহ্মণ
  • (b) চোর
  • (c) পিশাচ
  • (d) এদের কেউ নয়

উত্তর:- (c) পিশাচ।

(iii) ‘দশকুমারচরিতম্’ কোন্ শ্রেণির গদ্যকাব্য?

  • (a) কথা
  • (b) আখ্যায়িকা
  • (c) রূপক
  • (d) ঐতিহাসিক

উত্তর:- (b) আখ্যায়িকা।

(iv) মালবরাজের নাম কি ছিল?

  • (a) রাজহংস
  • (b) মানসার
  • (c) প্রহারবর্মা
  • (d) সংগ্রামবর্মা

উত্তর:- (b) মানসার।

(পদ্যাংশ)

(v) বিষ্ণুর প্রথম অবতার কে?

  • (a) কূর্ম
  • (b) মৎস্য
  • (c) কৃষ্ণ
  • (d) বামন

উত্তর:- (b) মৎস্য।

(vi) ‘গীতগোবিন্দম্’-এর প্রথম সর্গের নাম কী?

  • (a) মুগ্ধমধুসূদন
  • (b) মুগ্ধমুকুন্দ
  • (c) সামোদদামোদর
  • (d) সানন্দগোবিন্দ

উত্তর:- (c) সামোদদামোদর।

(vii) ধনপতি কে?

  • (a) কুবের
  • (b) যক্ষ
  • (c) শিব
  • (d) এদের কেউই নয়

উত্তর:- (a) কুবের।

(viii) ‘গুহ্যক’ শব্দের অর্থ কী?

  • (a) যক্ষ
  • (b) মেঘ
  • (c) কুবের
  • (d) বলাকা

উত্তর:- (a) যক্ষ।

(নাট্যাংশ)

(ix) ‘ভারতবিবেকম্’-এ উল্লিখিত বছরটি হল-

  • (a) 1880
  • (b) 1881
  • (c) 1882
  • (d) 1883

উত্তর:- (b) 1881

(x) ‘ভারতবিবেকম্’ কী ধরনের নাটক?

  • (a) গীতিনাট্য
  • (b) জীবনীমূলক
  • (c) মিলনাত্মক
  • (d) ভক্তিমূলক

উত্তর:- (b) জীবনীমূলক।

(xi) রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়?

  • (a) অগ্নি
  • (b) বিদ্যুৎ
  • (c) কোটিসূর্য
  • (d) চন্দ্ৰ

উত্তর:- (c) কোটিসূর্য।

(xii) ‘মাতঃ স্তুভ্যং নমঃ ‘ কে বলেছেন?

  • (a) বিবেকানন্দ
  • (b) সুরেন্দ্রনাথ
  • (c) শ্রীরামকৃষ্ণ
  • (d) যতীন্দ্রবিমল

উত্তর:- (c) শ্রীরামকৃষ্ণ।

(xiii) নিরুক্ত কার রচনা?

  • (a) পিঙ্গল
  • (b) যাস্ক
  • (c) পাণিনি
  • (d) সায়ণ

উত্তর:- (b) যাস্ক।

(xiv) বৈদিক ছন্দঃসূত্রের রচয়িতা কে?

  • (a) লগধ
  • (b) পিঙ্গল
  • (c) সায়ণ
  • (d) মহীধর

উত্তর:- (b) পিঙ্গল।

(xv) অষ্টাধ্যায়ীর রচয়িতা কে?

  • (a) পতঞ্জলি
  • (b) শাকটায়ন
  • (c) কাত্যায়ন
  • (d) পাণিনি

উত্তর:- (d) পাণিনি

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. প্রতিটি পূর্ণবাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও : 1 × 11 = 11

( গদ্যাংশ ) ( যে কোনো তিনটি )

(i) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রের অন্তর্গত?

উত্তর:- ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের ‘কাকোলূকীয়ম্’ নামক তৃতীয় তন্ত্রের অন্তর্গত।

(ii) ক্রূরকর্মার কী ইচ্ছা ছিল?

উত্তরঃ- ক্রূরকর্মার (চোরের) ইচ্ছা ছিল ব্রাহ্মণের গোরু দুটি চুরি করা।

(iii) ‘ত্বাম্ এবায়ং রাক্ষসোভক্ষয়িতুম্ ইচ্ছতি’ – কে, কাকে বলেছিল?

উত্তরঃ- “ত্বাম্ এবায়ং রাক্ষসো ভক্ষয়িতুম্ ইচ্ছতি।” – কথাটি চোর ব্রাহ্মণকে বলেছিল।

(iv) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন?

উত্তর:- মগধরাজ ও মালবরাজের যুদ্ধে মালবরাজ পরাস্ত হয়েছিলেন।

অথবা, রাজহংসের তিনজন অমাত্যের নাম কী?

উত্তর:- রাজহংসের তিনজন অমাত্যের নাম হল- (i) ধর্মপাল, (ii) পদ্মোদ্ভব এবং (iii) সিতবর্মা।

( পদ্যাংশ ) ( যে কোনো তিনটি )

v) ‘পদনখনীরজনিতজনপাবন’- কোন অবতার সম্পর্কে বলা হয় ?

