Sanskrit Ekatmata Mantra (সংস্কৃত একাত্মতা মন্ত্র)

সকালে ঘুম থেকে উঠে সংস্কৃত একাত্মতা মন্ত্র (Sanskrit Ekatmata Mantra), একাত্মতা মন্ত্র পাঠ, একাত্মতা স্তোত্র পাঠ করা উচিৎ।

সংস্কৃত একাত্মতা মন্ত্র (Sanskrit Ekatmata Mantra)

(১) সংস্কৃত একাত্মতা মন্ত্র

দেবনাগরী লিপিতে একাত্মতা মন্ত্র-

यं वैदिका मन्त्रदृशः पुराणाः इन्द्रं यमं मातरिश्वा नमाहुः।

वेदान्तिनो निर्वचनीयमेकम यं ब्रह्म शब्देन विनिर्दिशन्ति॥

বাংলা হরফে একাত্মতা মন্ত্র-

যং বৈদিকা মন্ত্রদৃশঃ পুরাণাঃ ইন্দ্রং যমং মাতরিশ্বানমাহুঃ।

বেদান্তিনোঽনির্বচনীয়মেকম্ যংব্রহ্মশব্দেন বিনির্দিশন্তি।।

(২) সংস্কৃত একাত্মতা মন্ত্র

দেবনাগরী লিপিতে একাত্মতা মন্ত্র-

शैवायमीशं शिव इत्यवोचन् यं वैष्णवा विष्णुरिति स्तुवन्ति।

बुद्धस्तथार्हन् इति बौद्ध जैनाः सत् श्री अकालेति च सिख्ख सन्तः॥

বাংলা হরফে একাত্মতা মন্ত্র-

শৈবা যমীশং শিবইত্যবোচন্ যং বৈষ্ণবা বিষ্ণুরিতি স্তবন্তি।

বুদ্ধস্তথাঽর্হন্নিতি বৌদ্ধজৈনাঃ সৎ শ্রীঅকালেতি চ সিক্‌খ সন্তঃ ।।

(৩) সংস্কৃত একাত্মতা মন্ত্র

দেবনাগরী লিপিতে একাত্মতা মন্ত্র-

शास्तेति केचित् प्रकृतीः कुमारः स्वामीति मातेति पितेति भक्त्या।

यं प्रार्थन्यन्ते जगदीशितारम् स एक एव प्रभुरद्वितीयः॥

বাংলা হরফে একাত্মতা মন্ত্র-

শাস্তেতি কেচিৎ প্রকৃতি কুমারঃ স্বামীতি যাতেতি পিতেতি ভক্ত্যা।

যং প্রার্থয়ন্তে জগদীশিতারম্ স এক এব প্রভুরদ্বিতীয়ঃ।।

বাংলা অর্থ:

“মদ্রষ্টা ঋণিগণ যাঁকে ইন্দ্র, যম, মাতরিদ্বা বা বায়ু ব’লে আহ্বান করেছেন এবং বৈদান্তিকেরা যাঁকে অনির্বচনীয় এক ব্রহ্ম বলেছেন, শৈবগণ যাঁকে শিব এবং বৈষ্ণবগণ যাঁকে বিষ্ণু রূপে স্তব করেন, বৌদ্ধ ও জৈনগণ যাঁকে বুদ্ধ এবং অর্হৎ বলেন, শিখ সন্তগণ যাঁকে সৎ-শ্রী-অকাল ব’লে ডাকেন—সেই জগতের স্বামীকে কেউ শাস্তা বা প্রভু কেউ পুত্র বা কেউ তাঁকে স্বামী, পিতা অথবা মাতা ব’লে ভক্তিপূর্বক প্রার্থনা করেন সেই প্রভু এক এবং অদ্বিতীয়।”

আরোও পড়ুন

সংস্কৃত ভোজন মন্ত্র

Leave a Comment