অতি গুরুত্বপূর্ণ সংস্কৃত শব্দ যুগলের অর্থ পার্থক্য (Sanskrit Homophone) এগুলি ভালোভাবে তৈরী করলে যে কোনো পরীক্ষায় অনায়াসেই সব শব্দযুগলের অর্থপার্থক্যই নিশ্চিত ভাবে কমন পেয়ে যাবে৷
Table of Contents
সংস্কৃত শব্দ যুগলের অর্থ পার্থক্য
উচ্চমাধ্যমিক পরীক্ষার উপযোগী করে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দযুগলের অর্থপার্থক্য নিচে দেওয়া হল । অর্থপার্থক্য গুলি নিম্নে বর্ণ অনুসারে দেওয়া হল ।
দ্বাদশ শ্রেণীর সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (উচ্চমাধ্যমিক)
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – অ
1.অধ্যয়নেন বসতি (পাঠের কারণে বাস) সঃ অধ্যয়নেন বসতি।
অধ্যয়নায় বসতি (পাঠ করতে বাস) সঃ অধ্যয়নায় বসতি।
2.অস্তি (আছে) ব্রহ্মারণ্যে কশ্চিৎ মুনিঃ আসীৎ।
অস্থি (হাড়) বৃদ্ধস্য অস্থি ভঙ্গুরম্।
3.অর্থী (প্রার্থী) অর্থী ধনং যাচতে ।
অর্থবান্ (ধনী) অর্থবান্ ধনং দদাতি ।
4.অন্নম্ (খাদ্য দ্রব্য) ময়া অন্নং ভোজ্যম্।
জগ্ধম্ (ভক্ষণ করা হয়েছে) তেন ফলং জগ্ধম্।
5.অরণ্যানি (বনসমূহ) দাক্ষিণাত্যে অরণ্যানি সন্তি ।
অরণ্যানী (বিশালবন) পঞ্চবটী নাম অরণ্যানী অস্তি ।
6.অলং ভুক্ত্বা (খাওয়ার প্রয়োজন নেই) নক্তং দধি অলং ভুক্ত্বা ।
অলং ভোক্তুম্ (ভোজনে সমর্থ) বৃদ্ধোহপি অলং ভোক্তুম্ অয়ং জনঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (Sanskrit Homophone) – আ
1.আহন্তি (অন্যকে আঘাত করে) সঃ শ্বানম্ আহন্তি ।
আহতে (নিজেকে আঘাত করে) সঃ স্বমস্তকম্ আহতে ।
2.আহ্বয়তি (ডাকে) মাতা আহ্বয়তি ।
আহ্বয়তে (স্পর্ধাপূর্বক ডাকে) শত্রুঃ আহ্বয়তে ।
3.আক্রামতি (জ্যোতিঃ ভিন্ন অন্য বস্তুর উপরে ওঠা) ধূমঃ আক্রামতি ।
আক্রমতে (জ্যোতি পদার্থের উপরে ওঠা) সূর্যঃ আক্রমতে ।
4.আচার্যা (অধ্যাপিকা) আচার্যা পাঠয়তি ।
আচার্যানী (আচার্যের স্ত্রী) আচার্যানী আচার্যেণ সহ বসতি ।
5.আম্রঃ (আমগাছ) উদ্যানে আম্রঃ বিদ্যতে ।
আম্রম্ (আমফল) আম্রং কস্মৈ ন রোচতে ?
