সংস্কৃত মন্ত্র (বাংলা অর্থসহ)

আজ আমরা সংস্কৃত মন্ত্র (Sanskrit Mantra) গুলি বাংলা অর্থসহ নিচে দেওয়া হল । মন্ত্র সংস্কৃত নিম্নে বাংলা অর্থ দেওয়া হল ।

বাংলা অর্থসহ সংস্কৃত ভোজন মন্ত্র

ভোজন মন্ত্র -১

ওঁ ব্রহ্মার্পণং ব্রহ্মহর্বিব্রহ্মাগ্নৌ ব্ৰহ্মণা হুতম্ ।

ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা ।।

বাংলা অর্থঃ- কর্মযজ্ঞে অর্পণ, হবি এবং অগ্নি সবই ব্রহ্ম। যিনি আহুতি দেন তিনিও ব্রহ্ম। আহুতি দ্বারা ব্রহ্মকর্ম সমাধানের প্রাপ্য ফল ও ব্রহ্ম।

ভোজন মন্ত্র -২

ওঁ সহনাববতু সহনৌভুনক্তু সহবীর্যং করবাবহৈ।

তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ।।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।

বাংলা অর্থঃ- আমাদের অধীত বিদ্যা আমাদের দুইজনকেই (আচার্য্য ও শিষ্য) রক্ষা করুক এবং পালন করুক। আমরা দুইজনেই যেন পরস্পর সহযোগিতায় কর্ম্মক্ষেত্রে বীর্য প্রকাশ করতে সমর্থ হই। আমাদের বিদ্যা তেজঃসম্পন্ন হউক। আমরা যেন পরস্পর বিদ্বেষ পোষণ না করি।

সংস্কৃত একাত্মতা মন্ত্র

একাত্মতা মন্ত্র -১

যং বৈদিকা মন্ত্রদৃশঃ পুরাণাঃ ইন্দ্রং যমং মাতরিশ্বানমাহুঃ ।

বেদান্তিনোঽনির্বচনীয়মেকম্ যংব্রহ্মশব্দেন বিনির্দিশন্তি ।।

একাত্মতা মন্ত্র -২

শৈবা যমীশং শিবইত্যবোচন্ যং বৈষ্ণবা বিষ্ণুরিতি স্তবন্তি।

বুদ্ধস্তথাঽর্হন্নিতি বৌদ্ধজৈনাঃ সৎ শ্রীঅকালেতি চ সিক্‌খ সন্তঃ ।।

একাত্মতা মন্ত্র -৩

শাস্তেতি কেচিৎ প্রকৃতি কুমারঃ যং প্রার্থয়ন্তে জগদীশিতারম্

স্বামীতি যাতেতি পিতেতি ভক্ত্যা । স এক এব প্রভুরদ্বিতীয়ঃ ।। ৩ ।।

অর্থ—“মদ্রষ্টা ঋণিগণ যাঁকে ইন্দ্র, যম, মাতরিদ্বা বা বায়ু ব’লে আহ্বান করেছেন এবং বৈদান্তিকেরা যাঁকে অনির্বচনীয় এক ব্রহ্ম বলেছেন, শৈবগণ যাঁকে শিব এবং বৈষ্ণবগণ যাঁকে বিষ্ণু রূপে স্তব করেন, বৌদ্ধ ও জৈনগণ যাঁকে বুদ্ধ এবং অর্হৎ বলেন, শিখ সন্তগণ যাঁকে সৎ-শ্রী-অকাল ব’লে ডাকেন—সেই জগতের স্বামীকে কেউ শাস্তা বা প্রভু কেউ পুত্র বা কেউ তাঁকে স্বামী, পিতা অথবা মাতা ব’লে ভক্তিপূর্বক প্রার্থনা করেন সেই প্রভু এক এবং অদ্বিতীয়।”

সূর্য প্রণাম মন্ত্র

ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম।

ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।

অর্থ: জবাপুষ্পের মত লোহিত বর্ণ, অন্ধকারণাশক মহাদ্যুতিবিশিষ্ট সৰ্ব্বপাপবিনাশক কশ্যপপুত্র সূৰ্য্যকে প্রণাম করি।

শিব মন্ত্র

শিব প্রণাম মন্ত্র

ওঁ নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হেতবে

নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম্

বাংলা অর্থঃ- তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের) হেতু শান্ত শিবকে প্রণাম হে পরমেশ্বর তুমিই পরমগতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি

শিব গায়ত্রী মন্ত্র

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমোহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ

বাংলা অর্থঃ- যিনি তৎপুরুষ ব্রহ্ম, সব পুরীতে শয়ান থাকেন, তাঁকে জেনে মহাদেবকে ধন্যবাদ করি, সেই রুদ্র ভগবান আমার বুদ্ধিকে শিবতত্ত্বে প্রেরণ করুণ

আরোও পড়ুন –

Leave a Comment