ইষ্ঠন্ প্রত্যয়

তদ্ধিত প্রত্যয় ইষ্ঠন্, ঈয়সুন্, তরপ্, ও তমপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের নিয়ম, উদাহরণ, এককথায় প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হল।

তদ্ধিত প্রত্যয় ইষ্ঠন্ সম্পর্কে আলোচনা

নিম্নে ইষ্ঠন্ প্রত্যয়ের নিয়মগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল-

ইষ্ঠন্ প্রত্যয়ের বৈশিষ্ট্য

১. অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর ইষ্ঠন্ ও তমপ্ প্রত্যয় হয়। অপরদিকে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর ঈয়সুন্তরপ্ প্রত্যয় হয়।

২. ইষ্ঠন্ প্রত্যয়ের ইষ্ঠ থাকে, ন্ লোপ পায়।

৩. ইষ্ঠন্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয় না, পরিবর্তিত রূপের সাথে যুক্ত হয়।

৪. ইষ্ঠন্ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে ‘নর‘ শব্দের মতো ক্লীবলিঙ্গে ‘ফল‘ শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আ-কার যোগ করে ‘লতা‘ শব্দের মতো হয়।

ইষ্ঠন্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি

অন্তিক + ইষ্ঠন্ > নেদ্ + ইষ্ঠ = নেদিষ্ঠ।

আমরা জানি যে ইষ্ঠন্ প্রত্যয় পরিবর্তিত রুপের সাথে যুক্ত হয়। এখানে মূলশব্দ অন্তিক শব্দের পরিবর্তিত রূপ নেদ্ আর ইষ্ঠন্ প্রত্যয়ের ইষ্ঠ থাকে। সুতরাং নেদ্ + ইষ্ঠ = নেদিষ্ঠ শব্দটি পাওয়া গেছে।

ছকের সাহায্যে ইষ্ঠন্ প্রত্যয়ের উদাহরণের তালিকা

ক্রমিক সংখ্যামূলশব্দ ও বাংলা অর্থপরিবর্তিত রূপইষ্ঠন্ প্রত্যয়ান্ত শব্দ
অন্তিক (কাছে)নেদ্নেদিষ্ঠ
অল্প (কম)অল্প্ / কন্অল্পিষ্ঠ / কনিষ্ঠ
উরু (অনেক)বর্বরিষ্ঠ
কৃশ (রোগা)ক্রশ্ক্রশিষ্ঠ
ক্ষিপ্র (দ্রুত)ক্ষেপ্ক্ষেপিষ্ঠ
ক্ষুদ্র (ছোটো)ক্ষোদ্ক্ষোদিষ্ঠ
গুরু (ভারী)গর্গরিষ্ঠ
তৃপ্র (সন্তুষ্ট)ত্রপ্ত্রপিষ্ঠ
দীর্ঘ (লম্বা)দ্রাঘ্দ্রাঘিষ্ঠ
১০দূর (দূর)দব্দবিষ্ঠ
১১দৃঢ় (শক্ত)দ্রঢ়্দ্রঢ়িষ্ঠ
১২পৃথু (বৃহৎ)প্রথ্প্রথিষ্ঠ
১৩প্রশস্য (প্রশংসনীয়)শ্র / জ্যশ্রেষ্ঠ / জ্যেষ্ঠ
১৪প্রিয় (প্রিয়)প্রপ্রেষ্ঠ
১৫বলবৎ (বলশালী)বল্বলিষ্ঠ
১৬বহু (অনেক)ভূভূয়িষ্ঠ
১৭বহুল (অনেক)বংহ্বংহিষ্ঠ
১৮মায়াবিন্ (মায়াবী)মায়্মায়িষ্ঠ
১৯মৃদু (নরম)ম্রদ্ম্রদিষ্ঠ
২০যুবন্ (তরুণ)যব্ / কন্যবিষ্ঠ / কনিষ্ঠ
২১লঘু (হালকা)লঘ্লঘিষ্ঠ
২২বাঢ় (অনেক)সাধ্সাধিষ্ঠ
২৩বিপুল (অনেক)জ্যজ্যেষ্ঠ
২৪বৃদ্ধ (বৃদ্ধ)বর্ষ্ / জ্যবর্ষিষ্ঠ / জ্যেষ্ঠ
২৫বৃন্দারক (নেতা)বৃন্দ্বৃন্দিষ্ঠ
২৬সাধু (ভালো)সাধ্সাধিষ্ঠ
২৭স্থির (স্থির)স্থস্থেষ্ঠ
২৮স্ফির (প্রচুর)স্ফস্ফেষ্ঠ
২৯স্থূল (মোটা)স্থব্স্থবিষ্ঠ
৩০স্রগ্বিন্ (মালা পরিহিত)স্রজ্স্রজিষ্ঠ
৩১হ্রস্ব (ছোটো)হ্রস্হ্রসিষ্ঠ
৩২ঋজু (সোজা)ঋজ্ঋজিষ্ঠ
৩৩ভৃশ (অনেক)ভ্রশ্ভ্রশিষ্ঠ

Leave a Comment