6. আদদাতি (বিস্তার করে) ব্যাঘ্রঃ মুখম্ আদদাতি ।
আদত্তে (গ্রহণ করে) ছাত্রঃ শিক্ষকাৎ জ্ঞানম্ আদত্তে ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ই
1.ইন্দ্রসখঃ (ইন্দ্রের বন্ধু) ইন্দ্রসখঃ বরুণঃ স্বর্গে বসতি ।
ইন্দ্রসখা (ইন্দ্র বন্ধু যার) ইন্দ্রসখা সদৈব সুখং লভ্যতে ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – উ
1.উত্তিষ্ঠতি (উঠে) নরঃ আসনাৎ উত্তিষ্ঠতি ।
উত্তিষ্ঠতে (যত্নকরে) সঃ কর্মণি উত্তিষ্ঠতে ।
2.উচ্চরতি (উঠে) ধূমঃ উচ্চরতি ।
উচ্চরতে (লঙ্ঘনকরে) শিষ্যঃ গুরুবাক্যম্ উচ্চরতে ।
3.উত্তপতি (অন্যকে উত্তপ্ত করে) সঃ লৌহম্ উত্তপতি ।
উত্তপতে (নিজেকে উত্তপ্ত করে) সূর্যঃ উত্তপতে ।
4.উদকীয়তি (অন্য কারণে জল চায়) সঃ স্নানার্থম্ উদকীয়তি ।
উদন্যতি (পানের জন্য জল চায়) তৃষ্ণার্তঃ উদন্যতি ।
5.উদন্বান্ (সমুদ্র) উদন্বান্ উদকবান্ ভবতি ।
উদকবান্ (জল যুক্ত) উদকবান্ অয়ং ঘটঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – এ
1.এতম্ /এনম্ (একে) এনং বালকং বদিষ্যামি ।
এণম্ (হরিণকে) এণং হন্তি নরপতিঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (Sanskrit Homophone) – ক
1.কবরা (বিচিত্রা) কবরা ইয়ং পৃথিবী ।
কবরী (চুলের খোঁপা) তস্যাঃ কবরী মনোহরা ।
2.কিঙ্করা (পরিচারিকা) কিঙ্করা কর্ম করোতি ।
কিঙ্করী (ভৃত্যের স্ত্রী) কিঙ্করী কিঙ্করং সেবতে ।
3.ক্রয্যম্ (ক্রয়ের জন্য প্রসারিত) আপণে ক্রয্যং দ্রব্যং পশ্যামি ।
ক্রেয়ম্ (ক্রয়ের যোগ্য) ইদং দ্রব্যং ক্রেয়ম্ ।
4.কুর্মঃ (করি) বয়ং শ্রদ্ধাং কুর্মঃ ।
কূর্মঃ (কচ্ছপ) কূর্মঃ শনৈঃ গচ্ছতি ।
5.কুহু (কোকিলের ডাক) কুহুং শৃণোমি ।
কুহূঃ (অমাবস্যা) কুহূঃ কদা ভবিষ্যতি ?
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – গ
1.গ্রহীতা (গ্রহণকারী) নৃপঃ কর গ্রহীতা ।
গৃহীতা (গ্রহণ করা হয়েছে) মম পূজা গৃহীতা ।
2.গিরিশঃ (মহাদেব) গিরিশঃ গিরৌ শেতে ।
গিরীশঃ (হিমালয়) গিরীশঃ শিবস্য শ্বশুরঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ছ
1.ছাত্রা (পাঠিকা) ছাত্রা পঠতি ।
ছাত্রী (ছাত্রের স্ত্রী) ছাত্রী ছাত্রেণ সহ বসতি ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – জ
1.জয্যম্ (যা জয় করা যায়) ইদং স্থানং জয্যম্ ।
জেয়ম্ (জয়ের যোগ্য) হৃত রাজ্যং জেয়ম্ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (Sanskrit Homophone) – ত
1.তিষ্ঠতি (থাকে) মালা গৃহে তিষ্ঠতি ।
তিষ্ঠতে (মনের ভাব প্রকাশ করে) মাতা কৃষ্ণায় তিষ্ঠতে ।
2.ত্রিফলা (তিনটি ফলের সমাহার) ত্রিফলা সেবনীয়া ।
ত্রিফলী (তিনটি ফল বিশিষ্ট) ত্রিফলী বৃক্ষশাখা ।
3.তারকা (নক্ষত্র) রাত্রৌ তারকা দৃশ্যতে ।
