একাদশ শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ সংস্কৃত অব্যয় হতে বাক্যরচনা নিচে দেওয়া হল ৷ এগুলি ভালোভাবে তৈরী করলে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনায়াসেই সব কমন পেয়ে যাবে ৷ School Service Commission – WBSSC (SLST) সংস্কৃত Syllabus এর গুরুত্বপূর্ণ অব্যয় দ্বারা বাক্যরচনা গুলি তুলে ধরা হল ৷
অব্যয় হতে বাক্যরচনা
সংস্কৃত ব্যাকরণের গরুত্বপূর্ণ অধ্যায় অব্যয় । যে কোনো পরীক্ষায় অব্যয়ের বাংলা অর্থ এবং অব্যয়দ্বারা বাক্য-রচনা করতে হয় । গুরুত্বপূর্ণ অব্যয়গুলি হতে বাক্যরচনা নিম্নে দেওয়া হল ৷
অব্যয় দ্বারা বাক্যরচনা – অ
1. অত্র (এখানে) রামঃ অত্র বসতি ।
2. অদ্য (আজ) অদ্য মম জন্মদিবসঃ ।
3. অধুনা (এখন) অধুনা সঃ পুস্তকং পঠতি ।
4. অকস্মাৎ (হঠাৎ) অকস্মাৎ স মৃতঃ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – আ
1. আরাৎ (নিকটে) গ্রামাৎ আরাৎ নদী অস্তি ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – ন
1. নক্তম্ (রাত্রে) নক্তং দধি ন ভুঞ্জীতঃ ।
2. নিকষা (নিকটে) গ্রামং নিকষা নদী ।
3. নীচৈঃ (নীচে) বৃক্ষাৎ নীচৈঃ পত্রাণি পতন্তি ।
4. ন (না) অহং বিদ্যালয়ং ন গমিষ্যতি ।
5. নঃ (আমাদের) অত্র নঃ গৃহম্ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – স
1. সর্বত্র (সকল স্থানে) ঈশ্বরঃ সর্বত্র অস্তি ।
2. সকৃৎ (একবার) সকৃৎ অহং কোলকাতাম্ অগচ্ছম্ ।
3. সহ (সঙ্গে) পিতা পুত্রের সহ গচ্ছতি ।
4. সপদি / সহসা (হঠাৎ) সহসা বিদধীত ন ক্রিয়াম্ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – ব
1.বৃথা (অকারণ) রামঃ বৃথা তত্র গচ্ছতি ।
2. বরম্ (ঈষৎ ভালো) মৃতাজাতৌ সুতৌ বরম্ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – ই
1. ইতঃ (এদিকে) ভগবন্নিত ইতঃ ।
2. ইতি (নাম অর্থে) দশরথঃ ইতি রাজা আসীৎ ।
3. ইব (মতো) রামস্য ইব শ্যামঃ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – উ
1. উচ্চৈঃ (উচ্চৈস্বরে) বালকঃ উচ্চৈঃ বসতি ।
2. উভয়তঃ (উভয় দিকে) নদীম্ উভয়তঃ বনম্ ।
অব্যয় দ্বারা বাক্যরচনা – প
- প্রাক্ (পূর্বে) সূর্যোদয়াৎ প্রাক্ শয্যাং ত্যাজ ।
2. পরিতঃ (চতুর্দিকে) গ্রামং পরিতঃ নদী ।
আপনি যদি সংস্কৃত ব্যাকরণের শব্দযুগলের অর্থপার্থক্যের বাংলা অর্থসহ বাক্যরচনাগুলি দেখতে চান তাহলে নিচে দেওয়া link এ করুণ ।
শব্দযুগলের অর্থপার্থক্যের বাংলা অর্থসহ বাক্যরচনা