ব্যাকরণে সংস্কৃত প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণীবিভাগ, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা, উদাহরণ প্রভৃতি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
Table of Contents
সংস্কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা
ব্যাকরণের এই অংশের উপর ভালোভাবে দখল থাকলে শিক্ষার্থীদের সংস্কৃত ভাষা আরোও শক্তিশালী হয়ে উঠবে। তাই শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই নয়, সকল শ্রেণীর সংস্কৃত শিক্ষার্থীদের জন্য আমাদের এই প্রয়াস – সংস্কৃত প্রত্যয় শিক্ষা।
সংস্কৃত প্রত্যয়ের সংজ্ঞা
শব্দ ও ধাতু প্রকৃতির পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগে নতুন শব্দ, ধাতু বা ধাত্ববয়ব (ধাতুর অবয়ব) তৈরী হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে।
প্রত্যয় হল নতুন নতুন ধাতু ও শব্দ গঠনের বিজ্ঞান সম্মত কৌশল।
সংস্কৃত প্রত্যয়ের প্রকারভেদ
প্রত্যয় প্রধানত দুই প্রকার। যথা ১.কৃৎ প্রত্যয় ও ২.তদ্ধিত প্রত্যয়।
১.সংস্কৃত কৃৎ প্রত্যয়ের সংজ্ঞা
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠিত হয় তাদের কৃৎ প্রত্যয় বলে।
সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ
কৃৎ প্রত্যয়গুলি হল- ক্ত, ক্তবতু, ক্ত্বাচ্, ল্যপ্, তুমুন্, শতৃ, শানচ্, তব্য, অনীয়, যৎ, ণ্যৎ, ক্যপ্, ণ্বুল্, তৃচ্, ক্তিন্, ল্যুট্, যঞ্ প্রভৃতি।
কৃৎ প্রত্যয়ের সাধারণ নিয়ম
- ১. কৃৎ প্রত্যয় হলে ধাতুর অন্ত্যস্বরের ও উপধা লঘুস্বরের গুণ হয় কিন্তু ক্, গ্ অথবা ঙ্ ইৎ হলে হয় না।
- ২. কৃৎ প্রত্যয়ের ণ্ অথবা ঞ্ ইৎ হলে, অন্ত্যস্বরের ও উপধা অ-কারের ব্যৃদ্ধি হয় এবং আ-কারান্ত ধাতুর উত্তর য্ এর আগম হয়।
- ৩. কৃৎ প্রত্যয় পরে থাকলে ণিচ্ এর লোপ হয়।
- ৪. কৃৎ প্রত্যয়ের ঘ ইৎ হলে ও ণ্যৎ প্রত্যয় যোগে, ক্ত প্রত্যয় যোগে, যে সব ধাতুর ইট্ হয় না, তাদের অন্তস্থিত চ্ স্থানে ক্ ও জ্ স্থানে গ্ হয়।
- ৫. কৃৎ প্রত্যয়ের খ ইৎ হলে, পূর্বপদ দ্বিতীয়ার এক বচন হয়।
- ৬. কৃৎ প্রত্যয়ের প্ ইৎ হলে হ্রস্ব স্বরান্ত ধাতুর উত্তর ৎ হয়।
- ৭. কৃৎ প্রত্যয়ের বা তদ্ধিত প্রত্যয়ের য্ পরে থাকলে, ধাতুর বা শব্দের অন্তস্থিত ও স্থানে অব্ এবং ঔ স্থানে আব্ হয়।
- ৮. ক ইৎ অ-কারাদি প্রত্যয় পরেথাকলে হন্ স্থানে ঘ্ন হয়।
২. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা
শব্দের পরে তে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে ।
তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ
তদ্ধিত প্রত্যয়গুলি হল – অণ্, ঠক্, ঢক্, ইঞ্, অঞ্, ইমনিচ্, মতুপ্, ফক্, ছ, ত্ব, তল্, ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্, তমপ্ প্রভৃতি।
(FAQ) সংস্কৃত প্রত্যয় হতে জিজ্ঞাস্য?
শব্দ ও ধাতু প্রকৃতির পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগে নতুন শব্দ, ধাতু তৈরী হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে।
ধাতুর সাথে যেসকল প্রত্যয় যুক্ত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
শব্দের সাথে যেসকল প্রত্যয় যুক্ত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
ক্ত, ক্তবতু, ক্ত্বাচ্, ল্যপ্, তুমুন্, শতৃ, শানচ্, তব্য, অনীয়, যৎ, ণ্যৎ, ক্যপ্, ইত্যাদি।
অণ্, ঢক্, ইমনিচ্, মতুপ্, ঈয়সুন্, ইষ্ঠন্, তরপ্, তমপ্ ইত্যাদি।
,good
Thank You