উত্তরঃ- “পদনখনীরজনিতজনপাবন” বামন অবতার সম্পর্কে বলা হয়েছে।

vi) বিষ্ণুর দশম অবতার কে ?

উত্তরঃ- বিষ্ণুর দশম অবতার হলেন- কল্কি।

vii) ‘বপ্রক্রীড়া’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ- বপ্রক্রীড়া বলতে হাতি বা মোহিষ দাঁত বা সিং দিয়ে মাটি উৎখাত করাকে বোঝায়।

viii) ‘মেঘদূতম্’ কে রচনা করেছিলেন ?

উত্তরঃ- মেঘদূত মহাকবি কালিদাস রচনা করেছিলেন

অথবা, ‘হলধরঃ’ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ।

উত্তরঃ- হলং ধারয়তি যঃ সঃ হলধরঃ (উপপদ তৎপুরুষ সমাস)

( নাট্যাংশ ) ( যে কোনো তিনটি )

ix) ‘আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি’ কে বলেছেন ?

উত্তর:- “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন।

x) মঞ্চে কে কে উপস্থিত আছেন ?

উত্তরঃ- মঞ্চে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ ও ভক্তগণ উপস্থিত আছেন

(xi) নরেন্দ্রনাথের চোখদুটি কেমন ছিল ?

উত্তর:- নরেন্দ্রনাথের চোখ দুটি ছিল ‘আকর্ণবিস্ফারিত।’

xii) ‘ভারতবিকম্’ কার রচনা ?

উত্তর:- ভারতবিবেকম্ যতীন্দ্রবিমল চৌধুরীর রচনা।

( সাহিত্যেতিহাস) (যে কোনো দুটি )

xiii) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত ?

উত্তরঃ- কঠোপনিষদ্ কৃষ্ণযজুর্বেদের অন্তর্গত।

xiv) ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো ।

উত্তরঃ- ঋগ্বেদের একটি উপনিষদের নাম হল – ঐতরেয় উপনিষদ্।

xv) রামায়ণের কাণ্ডের সংখ্যা কত ?

উত্তরঃ- রামায়ণের কাণ্ডের সংখ্যা সাতটি

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

a) পুষ্পপুরীর বর্ণনা দাও

b) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’- গল্পটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো ।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

a) মেঘকে দূত হিসাবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা কর ।

b) যে কোনো তিনটি অবতারের বৈশিষ্ট্য আলোচনা কর ।

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

a) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা কর ।

b) ‘ভারতবিবেকম্’ নাটকটির স্থান, কাল, পাত্র চিত্রণ কর ।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো ।

b) সংস্কৃতের গল্পসাহিত্য সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো ।

7. ভাবসম্প্রসারণ কর ( যে কোনো একটি ) : 4 × 1 = 4

a) ‘দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ ।

b) কামার্তা হি প্রকৃতিকৃপণাশ্চেতনেষু

ব্যাকরণ ও অনুবাদ

8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) নদী+অম্বুঃ।

উত্তর:- নদ্যম্বুঃ।

(b) প্রাতঃ+রম্যম্।

উত্তর:- প্রাতারম্যম্।

(c) তত্+মাত্রম্

উত্তর:- তন্মাত্রম্।

(d) তস্মিন্+ অদ্রৌ

উত্তর:- তস্মিনন্নদ্রৌ।

9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) শয়নম্

উত্তর:- শে + অনম্

(b) গায়কঃ

উত্তর:- গৈ + অকঃ

(c) পরীক্ষা

উত্তর:- পরি + ঈক্ষা।

(d) রামগির্যাশ্রমেষু

উত্তর:- রামগিরি + আশ্রমেষু।

10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) অস্মদ্ পঞ্চমী বহুবচনম্

উত্তর:- অস্মৎ।

(b) মাতৃ দ্বিতীয়া বহুবচনম্

উত্তর:- মাতৃ্ঃ।

(c) ফল সপ্তমী একবচনম্

উত্তর:- ফলে।

(d) লতা সপ্তমী বহুবচনম্

উত্তর:- লতাসু।

11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) ✓দৃশ্ + লঙ্, মধ্যমপুরুষঃ একবচনম্