তারিকা (ত্রাণকর্ত্রী) বিপদি দুর্গা তারিকা ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – দ
1.দন্তুরঃ (বড় দাঁত যুক্ত) শ্বাপদঃ দন্তুরঃ ভবতি ।
দন্তবান্ (দাঁত যুক্ত) দন্তবান্ অয়ং জনঃ ।
2.দ্ব্যহঃ (দুই দিনের সমষ্টি) দ্ব্যহঃ দাস্যামি ।
দ্ব্যহ্নঃ (দুই দিনের জাত) দ্ব্যহ্নঃ অয়ং বালকঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ধ
1.ধনীয়তি (দানের জন্য ধন চায়) নৃপঃ দরিদ্রায় ধনীয়তি ।
ধনায়তে (লোভে ধন চায়) কৃপণঃ ধনায়তে ।
ধনীয়তে (ধনীর মতো আচরণ করে) দরিদ্রোহপি স ধনীয়তে ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ন
1.নীলা ( কৃত্রিম নীল বর্ণ ) নীলা শাটী রমণীয়া ।
নীলী (নীল বর্ণ গাছ) মম উদ্যানে একঃ নীলী বৃক্ষঃ বিদ্যতে ।
2.নাথতি (আশীর্বাদ করে) গুরুঃ শিষ্যং নাথতি ।
নাথতে (ইচ্ছা করে) মাতা কন্যাং নাথতে ।
3.নিষ্ণাতঃ (নিপুণ) সঃ সংস্কৃতে নিষ্ণাতঃ ।
নিস্নাতঃ (স্নান করছে এমন) নিস্নাতঃ বিপ্রঃ মন্দিরং প্রবিশতি ।
4.নিয়োগ্যঃ (প্রভু) নিয়োগ্যঃ ভৃত্যম্ আহ্বয়তি ।
নিয়োজ্যঃ (ভৃত্য) নিয়োজ্যঃ কর্ম করোতি ।
5.নৃত্যন্তি (নাচছে) বালিকাঃ নৃত্যন্তি ।
নৃত্যন্তী (নৃত্যরতা) নৃত্যন্তী বালিকা গচ্ছতি ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – প
1.পাণিগৃহীতা (যে নারীর হাত ধরা হয়েছে) পাণিগৃহীতা বালিকা হসতি ।
পাণিগৃহীতী (বিবাহিতা স্ত্রী) সীতা রামস্য পাণিগৃহীতী ।
2.পতিমতী (প্রভু যুক্তা) অযোধ্যা পতিমতী আসীৎ ।
পতিবত্নী (সধবা) ইয়ং বালা পতিবত্নী ।
3.পুত্রীয়তি (পুত্রের মতো দেখে) শিক্ষকঃ ছাত্রং পুত্রীয়তি ।
পুত্রায়তে (পুত্রের মতো আচরণ করে) ছাত্রঃ শিক্ষকে পুত্রায়তে ।
4.পিত্রীয়তি (পিতার মতো দেখে) ছাত্রঃ শিক্ষকং পিত্রীয়তি ।
পিত্রীয়তে (পিতার মতো আচরণ করে) শিক্ষকঃ ছাত্রে পিত্রীয়তে ।
5.প্রিয়সখঃ (প্রিয়বন্ধু) শ্রীকৃষ্ণঃ অর্জুনস্য প্রিয়সখঃ ।
প্রিয়সখা (প্রিয় বন্ধু যার) প্রিয়সখা কৃষ্ণঃ পাণ্ডবানাং রক্ষকঃ ।
6.পিতৃবৎ (পিতার মতো) শিক্ষকঃ পিতৃবৎ পূজ্যঃ ।
পিতৃমৎ (পিতা আছে যার) পিতৃমৎ মে মিত্রম্ ।
7.পনসঃ (কাঁঠাল গাছ) মম উদ্যানে পনসঃ বিদ্যতে ।
পনসম্ (কাঁঠাল ফল) পক্বং পনসং মধুরম্ ।
8.পূর্বাহঃ (পূর্বদিন) পূর্বাহে তেন ইদং কৃতম্ ।
পূর্বাহ্নঃ (দিনের পূর্বভাগ) পূর্বাহ্নঃ বেদপাঠস্য কালঃ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ব
1.বিনয়তি (পরের ক্রোধ প্রশমন করে ) সঃ মাতুঃ ক্রোধং বিনয়তি ।
বিনয়তে (নিজের ক্রোধ প্রশমন করে) শিক্ষকঃ ক্রোধং বিনয়তে ।
2.বিক্রামতি (ভাঙে) সন্ধিঃ বিক্রামতি ।
বিক্রমতে (পা ফেলে) অশ্বঃ বিক্রমতে ।
3.বনানি (বনসমূহ) দাক্ষিণাত্যে বনানি সন্তি ।
