তমপ্ প্রত্যয়

তদ্ধিত প্রত্যয় তমপ্, ঈয়সুন্, ইষ্ঠন্, ও তরপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের নিয়ম, উদাহরণ, এককথায় প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হল।

তদ্ধিত প্রত্যয় তমপ্ সম্পর্কে আলোচনা

নিম্নে তমপ্ প্রত্যয়ের নিয়মগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল-

তমপ্ প্রত্যয়ের বৈশিষ্ট্য

  • ১. অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর তমপ্ ও ইষ্ঠন্ প্রত্যয় হয়। অপরদিকে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর ঈয়সুন্তরপ্ প্রত্যয় হয়।
  • ২. তমপ্ প্রত্যয়ের তম থাকে, প্ লোপ পায়।
  • ৩. তমপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়।
  • ৪. তমপ্ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে ‘নর‘ শব্দের মতো ক্লীবলিঙ্গে ‘ফল‘ শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আ-কার যোগ করে ‘লতা‘ শব্দের মতো হয়।

তমপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি

অন্তিক + তমপ্ > অন্তিক + তম = অন্তিকতম।

আমরা জানি যে তমপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়। এখানে মূলশব্দ অন্তিক আর তমপ্ প্রত্যয়ের তম থাকে। সুতরাং অন্তিক + তম = অন্তিকতম শব্দটি পাওয়া গেছে।

ছকের সাহায্যে তমপ্ প্রত্যয়ের উদাহরণের তালিকা

ক্রমিক সংখ্যামূলশব্দ ও বাংলা অর্থতরপ্ প্রত্যয়ান্ত শব্দ
অন্তিক (কাছে)অন্তিকতম
অল্প (কম)অল্পতম
উরু (অনেক)উরুতম
কৃশ (রোগা)কৃশতম
ক্ষিপ্র (দ্রুত)ক্ষিপ্রতম
ক্ষুদ্র (ছোটো)ক্ষুদ্রতম
গুরু (ভারী)গুরুতম
তৃপ্র (সন্তুষ্ট)তৃপ্রতম
দীর্ঘ (লম্বা)দীর্ঘতম
১০দূর (দূর)দূরতম
১১দৃঢ় (শক্ত)দৃঢ়তম
১২পৃথু (বৃহৎ)পৃথুতম
১৩প্রশস্য (প্রশংসনীয়)প্রশস্যতম
১৪প্রিয় (প্রিয়)প্রিয়তম
১৫বলবৎ (বলশালী)বলবত্তম
১৬বহু (অনেক)বহুতম
১৭বহুল (অনেক)বহুলতম
১৮মায়াবিন্ (মায়াবী)মায়াবীতম
১৯মৃদু (নরম)মৃদুতম
২০যুবন্ (তরুণ)যুবতম
২১লঘু (হালকা)লঘুতম
২২বাঢ় (অনেক)বাঢ়তম
২৩বিপুল (অনেক)বিপুলতম
২৪বৃদ্ধ (বৃদ্ধ)বৃদ্ধতম
২৫বৃন্দারক (নেতা)
২৬সাধু (ভালো)সাধুতম
২৭স্থির (স্থির)স্থিরতম
২৮স্ফির (প্রচুর)স্ফিরতম
২৯স্থূল (মোটা)স্থূলতম
৩০স্রগ্বিন্ (মালা পরিহিত)
৩১হ্রস্ব (ছোটো)হ্রস্বতম
৩২ঋজু (সোজা)ঋজুতম
৩৩ভৃশ (অনেক)ভৃশতম

Leave a Comment