উত্তর:- অপশ্য:।

(b) ✓হস্ + বিধিলিঙ্, উত্তমপুরুষঃ একবচনম্

উত্তর:- হসেয়ম্।

(c) ✓পঠ্ + লট্, প্রথমপুরুষঃ বহুবচনম্

উত্তর:- পঠন্তি।

(d) ✓গম্ + বিধিলিঙ্, প্রথমপুরুষঃ একবচনম্

উত্তর:- গচ্ছেৎ।

12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) ✓শাস্+ক্যপ্।

উত্তর:- শিষ্য।

(b) ✓হন্+শতৃ।

উত্তর:- ঘ্নৎ।

(c) ✓গম্+তুমুন্।

উত্তর:- গন্তুম্।

(d) প্র-✓দা+ল্যপ্।

উত্তর:- প্রদায়।

(e) ✓আস্+শানচ্।

উত্তর:- আসীন।

(f) উপ-✓স্থা+ক্ত

উত্তর:- উপস্থিত।

13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) বিনা।

উত্তর:- বিনা – (ব্যতীত)  জ্ঞানং বিনা বৃথা জীবনম্ ।

(b) সমীপে।

উত্তর:- সমীপে – (নিকটে) বিদ্যালয়স্য সমীপে উদ্যানং অস্তি।

(c) নিকষা।

উত্তর:- নিকষা – (নিকটে) গ্রামং নিকষা নদী প্রবহতি।

(d) আরাৎ।

উত্তর:- আরাৎ – (দূরে অথবা নিকটে) বনাৎ আরাৎ বৃক্ষঃ অস্তি।

14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উত্তর:-উক্ত কর্মে প্রথমা বিভক্তি।

(b) গবাং কৃষ্ণা বহুক্ষীরা।

উত্তরঃ- এখানে ‘গবাম্’ পদটিতে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে ।

(c) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।

উত্তর:-অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি

(d) রাজা বিপ্রায় গাং দদাতি।

উত্তরঃ- এখানে ‘ব্রাহ্মণায়’ পদটিতে দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে ।

(e) হরিঃ বৈকুণ্ঠে বসতি।

উত্তর:-“আধারোহধিকরণম্” সূত্রানুসারে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

কশ্চন শৃগালঃ রণভূমিং গতঃ। স ক্ষুধয়া পীড়িত আসীৎ। রণভূমিং তেন কশ্চন বিকটধ্বনিঃ শ্রুতঃ। স ভয়েন পলায়িতুম্ আরভত। কিন্তু কিঞ্চিদ্ দূরং গত্বা স পুনঃ প্রত্যাগতঃ। তস্য বিকটধ্বনেঃ মুলং জ্ঞাতুং স উৎসুক অভবৎ। রণভূমৌ অন্বিষ্য স একাং ঢক্কাং অপশ্যন্। তস্য উপরি বৃক্ষাৎ জলং পততি স্ম। তেন ধ্বনিঃ উৎপন্নঃ। তস্য ভয়ং দূরীভূতম্।

(a) শৃগালঃ কুত্র গতঃ?

উত্তর:- শৃগালঃ রণভূমিং গতঃ।

(b) শৃগালঃ কথং পীড়িতঃ আসীৎ?

উত্তর:- শৃগালঃ ক্ষুধয়া পীড়িতঃ আসীৎ।

(c) শৃগালঃ কেন কারণেন পলায়িতঃ?

উত্তর:- কশ্চন বিকটধবনিং শ্রুত্বা শৃগালঃ পলায়িতঃ।

(d) শৃগালস্য ভয়ং কথং দূরীভূতম্?

উত্তর:- শৃগালঃ বনমধ্যে একাং ঢক্কাম্ অপশ্যৎ। তস্য উপরি বৃক্ষাৎ জলং পততি স্ম। তেন বিকটধবনিঃ উৎপন্নঃ। এবংরূপং কারণং জ্ঞাত্বা শৃগালস্য ভয়ং দূরীভূতম্।

16.বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) একস্মিন্ বনে একঃ সিংহঃ বসতি। স প্রতিদিনং বহূন্ পশূন্ হন্তি। একদা পশূনাং সন্মেলনম্ অভবৎ। সর্বে পশবঃ সিংহাৎ রক্ষণস্য উপায়ম্ অচিন্তয়ন্। অন্তে শশক উপায়ম্ উক্তবান্।

উত্তরঃ- এক বনে এক সিংহ বাস করত। সে প্রতিদিন বহু পশুকে হত্যা করে। একদিন পশুদের একটা সম্মেলন হল। সকল পশু সিংহের হাত থেকে রক্ষণের উপায় চিন্তা করেছিল। শেষে খরগোশ একটা উপায় বলল।

(b) অধুনা পৃথিব্যাং পরিবেশদূষণং জাতম্। তত্র কঃ পরিবেশঃ? অস্মাকং সর্বত্র যানি যানি স্থিতানি, তান্যেব একত্র পরিবেশ: ইতি কথ্যতে। ইদানীং স এব দূষিতঃ। তেন প্রাণা বিপন্নাঃ। শিল্পবিপ্লবোহপি বায়ুং দুষ্যতি।

উত্তর:- এখন পৃথিবীতে পরিবেশ দূষণ হচ্ছে। সেখানকার পরিবেশ কেমন? আমাদের সর্বত্র যে জিনিসগুলো আছে সেগুলোকে একত্রে পরিবেশ বলে। এখন তিনিই দূষিত। এতে তাদের জীবন বিপন্ন হয়। শিল্প বিপ্লবও বায়ুকে দূষিত করে।

আরোও পড়ুন

Leave a Comment