বনানী (গভীরবন) পঞ্চবটী নাম বনানী অস্তি ।
4.বর্ণকা (রঙিন পোশাক) আপণে বর্ণকা দৃশ্যতে ।
বর্ণিকা (তুলি) চিত্রকরস্য গৃহে বর্ণিকা বিদ্যতে ।
5.বাক্যম্ (কথা) তব বাক্যং মধুরম্ ।
বাচ্যম্ (বলা উচিত) সদা সত্যং বাচ্যম্ ।
6.বসিত্বা (পরিধান করে) বস্ত্রং বসিত্বা গৃহং গচ্ছ ।
উষিত্বা (বাস করে) মিতা গ্রামে উষিত্বা ।
7.বনম্ উপবসতি (বাস করে) মুনিঃ বনম্ উপবসতি ।
বনে উপবসতি (বনে উপবাস করে) দরিদ্রঃ বনে উপবসতি ।
8.বিবাদেন অলম্ (বিবাদে প্রয়োজন নেই) তস্য বিবাদেন অলম্ ।
বিবাদায় অলম্ (বিবাদে সমর্থ) দুষ্টঃ বিবাদায় অলম্ ।
9.বর্ণী (ব্রহ্মচারী) বর্ণী বনে তিষ্ঠতি ।
বর্ণবান্ (রঙিন) বর্ণবান্ অয়ং পটঃ ।
10.বেত্তি (জানে) সঃ ব্যাকরণং বেত্তি ।
বিদ্যতে (আছে) মাতা গৃহে বিদ্যতে ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ভ
1.ভুনক্তি (রক্ষা করে) রাজা রাজ্যং ভুনক্তি ।
ভুঙ্ক্তে (খায়) সঃ অন্নং ভুঙ্ক্তে ।
2.ভোগ্যম্ (ভোগের যোগ্য) তেন সুখং ভোগ্যম্ ।
ভোজ্যম্ (ভোজের যোগ্য) মহৎ ভোজ্যম্ উপস্থিতম্ ।
3.ভোজনেন অলম্ (ভোজনে প্রয়োজন নেই) তস্য ভোজনেন অলম্ ।
ভোজনায় অলম্ (ভোজনে সমর্থ) বৃদ্ধঃ ভোজনায় অলম্ ।
4.ভ্রাতৃবৎ (ভাইয়ের মতো) সঃ মে ভ্রাতৃবৎ ।
ভ্রাতৃমৎ (ভাই আছে যার) ভ্রাতৃমৎ মে মিত্রম্ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ম
1.মহারাজী (মহারাজের স্ত্রী) দ্রৌপদী মহারাজী আসীৎ।
মহারাজ্ঞী (স্বয়ং বিশাল সাম্রাজ্যের অধিশ্বরী) মহারাজ্ঞী দুর্গাবতী দয়াবতী আসীৎ ।
2.মাসম্ অধীতে (একমাস ধরে পড়ছে) সঃ পুস্তকং মাসম্ অধীতে ।
মাসেন অধীতে (একমাস ধরে পড়েছে ও ফল পেয়েছে) সঃ পুস্তকং মাসেন অধীতে ।
3.মহারাজঃ (মহান্ রাজা) অশোকঃ মহারাজঃ আসীৎ ।
মহারাজা (মহান্ রাজা যেখানে) মহারাজা ভারতবর্ষঃ ।
4.মহদ্ভুজঃ (মহৎ লোকের বাহু) মহদ্ভুজঃ সর্বেষাম্ আশ্রয়ঃ ।
মহাভুজঃ (মহৎ বাহু যার) মহাভুজঃ সুখী ভবতি ।
5.মধু্ঃ (চৈত্র মাস) বৎসরস্য অন্তিম মাস মধুঃ ।
মধু (ফুলের নির্যাস) মধুপঃ মধু পিবতি ।
6.মিত্রঃ (সূর্য) মিত্রঃ উদেতি ।
মিত্রম্ (বন্ধু) সঃ মে মিত্রম্ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (artha parthakya) – য
1.যজতি (পরের জন্য যজ্ঞ করে) বিপ্রঃ যজমানায় যজতি ।
যজতে (নিজের জন্য যজ্ঞ করে) ব্রাহ্মণঃ যজতে ।
2.যবনী (যবনের স্ত্রী) যবনী গৃহে তিষ্ঠতি ।
যবানী (দুষ্টযব)যবানী ন ভক্ষনীয়া ।
যবনানী ( যবনদের লিপি ) যবনানী ময়া পঠিতা ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য (Sanskrit Homophone) – র
1.রাজীয়তি (রাজার সঙ্গে যেমন, তেমন আচরণ করে) দীনঃ তং রাজীয়তি ।
রাজায়তে (রাজার মতো আচরণ করে) সঃ অস্মাসু রাজায়তে ।
