দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা গল্প হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)

বনগতাগুহা থেকে ছোটো প্রশ্ন ও উত্তর-SAQ Question and Answer-বনগতাগুহা SAQ-বনগতাগুহা SAQ প্রশ্নোত্তর-HS বনগতাগুহা SAQ প্রশ্নোত্তর। বনগতা গুহা সংস্কৃত গল্প প্রশ্ন -দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা গল্প হতে ছোটো প্রশ্ন (Question Answer Banagata Guha)

পশ্চিমবঙ্গের WBCHSE এর Syllabus এর নিরিখে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হল। বনগতাগুহা থেকে যে প্রশ্নগুলি তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশী আসার সম্ভাবনা।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা গল্প হতে ছোটো প্রশ্ন

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা – Part-1

1.”ধান্যস্যূতাঃ” পদের অর্থ কি ?                                                                                                               

উত্তর:- “ধান্যস্যূতাঃ” পদের অর্থ হল-‘ধান ভর্তি বস্তাগুলি ।

2.’নিঃশ্রীক’ কথার অর্থ কি ?

উত্তর:- ‘নিঃশ্রীক’ কথার অর্থ হল- ‘সৌন্দর্যহীন’।

3.’পাংশুপটল’ শব্দের অর্থ কি ?        

উত্তর:- ‘পাংশুপটল’ শব্দের অর্থ হল-‘বিবর্ণ ধূলিরাশি’ বা ‘ধূলিজাল’।

4.অলিপর্বার পিতা কখন তাঁর সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টন করেদেন ? 

উত্তর:- অলিপর্বার পিতা নিজের মৃত্যু আসন্ন দেখে তার সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করেদেন ।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা – Part-2

5.অলিপর্বা ভোরে উঠে কোথায় যেতো ?                                                                                    

উত্তর:- অলিপর্বা ভোরে উঠে কাঠ কাটার জন্য বনে যেত ।

6.”তয়োর্জনকো”-বলতে কাদের পিতার কথা বলা হয়েছে ?                                                             

উত্তর:- “তয়োর্জনকো”-বলতে কশ্যপ ও অলিপর্বার পিতার কথা বলা হয়েছে ।

7.”তস্য দূরাসদং নাসীৎ” কার সম্পর্কে বলা হয়েছে ?                                                        

উত্তর:- ‘বনগতাগুহা’ পাঠ্যাংশে অলিপর্বার ভাই কশ্যপের কথা বলা হয়েছে । প্রভূতধন-সম্পদ থাকায় কোনো বস্তুই অপ্রাপ্ত ছিল না কশ্যপের কাছে ।

8.অলিপর্বা কিভাবে ছেদন করা কাঠ নগরে আনত ?                                              

উত্তর:- অলিপর্বা বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ তিনটি গাধার পিঠে চাপিয়ে নগরে আনত ।

9.”চেতি সহদরৌ বসতঃ স্ম।”- উদ্ধৃতাংশে ‘সহোদর’ কে কে ?                                               

উত্তর:- ‘সহোদর’ বলতে কশ্যপ ও অলিপর্বাকে বোঝানো হয়েছে ।

10.’আলিবাবা ও চল্লিশচোর‘ গল্পটি সংস্কৃতে কে অনুবাদ করেন ?                                                                    

উত্তর:- ‘আলিবাবা ও চল্লিশচোর’ গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক ।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা – Part-3

11.চোরের সংখ্যা ‘চল্লিশ’, এই ‘চল্লিশ’ সংখ্যাটি বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে ?

উত্তর:- চোরের সংখ্যা ‘চল্লিশ’-এই সংখ্যাটি বোঝাতে ‘বিংশতিদ্বয়ম্’ এই শব্দটি পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে ।

12.সন্ধি বিচ্ছেদ করো-‘সপদ্যেব’ ?                                                 

উত্তর:- সপদ্যেব-সপদি + এব ।

13.গুহার মধ্য থেকে প্রথম কে বেরিয়ে এসেছিল ?                                                         

উত্তর:- গুহার মধ্য থেকে প্রথম দলনায়ক বেরিয়ে এসেছিল ।

14.অলিপর্বা গুহা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল ?                                                            

উত্তর:- অলিপর্বা গুহা থেকে বেরিয়ে গাধার পিঠে সোনা-রুপা ভর্তি বস্তা চাপিয়ে নিয়ে নগরে গিয়েছিল।

15.ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভেবেছিল কেন ?                                                        

উত্তর:- বনের ভিতর যেহেতু কোনো রাজপুরুষ যাতায়াত করে না, তাই অলিপর্বা ধাবমান অশ্বারোহীদের দস্যু ভেবেছিল ।

16.চোরদের দেখে অলিপর্বা কি করেছিল ?                                                                              

উত্তর:- চোরদের দেখে অলিপর্বা নিকটে অবস্থিত ঘন শাখা ও পল্লব যুক্ত একটি গাছে উঠে পড়েছিল ।

17.কিভাবে কাটত অলিপর্বার জীবন ?                                                                   

উত্তর:- অলিপর্বা বন থেকে কাঠ এনে নগরে বিক্রী করত এবং সেই অর্থ দিয়ে  তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মহাকষ্টে জীবন কাটাত ।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা – Part-4

18.’তয়োর্জনকঃ’ পদটির সন্ধি বিযুক্ত রূপ লেখ ?

উত্তর:- ‘তয়োর্জনকঃ’ পদটির সন্ধি বিযুক্ত রূপ হল- তয়োঃ + জনকঃ ।

19.চোরেরা তাদের ঘোড়াগুলিকে কোথায় বেঁধে ছিলো  ?                                         

উত্তর:- চোরেরা তাদের ঘোড়াগুলিকে দৃঢ় গুল্ম শাখায় বেঁধে ছিল ।

20.অলিপর্বা গুহা থেকে কি নিয়ে গিয়েছিল  ?                                                            

উত্তর:- অলিপর্বা গুহা থেকে সোনা ভর্তি বস্তা তার তিনটি গাধার বহন ক্ষমতা অনুযায়ী নিয়ে  গিয়েছিল ।

21.”তয়োঃ সমং ব্যভজৎ ।”- কে, কি সমান ভাগ করেছিলেন  ?                                                        

উত্তর:- ‘বনগতাগুহা’ গদ্যাংশে কশ্যপ ও অলিপর্বার পিতা তার মৃত্যু আসন্ন দেখে নিজ সম্পদ দুই সন্তান অর্থাৎ কশ্যপ ও অলিপর্বার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন ।

22.’বনগতাগুহা’ পাঠ্যাংশের রচয়িতা কে  ?                                                             

উত্তর:- ‘বনগতাগুহা’ পাঠ্যাংশের রচয়িতা হলেন – শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক ।

23.সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার পিছনে কি কারণ ছিল  ?  

উত্তর:- কশ্যপ ও অলিপর্বা দুই সহোদর যাতে সমান সম্পত্তির অধিকারী হয় তাই তাদের পিতা সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে ছিলেন ।

আপনি যদি শ্রীগঙ্গাস্তোত্রম্ – H.S. MCQ TEST চান তা হলে নিচের Link গুলিতে Click করুণ ।

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত শ্রীগঙ্গাস্তোত্রম্ – H.S. MCQ TEST শ্রীগঙ্গাস্তোত্রম্

2 thoughts on “দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বনগতা গুহা গল্প হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)”

    • অলিপর্বা বিবৃতি মন্ত্রটি পাঠ করে গুহার দরজা খুলেছিল।

      Reply

Leave a Comment