Ramayan MCQ Test for WBSSC-রামায়ণ MCQ Test for SLST-Ramayan Quiz

Ramayan MCQ Test for WBSSC-রামায়ণ MCQ Test for SLST-Ramayan MCQ Test SSC-রামায়ণ থেকে MCQ Test-WBSSC র জন্য MCQ Test-Ramayan Quiz

রামায়ণ সম্পর্কে

আদিকবি বাল্মীকি রচিত একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য হল রামায়ণ। রামায়ণ হিন্দুশাস্ত্রের স্মৃতিবর্গের অন্তর্গত। এই রামায়ণ কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনার পাশাপাশি আদর্শ রাজা, আদর্শ ভ্রাতা, আদর্শ স্ত্রী, আদর্শ ভৃত্য প্রভৃতি চরিত্র চিত্রণের মাধ্যমে মানবসমাজের আদর্শ ব্যাখ্যা করা হয়েছে।

 লেখক বাল্মীকি
 ভাষা সংস্কৃত
 শ্লোক 24000
 কাণ্ড 7 টি
 ছন্দ অনুষ্টুপ্

পশ্চিমবঙ্গের SSC/SLST -এর Syllabus অনুযায়ী সংস্কৃত সাহিত্যের ইতিহাসের রামায়ণ থেকে MCQ Test নিচে দেওয়া হল।

WBSSC পরীক্ষায় আদি কবি বাল্মীকি রচিত রামায়ণ থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। নিচে রামায়ণ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে MCQ Set টি তৈরী করা হয়েছে। রামায়ণ থেকে MCQ Test টি নিচে দেওয়া রয়েছে।

রামায়ণের নিচে দেওয়া MCQ Set টিতে মোট 100 টি প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি যখন রামায়ণের MCQ Set টিতে পরীক্ষা দেবেন তখন প্রতিবার 10 টি করে প্রশ্ন পাবেন। আপনি যতবার পরীক্ষা দিবেন ততবারই 10 টি করে নতুন নতুন প্রশ্ন পাবেন।

রামায়ণ থেকে MCQ Test টি যেভাবে দিবেন ?

আপনি প্রথমেই Start MCQ Test Option টিতে Click করে পরীক্ষা দেন। এরপর আপনি Quiz Summary Option টিতে Click করে নাম লিখুন এবং Finish Quiz Option টিতে Click করুণ।

Leave a Comment