রাজন্যতি (অন্যের প্রতি রাজার মতো আচরণ করে) গুরৌ রাজন্যতি শিষ্যঃ ।
2.রজয়তি (শিকার করে) ব্যাধঃ মৃগং রজয়তি ।
রঞ্জয়তি (রঙ করে ) চিত্রং রঞ্জয়তি ।
3.রাজবান্ (সাধারণ রাজা যুক্ত) রাজবান্ অয়ং দেশঃ ।
রাজন্বান্ (উত্তম রাজা যুক্ত) পুরা ভারতঃ রাজন্বান্ আসীৎ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – শ
1.শিক্ষতি (শেখে) বালিকা নৃত্যং শিক্ষতি ।
শিক্ষতে (জিজ্ঞাসা করে) বালকঃ শিক্ষতে ।
2.শপতি (শাপ দেয়) দুর্বাসা শকুন্তলাং শপতি ।
শপতে (দোষারোপ করে) গোপী কৃষ্ণায় শপতে ।
3.শূদ্রা (শূদ্র জাতীয়া নারী) ইয়ং বালিকা জাত্যা শূদ্রা ।
শূদ্রী (শূদ্রের পত্নী) শূদ্রী শূদ্রেণ সহ বসতি ।
4.শতম্ (এক শত) শতং পুষ্পম্ আনয় ।
শতানি (শত শত) শতানি বৃক্ষাঃ পশ্যামি ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – স
1.সঙ্গচ্ছতি (মিলিত হয়) গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি ।
সঙ্গচ্ছতে (যুক্তি যুক্ত) বৃদ্ধস্য বাক্যং সঙ্গচ্ছতে ।
2.সংক্রীড়তি (কূজন করে) বিহগঃ সংক্রীড়তি ।
সংক্রীড়তে (খেলা করে) বালকঃ সংক্রীড়তে ।
3.সঞ্চরতি (ঘুরে বেড়ায়) নরঃ উদ্যানে সঞ্চরতি ।
সঞ্চরতে (কোনো কিছুতে চেপে ঘুরে বেড়ায়) সঃ যানেন সঞ্চরতে ।
4.সংজানাতি (স্মরণ করে) সঃ ঈশ্বরঃ সংজানাতি ।
সংজানীতে (স্বীকার করে) সঃ অপরাধং সংজানীতে ।
5.স্থলা (কৃত্রিম ভূমি) ক্রীড়াস্থলা রমণীয়া ।
স্থলী (অকৃত্রিম ভূমি) বনস্থলী রমণীয়া ।
6.সূর্যা (সূর্যের দেবতা স্ত্রী) সূর্যা যমজননী ।
সূরী (সূর্যের মানবী স্ত্রী) সূরী কর্ণজননী ।
7.সম্রাজী (সম্রাটের স্ত্রী) দ্রৌপদী সম্রাজী আসীৎ ।
সম্রাজ্ঞী (সাম্রাজ্যের অধীশ্বরী) রিজিয়া সম্রাজ্ঞী আসীৎ ।
8.সুন্দরা (সুন্দরবন) পঞ্চবটী সুন্দরা আসীৎ ।
সুন্দরী (রূপবতী নারী) শকুন্তলা সুন্দরী আসীৎ ।
9.সুদন্তী (সুন্দর দাঁত যুক্তা ) ইয়ং বৃদ্ধা সুদন্তী ।
সুদতী (সুন্দর দাঁত যা বয়সের পরিচায়ক) ইয়ং বালা সুদতী ।
10.সুখেন বসতি (সুখে বাস) সঃ সুখেন বসতি ।
সুখায় বসতি (সুখ পেতে বাস) সঃ সুখায় বসতি ।
11.সীমন্তঃ (সিঁথি) সধবা সীমান্তে সিন্দুরং দদাতি ।
সীমান্তঃ (শেষসীমা) সীমান্তঃ সৈনিকৈঃ রক্ষিতঃ ।
12.সুগন্ধঃ (কৃত্রিম গন্ধযুক্ত) সুগন্ধঃ পবনঃ বহতি ।
সুগন্ধি (স্বাভাবিক গন্ধযুক্ত) সুগন্ধি চন্দনম্ আনয় ।
13.সর্বাণি (সব) সর্বাণি ফলানি আনয় ।
সর্বাণী (দুর্গা) সর্বাণী গণেশজননী ।
14.সর্বায় (শিবকে) সর্বায় নমঃ ।
সর্বস্মৈ (সকলকে) সর্বস্মৈ প্রযচ্ছ ।
সংস্কৃত শব্দযুগলের অর্থপার্থক্য – ক্ষ
1.ক্ষত্রিয়া (ক্ষত্রিয় জাতীয়া নারী) ইয়ং বালিকা জাত্যা ক্ষত্রিয়া ।
ক্ষত্রিয়ী (ক্ষত্রিয়ের স্ত্রী)ক্ষত্রিয়া ক্ষত্রিয়েন সহ বসতি ।
MCQ Test পুরাণ সাহিত্য