তদ্ধিত প্রত্যয় তমপ্, ঈয়সুন্, ইষ্ঠন্, ও তরপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের নিয়ম, উদাহরণ, এককথায় প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হল।
Table of Contents
তদ্ধিত প্রত্যয় তমপ্ সম্পর্কে আলোচনা
নিম্নে তমপ্ প্রত্যয়ের নিয়মগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল-
তমপ্ প্রত্যয়ের বৈশিষ্ট্য
- ১. অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর তমপ্ ও ইষ্ঠন্ প্রত্যয় হয়। অপরদিকে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর ঈয়সুন্ ও তরপ্ প্রত্যয় হয়।
- ২. তমপ্ প্রত্যয়ের তম থাকে, প্ লোপ পায়।
- ৩. তমপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়।
- ৪. তমপ্ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে ‘নর‘ শব্দের মতো ক্লীবলিঙ্গে ‘ফল‘ শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আ-কার যোগ করে ‘লতা‘ শব্দের মতো হয়।
তমপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি
অন্তিক + তমপ্ > অন্তিক + তম = অন্তিকতম।
আমরা জানি যে তমপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়। এখানে মূলশব্দ অন্তিক আর তমপ্ প্রত্যয়ের তম থাকে। সুতরাং অন্তিক + তম = অন্তিকতম শব্দটি পাওয়া গেছে।
ছকের সাহায্যে তমপ্ প্রত্যয়ের উদাহরণের তালিকা
ক্রমিক সংখ্যা | মূলশব্দ ও বাংলা অর্থ | তরপ্ প্রত্যয়ান্ত শব্দ |
---|---|---|
১ | অন্তিক (কাছে) | অন্তিকতম |
২ | অল্প (কম) | অল্পতম |
৩ | উরু (অনেক) | উরুতম |
৪ | কৃশ (রোগা) | কৃশতম |
৫ | ক্ষিপ্র (দ্রুত) | ক্ষিপ্রতম |
৬ | ক্ষুদ্র (ছোটো) | ক্ষুদ্রতম |
৭ | গুরু (ভারী) | গুরুতম |
৮ | তৃপ্র (সন্তুষ্ট) | তৃপ্রতম |
৯ | দীর্ঘ (লম্বা) | দীর্ঘতম |
১০ | দূর (দূর) | দূরতম |
১১ | দৃঢ় (শক্ত) | দৃঢ়তম |
১২ | পৃথু (বৃহৎ) | পৃথুতম |
১৩ | প্রশস্য (প্রশংসনীয়) | প্রশস্যতম |
১৪ | প্রিয় (প্রিয়) | প্রিয়তম |
১৫ | বলবৎ (বলশালী) | বলবত্তম |
১৬ | বহু (অনেক) | বহুতম |
১৭ | বহুল (অনেক) | বহুলতম |
১৮ | মায়াবিন্ (মায়াবী) | মায়াবীতম |
১৯ | মৃদু (নরম) | মৃদুতম |
২০ | যুবন্ (তরুণ) | যুবতম |
২১ | লঘু (হালকা) | লঘুতম |
২২ | বাঢ় (অনেক) | বাঢ়তম |
২৩ | বিপুল (অনেক) | বিপুলতম |
২৪ | বৃদ্ধ (বৃদ্ধ) | বৃদ্ধতম |
২৫ | বৃন্দারক (নেতা) | |
২৬ | সাধু (ভালো) | সাধুতম |
২৭ | স্থির (স্থির) | স্থিরতম |
২৮ | স্ফির (প্রচুর) | স্ফিরতম |
২৯ | স্থূল (মোটা) | স্থূলতম |
৩০ | স্রগ্বিন্ (মালা পরিহিত) | |
৩১ | হ্রস্ব (ছোটো) | হ্রস্বতম |
৩২ | ঋজু (সোজা) | ঋজুতম |
৩৩ | ভৃশ (অনেক) | ভৃশতম |