Saraswati Pushpanjali Mantra (সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও নিয়ম) in Bengali

আজ আমরা সরস্বতী পূজার বন্দনা মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্ৰ, প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ, অঞ্জলি মন্ত্র, স্তব মন্ত্র, ধ্যান ও জপ মন্ত্রগুলি জানবো।

saraswati mantra bengali, saraswati mantra bengali meaning, saraswati vandana mantra in sanskrit, saraswati vandana lyrics, saraswati vandana lyrics in sanskrit

Devi Saraswati Pushpanjali Mantra (সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র)

বাড়ীতে বাড়ীতে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী এখন আমরা জেনে নিবো সরস্বতী পূজার নিয়ম ও সরস্বতী পূজার মন্ত্র।

সরস্বতী পূজার নিয়ম (Saraswati Pujar Niyam)

সরস্বতী পূজার দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুণ। যে কোনো পূজা নিয়ম শৃঙ্খলা মেনেই পূজা শুরু করা হয়। পূজোর কয়েকটি পর্যায় রয়েছে ওই পর্যায়গুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে থাকি।

প্রথমে যে স্থানে পূজা হবে সেই স্থানে একটি পিঁড়ির উপর সাদা কাপড় পেতে দেবী সরস্বতীর মূর্ত্তি স্থাপন করুণ। মূর্ত্তির সামনে ঘটে জল দিয়ে তার উপর আম্রপত্র রাখুন। এরপর তার উপর একটি পান পাতা রাখুন।

পজোর স্থানে একদিকে হলুদ, কুমকুম, চাল, সাদা ফুল, বাসন্তী রঙের ফুল দিয়ে সাজান এবং অপরদিকে কুল সহ নানা রকমের ফল রাখুন। সরস্বতী দেবীর পাশে বই, কলম ও দোয়াত রাখুন। এরপর পূজার মন্ত্র সম্পূর্ণ পাঠ করে দেবীকে ভোগ নিবেদন করুণ।

সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্ৰ (Saraswati Pushpanjali Mantra)

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

Om Joy Joy Devi Charachar Sare, Kuchayugashobit Muktaharare.
Veenaranjit with book in hand, Bhagwati Bharati Devi in namahastu.
Namahbhadrakalyai namo nityang sarasvatyai namo namah.
Veda-Vedanga-Vedanta-Vidya-Sthanebhya etc.
S Sa-Chandan Pushpavilba Pataranjali Sarasvati Namath..

Saraswati Pranam Mantra in Bengali (সরস্বতী প্রণাম মন্ত্র বাংলা অর্থ সহ)

সরস্বতী প্রণাম মন্ত্র-১

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

namo saraswati mahabhage bidye kamalalochane.
bisshorupe bishalakshmi bidyandehi namohastute..
joy joy debi charachar sare, kuchyugshobhit muktahare.
binaranjito pustak haste, bhagabati bharati debi namahastute..

সরস্বতী প্রণাম মন্ত্র-২

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

Saraswati Anjali Mantra in Bengali (সরস্বতীর অঞ্জলি মন্ত্র)

ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ ।
বেদ-বেদাঙ্গ বেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব মন্ত্র (Saraswati Stab Mantra in Bengali)

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।

শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।

শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচৰ্চ্চিতা।

শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা

পূঝিতা মুনিভি: সৰ্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।

স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।

যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সৰ্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

বন্দিতা সিদ্ধগন্ধৰ্ব্বৈৰ্চ্চিতা দেবদানবৈঃ।

swetpodmasona debi set pushpopshobhita.

shwetambhardhara nitya swetagandhanulepana..

shwetakshosutrohosta ch swetchandonchonchita.

shwetobinadhora shubhra shetalankarbabhushita

pujhita munibhi: sarbarbairashivi stuate sada..

stotrenanen tang devin jagaddhatrin saraswatim.

ye smarati trisandhyayam sarbbang bidyan labhanti te..

bandita siddhagandharbairchaita devdanbai.

Saraswati Bandana Mantra in Bengali (সরস্বতী বন্দনা মন্ত্র)

যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতিদেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥২॥

Saraswati Dhyan Mantra in Bengali (সরস্বতীর ধ্যান মন্ত্র)

সরস্বতীর ধ্যান মন্ত্র-১

ওঁ সরস্বতী ময়া দৃষ্টবা, বীণা পুস্তক ধারণীম্।
হংস বাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করেতু মে ওঁ।।

সরস্বতীর ধ্যান মন্ত্র-২

তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্ৰীঃ সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ ।।

বাংলা অর্থ- চন্দ্রের তরুণ অংশের ন্যায় যাঁর কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাস্থনা, যাঁর নিজ কর কমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত, সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন।

Saraswati Jap Mantra in Bengali (সরস্বতীর জপ মন্ত্র)

ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা।

দেবী সরস্বতীকে প্রার্থনা জানানো মন্ত্র (Saraswati Prarthna Mantra in Bengali)

ওম যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা,

যা বীণাধর-দণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা।

যা ব্রহ্মচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা।

সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।

যথা ন দেবো ভগবান ব্রহ্মা তোল পিতামহঃ

ত্বাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।

বেদা শাস্ত্রানি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ।

ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ।

লক্ষ্মীর্মেধা ধারা পুষ্টিঃ গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতি।

এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্ম্মাং সরস্বতী।

আরোও পড়ুন

(FAQ) সরস্বতী পূজা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সরস্বতী দেবী কে?

হিন্দু মতে দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী।

২. শিশুদের কখন হাতেখড়ি দেওয়ার অনুষ্ঠান প্রচলিত আছে?

সরস্বতী পূজার দিন হাতেখড়ি দেওয়ার অনুষ্ঠান প্রচলিত আছে।

৩. সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র কোনটি?

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

৪. সরস্বতী বীজ মন্ত্র মন্ত্র কোনটি?

ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।

৫. সরস্বতী বন্দনা মন্ত্র কোনটি?

যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতিদেবৈঃ সদাবন্দিতা সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥
শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্ বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্ বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্।। ২।।

2 thoughts on “Saraswati Pushpanjali Mantra (সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও নিয়ম) in Bengali”

Leave a Comment