অব্যয় হতে বাক্যরচনা (সকল সংস্কৃত শিক্ষার্থীর জন্য)

একাদশ শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ সংস্কৃত অব্যয় হতে বাক্যরচনা নিচে দেওয়া হল ৷ এগুলি ভালোভাবে তৈরী করলে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনায়াসেই সব কমন পেয়ে যাবে ৷ School Service Commission – WBSSC (SLST) সংস্কৃত Syllabus এর গুরুত্বপূর্ণ অব্যয় দ্বারা বাক্যরচনা গুলি তুলে ধরা হল ৷

অব্যয় হতে বাক্যরচনা

সংস্কৃত ব্যাকরণের গরুত্বপূর্ণ অধ্যায় অব্যয় । যে কোনো পরীক্ষায় অব্যয়ের বাংলা অর্থ এবং অব্যয়দ্বারা বাক্য-রচনা করতে হয় । গুরুত্বপূর্ণ অব্যয়গুলি হতে বাক্যরচনা নিম্নে দেওয়া হল ৷

অব্যয় দ্বারা বাক্যরচনা – অ

1. অত্র (এখানে) রামঃ অত্র বসতি ।

2. অদ্য (আজ) অদ্য মম জন্মদিবসঃ ।

3. অধুনা (এখন) অধুনা সঃ পুস্তকং পঠতি ।

4. অকস্মাৎ (হঠাৎ) অকস্মাৎ স মৃতঃ ।

৬. অথ (তারপর) অথ শশকস্য বারঃ সমায়াতঃ।

৭. অহো (হায় বা আহা) অহো! মহৎ ভোজ্যং মে সমুপস্থিতম্।

৮. অচিরেণ (শীঘ্র) রামঃ অচিরেণ আমিষ্যতি।

৯. অথ কিম্ (হ্যাঁ) অথ কিম্, অহং রামস্য পুত্রঃ।

১০. অধঃ (নীচে) বৃক্ষস্য অধঃ বানরাঃ ক্রীড়ন্তি।

অব্যয় দ্বারা বাক্যরচনা – আ

1. আরাৎ (নিকটে) গ্রামাৎ আরাৎ নদী অস্তি ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – ন

1. নক্তম্ (রাত্রে) নক্তং দধি ন ভুঞ্জীতঃ ।

2. নিকষা (নিকটে) গ্রামং নিকষা নদী ।

3. নীচৈঃ (নীচে) বৃক্ষাৎ নীচৈঃ পত্রাণি পতন্তি ।

4. ন (না) অহং বিদ্যালয়ং ন গমিষ্যতি ।

5. নঃ (আমাদের) অত্র নঃ গৃহম্ ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – স

1. সর্বত্র (সকল স্থানে) ঈশ্বরঃ সর্বত্র অস্তি ।

2. সকৃৎ (একবার) সকৃৎ অহং কোলকাতাম্ অগচ্ছম্ ।

3. সহ (সঙ্গে) পিতা পুত্রের সহ গচ্ছতি ।

4. সপদি / সহসা (হঠাৎ) সহসা বিদধীত ন ক্রিয়াম্ ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – ব

1.বৃথা (অকারণ) রামঃ বৃথা তত্র গচ্ছতি ।

2. বরম্ (ঈষৎ ভালো) মৃতাজাতৌ সুতৌ বরম্ ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – ই

1. ইতঃ (এদিকে) ভগবন্নিত ইতঃ ।

2. ইতি (নাম অর্থে) দশরথঃ ইতি রাজা আসীৎ ।

3. ইব (মতো) রামস্য ইব শ্যামঃ ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – উ

1. উচ্চৈঃ (উচ্চৈস্বরে) বালকঃ উচ্চৈঃ বসতি ।

2. উভয়তঃ (উভয় দিকে) নদীম্ উভয়তঃ বনম্ ।

অব্যয় দ্বারা বাক্যরচনা – প

  1. প্রাক্ (পূর্বে) সূর্যোদয়াৎ প্রাক্ শয্যাং ত্যাজ ।

2. পরিতঃ (চতুর্দিকে) গ্রামং পরিতঃ নদী ।

শব্দযুগলের অর্থপার্থক্যের বাংলা অর্থসহ বাক্যরচনা

2 thoughts on “অব্যয় হতে বাক্যরচনা (সকল সংস্কৃত শিক্ষার্থীর জন্য)”

Leave a Comment